এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:১৩438697
  • S | 162.158.106.59 | ২৫ মার্চ ২০২০ ০৪:০৮

    যতবার চিকিৎসা হবে ততবার এই কোপে পড়তে হবে?
    বাপ্রে!
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:১০438695
  • চিকিৎসায় কিউবা এক নম্বর। যত গরীব দেশই হোক না কেন, who তাদের যে রেটিং ই দিক না কেন।
    এছাড়া ভেঙে যাওয়া সেভিয়েত দেশগুলোর উল্লেখ না করলে অন্যায় হবে। কিছু কিছু নতুন দেশ যাদের ওষুদের কারখানা নেই তারা বিদেশ থেকে ওষুধ আনাচ্ছে। কিন্তু দেশবাসীর জন্য চিকিৎসার ব্যবস্থা করছে। প্রাইভেট হাসপাতাল যেমন আছে তেমনি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা আগের মতই বিদ্যমান।
  • S | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:০৮438694
  • এইবারে আমেরিকারটা শুনুন।

    আমেরিকাতে দুটো ব্যাপার আছে। ডিডাক্টিবল আর কোপে। এগুলোর অ্যামাউন্ট আপনার ইন্সিওরেন্স অনুযায়ী নির্ধারিত হয়। ডিডাক্টিবল মানে প্রথম কত টাকা রোগীকে দিতেই হবে। দরুন কারোর ক্ষেত্রে ৫০০ ডলার। কোপে হল বাকী খরচের কত শতাংশ রোগীকে দিতে হবে। ধরুন সেইলোকেরই কোপে ২০%। এইবারে আপনার চিকিৎসার খরচ হল ১৫০০। তার মানে আপনি দেবেন ৫০০ + ২০% অব ১০০০ = ৭০০। বাকি ৮০০ ডলার দেবে ইন্সিওরেন্স কোম্পানি। আপনি যদি ভালো ইন্সিওরেন্স কেনেন, তাহলে এই পুরো অ্যামাউন্টটা হয়ত এক বছরে সীমিত থাকবে ধরুন ৫০০০ বা ১০০০০এ।

    ইন্সিওরেন্স আগে অনেককেই ফিরিয়ে দিত। এখন মনে হয় আইন অনুযায়ী (থ্যান্ক্স টু ওবামাকেয়ার) সেটা করতে পারেনা। কিন্তু সময় মতন ব্যাগড়া দিতে পারে। বলতে পারে যে এই কারণে, ওর বেশি পয়সা দেবনা। এগুলো চলে। আবার অনেকের ক্ষেত্রেই এগুলো কোনো ব্যাপারই হয়্না।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:০৫438693
  • সমস্যা হল দুই (আমার মতে)

    ১) লিগাল সমস্যা এড়াতে প্রচূর টাকা অ্যাডিশনাল চার্জ করা হয়। শুধুমাত্র সেই কারণেই অনুমান ভিত্তিক কোন চিকিতসা প্রায় হয়ই না, একটু জটিল কেসেই। ফলত ওভারহেড বেশি।

    ২) তিনটি অত্যন্ত ধনী ইন্স্টিটিউশনের প্রফিট বা বিত্ত বাড়াতে হয়।
    ক) ইন্সিওরেন্স কোম্পানী
    খ) হসপিটাল বা মেডিক্যাল ফেসিলিটি
    গ) ডাক্তাররা নিজেরা

    ওবামা খানিক চেষ্টা করেছিল যাস্ট পারে নি। এই নেক্সাস ব্রেক করা অসম্ভব।

    প্রথমটা নেসেসারি এভিল, দ্বিতীয়্টা ক্ষমতার অলিন্দ।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:০৪438692
  • “ আসল সমস্যা টা কি ? ”
    সমস্যা নয়। রাগছেন কেন? খেলাখুলি জানতে চাচ্ছি। কেউ তো খুলে বলতে চায় না, লসাগু বোঝাচ্ছেন। অস্ট্রেলিয়াটা শোনান বরং।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:০১438691
  • “কোয়ালিটি” ব্যাপারটা বুঝি নি।
    এখানে জেনারেল, হাফ প্রাইভেট ও প্রাইভেট। এই তিনটে বিভাগ আছে।
    হাসপাতালে তিনজনের ঘর, ডবলরুম ও সিংগলরুম — এই হচ্ছে প্রভেদ। বাকি সব সমান। খাবার, ডাক্তার, চিকিৎসা, ওষুদ। সব। কিছু প্রাইভেট হাসপাতাল আছে, সেখানে প্রাইভেট বেড বেশি। বাকি সর্বত্র জেনারেল বেড বেশি। এবং ভালো ডাক্তার ও অনামী ডাক্তারদের ফি অভিন্ন।
    জেনে রাখুন।
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:০০438690
  • ইউএসএ-তে

    মোটামুটি একই উত্তর --

    হাসপাতাল কোন পয়সা চার্জ করেনা? না। বিলটা ইনশুরেন্স কোম্পানী পাবে। বছরে যতবার যত চিকিৎসাই করুক না কেন সারা বছরে xxx টাকার বেশি পকেট থেকে দিতে হবে না। প্রিমিয়াম - জেনারেলি অনেকটাই এমপ্লয়ার দেন। সরকার কিছু দেয় না। সরকারি ফান্ডেড প্রোগ্রামে কোনো প্রিমিয়াম দিতে হয় না, ফ্রি ।

    ইন্সিওরেন্স প্রিমিয়াম বাড়ে না? কোম্পানী নির্ভর। বছরের শেষে প্রিমিয়াম বাড়লে অক্টোবরে সেটা জানিয়ে চিঠি পাঠায়। তখন বেছে বেছে কম প্রিমিয়ামওয়ালা কোম্পানীতে পাল্টে নিলেই হলো। কেউ বকবে না। (এটা একই রকম)

    ইন্সিওরেন্স কোম্পানি কাউকে ইন্সিওরেন্স দিতে না করতে পারে?— না। এই অধিকার তাদের নেই। এটা বেআইনি। (এটা ওবামা গভর্নমেন্ট করেছে)
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:০০438689
  • আমেরিকা কে নিয়ে বা তাদের মেডিকেল সিস্টেম নিয়ে সে র সমস্যা টা ঠিক কোথায় ? ধনীতম দেশ মানেই যে সেই দেশের সব কিছু সক্কলের জন্যে একেবারে ইডিয়াল হবে বা Switzerland বা স্ক্যান্ডিনেভিয়ান দেশ গুলোর কপি হবে সেটা কেন ভাবা হচ্ছে ? ইউরোপের সব কটা দেশের মধ্যেও কি সব সিস্টেম এক ? আসল সমস্যা টা কি ?

    জাস্ট জানার জন্যে। এটা নিয়ে অনেক গুলো পোস্ট দেখলাম তাই।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৫৪438688
  • “ মূলকারন, ল্যাক অফ ডকুমেন্টেশন - রিফিউজি লাইফ ইজ ডিফিকাল্ট।”
    রিফিউজি দুইপ্রকার।
    ১) লিগ্যাল রিফিউজি
    ২) সঁ পাপিয়ে। এরা সবাই উদ্বাস্তু নাও হতে পারে।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৫১438687
  • হাসপাতাল কোন পয়সা চার্জ করেনা? না। বিলটা ইনশুরেন্স কোম্পানী পাবে। বছরে যতবার যত চিকিৎসাই করুক না কেন সারা বছরে সাতশো টাকার বেশি পকেট থেকে দিতে হবে না। ফুল প্রিমিয়াম দিতে হবে। দেবার পয়সা না থাকলে সরকার দেবে প্রিমিয়াম।
    ইন্সিওরেন্স প্রিমিয়াম বাড়ে না? — কোম্পানী নির্ভর। বছরের শেষে প্রিমিয়াম বাড়লে অক্টোবরে সেটা জানিয়ে চিঠি পাঠায়। তখন বেছে বেছে কম প্রিমিয়ামওয়ালা কোম্পানীতে পাল্টে নিলেই হলো। কেউ বকবে না।
    ইন্সিওরেন্স কোম্পানি কাউকে ইন্সিওরেন্স দিতে না করতে পারে?— না। এই অধিকার তাদের নেই। এটা বেআইনি।
  • ন্যাড়া | ২৫ মার্চ ২০২০ ০৩:৪৯438686
  • দুটো জিনিস গুলিয়ে ফেলা হচ্ছে। কোয়ালিটি অফ হেলথ কেয়ার আর আ্যক্সেস টু হেলথ কেয়ার। একটা ভাল হেলথ কেয়ার সিস্টেমে দুটোই উচ্চস্তরের হতে হবে। ইন্ডিয়ায় কাগজেকলমে সবাইকার আ্যক্সেস আছে, যদিও সত্যিতে ইন্টিরিয়ারে আ্যক্সেস প্রায় নেই বললেই হয়। কোয়ালিটিতে তলার দিকে। ইউকেতেও আ্যক্সেস সবাইকার, কিন্তু সবসময়ে টাইমলি আ্যক্সেস পাওয়া যায়না। কোয়ালিটি ওপরদিকে। আ্যমেরিকায় আ্যক্সেস সীমিত। কিন্তু আ্যক্সেস থাকলে সাধারণত কোয়ালিটি বেশ উঁচু। অন্যান্য দেশের কথা জানিনা, তবে শুনেছি একমাত্র কিউবাতে দুটোই উঁচুদরের, আ্যমেরিকার বদমায়েশি সত্ত্বেও।
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৪৯438685
  • ইনসিওরেন্স বিজনেস প্র্যাকটিস ইন ইউএসএ -- ইজ ভেরি ভেরি ব্যাড --- এটাতে ওবামা গভর্নমেন্ট কিছু ভাল কাজ করেছিল
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৪৭438684
  • ফ্ৰান্স-এ রিফিউজি, অরিজিন্যালি নর্থ আফ্ৰিকাৰ, যার ফ্যামিলি এখনো আছেন ফ্রাঁসে রিফিউজি হিসেবে - এমন একজন এর ইন্টারভিউ গতবছর টিভিতে দেখছিলাম --- এমারজেন্সি ছাড়া কেউ হাসপাতালে যায় না, রেগুলার চেকাপ এসবের বালাই নেই, এনজিও-র ডাক্তার ভরসা।
    মূলকারন, ল্যাক অফ ডকুমেন্টেশন - রিফিউজি লাইফ ইজ ডিফিকাল্ট।
  • S | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৩৯438683
  • "সব ইন্টারনেটে পাওয়া যাবে।"

    এটা কোনো উত্তর হল? সেত সবই ইন্টারনেট বা ব্যাদে আছে।

    তিনটে প্রশ্ন:
    কেউ ইন্সিওরেন্স কিনলো। তারপরে হাসপাতালে গেল চিকিৎসা করাতে।

    হাসপাতাল কোন পয়সা চার্জ করেনা?
    ইন্সিওরেন্স প্রিমিয়াম বাড়ে না?
    ইন্সিওরেন্স কোম্পানি কাউকে ইন্সিওরেন্স দিতে না করতে পারে?
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৩৭438682
  • “ একথা অনস্বীকার্য যে - কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপের বেশি ভাগ দেশে -- সর্বজনের জন্য সর্বগ্রাহ্য চিকিৎসার ব্যবস্থা ইউএসএ-এর চেয়ে ভাল। এ নিয়ে কোনো দ্বিমত নেই।“
    আর পূর্ব ইয়েরোপ? রাশিয়া? কাজাখস্তান? হত দরিদ্র উজবেকিস্তান? হাতি বসলেও কার থেকে যেন উঁচু।
    ইয়োরোপে জানে যে অ্যামেরিকার হেলথ সিস্টেম ফেইলড সিস্টেম।
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৩৪438681
  • হাসপাতাল হেলে গেছে !
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৩২438680
  • “ সেদি, আমাকে একটু সুইশ পলিসিটা বোঝান।”
    সব ইন্টারনেটে পাওয়া যাবে। এখানে হেলথকেয়ার নিয়ে ইশু হয় না। ভোটের পলিটিক্সও এসব দিয়ে করা যায় না।
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৩১438679
  • Emergency Medical Treatment and Active Labor Act (EMTALA)
    Enacted in 1986, the Emergency Medical Treatment and Active Labor Act, commonly known as EMTALA, is a Federal law that requires anyone coming to almost any emergency department to be stabilized and treated, regardless of their insurance status or ability to pay.
  • Atoz | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:৩১438678
  • এলসিএম,
    ছবিটা অমন হেলানো কেন? নাকি স্ট্রাকচারটাই অমন?
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৯438677
  • আম্রিগায় চিকিত্সা ,
    না না, একথা অনস্বীকার্য যে - কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপের বেশি ভাগ দেশে -- সর্বজনের জন্য সর্বগ্রাহ্য চিকিৎসার ব্যবস্থা ইউএসএ-এর চেয়ে ভাল। এ নিয়ে কোনো দ্বিমত নেই।
    তার মানে এই নয়, ইউএসএ-তে লোকে একেবারে কোনো চিকিৎসা পায়না ফ্রি-তে, কিন্তু ডেফিনিটলি অন্য অনেক দেশের মতন ফ্রি কভারেজ-এর রেঞ্জ অত ভাল নয়।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৮438676
  • সিংগল k
    সরি দিলাম
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৭438675
  • “ একবার এক্সিডেন্ট-এ পা ভাঙল, দিব্যা হসপিটালে গিয়ে চিকিৎসা হল, কোনো ডকুমেন্ট নেই - কিস্যু নেই।”
    বুঝতে না চাইলে কী করব?
    তার জ্বর হলে সে ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যায়?
    অ্যাক্সিডেন্ট তো এখানে হেলথ ইনশিওরেন্সের মধ্যে পড়েই না। সেটা অ্যাক্শিডেন্ট ইনশিওরেন্স। তার প্রিমিয়াম মাসে নগন্য। পেঁয়াজ কাটতে গিয়ে আঙুল কেটে গেলে কি গাড়ি চাপা পড়লে সব ঐ ক্যাটেগোরিতে।
  • k | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৭438674
  • সে দি, যা বললেন তাইই করব।
    আপনারা অন্য বিষয়ে আলোচনা করছিলেন, না দেখেই পোস্ট করে ফেলেছি, শুতে যাব কিনা !
    সরি চাইছি।
  • Qatar | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৬438673
  • কাতারে বছরে ১০০ রিয়াল দিয়ে হামাদ হেল্থ কার্ড আছে সমস্ত রেসিডেন্ট আইডি হোল্ডারের জন্য, তাতে সব ফ্রী, ফ্লু ভ্য্যাকসিন থেকে ম্যামোগ্রম থেকে রেগুলার ঠাইরয়েড টেস্ট, সব ফ্রী।
    কোভিড-১৯ এর চিকিৎসা ও টেস্ট সম্পূর্ণ ফ্রী, এটা শুনেছি কার্ড করা নেই অথচ রেসিডেন্ট, তাদেরকেও দিচ্চে।
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৫438672
  • ধ্যার ! * ওবামার আমলে হল না
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৫438671
  • * ওবামার আমলে কিস্যু হল, স্কাইরকেটিং কস্ট
  • আম্রিগায় চিকিত্সা | | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৪438670
  • চিকিত্সা ও উচ্চ শিক্ষা আলু পটলের মত ট্রিট তো চিরকালই হচ্ছে এখানে - নতুন কি!
    আর ট্যাক্সো না দিলে কোন গৌরিসেন সুইস নাগরিকদের চিকিত্সার পয়্সা দেয় জানতে আগ্রহী।
  • aka | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৩438669
  • এইতো মুশকিল আমি কাউকে আড়াল ক্রছি না, সিস্টেমটা ব্যাখ্যা করছি।
  • lcm | 172.68.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৩:২৩438668
  • “ বাচ্চা ডেলিভারির খরচ গড়ে ৩৫০০০-১০০০০০ ডলার“ — কেন?

    এইটা হচ্ছে মেইন প্রবলেম। এটা কেউ এড্রেস করল না - ওবামা আমলে আশা ছিল যে এটা নিয়ে কিছু হবে, কিন্তু কিস্যু হল, স্কিরোকেটিং কস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত