@aka,
মুশকিল, হল আপনি বা আপনার মত এখানে অনেকেই আছেন জারা মনে করেন আপনাদের অভিজ্ঞতার বাইরে আর কারো অভিজ্ঞতা প্রকৃত অভিজ্ঞতা নয়। সেই জন্যে 'কানে কানে' বলে গেল না 'মনে মনে' এ ধরণের sarcasm র আশ্রয় নিতে হয়।
আপনি আমার অভিজ্ঞতার কথা জানেন না। আমি আপনারটা না। অভিজ্ঞতাগুলো কি ইউনিভার্সাল ?
আমি নিজে মফস্বলে ছোটবেলা কাটিয়েছি এবং আমি নিজে সে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমি আমার চার পাশে সে ধরণের প্রচুর মানুষকে দেখেছি। এসব অঞ্চলে থাকা মানুষরা সব এক সামাজিক কাঠামো থেকে আসে তাও নয়।
শান্তিপুর কলকাতা অনেক দূরে। দক্ষিণ ২৪ পরগণা অত দূরে নয়। একটা অংশ তো এখন কলকাতার মধ্যেই।
ইন্টারনেটে ভিজুয়েল ডিসটেন্স কমাতে পারলেও অন্যান্য ব্যবধান খুব কম করতে পেরেছে বলে আমার মনে হয়না।
আঃ, পিটিবাবু কোথায় গেলেন? সিপিএমের এই শতরূপ ঘোষ যা নেতা হয়েছে না, বুঝলেন পিটিবাবু, ঐ একটি ভেঙে পাঁচটি সুজন চক্কোত্তি হবে। চাম্পি ডিবেট করে মাইরি! ঃ-)))
বেসিক এডুকেশনের সূচনাটাই তো ভুল তাই সমাপ্তির কোন ঠিকঠিকানা থাকে না। যে বাচ্চা ইশকুলে প্রথম শিক্ষাই পায় যে "কথা শুনতে হয়, প্রশ্ন করতে নেই" তার শিক্ষা তো সেখানেই শেষ। কুশিক্ষার শুরু
@aka
আমার পঞ্চেন্দ্রিয়