Thousands of coronavirus tests are going unused in US laboratories, reveals a Nature investigation. Some labs have ramped up their facilities for testing. But lab leaders say they’re performing at half capacity or less because of bureaucracy and logistical barriers. “I show up in a magic ship,” says genetic scientist Fyodor Urnov, “with 20,000 free kits and [approval] and everything, and the major hospitals say: ‘Go away, we cannot interface with you.’” https://www.nature.com/articles/d41586-020-01068-3?utm_source=Nature+Briefing&utm_campaign=bed528b7fb-briefing-dy-20200414&utm_medium=email&utm_term=0_c9dfd39373-bed528b7fb-44136081
আর একটা লিংক দিলুম যে!ব্রিটিশ কোম্পানির।সেটা তো আরো কম দাম দেখাচ্ছে।
প্রশ্ন হলো পুল্ড স্যাম্পল নিয়ে টেস্ট করলে অঙ্ক তো 1 -2 বিলিয়নে নেমে আসবে।কিন্তু গেটস দেবে কেন?আমেরিকাই বা গণ হারে সেরোলোজি টেস্ট করাচ্ছে না কেন?
অনেকটা খেলিয়ে মাছ টা ধরবো,এই রকম এটিচ্যুড নিয়ে ছিপ ফেলে বসে আছে।অপেক্ষাই করছে শুধু--
জার্মানি বলেছে ,গণ হারে টেস্ট করবে।করে এন্টিবডি পজিটিভ জনতা কে রিস্ট ব্যান্ড পরিয়ে, বাজারে ছেড়ে দেবে।তারা মনের সুখে ঘুরে বেড়াবে,কাজ কর্ম করবে, বিড়ি ফুঁকবে,ইকোনমি সচল রাখবে।
রেসপিরেটরি ভাইরাস বাই নেচার কয়েক মাসের বেশি থাকে না। গরমের সময় তীব্রতা কমে যায়।
কিন্তু কোন জীব জন্তু কে হোস্ট খুঁজে পেলে মুশকিল। এন্ডেমিক হয়ে যাবে। তখন হাতে হ্যারিকেন।
সেরোলোজি টেস্ট কিটের আলিবাবায় দাম দেখাচ্ছে 10 -12 ডলার।
বাল্কে কিনলে আরো কম দাম পড়বে।
এই একটা লিঙ্ক আছে।ব্রিটিশ কোম্পানির।
তেল মার্কেটের লেটেষ্ট (করোনার আগের) প্রোজেকশন নিয়ে কদিন আগে দুকলম লিখেছিলাম তো:
শুভ নববর্ষে সবাই কে প্রীতি ,শুভেচ্ছা আর ভালোবাসা জানাই।
" যত ই আধার হোক রাত্রি কালো, জানবে ততোই কাছে ভোরের ও আলো"
সবার সেরোলোজি টেস্ট তো মাস্ট হওয়া উচিত।র্যাপিড এন্টিজেন টেস্টও হওয়া উচিত।টেস্ট পুল্ড স্যাম্পল দিয়ে করলে খুব কম টেস্ট কিট লাগবে। ধরাযাক প্রতি 10 জনে একটি কিট।যদি কোন স্যাম্পল পজিটিভ বেরোয়,তাহলে ঐ স্যাম্পল এর দশ জন কে পুনরায় ইন্ডিভিজুয়াল টেস্ট করা হবে।
যাঁরা ইম্যুন্ড তাঁদের জন্য রেস্ট্রিকশন তুলে নেওয়া উচিত।
তবে,aka, গরমে করোনার প্রকোপ কমবে বলেই মনে হয়।যেসব দেশ গুলোতে বা বলা ভালো যেসব অঞ্চল গুলোতে বেশি মৃত্যু হয়েছে,সেসব দেশ বা অঞ্চলের তাপমাত্রা কম।
মেক্সিকো,নিকারা গুয়া আর ইউ এস দেখুন।
আফ্রিকার কান্ট্রি গুলো দেখুন।
বিলো ফর্টি, ফ্যাটালিটি 1 পার্সেন্ট এর কম।এখানেও ইন্ডিয়া এডভান্টেজ পজিশনে আছে। কারন এল্ডারলি পপুলেশন তুলনামূলক ভাবে বেশ কম।
কিন্তু কিট আজ আসবে কাল আসবে এসব চলছেই।সাধারণ মানুষের দুর্গতি চলছেই।তবে সহনশীল জনতা,মানিয়ে নিচ্ছে।