এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:৫৬440707
  • সেটা কি আর তেমন বিনীত বা লো কি হবে?
  • hkg | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:৫৫440706
  • "@shalikh , আপনি ঠিক লিখেছেন, ডাটা বাড়লে স্লোপ পরিবর্তিত হবে নিশ্চই, তাতে সংখ্যার তারতম্য হতে পারে, কতটা অবশ্যই বলা মুশকিল । আমি যেটা লিখেছি সেটা একটা এক্সট্রিম সিচুয়েশন কে ধরে । বাকিগুলো পরে লিখছি ।"

    ধরে নিচ্ছি এটা রোগ এর টেস্ট ডেটার র কথা বলেছেন। সব মিলিয়ে সংখ্যাটা , ও এর toi অনুযায়ী এখনো ১ লাখ পেরোয় নি, স্ক্রিনিং যদিও ১৫ লক্ষ পেরিয়েছে।
  • b | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:৫৫440705
  • অরে ডিস্টোপিয়া কেন, ইউটোপিয়াও তো হতে পারে।
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:৩৫440704
  • অরিন ফেরায় ভালো লাগলো। রাইট না লিখে না থাকতে পারাটাই আসল ব্যাপার। অরিন যেন আমাদের বাচালতা ক্ষমা করে লিখে যান।
  • S | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:৩৩440703
  • এমনিতে তো ঠিকই আছে। অতিরিক্ত টাকা বেশি রিটার্ণের সেফ জায়্গায় ইনভেস্ট করেছে। শুধু রিপোর্টিংএ একটু গন্ডগোল আছে।

    Bonds have no stipulated maturity, but a ‘call option’ that allows investors to exit investment after five years or any specified period.

    কল অপশান বন্ড বিক্রেতার কাছে থাকে। পুট অপশান থাকে বন্ড ইনভেস্টারের কাছে। এখানে যেভাবে লিখেছে তাতে বুঝতে একটু গোলমাল হবে।
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:২৮440702
  • ***************ইন্ডাস্ট্রির প্যাণ্ট খোলা অবস্থার কতগুলো জেনেরিক চিহ্ন
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:২৭440701
  • ****************************খাপের কাছে অন্যায় অতি-খোপের অভিযোগ আসছে।

    গুগল এর ভাষাজ্ঞান নাই।
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:২৬440700
  • ***খারাপের কাছে অন্যায় অতি-খোপের অভিযোগ আসছে।
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:২৫440699
  • বি, খুব ই বিনীত ভাবে ডিস্টোপিয়া উচ্চারণ করেছেন :-))) ধন্যবাদ।

    দমু, আমি তোমার করোনা বসন্ত toi তে প্যাঁটা খোলা অবস্থার কাঁটাগুলো চিহ্ন জেনেরিক ভাবে লিখেছিলাম। আর বি এর আপিসের 'লো কি' ইমেল টি কি সেখানে ছেপে নেবে? এখন Toi তে কমেন্ট দিলে খারাপের কাছে অন্যায় অতি- খোপ এর অভিযোগ আসছে :-)))) প্রধান মন্ত্রীর নতুন ফান্ড সংক্রান্ত গদ পরিস্থিতিতে বি এর সংযোজন টি ফ্যান্টাস্টিক। খোপের থ্রেস হোল্ড সংক্রান্ত নিয়ম এখনো জানি না :-))))))))))))))))))))
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:১০440697
  • বোঝো।
  • b | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:০৬440696
  • এদিকে পিপি এফ ইত্যাদিতে আবার সুদের হার কমল, অনেকটাই কমল। মাননীয়া অর্থমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন, লোকে কেন শেয়ার বাজারে বেশি বেশি করে ইনভেস্ট করছেন না সেই বলে।
  • সে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১২:০৫440695
  • ইউটিউবের মাধ্যমে এবিপি আনন্দ লাইভ টিভি চ্যানেল দেখলাম। এক ভদ্রমহিলা সংবাদ পাঠ করছিলেন তীব্র তীক্ষ্ণ কণ্ঠে উচ্চগ্রামে মিনিটে শচারেক শব্দ বলে যাচ্ছেন। একটা শব্দ থেকে অন্যটা আলাদা করা যাচ্ছে না (হরেকরকম্বাজিওবারুদেরকা টাইপ) এবং একই বাক্য বারবার বলছেন। কথাগুলো লেখার আকারে ফুটে উঠছে তাই আন্দাজ করা গেল তিনি কী বিষয়ে কথা বলছেন। যে বিষয়ে কথা হচ্ছিল তা জেনিথ হাসপাতালে মৃত এক করোনাত্রান্তের খবর। এত ডিটেলে রোগের বিবরণ বারবার বলা হচ্ছিল যে সব শ্রোতার তা মুখস্থ হয়ে যেতে বাধ্য।
    এরকম করে রোগের ডিটেল প্রচার করা হয় কেন?
    এই ভয়ঙ্কর কণ্ঠের সংবাদ পাঠিকা কেন? শ্রোতাদের টর্চার করবার জন্য?
  • একলহমা | ০১ এপ্রিল ২০২০ ১২:০২440694
  • aranya | 108.162.219.149 | ০১ এপ্রিল ২০২০ ১০:৫৪
    ভয়ানক! আপনার অবস্থা কি রকম?
    আমাদের এখানে, টেনেসিতে টেস্ট-সংখ্যা বাড়তে শুরু করতেই অন্য সংখ্যাগুলোও লাফিয়ে বাড়তে শুরু করেছে। কালকে স্যাম-এর দোকান থেকে কিছু খাবার-ইত্যাদী কিনতে যাব ভেবেছিলাম - বাতিল করলাম। দুসপ্তাহ গৃহবন্দী, আরো অনেক সপ্তাহ থাকতে হবে মনে হয়! কি যে হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না।
  • b | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:৫৮440693
  • @হ্ক্গ,
    স্বচ্ছন্দে কপি কত্তে পারেন। হঠাত করে আপিসটা "আমার" হতে যাবে কেন? আসি যাই মাইনে পাই।
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:৫৩440692
  • চা কমেডি তো ল্যারি ডেভিড মিউজিক ইউজ করেছে। কোয়াইট ফ্যান্টাস্টিক এমনিতেও।
  • hkg | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:৫২440691
  • বি, আপনার আপিসের ইমেল / ফরমান ইত্যাদি র জিনিসটা কি দমু -র বসন্ত toi এ দেবেন। আমাদের অপূর্ব্ব ইন্ডাস্ট্রি সমূহের কোরোনার রেসপন্স প্যানট খুলে যাবার কাজ সেখানে নোট করছে। আমি ভেবেছিলাম নিজেই কপি করি, তার পরে ভাবলাম আপনার অনুমতি নেবা উচিত।
    আমার কিরকম মনে হলো, আপনি এই গোমূত্র পৰিস্থিতি তে কালের গর্ভে পোস্ট হারানো তা প্রেফার করতে পারেন।
  • এলেবেলে | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:৫০440690
  • ঠিক এই আশঙ্কাটাই করেছিলাম। বিশেষত কাল 'নীপা' নিকে একজন ঠারেঠোরে এই ইঙ্গিতটা করেওছিলেন বটে। কিন্তু অরিন বিশ্বাস করুন, আপনার লেখা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি বা বিরক্তি নেই। আপনি বিষয়ের লোক, ব্যাপারটা নিয়ে বিশদে লিখছেনও বিস্তারিতভাবে - সেখানে আপত্তি করার বা বিরক্ত হওয়ার প্রশ্নই নেই। সুতরাং দোহাই, ভুল বুঝবেন না। এই সময়ে আপনিও লিখুন। পাশাপাশি আমরাও 'চা খাব না আমরা' নিয়ে একটু-আধটু খিল্লি-টিল্লি করি। এই তো জীবন কালীদা!

    পিটিস্যার, 'অতিথি কর্মী' লিখলে সবচেয়ে ভালো। ৭টার বদলে ৫টা শব্দ। কাগজে স্পেস বাঁচবে।

  • r2h | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:৩১440689
  • ওদিকে চা খাবো না আমরা? আমরা খাবো না চা? বিষয়ক মিম নিয়ে নানান রকম চাপান উতোর।
    আমি আবার দেখে বেশ মজা পেলাম। এই হল আমার চেনা নেতাজীনগর স্পিরিট (এটা অবশ্য ঠিক নেতাজীনগর নয়, পল্লীশ্রী)। পৃথিবী ধ্বংস হবে বলে কি চা খাবো না নাকি? আমাদের যৌবনে এইরকমই ছিল উক্ত অঞ্চল।
    এটাকে ঠিক বলছি না, খুবই অবিমৃশ্যকারী বিপজ্জনক।
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:৩০440688
  • প্যারাসাইট? ওটা তো ক্লাস স্ট্রাগল নিয়ে ডার্ক কমেডি।
  • r2h | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:২৬440687
  • নেটফ্লিক্সের প্রথম পাতায় কি যেন একটা জম্বি মুভি বড় করে আসছে, ভুলে গেলাম, বেশ কদিন নেটফ্লিক্স খোলা হয়নি।

    ওদিকে মধ্যপ্রদেশে লাফিয়ে বাড়ছে কাল থেকে দেখছি, কী হলো হঠাৎ, লোকজন গেছে এদিক ওদিক থেকে? খুঁজতে হবে খবর।

    এই অবস্থা চলবে, নাকি লোকজন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া মোডে চলে যাবে বুঝতে পারছি না। কলকাতার ফ্ল্যাটে চারজন বয়স্ক মানুষ, একজন সিরিয়াস অসুস্থ যুবক রয়েছে, সত্যিই হোর্ডিং শুরু করা উচিত কিনা ভাবছি। ওষুধপত্র পাওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, নিয়মিত ডাক্তার দেখানো টেখানো তো ডকে উঠেছে।
  • aranya | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:২৩440685
  • অতিমারী = প্যানডেমিক, মহামারী = এপিডেমিক?
  • lcm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:২০440684
  • আনন্দবাজারে দেখলাম 'অতিমারী' নাম একটি শব্দ ব্যবহার করছে মহামারীর জায়গায়
  • aranya | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:২০440683
  • জম্বি ঘরানা, নাইট অব দ্য লিভিং ডেড। অনেকদিন দেখা হয় না। দেখব তোমার রেকমেন্ডেড সিনেমা/সিরিজ @বড়েস
  • অরিন | ০১ এপ্রিল ২০২০ ১১:১৩440682
  • "অরিনবাবু ডাটা সোর্সগুলো একটু দিয়ে দেবেন?"

    ডাটা আর মডেলিং এর সোর্স এই গিটহাব এইখানে ;-) পেয়ে যাবেন:

    https://github.com/arinbasu/covid19_analyses
    সরাসরি:
    https://github.com/arinbasu/covid19_analyses/blob/master/covid19_sir.ipynb

    ভারতের analysis একেবারে শেষের কোড চাঙ্ক এ লেখা আছে । যেকোনো R console এ কাজ করা উচিত (লাইব্রেরি গুলো লোড করে নিতে হবে ) ।

    মূল ডাটা জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এই সূত্র থেকে :

    https://github.com/CSSEGISandData/COVID-19

    দ্রী, আপনার প্রশ্নের উত্তর:
    বিটা (স্লোপ): ০,৫৭৯ (, = দশমিক)
    গামা (ইন্টারসেপ্ট): ০, ৪২ (, = দশমিক) ।

    @shalikh , আপনি ঠিক লিখেছেন, ডাটা বাড়লে স্লোপ পরিবর্তিত হবে নিশ্চই, তাতে সংখ্যার তারতম্য হতে পারে, কতটা অবশ্যই বলা মুশকিল । আমি যেটা লিখেছি সেটা একটা এক্সট্রিম সিচুয়েশন কে ধরে । বাকিগুলো পরে লিখছি ।
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:১২440681
  • তবে কোরিয়ানরা এছাড়াও প্যান্ডামিক নিয়ে আরো অনেক কাজ করেছে। ২০১৩ সালেও ফ্লু নামে একটা সিনেমা আছে।

    এছাড়া জম্বি জনারের মধ্যে ট্রেন টু বুসান তো দারুন। তবুও জম্বি জনারের উৎসাহ থাকলে অবশ্যই ওয়াকিং ডেড সিরিজ দেখুন। অসাধারণ। আমেরিকান সাইকি এত ভালো করে তুলে ধরেছে, ভাবাই যায়্না।
  • ;) | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:১২440680
  • পার্থপ্রতিম মৈত্র লিখেছেন,
    স্বেচ্ছা গৃহবন্দীত্ব -৫

    করোনা প্রতিরোধে স্বেচ্ছা বন্দীত্ব বহু ধরণের সামাজিক এবং পারিবারিক পরিবর্তন ঘটাতে পারে। বিশেষ করে ভারতবর্ষের মত ডিগ্রীধারী অশিক্ষিতের দেশে। যেখানে আদিরসাত্মক জোকস (এমনকি বিপরীত লিঙ্গের সহকর্মী দের প্রতিও) একমাত্র বিনোদন হিসেবে চেকস অ্যাণ্ড ব্যালেন্স রক্ষায় সাহায্য করে। আর শুধু ভারতবর্ষ কেন, অন্যত্রে? ইতিমধ্যে চিনে এ ধরণের ঘটনা ঘটতে শুরু হয়েছে। গত তিন সপ্তাহে চিনে স্বেচ্ছা গৃহবন্দীত্বে আবদ্ধ তিনশো দম্পতি ডিভোর্স মামলা দায়ের করেছেন। জিয়ান শহরে একদিনে ১৪টি মামলা দায়ের হবার পর কর্তৃপক্ষ দিনে শহর প্রতি দশটি মামলার উচ্চসীমা বেঁধে দিয়েছেন। কিন্তু লক্ষ্য করে দেখুন এটা ঘটছে ঠিক তখনই যখন করোনার আতঙ্ক ফিকে হয়ে আসছে। অর্থাৎ দাম্পত্য সম্পর্ক টিঁকিয়ে রাখার জন্য করোনার আতঙ্ক দীর্ঘস্থায়ী হওয়া প্রয়োজন। গত সপ্তাহে মার্কিন সংসদে বেলগ্রাভিয়ার আইনজীবী ব্যারনেস ফিওনা শ্যাকলেটনও এই যুক্তিই দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সেক্টরের আইনজীবীরা “স্বেচ্ছা গৃহবন্দীত্ব" অনুসরণ করে বিবাহ বিচ্ছেদের হার সম্ভবত বাড়ার পূর্বাভাস দিয়েছেন।

    "কর্মস্থল, পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে দেখা করা, আড্ডা, উচ্চশিক্ষা, প্রেম এবং এসবের সামাজিকীকরণ তাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য," তিনি বলেছিলেন। "এইভাবে, এই সব স্বাধিকারগুলি জাতির স্বার্থে সীমাবদ্ধ করে ফেলায় নিঃসন্দেহে ঘরে বসে থাকা পরিবারগুলিতে তাদের হতাশা প্রকাশের কোনও অবকাশ এবং ক্ষেত্র নেই বলে গভীর প্রভাব ফেলবে।” কর্মকর্তারা বিশ্বাস করেন যে এইভবে বিবাহবিচ্ছেদের কেসের তীব্র বৃদ্ধি এই কারণে ঘটতে পারে যে পার্টনাররা “স্বেচ্ছা গৃহবন্দীত্বে" এবং পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিজেদের মধ্যে বড্ড বেশি সময় ব্যয় করে ফেলছে। তারা তখন জগৎ বিচ্ছিন্ন এবং পরস্পরের কাছে হাইলি ওভারএক্সপোজড। ফলে খামতিগুলি দৃষ্টিকটুভাবে চোখে পড়তে থাকে।

    “স্বেচ্ছা গৃহবন্দীত্ব" অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপট এবং “আতঙ্ক জনক সময়ে বড় পদক্ষেপ নেওয়ার ভয়" এর বিপরীতে "প্রায়শই সীমাবদ্ধ ফ্ল্যাটের গণ্ডীতে আটকে থাকা ... সম্পর্ক একটি প্রেশার কুকারে পরিণত হতে পারে যা সেফটি ভাল্ব না থাকলে একটা সময়ে উড়ে যেতে বাধ্য। করোনা ভাইরাস সংকট কমে গেলেই সেগুলি বিষ্ফোরিত হতে পারে। তখন পড়ে থাকে তুল্যমূল্য বিচার। আমার এটা প্রাপ্য ছিলনা। আমি একা কেন এতসব করবো বাকীরা ঠ্যাং নাচাবে। এর হাজব্যান্ড তো এই এই করে বা অমুকের স্ত্রীকে তো দেখলাম বাড়ি অফিস বাজার সব একা হাতে সামলায়। তা হলে তার কাছেই যাওনা কেন। আরে বাড়িটাতো আমার । তোমার বাড়ি মানে, দুজনের বাড়ি আমার উপার্জনের টাকা খাটে এ সংসারে। ঐতো উপার্জন, কতদিন বলেছি ছেড়ে দিয়ে বাচ্চাটার দিকে নজর দাও। কেন তোমার অফিস প্রীতি আমি বুঝিনা ভেবেছো...। এর পরের সংলাপগুলি আর লেখ্য থাকেনা। ভালোবাসিনা না এমন একটি মানুষের সাথে আর একটি দিন সহ্য করতে পারবো না। শুরু করেছিলাম একসঙ্গে, একসাথে ২৪x ৭ এক ঘরে আবদ্ধ থেকে দেখেছি ভালবেসে দেখেছি এমনকি এমনকি ঘৃণা করেও দেখলাম।”

    একমাত্র বাইন্ডিং এজেন্ট হতে পারে শিশুরা। কিন্তু সেখানেও বাবার চেয়ে মায়ের অধিকার বেশী প্রযোজ্য। ক্র্যামার ভার্সাস ক্র্যামার জীবনের সর্বক্ষেত্রে কাজে দেয় না। তাছাড়া শিশু কিশোররাও আজকাল মোবাইল বা কম্পিউটারের অলীক জগতে আবদ্ধ। এখন প্রতিটি দেশেই অনেকগুলি ল-ফার্ম অপেক্ষা করে আছে ক্রিসমাসের মতো ছুটির সময়েও যা ঘটে থাকে, শারিরীক মানসিক বাধ্যতামূলক অতি নৈকট্য যেমন বিচ্ছেদ সম্ভাবনা বাড়িয়ে দেয়, পাশ্চাত্য আইনজীবিদের ব্যবসা তখন রমরমিয়ে চলে। ক্রিসমাস-সিনড্রোম। অতি নৈকট্য থেকে অতি দূরত্ব। করোনা ভাইরাসজনিত কারণে লকডাউনে জীবন এই সিনড্রোমের দিকেই চোখ ফেরায়। হয় অতি সংকট সম্ভাবনা জীইয়ে রাখো (যেমন কল্পিত শত্রু, যেমন নিজামুদ্দিনের মুসলমান, করোনা থারড-স্টেজ, বন্ধ স্কুল কলেজ, ওয়ার্ক ফ্রম হোম, পিঙ্ক লেটার,নাগরিকত্ব, পাকিস্তান, সিউডো-সেকুলার, ইত্যাদি) অথবা সোশ্যাল ইন্টার অ্যাকশনে যাও (খেলাধূলো, মোবাইল, প্রেম-প্রত্যাখ্যান, অফিস সময়,ভাটবকা, চায়ের দোকান, খালাসীটোলা, উচ্ছব-মোচ্ছব, বাজার—মল, রাজা-উজির আর সুইট হোম) এই সব কিছুর মধ্যে জীবনকে ভাগ করে নেওয়া। আর কোনও বিকল্প নেই। ভাগ্যিস আমার ছেলে সিগারেট খায় না ( ওটা এখন আউট থিং), প্রেম ও করে বলে মনে হয়না। নৈলে সাড়ে তিনশো স্কোয়ার ফুটি বদ্ধ ঘরে গৃহযুদ্ধ বেধে যেত।

    “স্বেচ্ছা গৃহবন্দীত্বে” শুধু নিজের পরিবারকে সুরক্ষিত করতে গিয়ে আমরা পরিবারটিকেই ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলছি। আমাদের কত বুদ্ধি তাই না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত