পাতি কথাটার অর্থ কি? পাতি লেবুতে গন্ধ লেবুর চেয়ে রস বেশী থাকে।
ন্যাড়া বাবুর ওপর রায় বাবুর প্রভাব বেশ জোরালো। কথায় কথায় সত্যজতীয় কোট।
কাল 'যত কাণ্ড কাঠমান্ডু' দেখলাম। অনুপকুমার জটায়ু হিসেবে খুব খারাপ নয় কিন্তু। সন্দীপ রায় ভাল ভাবে ডিরেক্ট করলে আরেকটু ভাল করতেন। বরং রবি ঘোষ একদম বেমানান।
@পাই:"তর্ক হল, ২০ দিন আগেই ইন্ডিয়ায় রামানন বর্ণিত ট্রান্সমিশন চলে মড়ক লেগে গেছিল কিনা।
আর কোন হিস্ট্রি বা রিসকে না থাকা লোককেও শুধু সর্দি কাশি জ্বর হলেই করোনা টেস্ট প্রথম থেকেই করানোর দরকার ছিল কিনা।
এই যে কন্টাক্ট আসিম্পটোমেটিক, আর হেলথকেয়ারের লোকেদের টেস্টিংটা এখন ঢুকিয়েছে, এটা প্রথম থেকে ঢোকানো উচিত ছিল।"
পাই, তোমার প্রশ্নের উত্তর তোমাদের ডাটার ভেতরে লুকিয়ে আছে। দেখ:
১) এই গ্রাফটা ভারতের পাঠানো ডাটা (https://ourworldindata.org/coronavirus) প্রতিদিন নতুন মৃত্যুর ডাটা থেকে প্লট করা (কেউ যদি কোড চান বা স্প্রেডশিট চান, দিতে পারি)।
২) ভারতে প্রথম মৃত্যু রিপোরটেড হয় মারচের মাঝামাঝি, ১ টি কেস, তার মানে ফেব্রুয়ারীর শেষের দিকে অন্তত ১০০ টি ইনফেকশন ভারতে ছিল, ও মারচের মাঝামাঝি প্রায় ৮০০ টি কেস ছিল ভারতে তার কতগুলো ধরা পড়েছিল? গতকাল পর্যন্ত ভারতে ৬৫০ মত কেস দেখাচ্ছে, আজকে জানি না কতগুলো কেস। (মৃত্যুর সংখ্যা * কেস ফ্যাটালিটি রেট % * ১০০ * ২ ^ (গড় কতদিন লাগে ইনফেকশন থেকে মৃত্যু হতে / কেস ডবল হতে কতদিন লাগে ), যদি কেস ফ্যাটালিটি রেট = ১%, (এটা খুব সম্ভবত আর ১ নেই), গড় কতদিন লাগে যদি ধর ১৫ দিন (বেশীও হতে পারে), আর ডবল হবার টাইম যদি ধর প্রতি পাঁচ দিন, তাহলে প্রতি ১ টি মৃত্যু দেখায় যে তার ১৫ দিন আগে ৮০০ জন লোক ইনফেকটেড ছিল।
সংখ্যাটা ক্রমশ বড় আকার ধারণ করবে। কাজেই আগে শুরু করলে ভাল হত।