এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:৪৩435751
  • তর্ক মনে হয় খুব একটা নেই, প্রাথমিকভাবে একমত । S প্রথমে "বিনা পয়সার" কলেজ বলেছিলেন, ট্যাক্স রিফর্মটা ইম্প্লায়েড ছিল । সেটা উহ্য থাকায় আমি বলছিলাম যে কারেন্ট ট্যাক্স পলিসিতে ফ্রি কলেজ আনফেয়ার এরকম একটা যুক্তি দাঁড় করানো যায় ।

    আর দুটো পয়েন্ট হলো - ১) কলেজ ফ্রি করলেই কতটা এনরোলমেন্ট বাড়বে সেটাও তর্কসাপেক্ষ কারণ চার বছর কাজ না করার বা পার্ট-টাইম কাজ করার একটা অপর্চুনিটি কস্ট আছে - টুইশন-এর থেকে সেটা ২-৩ গুন্ বেশি যেটা অনেকের কাছে ডিল-ব্রেকার ২) রিলেটিভ প্রায়োরিটি - বাড়তি টাকাটা কলেজ টিউশন না দিয়ে প্রাথমিক শিক্ষা বা জনস্বাস্থ্যে দিলে হয়তো ভালো হয় কারণ কলেজ টিউশন-এর যদিও বা অন্য সমাধান পাওয়া যায়, বাকি দুটোতে যাবে না ।
  • S | 108.162.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:৪১435750
  • প্রাইভেটাইজেশান অব প্রফিট আর সোশালাইজেশান অব লস। ফাইনান্সিয়াল ক্রাইসিসের সময় বলা হয়েছিল। যখন ক্যাপিটালিজমের পুজারি ইনভেস্টমেন্ট ব্যান্ক, যারা সরকারের অস্তিত্বতেও সমস্যা দেখত, হাত পেতে সরকারের থেকে বিনা পয়সায় প্রসাদ গ্রহণ করেছিল নিজেদেরকে বাঁচাতে। এরাই বলে বেড়াত সরকার নাকি ইনেফিশিয়েন্ট, প্রাইভেট ক্যাপিটাল নাকি একমাত্র এফিশিয়েন্ট ওয়ে ইত্যাদি। সেসব অন্য রকম ব্যাপার স্যাপার ছিল।

    কিন্তু এখন ব্যাপারটা একটু বদলে গেছে। নতুন এডুকেশান পলিসি আনার চেস্টা করা হচ্ছে যাতে এডুকেশানে বরাদ্দ কমবে, আর সেই কমে যাওয়া বরাদ্দের একটা অংশ যাবে চার্টার স্কুলগুলোতে।
  • pi | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:৩৮435749
  • আর পিটিবাবু, সিপিএম এর লোকজনই কনফার্ম করলেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় পুরোদস্তুর চাড্ডি, ভারতবার্তা পোর্টালটিও।৷ এত উলুতপুলুত হয়ে কী ব্যাকফায়ার বলুন তো!
  • o | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:৩২435748
  • "আমি তো এখন নতুন স্লোগান দিচ্ছি যে আমেরিকা আসলে একটা সোশালিস্ট দেশ যেখানে রিভার্স ওয়েল্থ ট্রান্সফার হচ্ছে। মানে সোশালিজম ইজ ওয়ার্কিং ফর দ্য রিচ।"
    এইটে নতুন না। জন স্টুয়ার্টের কথা। রিচ পিপল ক্যাপিটালাইজেজ দ্য প্রফিট অ্যান্ড সোশ্যালাইজেজ দ্য লস। ঃ-)))
  • এলেবেলে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:২৮435747
  • ছোটাইদি, ঠিক কী কারণে আমার সম্পর্কে আপনার ভীতি? আমি তো নিজেই রামভীতু মানুষ!

    হ্যাঁ, রণকপুর একটা জায়গা বটে। লোকে দিলওয়াড়া নিয়ে খুব উলুতপুলুত হয় ঠিকই কিন্তু রণকপুর দেখলে সে ধারণা পাল্টাতে বাধ্য।

  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:২৭435746
  • খ দা, বক্তব্য একই। পস্চারিং আলাদা। ৯০এর আগের আমেরিকান পলিটিক্সের কথা মনে করুন। ঃ))
  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:২৫435745
  • আমি তো এখন নতুন স্লোগান দিচ্ছি যে আমেরিকা আসলে একটা সোশালিস্ট দেশ যেখানে রিভার্স ওয়েল্থ ট্রান্সফার হচ্ছে। মানে সোশালিজম ইজ ওয়ার্কিং ফর দ্য রিচ।

    বেচারা বড়লোক বিলিয়নেয়ার ক্লাস, কি ক্লাস স্ট্রাগলটাই না করতে হচ্ছে কম ট্যাক্স দেওয়ানোর জন্য।

    কলেজ টিউশান ফ্রী করে দিলে কলেজে গরীব ঘরের অনেক বেশি ছেলেমেয়েরা পড়তে আসবে।
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:২৪435744
  • এস আর দীপাঞ্জন এর বক্তব্য ফলো করছি। আমি তর্কের প্রিমাইস টা ঘেঁটে ফৈলেছি, প্রোগ্রেসিভ টাকসেশন করে তবে না টিউশন ফ্রীর কথা বলেছে বার্নি, তাইলে সমস্যা কোথায়, দুজন আচমকা ঝট করে এগ্রি করে গেলে খুবই অসহায় বোধ করব:--)))))))) ভাটের ঐতিহ্য টা খ্যাল রাখবেন;--))))))))
  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:২০435743
  • "আমেরিকার বর্তমান ট্যাক্স পলিসি তো প্রোগ্রেসিভ নয়, মডারেট ছিল, রিগ্রেসিভ হচ্ছে, হয়েই চলেছে ।"

    ওয়েল এইটা টেকনিকালি কতটা ঠিক সে নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু অনেকটাই সহমত। কারণ আপনার আয় বাড়লে ট্যাক্স রেট বাড়ে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স তো সাধারণ আয়ের মতনই ট্রিটেড হয়। সমস্যাটা হয় লঙ্গ টার্ম ক্যাপিটাল গেইনে। সেখানে সিলিং ২০% যেটা ইনকাম ট্যাক্সের তুলনায় অত্যন্ত কম। এই কারণেই বড়লোকরা তাদের আয়ের একটা বড় অংশ ক্যাপিটাল গেইনে কনভার্ট করে নেয়।

    যেটা টেকনিকালি বলা যেতে পারে তা হল আমেরিকাতে ট্যাক্স রেট ক্রমশ কম প্রোগ্রেসিভ হচ্ছে। বিভিন্ন লুপহোল তৈরী হচ্ছে। ইস্কুলের শিক্ষক শিক্ষিকারা আগে নিজেদের পয়সায় স্টেশানারি কিনলে ট্যাক্স ব্রেক পেতেন, সেটা এবারে তুলে দেওয়া হয়েছে। উল্টে গল্ফ কোর্সের মালিকদের এবং হেলিকপ্টার ব্যবহারকারীদের ট্যাক্স কমেছে।
  • i | 108.162.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:১৭435742
  • এলেবেলে ভাই,
    আপত্তি কেন করব? বরং আপনার সম্পর্কে আমার ভীতি কিঞ্চিৎ কমবে এই সম্বোধনে।
    বাগোর কি হাভেলির গানবাজনা, রনকপুরের কাহিনী , বুলেটবাবার আশ্চর্য কিস্সা অনেক কিছুই লিখতে হবে।
    আপনিও লিখুন, আপনার ভ্রমণকাহিনীতে অনেক তথ্য থাকবে , অনেক জানা হবে সবার-
    আমার তো শুধুই মুহূর্ত টুকিয়ে তোলা- কোথাও একটা ব্যবহার করব এই ভেবে- সেই সব মুহূর্ত নোটবুকে লিখে রাখি আজকাল- সেখান থেকেই কিছু দিয়েছিলাম এখানে- সবাই পড়বেন , ভালো লাগবে ভাবিনি। যত্ন করে লিখতাম তাহলে।

    ধন্যবাদ, দ, সুকি, পাই, লহমা-
    ফোকটে আমার টেখার বেশ একটু পাবলিসিটি হয়ে গেল।
  • pi | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:১৫435741
  • ধুর মশাই, শাড়ি আর ধুতি না পরেই দাদুর গান গাওয়া যাবে না তো এসব অনেক দূরের কথা
  • pi | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:১৫435740
  • ধুর মশাই, শাড়ি আর ধুতি না পরেই দাদুর গান গাওয়া যাবে না তো এসব অনেক দূরের কথা
  • o | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:১০435739
  • দাদুর গান হৃদয়ে ছাড়া শরীরের অন্য কোথাও লেখা যাবে না, এটা কি দাদুর টেন কম্যান্ডমেন্টসের একটি? বিশ্যোভারতী এ ব্যাপারে কি বলে?
  • pi | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:১০435738
  • ইতালির বারান্দায় বারান্দায় গিটার নিয়ে গান শুনলেন?
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:০৬435737
  • অর্জুনের কোন বক্তব্যে আমার কোন ই অসুবিধা হয় না, যদিও অনেক বক্তব্য সম্পূর্ন ভাট মনে হয় :--))))) আশা করা যায় সেটা ওয়েল রেসিপ্রোকেটেড :-)))))) এখানে তো কাউকে কেউ ই ইম্প্রেস করতে আসেনি, কাজকর্ম কম থাকায় ভাট বকা হচ্ছে, সমস্যা কি? কোন আলোচনা এখানে হয় না বিশেষ, খূব ই রেয়ার, প্রতিযোগিতা মূলক ভাট হয়ে যায় প্রায় ই, তবে বিষয় নিষ্ঠ পোস্ট হলে খারাপ লাগে না।
    দুটো স্পেসিফিক জিনিস নোট করেছি বলছি। আমার মনে হয় অর্জুন তে এনার্সি বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে সেটা আমেজি়ং, কারণ আমার মনে হয়নি অর্জুন সাধারণ ভাবে পোলিটিকাল আক্টিভিজম এ খুব বেশু অভিজ্ঞ। এই ব্যক্তিগত ট্রান্সফরমেশন সুন্দর জিনিস। আরেকটা হল সেদিন রবীন্দ্রনাথ এর গান প্রসঙ্গে অর্জুন প্রচুর এলিটিস্ট ভাট বকছিল, নেড়ুখোকন , আন ইজুয়াল রেস্ট্রেন্ট নিয়ে খুব ই অবজেক্টিভ লি কয়েকটা কথা বলে, হিস্টরিকালি একদম আকুরেট, মধ্যে খান থেকে কোন এক নিক এসে, বাজে ভাবে সঙ্গীত বিষয়ে কথা বলার টেকনিকাল জ্ঞান অর্জুনের আছে কিনা এসব নিয়ে কটু মন্তব্য করে অথচ স্পারিং তারা করছিল তারা এটা নিজেরা করেনি। আমার মনে হল এতে অর্জুন মাইন্ড করবে। অবশ্য আকচুয়ালি করেছিল কিনা মনে নেই। যাই হোক অর্জূন কে একটাই কথা বলার প্রানপনে ভাট বকতে যান, খামতি দেবেন না। আমি নিশ্চিত আপনি এখানে কিছু শেখার প্রত্যাশা করেন না, তাইলে কে কি মনে করল তে অসুবিধা কি? সীমাহীন বকে চলুন, মামুর কল আপনার সঙ্গে আছে।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:০৩435736
  • "মার্জিনাল ট্যাক্স বসবে বড়লোকদের উপর। প্রোগ্রেসিভ ট্যাক্স পলিসিই তাই।"
    ঠিক, কিন্তু আমেরিকার বর্তমান ট্যাক্স পলিসি তো প্রোগ্রেসিভ নয়, মডারেট ছিল, রিগ্রেসিভ হচ্ছে, হয়েই চলেছে । ৭৫% হাউসহোল্ড পেরোল বা ফেডারেল ইনকাম ট্যাক্স দেয । এবার যে দেশে ৩৩% কলেজ গ্রাজুয়েট যারা বাকি ৬৭% এর থেকে গড়ে ৭০% বেশি আয় করে, আর ৭৫% লোক ট্যাক্স দেয়, সেখানে যদি কলেজ ফ্রি হয়, কিছুটা তো ট্রিকাল-আপ হচ্ছেই । প্রগ্রেসিভ ট্যাক্স রিফর্ম করে তারপর কলেজ ফ্রি করলে আমার কোনো অসুবিধে নেই, যদিও তখনও প্রশ্ন থাকেই সেই বাড়তি টাকাটা প্রাথমিক শিক্ষা - যে কথা বলতে শুরু করলে মহাভারত লিখতে হয় - বা স্বাস্থ্যে কেন যাবে না ?
  • o | 108.162.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:০১435735
  • অর্জুনের আবার কি হল? এলিটিজম খুব ভাল জিনিস। এলিটদের নিয়ে মজা করেই তো গোটা ব্রিটিশ কমেডি তৈরী হল। :-)

    ঘরে কয়েকটি মুরগি কিনে রেখেছি। মাদী ও মদ্দা ছাগলও কিনে রাখব নাকি? করোনা যদি অনন্তকাল চলে, তবু পাঁঠার অভাব হবে না। অবশ্য পাঁঠার জন্য আবার ঘাস কিনতে হবে। ঘাসের জন্য রোদ। উফ! ঃ-)))
  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৫৬435734
  • ইস্কুল-কলেজের মতন আনন্দদায়ক জায়্গা আর কোথাও নেই। শুধু পড়াশুনাটা বাদ দিয়ে।
  • একক | 188.114.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৫৩435733
  • মুখের আওয়াজ সে ইয়াদ আয়া, মুখ বন্ধ করে সবাই মিলে একটা হামিং সাউন্ড করা আমাদের প্রিয় বদমায়েসি ছিল। স্যারের পড়ানো বোরিং লাগ্লেই সেটা করা হত। কোত্থেকে আওয়াজ আসচে ধরতে না পেরে অথচ বুঝতে পেরে স্যার রা ভারী খেপে যেতেন ঃঃ))

    সুকমল দা যেদিন প্রথম ফিসিক্যাল সায়েন্স ক্লাস নিতে আসেন, তখন তিনি সদ্য বিএড করা যুবক, হামিং এর উতপাত সহ্য করে টানা ক্লাস নেন ঃঃ) লেটার উই হ্যাড ভেরি গুড টারমস।
  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৪৪435732
  • আমরা যখন ইস্কুলে উঁচু কেলাসে পড়ি। দুই সেকশান - সায়েন্স আর কমার্স। পাশাপাশি ক্লাস হয়। দুই সেক্শানেই একটা নিয়ম ছিল। অন্য সেকশানে প্রচন্ড গন্ডগোল হলেই, এই সেকশানের ছাত্ররা, যারা এতক্ষন পড়ার দিকে একটুও মন দেয়নি, হঠাৎ মুখ দিয়ে বিরক্তসূচক আওয়াজ করত। যেন অন্য কেলাসের গন্ডগোলের জন্য পড়াশোনোর খুব ক্ষতি হয়ে যাচ্ছে।
  • dc | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৩৯435731
  • অর্জুনের ইস্কুলের কথায় আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বাংলার মাস্টারমশাই ভারি ভালো ছিলেন, কেউ পড়া না পারলে তাকে বলতেন আচ্ছা বসে পড়ো, নন্দন কাননে এসেছো, বিশ্রাম গ্রহন করো। আমি সাধারনত লাস্ট বেঞ্চিতে বা তার আগেরটায় বসতাম, আমারা কয়েকজন বইয়ের নীচে পানু রেখে লুকিয়ে লুকিয়ে পড়তাম আর ফিসফিস করে পাশের বন্ধুকে পড়ে শোনাতাম। ক্লাসে বেশী ফিসফিস বেড়ে গেলে উনি বলতেন, কারুর নন্দন কাননের বাইরে যাবার ইচ্ছে হয়েছে নাকি?
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৩৫435730
  • তোদের ওদিকে পাঁঠা কিরকম কিলো যাচ্ছে? @ব্রতীন।
  • এলেবেলে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৩৫435729
  • আহা, ছোটাইদি (এই নামে ডাকলে আশা করি আপত্তি করবেন না) বড় চমৎকার লিখছেন রাজস্থানের গল্প। বিশেষ করে বাগোর কি হাভেলির গল্প শুনতে চাইলাম। ওখানকার অভিজ্ঞতা সত্যিই দুর্দান্ত। আপনার লেখাটা পড়ছি আর আমার নিজের চোখে রাজস্থানের দেখে আসা জায়গাগুলো মূর্ত হয়ে উঠছে আবারও। হোক, আরও গল্পগাছা হোক।

    আরে অর্জুন, এমন ভাবলে চলে? এখানে যদি কেউ বসতে না দেয় তবে ঠেলেঠুলে বসে পড়লেই হল। শ্রেণিসংঘর্ষ নাম দিয়ে দেবেন নাহয়!

  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৩৫435728
  • অর্জুন কথা বলা থামানোর কোনো মানেই হয়্না। আপনার কথা শুনে অন্যের সমস্যার কথা আপনাকে না ভাবলেও চলবে। আর যতদিন না গুরুর অ্যাডমিন আমাদের বলবে চলে যেতে ততদিন থাকবো এবং কন্ঠ ছাড়বো জোড়ে।
  • dc | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:৩২435727
  • দ্বিবক্ষবিভাজিকা পড়ে আমার আবার টোটাল রিকল মনে পড়ে গেল।

    নাঃ সাবান জলে হাত ধুয়ে আসি গিয়ে।
  • অরিন | ১৫ মার্চ ২০২০ ১১:৩১435726
  • যে যা খুশী বলুক অর্জুন, অন্য কারো জন্যে নিজের Voice সাপ্রেস কোর না অর্জুন । কম হোক বেশী হোক, কন্ঠ ছাড়তে কুন্ঠাবোধ কোর না!
  • একক | 188.114.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:২৯435725
  • দ্বিবক্ষবিভাজিকা কী ব্যাপার? বক্ষবিভাজিকা লিখলেই ত যথেষ্ট। কোন লেভেলের ক্লাস এইট সুলভ ভয়ারিজম দামড়া বয়েসে ক্যারি করলে বক্ষবিভাজিকার আগে দ্বি যোগ করার চুল্কানি জাগে, ভাবচি :)

    কিম্বা হতে পারে গোমাতাকে ভেবে অভ্যস্ত, তাই তফাৎ কত্তে চেয়েচে।
  • অপু | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:১৮435724
  • আমার আবার দুপুরে রিষড়া তে একটা নেমতন্নো বাড়ি আছে
  • অপু | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:১৬435723
  • আরে চাপ নিও না অর্জুন :))

    কবি বলেছেন " আমাকে আমার মতো থাকতে দাও"
  • অর্জুন | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১১:১০435722
  • পাহাড়ে কদিন বেড়াতে গেলে এই অসুবিধেটা হয়। কিন্তু থাকলে এবং রোজ আসা যাওয়া করলে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। আমারও হয়েছিল। পাহাড়ে বুড়ো লোকজন কি সুন্দর দিব্যি ওঠা নামা করে। 

    তবে এখানে বলে রাখি আমার কথা বলা নিয়ে এখানে অনেকের খুব সমস্যা হচ্ছে।

    তারা তাঁদের আত্মকাহিনী বলার জায়গা পাচ্ছেন না।  তাঁদের আত্মকথা, স্মৃতিকথন হল ইতিহাসের একটা অঙ্গ।  আকারে ইঙ্গিতে অনেক কিছু বলা হচ্ছে। তাছাড়া অনেকে সারাক্ষণ এলিটিজমের বোটকা গন্ধ পাচ্ছেন ! 

    এছাড়াও ফ্রম মিউজিক টু ম্যাথামেটিকস, উপনিষদ টু ইনফর্মেশন টেকনোলজি সবকিছুতে এঁদের কথা হল শেষ কথা। তার উপরে আর কিছু আসতেই পারেনা। এঁরাই সব জেনেছেন, সব দেখেছেন। এঁদের কলমের এক আঁচড় ইতিহাসের স্বর্ণাক্ষর। 

    সাউথ পয়েন্টে জুনিয়র সেকশনে ক্লাসরুমে বেশী হই হই হলেই আমাদের শিক্ষিকারা 'Finger on your lips' করে দিত। তারপরেও murmuring sound এলে 'I said, finger on your lips.' এটা হত চরম সতর্কবার্তা। এর পরে আর কেউ কিছু বলার সাহস পেত না। 

    সেই জন্যে আমি এখানে খুব কম কথা বলব বলে সিধান্ত নিয়েছি কাল ঘুমতে যাওয়ার আছে। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত