এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শালিখ | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৯:২৮440739
  • ওরকম বলবেন না। কথাঞ্জলির বাংলা তো দিব্যি সহজ। ডিলিট পাওয়া বাংলা, কিন্তু কেমন সব্বাই বুঝতে পারে।

    :-)
  • b | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৯:২৭440738
  • ফ্লাইটরাডার২৪ এ দেখছি বহু দেশেরই ফ্লাইট ক্যান্সেল হয় নি।
  • ;/ | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৯:০৮440737
  • আরে যারে সইতে নারি তার বাংলা ব্যাঁকা ;/
  • শালিখ | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৮:৫১440736
  • Hkg, অরিনবাবুর সংখ্যাগুলো মনে হল পজিটিভ টেস্টের সংখ্যা।

    অরিনবাবু, ভুল হলে ধরিয়ে দেবেন।
  • শালিখ | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৮:৪২440735
  • পিটির জন্য | 172.69.135.219 | ০১ এপ্রিল ২০২০ ১৬:৫৭

    বাবা, কত বড় মেমো। কিন্তু পড়ে কিছু বোঝা গেল না। একটু সহজ বাংলায় হলে ভাল হত।

    শুধু ওই মাসে এক কিলো চাল আর এক কিলো গমের জায়গাটা বুঝলাম।
  • quark | 188.114.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৮:০১440734
  • কিন্তু সত্যিই সরকার ঠিক এতটাই অপদার্থ?
  • | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৭:৩৮440733
  • হ্যাঁ কোয়ার্ক আমার এবং আমার মত অনেকেরই এটাই বক্তব্য যে রিলিফ ফান্ড মানেই হঠাৎ বিপর্যয়ে যা কাজে লাগবে। সেটাকে বাজারে খাটিয়ে বসে থাকলে আর প্রচন্ড প্রয়োজনেও কাজে না লাগানো গেলে সেটা সরকারের অপদার্থতা এবং মতলববাজী।

    যাই হোক এই খবর অনুযায়ী হলে বেশ ভাল ব্যপার।

    Britain, France and Germany bypass US sanctions to provide Iran with medical aid

    https://www.telegraph.co.uk/news/2020/03/31/britain-france-germany-bypass-us-sanctions-provide-iran-medical/?fbclid=IwAR1SArGXNxHIVyh8WEoAJeOeIRFAZourbsL9tSQR45BqN9CT6pFcnWKgMi8
  • সে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৭:১৮440732
  • ২৫হাজার কোটি টাকা অনুদান চেয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে। মমতা চিঠি লিখেছেন মোদীকে।
  • quark | 188.114.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৭:০৪440731
  • দ | 162.158.50.254 | ০১ এপ্রিল ২০২০ ১২:১৭

    কিন্তু এতে তো দেখ্লাম একজন অর্থনীতিবিদ আয় বাড়বে বলে লিখেছেন এবং রাজ্য সরকারগুলোকেও তাদের ত্রাণ তহবিলগুলোকেও একইভাবে ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন। এর মানে যদি হয় দরকারের সময় কাজে লাগানো যাবে না, তাহলে তো এই ত্রাণ তহবিলগুলোর কোন অর্থই রইলো না।
  • PT | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৬:৫৯440730
  • পিটি তো রেশন পায় না!!
  • পিটির জন্য | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৬:৫৭440729
  • পশ্চিমবঙ্গ সরকার
    খাদ্য ও সরবরাহ বিভাগ
    ১১/এ, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা
    নং- ১২২৪-এফএস/ও/সেকট/আইটি-১৯/২০১৮ তারিখ, ৩১মার্চ, ২০২০
    আদেশ
    কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারী ছড়িয়ে পড়ার আশংকায় লকডাউনের ফলে জনগণের অর্থনৈতিক অসুবিধা নিরসনের জন্য, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত AAY(অন্নপূর্ণা অন্তোদয় যোজনা), SPHH(বিশেষ সুবিধাপ্রাপ্ত পরিবারসমূহ), PHH(সুবিধাপ্রাপ্ত পরিবারসমূহ) এবং RKSY-1(রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষাক যোজনা-১)-এ খাদ্যশস্য (চাল এবং গম /সুরক্ষিেত আটা) সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে-
    এক জন সুবিধাভোগী তাঁদের নিজ নিজ নির্ধারিত প্রাপ্য- সহ বিশেষ প্যাকেজে সুবিধাগুলি গণবন্টন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে ছয় মাসের জন্য ১লা এপ্রিল, ২০২০ থেকে ৩০ শে সেপ্টেম্বর,২০২০ পর্যন্ত (বিজ্ঞপ্তি নম্বর ১২০৫-এফএস/সেক্ট/ফুড/ 14আর-০১/২০১৩ (পার্ট-III) তারিখ ২৬.০৩.২০২০) রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা০ যোজনা-২-এর উপভোক্তারা প্রতি মাসে এক কেজি চাল ১৩টাকা প্রতি কেজি এবং এক কেজি গম ৯ টাকা প্রতি কেজি দরে পাবেন।
    বিশেষ শিবিরের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড প্রদানের জন্য যথাক্রমে দুটি ধাপে ৯ সেপ্টেম্বর,২০১৯ থেকে ও ২৭ সেপ্টেম্বর, ২০১৯ প্রথম পর্যায়ে ও ৫ নভেম্বর, ২০১৯ থেকে ৫ ডিসেম্বর,২০১৯ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন সংগ্রহ করা হয়েছিল। কর্তৃপক্ষের তদন্ত ও অনুমোদনের পরে যোগ্য মানুষেরা যাঁরা বাদ পড়েছিলেন তাঁদের কার্ড বিলি করা হয়েছিল।
    তখন দেখা যায় যে সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড Form III,IV,VIII) যথাযথভাবে গ্রামীণ অঞ্চলের জন্য বিডিও দ্বারা অনুমোদিত ও পুর এলাকার এসসিএফএন্ডএসএস (খাদ্য দপ্তর) এবং কলকাতা পুরসভা এলাকায় খাদ্য বিভাগের সরস্বতী প্রেস দ্বারা ডিজিটাল রেশন কার্ড ছাপা না হওয়ার জন্য ও পরে লকডাউনের কারণে ডাক বিভাগের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ২৫ মার্চ, ২০২০ থেকে বিলি করা সম্ভব হয়নি। ডিজিটাল রেশন কার্ডের অভাবে, এই সুবিধাভোগীরা যোগ্য হওয়া সত্ত্বেও বিনামূল্যে রেশনটির সুবিধা নিতে সক্ষম হবেন না।
    উপরোক্ত সমস্ত বিষয়গুলি বিবেচনা করে, খাদ্য ও সরবরাহ বিভাগ নিম্নলিখিত পদ্ধতিটি জনস্বার্থে এই সমস্ত সুবিধাভোগীকে খাদ্য কুপনের মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে:-
    ১. জেলা নির্ধারিত -> ব্লক /পৌরসভা এলাকায় ওয়ার্ডভিত্তিক) কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড ভিত্তিক ‘খাদ্য ও সরবরাহ দপ্তরের তালিকা অনুসারে এ জাতীয় যোগ্য সুবিধাভোগীদের বরাদ্দকৃত ডিজিটাল রেশন কার্ড নম্বর সহ তালিকা DCF&Ss/DDRSs দিয়ে দেওয়া হবে।
    ২. এই সুবিধাভোগকারীদের আদেশের নং.১২০৫-এফএস/সেক্ট/ফুড/১৪আর-০১/১২০৩(অংশ-III তারিখ ২৬.০৩.২০২০) অনুসারে খাদ্যশস্য গ্রহণে যাতে সক্ষম হন তার জন্য বিশেষ কুপন সরবরাহ করা হবে।

    ৩. গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে বিডিও, পুরসভা এলাকার ক্ষেঅত্রে মহকুমা শাসক বা মহকুমা শাসক নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে কমিশনার কর্তৃক নিযুক্ত আধিকারিকরা ক্রমিক সংখ্যা সহ খাদ্য কুপন ৭ এপ্রিল, ২০২০-র মধ্যে প্রদান করবেন(কুপনের বিন্যাসের একটি সংযোজন দেওয়া হল)।
    ৪. এরপরেই খাদ্য কুপনগুলি জেলা শাসক এবং কলকাতা পুরসভার ক্ষেহত্রে কমিশনার, সুবিধাভোগীদের দ্বারে পৌঁছে দিতে হবে। এবং তারা ৯ এপ্রিল, ২০২০-এর মধ্যে এই বিভাগে সংক্ষিপপ্ত প্রতিবেদন জমা দেবেন।
    ৫. এই সুবিধাভোগীদের খাদ্য শস্য বিতরণ ১০ এপ্রিল, ২০২০ থেকে তাঁদের নিজস্ব এফপিএস ট্যাগে শুরু করা হবে।
    ৬. প্রতিটি এফপিএস এই সমস্ত খাদ্য কুপনের মাধ্যমে খাদ্যশস্য সুবিধাভোগীদের বিলি করে একটি মাসিক প্রতিবেদন তৈরি করবেন।
    ৭. ডিডিপিএন্ডএস/ডিআর-রা যথাক্রমে এমআর/এসআর এলাকায় এফপিএস গুলিতে খাদ্যশস্য বিতরণ নিয়মিত হচ্ছে কীনা তা তদারকি করবেন।
    গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বার্থে এই চিঠি সকলকে দেওয়া হল।

    মনোজ কুমার আগরওয়াল
    প্রিন্সিপ্যাল সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকার
  • সে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৬:৪০440728
  • "বহু শতকের স্তুপাকার জঞ্জাল"
    ঠিক কথা।
  • PT | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৬:৩৬440727
  • মায়ের স্বপ্ন সার্থক হোকঃ

    জঙ্গল সে তো আপনি হয় না সাফ
    কাটতে কাটতে সাফ করে যেতে হয়
    অনেক জনের অনেক দিনের পাপ
    অনেক জনের ত্যাগ দিয়ে তার ক্ষয়।

    ত্যাগের বীর্য যদি কারো নাই থাকে
    জঙ্গল তবে করে দিতে হয় খাক
    আগুনের শিখা লেলিহান হয়ে তাকে
    চেটেপুটে খায় কিছুই থাকেনা ফাঁক।

    ত্যাগের অস্ত্র হাত থেকে যদি খসে
    সেই দিন হবে আগুন লাগার দিন
    বাঁচবে না কেউ রাজার তক্তে বসে
    ত্যাগের পুণ্য যদি হয়ে থাকে ক্ষীণ।

    স্বাধীনতা নয় সব পেয়েছির দেশ
    বহু শতকের স্তুপাকার জঞ্জাল
    কোদাল লাগিয়ে নাই যদি হয় শেষ
    আসবে তখন আগুন লাগার কাল।

    (পাপ, অন্নদাশঙ্কর রায়; ১৯৪৯)
  • সে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৬:২০440725
  • লাস্ট দোকান গেছলাম ১৩ দিন আগে। তারপর থেকে আর বাইরে বের হই নি। অল্প অল্প করে শাক সবজি ফল কিনেছিলাম। মাছ মাংস তেমন খাই না আমরা। সেসব প্রায় ফুরিয়েই গিয়েছিল কয়েকদিন। চাষিদের যোগাযোগ করেও সুফল হয় নি। শেষে এই স্বেচ্ছাসেবিকার সাহায্যে কিছু বেগুন, ৎসুগেটি, ব্রকোলি, গাজর, টোম্যাটো, পাতিলেবু, কমলালেবু, আপেল ও দুটো ব্রাউন রুটির লোফ। এর বেশি লাগে না। এর বেশি জিনিস কারওকে দিয়ে বইয়ে বইয়ে আনাতেও লজ্জা করে।
  • b | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৫:৫৮440724
  • আমাদের এখানে মাছ মাংসের দোকান বন্ধ। এমনকি নদীতেও জলপুলিশ মাছ ধরার নৌকো নামতে দিচ্ছে না। এদিকে ঘরের একজনের প্রোটিন খাওয়া কমছে। কমিউনিটি গেট থেকে বেরোনো নিষেধ। একজন চিকেন বিক্রি করে, সে গেটের কাছে এসে দিয়ে যাবে, আমাকে হাত বাড়িয়ে নিতে হবে। ১ কিলো ব্রয়লার ২২০ টাকা। সকালে টেলিফোনে বললে বিকেলে বা তার পরের দিন দেবে।

    এইসব আর কি।
  • সে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৫:৫৪440723
  • ডেলিভারি এসে গ্যাছে______!!!
    ইয়াহু
  • dc | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৫:৫৩440722
  • আমার মা আজ দুপুরে খেতে খেতে বললো এবার আমার একটা স্বপ্ল সার্থক হবে। আমরা জিগ্যেস করলাম কি? মা বলে ছোটবেলার থেকে ভেবে এসেছি বিপ্লব হবে, এতোদিনে তার জমি তৈরি হয়েছে। কেন? নাকি জিনিষের দাম আগুন হবে, সাধারন লোক খেতে পাবেনা, তখন খেপে গিয়ে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে ফ্রান্সেও নাক তাই হয়েছিল। বোঝ অবস্থা!
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৫:২০440721
  • যাক ইন্দ্রাণী দি অন্তত আমার সমসাময়িক সাহিত্য সম্পর্কে অনালিসিসে ভিরমি খেয়ে ডুব দিচ্ছে সেরকম অন্তত নিজমুখে বলে নি।

    এই রাজকন্যার-অন্ত্রে-হজমাবদ্ধ -গুলি-সুতোর বাজারে সেটা কম না।
  • | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৫:১৬440719
  • কেজরি আবার বলেছে বাড়িতে বসে গীতা পড়তে!।
    এরা সকলেই যে যার পিআর নিয়ে ব্যস্ত!
  • | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৫:১৬440720
  • কেজরি আবার বলেছে বাড়িতে বসে গীতা পড়তে!।
    এরা সকলেই যে যার পিআর নিয়ে ব্যস্ত!
  • সে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৫:১৫440718
  • আমাদের এখানে যেটা করা হচ্ছে সেটা বলে দিই।
    আমাদের কিন্তু কারফিউ নেই, লকডাউন নেই। সোশ্যাল ডিসট্যানসিং মানা হচ্ছে এবং বাড়ি বাড়ি সরকারি চিঠি গেছে বয়স্ক বা রিস্কগ্রুপের লোকজন যাতে দোকানে না যান, বাইরে না বের হন। তার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে হোম ডেলিভারি।
    কাঁচা বাজারের হোম ডেলিভারি পাল্লা দিতে পারছে না চাষিরা বা দোকানদারেরা। ক্যানসেল করে দিচ্ছে অর্ডার। ফলত বিকল্প ব্যবস্থা ভলানটিয়াররা দোকান করে দিয়ে যাবে। টিপস আগেই কার্ড দিয়ে পে করে দেওয়া যাচ্ছে যাতে টাকা ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা না থাকে। এরা দুঘন্টার মধ্যে এটা করে দেয় বলে জানিয়েছে। ১ঘন্টা ১৫ মিনিট আগে অরডার প্লেস করা হয়েছে, আর ৪৫ মিনিটের অপেক্ষা।
  • সে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৪:৩৪440717
  • অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেক ৩০ মিনিট অন্তর এনডিটিভিতে বিজ্ঞাপন দিচ্ছেন, এই খরচটা গরীবদের জন্য করতে পারতেন না?
  • অনির্বাণ | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৪:২৫440716
  • তবলিঘি জামাত নিয়ে আনন্দবাজারও হুলিয়ে চাড্ডিরা পড়ে আনন্দ পাবে এই রকম লিখছে। ওরা আবার মনের ভাবও বুঝে যায়। যেমন "নিজামুদ্দিনের ঘটনায় প্রবল ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার" 

  • i | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৪:১১440715
  • ঘাপটি মোডে গেলাম কদিনের জন্য। বলে না গেলে আবার গুজব রটে যদি - রাগ / অভিমান করে চলে গেছে ইত্যাদি, তাই জানায়ে গেনু।
  • h | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৩:৫৯440714
  • আরে মেন্ টেক্সট এ এডাতে বলিনি , কমেন্টে বলেছি। দমু অসহ্য ল্যাদ মাইরি। অরে গুরু, আমাকে toi খুললে বা toi তে পোস্ট করলে রিপিট-বিরোধী জুন্টা পিপল গিভিং টু মাচ প্যাক। কারণ এল সি এম এর নতুন কোলে খোপ এসেছে, খোপের আসা যে খাপ ক্রমে আসিতেছে জানা ছিল না মাইরি। :-))))))))))))

    জ্যাস্ট কিডিং আমি খুঁজে পেলে করে দেব, বি র পারমিসন আছে।
  • | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৩:৩৪440713
  • হে হে সেদিন কে যেন হন্যে হয়ে আমার ফেবু হ্যাক করার চেষ্টা করছিল। বার পাঁচেক অথ কোড এলো। এমনিতে দেওয়াল লকড, আর্ধ
    এক লোক তো পড়তেই পারে না কি লিখি বা স্করি। তাও ...

    ওদিকে বৈষ্ণোদেবীতে ৪৫০ জন আটকে গেছে। কিন্তু তাদের যেতে অনুমতি কেন দেওয়া হয়েছিল? হিরডিতে অত্তবড় শেষ আরতি হল। বিষ্ঠা রামের কি যেন একটা করল। এই সবগুলোই করোনা ছড়ানোর নাটের গুরু।
  • | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৩:২৭440712
  • আরে আমার ব্লগ তো না ঐটে বুবুভা। আমি অ্যাডাবো কেমনে? আর মন্তব্য যে কেউ করতে পারে তুমিই অ্যাডাও না কেন?

    উফ্ফ গুরু আমাকে আবার লগাউট করিয়ে দিয়েছে :-(

    যাক বি এর কর্মক্ষেত্রের কেস দেখে মনে পড়ল আমাদের অফিসে বছর আষ্টেক আগে অমনি কিছু কারণে কমন মেলার দিয়ে বলেছিল অপট আউট করতে হলে লিঙ্কে ক্লিকিয়ে অসম্মতি লিখে অপট আউট করতে হবে, নাহলে বাই ডিফল্ট সবার একদিনের নিয়ে নেওয়া হবে। এবার আর্ধেকের বেশী লোক ঐসব কমন মেলার পড়েই না। তো দেখেও নি বা দেখলেও তলিয়ে পড়ে নি। এইবার মাসের প্রথমে বিশাল ক্যাও। প্রায় সব্বার বেতন থেকে একদিনের কাটা গেছে। তা আমাদের অফিসে বেনামে মন্তব্য করার একটা অনলাইন ব্যুলেটিন বোর্ড আছে। সেখানে ছেলেমেয়েরা একেবারে ধুয়ে দিতে লাগল যে ডিফল্ট হওয়া উচিৎ না। কেউ চাইলে ক্লিকিয়ে হ্যাঁ বলে আসতে পারে। প্রায় হাজার দশেক এরকম পোস্ট পড়ার পর ব্যুলেটিন বোর্ডটাই বসে গেল (বা বসিয়ে দেওয়া হল)। তারপর কমন মেল এলো যে না রিভার্স করা হবে সবার। বিভিন্ন স্তরের ম্যানেজারদের কাছেও মেল এলো নিজ নিজ টিমকে বুঝিয়ে বলার জন্য।

    এরপর থেকে আর কোনোদিন অমনি ডিফল্টে হ্যাঁ করে আসে নি।

    ঐ বেনামী ব্যুলেটিন বোর্ডটায় করোনার শুরু শুরুতেও লোকে দিয়েছে নানান অম্লমধুর বাণী। :-D
  • r2h | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৩:১৩440711
  • কাল মানিক সরকারের স্মৃতিকথামূলক বইটা পড়লাম, বিচ্ছিরি লাগলো।
  • r2h | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১৩:১০440710
  • তভলীগি জামাত নিয়ে ভয়াবহ সব প্রচার চলছে, যেমন এরা আল কায়দার পরিকল্পিত এজেন্ট, এদের ভায়োলেটার হিসেবে গ্রেপ্তার করা হবে ইত্যাদি। নেশন উইথ নমো বলে একটা পেজ আছে, আইটি সেল পূর্ণ উদ্যমে।
    এই সরকার একটা ভিজিলান্তে সংস্কৃতিকে এমনিতেই উৎসাহ দিয়েছে, এইসব থেকে কী হবে তা ভাবতে আতঙ্ক হয়। পুরো রোগ ছড়ানোর দায় একটা চ্যানেলে বইয়ে দেওয়া গেল, এইবার ঐ ব্যাপারটা প্রতিরোধ করতে বিরোধীদের শক্তিক্ষয় হবে।

    এই ধরনের পেজ দেখলেই আমি রিপোর্ট করে দিই, তবে তাতে কিছু হয় না, যত পেজ বা মিম রিপোর্ট করেছি এই পর্যন্ত (সংখ্যাটা কম না), সবই বহাল তবিয়তে আছে।

    অন্যদিকে চাড্ডিবিরোধি লেখালিখি যারা করে তাদের প্রোফাইল টোফাইল মাঝেমাঝেই বসে যায়।

    তাই আমার ধারনা, চাড্ডিরা বেশি সংগঠিত, এবং প্রোঅয়াকটিভ। ননচাড্ডিরা খুঁজে পেতে তো দূরস্থান, চোখে পড়লেও বোধয় এসব মূর্খের প্রলাপ - এই ভেবে উপেক্ষা করেন।

    কিন্তু চাড্ডিবিরোধি জিনিসপত্র লিখলে পালে পালে অচেনা দূরাগত চাড্ডি এসে আপনাকে খিস্তি করে যাবে।

    আমার এক বন্ধুর মা বাবা অন্য দেশে আছে, দুবেলা পুলিশ আর অয়ামবুলেন্স এসে খুঁজে যাচ্ছে। প্রতিবেশীরাও কড়া নজর রাখছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত