এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ০০:৪০442064
  • আর একটা লিংক দিলুম যে!ব্রিটিশ কোম্পানির।সেটা তো আরো কম দাম দেখাচ্ছে।

    প্রশ্ন হলো পুল্ড স্যাম্পল নিয়ে টেস্ট করলে অঙ্ক তো 1 -2 বিলিয়নে নেমে আসবে।কিন্তু গেটস দেবে কেন?আমেরিকাই বা গণ হারে সেরোলোজি টেস্ট করাচ্ছে না কেন?

    অনেকটা খেলিয়ে মাছ টা ধরবো,এই রকম এটিচ্যুড নিয়ে ছিপ ফেলে বসে আছে।অপেক্ষাই করছে শুধু--

    জার্মানি বলেছে ,গণ হারে টেস্ট করবে।করে এন্টিবডি পজিটিভ জনতা কে রিস্ট ব্যান্ড পরিয়ে, বাজারে ছেড়ে দেবে।তারা মনের সুখে ঘুরে বেড়াবে,কাজ কর্ম করবে, বিড়ি ফুঁকবে,ইকোনমি সচল রাখবে।

  • দ্রি | 172.69.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ০০:৩০442063
  • "সেরোলোজি টেস্ট কিটের আলিবাবায় দাম দেখাচ্ছে 10 -12 ডলার।"

    তাহলে অনেকেই অ্যাফোর্ড করতে পারবে। আবার অনেকে পারবেও না।

    আমার একটা প্রোপোজাল আছে। ভারতে 1.3 বিলিয়ান মানুষের সেরোলজির মোট করচ ১৩ বিলিয়ান ডলার। এইটা গেটস ফাউন্ডেশান ফান্ড করে দিক। কটা টাকা বৈ তো নয়। মানুষের এই দুর্দিনে কত মানুষই তো কত দানধ্যান করল। গেটসরা এইটুকু করুক। মারা যাওয়ার ২০ অছরের মধ্যে এনিওয়ে সব টাকা খচ্চা করে ফেলতে হবে। নাহয় একটু বিফোর স্কেডিউল খচ্চা হবে।
  • lcm | 172.68.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ০০:২৯442062
  • দ্রি,
    গ্রোয়িং ওয়ার্ল্ড পপুলেশন এবং ফুড প্রোডাক্শন --- এই নিয়ে দুই পর্বে/সংখ্যায় ন্যাটজিও-তে লেখা বেরোয় বেশ কয়েক বছর আগে। তাতে এরকম প্রোজেকশন কিছু দেওয়া ছিল। লিংক পেলে দেব।
  • রৌহিন | ১৫ এপ্রিল ২০২০ ০০:২২442061
  • এই কার্ভ ফ্ল্যাটেনই বলুন আর লক ডাউনই বলুন, প্রায় সব সরকারই এবার আস্তে আস্তে লুজ দেবে। আমাদের এখানে ৩ মে র পর আর বাড়বে বলে মনে হয় না। সরকার বুঝতে পারছে লক ডাউন হ্যাভ সার্ভড ইটস পারপাস অ্যান্ড ইট ডিড ইনডিড।
  • sm | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ০০:১২442060
  • রেসপিরেটরি ভাইরাস বাই নেচার কয়েক মাসের বেশি থাকে না। গরমের সময় তীব্রতা কমে যায়।

    কিন্তু কোন জীব জন্তু কে হোস্ট খুঁজে পেলে মুশকিল। এন্ডেমিক হয়ে যাবে। তখন হাতে হ্যারিকেন।

  • sm | 162.158.***.*** | ১৫ এপ্রিল ২০২০ ০০:০৪442058
  • সেরোলোজি টেস্ট কিটের আলিবাবায় দাম দেখাচ্ছে 10 -12 ডলার।

    বাল্কে কিনলে আরো কম দাম পড়বে।

    এই একটা লিঙ্ক আছে।ব্রিটিশ কোম্পানির।

  • aka | 108.162.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২৩:৫৭442057
  • আপাতত বছর খানেক থেকে দেড় বছর এই চলবে। লকডাউন চলবে, খুলবে, আবার করবে। চুকে বুকে যাবার জিনিষ তো নয়, ভাইরাস তো মাল্টিপ্লাই করছে, করতে করতে একসময় যাদের হবার হবে, যারা মরার মরবে, বাকিদের হার্ড ইমিউনিটি তৈরী হবে। তার আগে ভ্যাক্সিন বেরলে অন্যকথা। তাও তার প্রোডাকশন ও সেই নিয়ে রাজনীতি চলবে। লাইন পরবে ভ্যাকসিন নেবার জন্য। আর যদি ফ্লুয়ের মতন হয় যে ভ্যাক্সিন শুধু কয়েকটা স্টেইনের জন্যই কাজে দেয় তো হয়ে গেল। তদ্দিন কার্ভ ফ্ল্যাট করে প্রিভেন্টেবল ডেথ রোখা। তাতে ইকনমি ঝুলে গিয়ে বহু লোক মারা যেতে পারে। এখন এই সেকেণ্ডারি ইমপ্যাক্ট বেশি? নাকি প্রাইমারী তা কঠিন অপ্টিমাইজেশন প্রবলেম।

    আপাতত বছর দেড়েকের জন্য নিশ্চিন্ত। চাকরি থাকলেই হল। না থাকলেই বা কি? এই তো জীবন।
  • দ্রি | 108.162.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২৩:৩২442056
  • আচ্ছা, কিছুদিন আগে এলসিএম বলেছিলেন ২০৭০ এর পর ওয়ার্ল্ড পপুলেশান কমবে এরকম প্রোজেকশান আছে। এই প্রোজেকশানের বেসিসটা কী জানেন? কিসের ভিত্তিতে এই ক্লেম?
  • দ্রি | 108.162.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২৩:২৯442055
  • "সবার সেরোলোজি টেস্ট তো মাস্ট হওয়া উচিত।"

    আচ্ছা এই সেরোলজি টেস্টের কত খচ্চা? ভারতের মত দেশে ইনসুরেন্স কাভার না করলে কি আমজনতার পক্ষে অ্যাফোর্ডেবল?

    না যদি হয়, তাহলে এই মাস্টের কোন মানে নেই। হলে, অবশ্যই।
  • দ্রি | 108.162.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:৫৬442054
  • "খুব রাফ, বিরাট রেন্জ। অ্যাজাম্পশন খুব লুজ। কিন্তু অর্ডার অফ ম্যাগনিটিউড বুঝতে সাহায্য করে। গরম ছাড়া এখনও অবধি অন্য কোন কারণ নেই যাতে ভারতে জার্মানি বা ইউএসের থেকে কম ছড়াবে। হ্যা লোকজনের বয়স কম বলে মৃত্যু কম। "

    একটা জিনিষ খুব মনে হয়। ছড়িয়ে টড়িয়ে ব্যাপারটা শেষ হলেই বাঁচা যায়। এখন বেস্ট বেট হল কোভিড হয়ে যাক, অল্প সিমটমের ওপর দিয়ে চুকে যাক। তাহলে এরপর শান্তি। ইমিউনিটি হয়ে গেল। আর সারাক্ষণ ভয়ে কাটাতে হবে না। তা না হলে তো সারাক্ষণ সাসপেন্স।

    আরো একটা জিনিষ মনে হচ্ছে। কার্ভ ফ্ল্যাটেন বেশী করতে গেলে ইকনমিক পেইনটা বেশী হবে। বেশীদিন লকডাউন হবে। কতটা কাভ ফ্ল্যাটেনিং অপটিমাম সেটা একটা ডিফিকাল্ট অপটিমাইজেশান প্রবলেম।
  • S | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:৪৯442053
  • ট্রান্সপোর্টেশান আর ট্যুরিজমে একটা সার্জ হয়ত আসবে এইসব লকডাউন শেষ হলেই। কারণ অনেকদিন ধরে ঘরবন্দী সবাই। কিন্তু সেটাও একসময় কমবে। চীনে ইন্টারন্যাশনাল ট্যুরিজম বহুদিনের জন্য কমে গেল। এই জেনারেশানের লোকজনের একটা পার্মানেন্ট বিহেভিয়ার চেন্জ হবে। সেসব হলে ওভারল এনার্জির রিকোয়ারমেন্ট কমবে, ফলে তেলের ডিমান্ডও কমবে।
  • শালিখ | 172.69.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:৪২442052
  • "চায়না থেকে ভারতে ইনকামিং ট্রাফিক কম, মানে চাইনিজ লোকজনের।"

    সেটাই যদি ভারতের সুবিধার কারণ হয় তাহলে সুবিধা বেশীদিন থাকবে না। লোকাল স্প্রেড কিছুদিন চললেই সমান সমান হয়ে যাবে।

    অংকের ভাষায় বললে ইনিশিয়াল ইনফেক্টেড পপুলেশন কম বলে লজিস্টিক কার্ভের S এর নীচের লো স্প্রেড রেট ফেজটা কিছু বেশীদিন ধরে চলবে। কিন্তু শেষ অবধি S এর মাঝখানে আসবে, অর্থাৎ এক্সপোনেন্সিয়াল স্প্রেড রেট দেখা যাবে। তখন পজিটিভের অনুপাত টেস্টেড পপুলেশনে বাড়বে।
  • দ্রি | 108.162.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:৩৫442051
  • "এনার্জির সোর্স হিসেবে তেলের (ফসিল ফুয়েল) আধিপত্য কমে আসছে. একথা ঠিক এখনও পেট্রোলিয়াম ছাড়া প্লেন আকাশে ওড়ে না, কিন্তু গাড়ি চলে . কয়লার মতন অবস্থা হতে পারে পেট্রোলিয়ামের ."

    হবে। কিন্তু ব্যাপকভাবে হওয়ার আগে অল্টার্নেট এনার্জির দাম কমতে হবে। যেটা এখনও প্রপারলি হয়নি। সোলার পাওয়ার গাড়ি, প্লেনের দাম কমুক। তারপর অবশ্যই রিপ্লেসড হবে। এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য এক্সপেন্সিভ এনার্জি লার্জ স্কেলে ডিপ্লয় করতে অনেক দেশই রাজি হবেনা।

    "সেক্ষেত্রে সৌদির জন্য যতদিন তেলের বাজার থাকে ততদিনে খুব কম দামে প্রচুর তেল উৎপাদন করে পয়সা তুলে নেওয়াটা স্ট্র‌্যাটেজি হতে চলেছে। আজ নয় কাল তেলের দাম আবারও কমবে।"

    অল্টার্নেট এনার্জির দাম যদি কমে, তেল দাম কমিয়ে ফাইট দেবে যতটা পারে। কিন্তু মুস্কিল হল এই সব তেল ডিপেন্ডেন্ট দেশ নিজেদের বাজেট করে তেলের একটা অ্যাভারেজ প্রাইস ধরে। তার চেয়ে কম হয়ে গেলে ডেফিসিট হবে। লোন নিতে হবে। সেটা আবার একটা প্রবলেম। সো এটা একটা ডিফিকাল্ট ব্যালেন্সিং গেম। টাইটরোপ ওয়াকিং এর মত। আর ডাইভার্সিফাই সব দেশই করছে। নিজেরাই অল্টার্নেট এনার্জিতে ইনভেস্ট করছে।
  • সুকি | 172.69.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:৩০442050
  • তেল মার্কেটের লেটেষ্ট (করোনার আগের) প্রোজেকশন নিয়ে কদিন আগে দুকলম লিখেছিলাম তো:

    https://www.guruchandali.com/comment.php?topic=17200

  • lcm | 172.68.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:৩০442049
  • সোশ্যাল মিডিয়ায় পেলাম -
    "এই প্রথম বাঙালি পালন করল একলা বৈশাখ"
  • S | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:২৯442048
  • সাউথ ডাকোটার গভর্ণর স্টে-অ্যাট-হোম অর্ডার দিতে অস্বীকার করেই চলেছে। ফলে ৯ লক্ষ লোকের রাজ্যে ৭৩০ জন কোরোনা আক্রান্ত। এদিকে বলেছে যে ট্রায়াল বেসিসে হাইড্রক্সোক্লোরোকুইন দেবে। আমি বুঝিনা যে রাষ্ট্রপতি আর গভর্ণররা কবে থেকে ডাক্তারের কাজ করতে শুরু করল।
  • lcm | 172.68.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:২৭442047
  • * এয়ার ট্রাফিক কম
  • lcm | 172.68.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:২৭442046
  • চায়না থেকে ভারতে ইনকামিং ট্রাফিক কম, মানে চাইনিজ লোকজনের।
  • শালিখ | 172.68.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:২৭442045
  • এক বন্ধু দেখাল পশ্চিমবঙ্গে ও আরো কয়েকটা স্টেটে টেস্টেড রোগীদের মধ্যে মোটামুটি সাড়ে পাঁচ পার্সেন্ট পজিটিভ। নিউ ইয়র্কে সংখ্যাটা উনিশ পার্সেন্ট মত। সুবিধা তো ভারতের কিছুটা আছেই।
  • S | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:২৫442044
  • "তবে দেশটা ভারত, যখন সবাই ভাবে রসাতলে গেল তখনই ঘুরে দাড়ায় ফিনিক্স পাখীর মতন।"

    ???
  • aka | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:২৪442043
  • আমি কাল একটা রাফ হিসেব করেছি। ভারতের যতজনের টেস্ট হয়েছে আর যতজনের পজিটিভ এসেছে সেই রেশিও ধরে যদি ইউএসে বা জার্মানির মতন টেস্ট হত নাম্বারে।

    তাহলে সেই হিসেবে ভারতে পজিটিভ কেসের সন্খ্যা হয় ৫০০,০০০ থেকে ১ কোটির মধ্যে।

    খুব রাফ, বিরাট রেন্জ। অ্যাজাম্পশন খুব লুজ। কিন্তু অর্ডার অফ ম্যাগনিটিউড বুঝতে সাহায্য করে। গরম ছাড়া এখনও অবধি অন্য কোন কারণ নেই যাতে ভারতে জার্মানি বা ইউএসের থেকে কম ছড়াবে। হ্যা লোকজনের বয়স কম বলে মৃত্যু কম।

    গরম বলে যদি ৪০% রিডাকশনও ধরি তাহলেও লোয়েস্ট রেন্জের মানে ৫০০,০০০ থেকে কমে হয় ২০০,০০০ লোকের পজিটিভ।

    তবে দেশটা ভারত, যখন সবাই ভাবে রসাতলে গেল তখনই ঘুরে দাড়ায় ফিনিক্স পাখীর মতন।
  • হখগ | 172.68.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:২১442042
  • তাই কন।
  • দ্রি | 172.68.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:১৯442041
  • "এটা কি " তখন রাশিয়া আর সৌদি কোঅর্ডিনেটেড ভাবে মার্কেট ফ্লাড করে দিল। " পড়তে হবে ? "

    হ্যাঁ।
  • অপু | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:১৮442040
  • শুভ নববর্ষে সবাই কে প্রীতি ,শুভেচ্ছা আর ভালোবাসা  জানাই।

    " যত ই আধার হোক রাত্রি কালো, জানবে ততোই কাছে ভোরের  ও আলো"

  • sm | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:১৭442039
  • সবার সেরোলোজি টেস্ট তো মাস্ট হওয়া উচিত।র্যাপিড এন্টিজেন টেস্টও হওয়া উচিত।টেস্ট পুল্ড স্যাম্পল দিয়ে করলে খুব কম টেস্ট কিট লাগবে। ধরাযাক প্রতি 10 জনে একটি কিট।যদি কোন স্যাম্পল পজিটিভ বেরোয়,তাহলে ঐ স্যাম্পল এর দশ জন কে পুনরায় ইন্ডিভিজুয়াল টেস্ট করা হবে।

    যাঁরা ইম্যুন্ড তাঁদের জন্য রেস্ট্রিকশন তুলে নেওয়া উচিত।

  • aka | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:১৬442038
  • এসেম, গরমের ও আর্দ্রতার ব্যাপারে সবই গেস, হলে খুব ভালো কথা। কিন্তু ভারতে অল্প হলেও যদি টেস্ট করে আর্লি কোয়ারাইনটাইন না করে তাহলে বুড়ো বুড়ি গুলো সব গেল, এই আর কি। কেরল ভালো করছে।
  • aka | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:১১442037
  • রামকৃষনপুরম নামক একটি হাউসিম্গ কমপ্লেক্স আছে, অনন্যা সিনেমার কাছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। পুরো কমপ্লেক্স সিল করে দিচ্ছে। তার মানে কি? সেখানে কি টেস্ট হবে?

    সেখানে আমার এক বন্ধুর মা থাকেন। কি হবে কে জানে?
  • sm | 162.158.***.*** | ১৪ এপ্রিল ২০২০ ২২:০৭442036
  • তবে,aka, গরমে করোনার প্রকোপ কমবে বলেই মনে  হয়।যেসব দেশ গুলোতে বা বলা ভালো যেসব অঞ্চল গুলোতে বেশি মৃত্যু হয়েছে,সেসব দেশ বা অঞ্চলের তাপমাত্রা কম।

    মেক্সিকো,নিকারা গুয়া আর ইউ এস দেখুন।

    আফ্রিকার কান্ট্রি গুলো দেখুন।

    বিলো ফর্টি, ফ্যাটালিটি 1 পার্সেন্ট এর কম।এখানেও ইন্ডিয়া এডভান্টেজ পজিশনে আছে। কারন এল্ডারলি পপুলেশন তুলনামূলক ভাবে বেশ কম।

    কিন্তু কিট আজ আসবে কাল আসবে এসব চলছেই।সাধারণ মানুষের দুর্গতি চলছেই।তবে সহনশীল জনতা,মানিয়ে নিচ্ছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত