এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৪:০০433861
  • 'এখানে অর্ডার অনুযায়ী কান তৈরী করা হয়'
  • T | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৫৭433860
  • এসব হট্টগোলের মাঝখানে ন্যাড়াদার কানের তরিবতের লিস্টিটা য্যানো মিস না যায়। লাগে রহো ন্যাড়াদা। :))
  • b | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৫৫433859
  • বামপন্থী কি না জানি না, ( ম্যাটার করে না) ভদ্রলোক, কি কই, জাস্ট কাঁচা লেভেলের ভয়ার। উদিকে আবার লাস্ট লাইনে এতে যে কিছু হবে না তাও জনিয়েছে। ধর্মে আছি, জিরাফেও।
  • সে | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৫১433858
  • সরকার থেকে রেশন করে দেওয়া উচিত।
    একদল খাবার জমিয়ে রাখবে অন্যদল কিছুই পাবে না• এ কী অবস্থ?!
  • S | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৪৯433857
  • আর এইযে মেয়েগুলো যদি পিঠ দেখাতে পারে, তাহলে ঐটা দেখাবে না কেন? বা মেয়েটা যদি অমুকের সঙ্গে ঢলাঢলি করতে পারে, তাহলে আমার সঙ্গে করবে না কেন? এগুলো ফ্রাস্ট্রেশানের একশা। যা দেখাচ্ছে, যেটুকু দেখাচ্ছে সেইটুকুই চুপচাপ দেখনা বসে বসে। কে কতটা দেখাবে, কি করবে সেটা কি লোকে ফেসবুকে বা গুচতে ঠিক করে দেবে?
  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৪৮433856
  • আমিও ফেসবুক বন্ধ করে রেখেছিলাম। শাতিতেই ছিলাম। আজ গুরুর মেলায় খবরপগুলো দেওয়া হচ্ছেনা ভেবে ঢুকে এসব পড়ে ভাবছি, না পড়লে মিস হত, না, না পড়েই ভাল ছিলাম!
  • রৌহিন | ০৭ মার্চ ২০২০ ১৩:৪৭433855
  • আমার পোস্টটার জন্য ক্ষমাপ্রার্থী। আমাদের কলেজবেলার প্যারোডি এগুলো - এখানে না দিলেই ভাল হত। দুঃখিত

  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৪৬433854
  • আর যারা এত বলছে তারা নিজেরা zzen গালিগালাজ করেনি! সবচে মজার হল, এই ছেলেমেয়েগুলোর সয়ালোচনা করতে যা খিস্তি করছে, তাতে আরো বেশি খিস্তিখেউড় আছে!

    সেই যে, এক নারীবাদী লেখক কবি আক্টিভিস্ট, আগে গুর‍্যতে লিখতেনও, নিয়মিত নানাবিধ খিস্তিখেউড় করে পিতৃতন্ত্র খুঁজে পেয়েছেন, ওঁদে মনে হলেই, বা কারুর সংগে যেকোন বিষয়ে মতান্তর হলেই গালিগালাজ করেন, তুই অমুক মেয়েকে অমন বলিস বা ভাবিস, তুই কোন খানকিমাগীর পোলা ইত্যাদি।
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৪৫433853
  • উফ। 'তাঁর এই নগ্নতার উদ্দেশ্য ছিল সামন্ততান্ত্রিক পুরুষ আধিপত্যবাদের বিরূদ্ধে এক মোক্ষ্মম চপেটাঘাত । ( তবে এই মুনাফা-লোভী সমাজ ব্যবস্থায় যা হয়, তাঁর এই নগ্নতাকে পণ্য হিসাবে ব্যবহার করে পত্রিকাটি –সিনে ব্লিৎজ, তার ব্যবসা বাড়িয়ে নিয়েছিল, তবে সেটা অন্য প্রসঙ্গ )।' - আবার আগের লাইনেই দেখি লিখেছেন '১৯৭৪ সালে তিনি একটি পত্রিকার কভার পেজের জন্য নগ্ন হয়ে বোম্বের জুহু বিচে ছুটন্ত ফোটো স্যুট করিয়েছিলেন ' পত্রিকার কভার পেজেই জন্যেই করলেন, কিন্তু সেটা ছিল চপেটাঘাত, কিন্তু পত্রিকা তা ছাপাতে হয়ে গেল পণ্যায়ন? ফটোশুট তো ছাপানোর জন্যেই ছিল!

    ১৯৭৪ সালে 'সূর্য ডোবার পরে বাড়ির মেয়েদের পুরুষ অভিভাবক ছাড়া বাড়ির বাইরে থাকা কঠোরভাবে নিষিদ্ধ'? হ্যাঁ, বিধিনিষেধ অনেক বেশি ছিল, আরো অনেক কঠিন ছিল সব। কিন্তু তখনও তো অনেক মেয়েরা চাকরি বাকরি করছে। খুব প্রিভিলেজড নয়, সাধারন মধ্যবিত্ত বাড়ির মেয়েরাও। এমন ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট আজব।

    ফেসবুকটা রেস্ট্রিক্ট করে অনেক খোরাক মিস হচ্ছে, কিন্তু থাকুকগে।
  • S | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৩৫433852
  • ইয়ঙ্গ ছেলেপুলেদের গালাগালি দেওয়া নিয়ে লোকেদের ছেনছিটিবিটি দেখলে মনে হয় যে এরা বোধয় কোনোকালে ইস্কুল কলেজে যায়নি।
  • pi | 172.69.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৩৪433851
  • সে আমার ব্যক্তিগতভাবে রবীন্দ্রভারতীর কাজ কি ওইসব প্যারডি ভাল লাগেনি। মানে ওই প্যারডিটা খুবই ছেলেমানুষি কাঁচা কাজ, প্যারডি হিসেবেও। রৌহিনের দেওয়াগুলোও। তবে ওগুলো তো স্ক্যুলের বাচ্চা মেয়েরা করেছে দেখলাম। ওই বয়সে তো খিস্তিখামারির উপর আলাদা আকর্ষণ থাকে, সদ্য শিখলে সব জায়গায় উগড়ানোর আনন্দ, ওই 'কাঁচা আমের অম্লরস' কেস। সে যাহোক। পছন্দ আপনার আপনার।
    কিন্তু করাতে এই চারদিকে গে ল গেল রসাতলে গেল, চরম দণ্ডনীয় নিন্দনীয় অপরাধ ( কারা বলছে।? না, তারাও, যাদের এই দেশে যা হয়ে চলেছে তাই নিয়ে একটি কথাও বলতে দেখিনি, বা যা হয়েছে বেশ হয়েছে বলতে দেখেছি!), এ হাহাকার তর্জনগর্জন আর নেওয়া যাচ্ছে না বাপু।

    এই যেমন এটি একজন গ্রুপে লিখে গেছেন। তিনি আবার বড় বিপ্লবী।বামপন্থী !

    'ব্যাপারটা কী ? ডবকা ডবকা ছুঁড়িগুলো তাদের নির্লোম (হিন্দি অর্থে "বাল"হীন ) পৃষ্ঠদেশে বাল ছেঁড়া গেল লিখে বিজ্ঞাপিত হচ্ছেন কেন? তা কার বাল ছেঁড়া গেল ? বিজেপি-র ? মানে কি বলতে চাইছেন - এতো এতো ক্যা বিরোধী আন্দোলনে চাড্ডিদের বাল ছেঁড়া গেছে ! নাকি নিজেদেরই বাল ছিড়ে সেটাই সবাইকে জানাতে চাইছেন ? এখন হিন্দিতে বাল শব্দের অর্থ চুল । ( বাল অর্থে বালক এখানে অপ্রাসঙ্গিক ) কিন্তু বাংলাতে অর্থসংকোচন হয়ে বাল অর্থে যৌনকেশই বোঝায় । তা এঁরা কি নিজেদের সেই "বাল"এর গোছা ছিঁড়ে সেটাই সদম্ভে ঘোষণা করত চাইছেন ? তা হিম্মত থাকে তো পিঠে নিজেদের বাল ছেঁড়ার ঘোষণা না করে একেবারে "কুন্দশুভ্র নগ্নকান্তি" ( পরশুরামের ভাষা ধার করে ) হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফোটো শ্যুট ( Frontal Nudity ) করে নিম্নাঙ্গটাই দেখান না কেন ? আমরাও Fresh from garden ডবকা মালগুলোর বিশেষ বিশেষ অংগগুলো চোখ দিয়ে চেটে চেটে নিজেদের Voyeurism চরিতার্থ করি । ঘোমটা পরে খেমটা নাচ হয় না । তাতে জাতও যাবে, পেটও ভরবে না ।
    সফরি ফরফরায়তে। পুঁটিমাছ অল্প জলে খুব বেশি লাফালাফি করে । এরাই আবার বিয়ের সময় দেখা যাবে মাথায় টোপর গায়ে বেনারসী সিল্কের জড়িয়ে বৈদিক যদিদং হৃদয়ং তব আউড়ে খই পুড়িয়ে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরে বরের সঙ্গে শুভদৃষ্টি বিনিময় করে সিঁথিতে জবজবে সিঁদুর মেখে বিয়ের পিঁড়িতে বসবে । গয়না, নগদ যৌতুকের পরিবর্তে গাড়ি, খাট পালঙ্ক, ফ্রিজ এ সি মাইক্রো ওয়েভ, ওয়াসিং মেসিন, - যতটা সম্ভব নিজেই বাবার কাছ থেকে খিঁচে নেবে । বরপক্ষকে কিছু বলতে হবে না । বরের বাবা গঁফ চুমরে নিজের “’পোগতিশীলতার” ভড়ংবাজী করে বলবে “আমাদের কোনো দাবি-দাওয়া নেই, আপনারা মেয়েকে যা দেবেন…”।
    মনে পড়ছে অভিনেত্রী, ওডিশি নৃত্যশিল্পী প্রতিমা বেদির কথা । ১৯৭৪ সালে তিনি একটি পত্রিকার কভার পেজের জন্য নগ্ন হয়ে বোম্বের জুহু বিচে ছুটন্ত ফোটো স্যুট করিয়েছিলেন । তাঁর এই নগ্নতার উদ্দেশ্য ছিল সামন্ততান্ত্রিক পুরুষ আধিপত্যবাদের বিরূদ্ধে এক মোক্ষ্মম চপেটাঘাত । ( তবে এই মুনাফা-লোভী সমাজ ব্যবস্থায় যা হয়, তাঁর এই নগ্নতাকে পণ্য হিসাবে ব্যবহার করে পত্রিকাটি –সিনে ব্লিৎজ, তার ব্যবসা বাড়িয়ে নিয়েছিল, তবে সেটা অন্য প্রসঙ্গ )। সময়টাকে খেয়াল রাখতে হবে । প্রায় ৫০ বছর আগে, ভারতবর্ষের পরিবারের ভিতরে সামন্ততান্ত্রিক পুরুষ আধিপত্যবাদের রমরমা – সে যতই নকশাল আন্দোলন তুঙ্গে থাকুক না কেন । সূর্য ডোবার পরে বাড়ির মেয়েদের পুরুষ অভিভাবক ছাড়া বাড়ির বাইরে থাকা কঠোরভাবে নিষিদ্ধ । শাড়ি, গলা-হাতাওয়ালা ব্লাউজ ছাড়া অন্য কোনো পোষাকও কঠোরভাবে নিষিদ্ধ । সেইরকম পরিমণ্ডলে প্রতিমা বেদির ছুটন্ত নগ্ন ছবি তাও পত্রিকার কভার পেজে - এটাই ছিল তাঁর পুরুষ সামন্ততান্ত্রিক আধিপত্যবাদের বিরূদ্ধে নিজের শরীরী ভাষা দিয়ে “বাল ছেঁড়া গেছে” ম্যসেজ ।
    ২০০৪ সালে মনিপুরে আসাম রাইফেলের জওয়ানরা মনোরমা নামের একটি মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে । তার প্রতিবাদে ১২ জন মাতৃস্থানীয় মহিলা আসাম রাইফেলসের হেড কোয়ার্টারের গেটের সামনে নগ্ন হয়ে “ জওয়ানরা আমাদের ধর্ষণ করো!” আওয়াজ তুলে প্রতিবাদ করেছিলেন । তাঁদের প্রতিবাদএর এই ভাষা সারা বিশ্বকে চমকে দিয়ে অভিভূত করেছিল । And this is Feminist protest against Power. হিম্মত আছে আবির মেখে পিঠে-বুকে “ বাল ছিঁড়ে গেছে” লেখা ছ্যামরা-ছ্যামরিগুলোর এই ধরণের প্রতিবাদ জানানোর ?
    সবশেষে বিশেষত নাকউঁচু রাবীন্দ্রিক Snobদের জানিয়ে রাখি – রবীন্দ্রভারতী, বিশ্বভারিতী, জোড়াসাঁকো কোনো জায়গাতেই গোটাকয়েক হুজুগে চ্যাংড়া-চ্যাংড়ির কাণ্ডকারখানায় “রবীন্দ্রনাথের একগাছি বালও ছেঁড়া যাবে না । কারণ, বুড়োর মৃত্যুর পর এই গত ৭৯ বছর ধরে একটা একটা করে তাঁর বাল আপনারাই উখড়ে চলেছেন । ওদের ছেঁড়ার জন্য কিছু বাকি রেখেছেন কি ?
  • ঝগড়ু | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:৩২433850
  • অর্জুনের পোস্টটায় আবার তরুণীর পিঠে ফিঠে লিখে খোলতাই করা হয়েছে। বোঝাই যাচ্ছে লোলচর্ম পিঠ হলে রবির মান অটুট থাকতো।

    এরা পচন্ড আনন্দবাজারি এবং সন্সিকিতিমনস্ক।
  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:২৬433849
  • *মারকেট
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:২৬433848
  • কি মুশকিল, আমি কি তাত্ত্বিক নাকি।

    শিবাংশুদাকে বলা হোক। আর তুমি লেখো।
  • হখগ | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:২৪433847
  • হুতো রৌহিন থ্যাঙ্ক ইউ। কিন্তু শুধু ইনফ্রাস্ট্রাকচার না করে একটু থীওরাইজ করে দাও, একক, চট্টো সকলেই বোধহয় ব্যস্ত। আমার এ বিষয়ে কিছু জানা নেই।

    যেটা আন্দাজে বলা যায় প্রোফানিটি টা কালচারাল এক্সপ্রেসন এর পার্ট, এবং অসংকোচ এর সংস্কৃতি অল্পবয়সী দের মধ্যে, মেয়েদের মধ্যে থাকাটাই বাঞ্ছনীয়, তবে তাকে রাজনৈতিক ভাবে কনটেক্সচুয়াল করার কাজ টা পাশাপাশি করা ভালো, পার্সোনালি মনে হয় ব্লার করা ছবির পাশে সৈকত যেরকম গান লিখেছে এক্কেবারেই সঠিক রেসপন্স। রবীন্দ্রনাথ কে কেন্দ্র করে একটা স্টেরিলাইজড চিন্তাহীন চর্চার , রক্ষনশীল গ্রহনযোগ্যতার খেলা চলে ,সেটাকে চ্যালেঞ্জ করাই ভালো, তবে ঐ আরকি যেকোনো খিল্লি বা ক্রোধের প্রকাশ কেই প্রতিষ্ঠান এর প্রকৃত চ্যালেঞজ হয়ে উঠতে গেলে আরেকটু খাটনি লাগবে। মজাটা হল তখন আবার বড় মেডিয়া তাকে জায়গা দেবে কিনা তার অনেক শর্ত থাকবে, বিভিন্ন জায়গায় মিল
    কেট অনুযায়ি বিভিন্ন শর্ত। কতটা চাপে পড়লে উর্দু নজম এর শব্দ প্রায় রাপ হয়ে ওঠে , জামিয়া মেয়েদের সিগারেট খাওয়া কে সেলিব্রেট করে একটা কবিতা লিখতে হয় , তো সেই চাপকে ব্যবহার করার সচেতনতা রবীন্দ্র ভারতী তে দেখা যায়নি , কিন্তু ইয়ুথ কালচারে প্রোফ্যানিটি থাকবেনা বলা আর গোমুত্রে গুণাগুণ থাকুক বা না থাকুক মোদী ব্রান্ডের মস্তানি থাকবেনা বলা একিরকম অসম্ভবের চর্চা। আজকের সময়ে।
  • S | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:২৩433846
  • আমেরিকায় জররস্ত হোর্ডিং চলছে। ফলে কস্টকোর শেয়ার প্রাইস বেড়ে গেল। এমনিতেও হোর্ডিংএর একটা কালচার আছে এখানে। দুদিন বরফ পড়বে বললেই সব দুসপ্তাহের জিনিস কিনে বসে থাকে। এদিকে সেই দুদিন কিন্তু দিব্যি ইস্কুল অফিস যাবে লোকে। কি করবে? হোলি, দিওয়ালি, দুগ্গা পূজা কিছুই নেই। সেই ফোর্থ অব জুলাইতে ফায়ারওয়ার্ক্স, থ্যান্কসগিভিঙ্গে টার্কি হাতে ফুটবল দেখা, আর ক্রিসমাসে এয়ারপোর্টে কাটানো। অন্তত ছটপূজাটা আমদানী করলে তো পারে।
  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:২২433845
  • রৌহিন, এই পোস্টগুলির রিস্ক আছে। ব্যক্তিগত রুচির কথা বলছি না (আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় এগুলো একেবারেই নেই, কিন্তু সে কথা অবান্তর), কিন্তু কাল যদি কেউ এসে ভাটে টইয়ে খিস্তিখাস্তা করে যেতে থাকে, তখন আর কিছু বলার থাকবে না।
    নীতিপুলিশগিরি চাই না, কিন্তু এটা যেহেতু সেল্ফ সেন্সর্ড ফোরাম, একটু সাবধানতা না রাখলে মুশকিল।
  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:২০433844
  • ফাটালিটি রেট তো বয়স নির্ভর। ৬৫ র উপরে ১৬-১৭% বলছে।

    আমেরিকা অস্ট্রেলিয়ায় মনে হয় বাড়িতে অনেক জায়গা থাকে বলেও হোর্ডিং বেশি হয়। মানে হোর্ড করার আগে দু'বার ভাবতে হয়না।

    রৌহিনের পোস্টটা আমারো বাজে লাগল।
  • i | 108.162.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১৮433842
  • এখনও ওয়র্ক ফ্রম হোম দেয় নি
  • pi | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১৬433841
  • ছোটাইদি, এত যাচ্ছেতাই অবস্থা! তোমাদের মিনিমাম দরকারি জিনিসপত্র আছে তো।! অফিসেই ধরা পড়েছে যখন, খুবই সাবধানে থেকো।! আশা করি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ঈ: রয়েছে। অফিসে ওয়ার্ক ফ্রম হোম দিচ্ছে?

    হোর্ডিং এর এই হার্ড বিহেভিয়র আমেরিকাতেও প্রবল! ভারতে বোধহয় এখনো অতটা না।
  • T | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১৬433840
  • ওবামা ক্যানো দায়ী? ওইই ছড়িয়েচে?
  • S | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১৫433839
  • ট্রাম্প করোনার জন্য ওবামাকে দায়ী করে দিয়েছে। আজকে হ্যানিটির সঙ্গে ইন্টারভিউতে বলেছে যে এসব তেমন কিছু না। লোকে ডাক্তারের কাছে না গেলেও চলবে। বাড়িতে বসে থাকলে এমনিতেই সেরে যাবে। এমনকি কাজেও যেতে পারে। আরো বলেছে যে সায়েন্টিস্টরা যদিও ৩.৪% ফ্যাটালিটি রেট বলেছেন, ট্রাম্পের হান্চ হল ওটা অনেক কম।
  • i | 108.162.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১৫433838
  • রৌহিনের পোস্টটা জঘন্য লাগল। না বলে পারলাম না।
  • ন্যাড়া | 172.68.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১৫433837
  • আমাদের পাড়ার ট্রেডার জো'স-এ একটা আলমারি থাকে পাস্তা, পাশের আলমারি থাকে পাস্তা সস। সবসময়ের অন্তত ৮০% ভর্তি থাকে। গেল রোববার গিয়ে দেখি, দুটোই ফাঁকা, খাঁ খাঁ।

    কস্টকোর পেপার টাওয়েল টয়লেট পেপার, বটলড ওয়াটার সেকশন তথৈবচ। কমপ্লিটলি খাঁ খাঁ।
  • a | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১৪433836
  • কদিন আগেই গুরুর টইয়ে অপশব্দ-সমৃদ্ধ মন্তব্য দেখেও নীতিপুলিশরা তেড়ে আসছিল। ডবল স্ট্যান্ডার্ড দেখে হাসি পায়।
  • i | 108.162.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:১১433835
  • প্রিয় পাই,
    করোনায় কী অবস্থা জানতে চেয়েছিস। এখানে তো একটার পর একটা চলেছে-আগুন গ্যালো, বন্যা এলো, এখন এই-
    ঠিকই আছি আমি যদিও আপিসে একজনের এই সংক্রমণ ধরা পড়েছে। সে যাই হোক, আসল কান্ড হচ্ছে সুপারমার্কেটে- কাগজে নিশ্চয়ই পড়েছিস। লোকে কিলো কিলো টয়লেট পেপার কিনে নিয়ে যাচ্ছে - না দেখলে বিশ্বাস হয় না।
    হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। চাল টালের তাক ও খালি ই দেখলাম। সহকর্মী বললেন, তিনি পাস্তা সসও পান নি দোকানে।
    এই নিয়ে প্রচুর ঠাট্টা তামাশাও চলছে। নর্দার্ন টেরিটরির খবরের কাগজ এন টি নিউজ আটপাতা অলাদা দিয়েছে -সাদা পাতা-টয়লেট পেপার হিসেবে ব্যবহারের জন্য।
    কোনো কোনো দোকানে ধ্বস্তাধ্বস্তিও হয়েছে পড়লাম। ক্যানো লোকে এমন করছে- কী এই মানসিকতা -হার্ড বিহেভিয়ার না ফোমো এই নিয়ে গুণীজন নানাকথা টিভিতে বলছেন।
    এই সব।
  • রৌহিন | ০৭ মার্চ ২০২০ ১৩:০৯433834
  • সেইযে -

    "আমার ধনা আপন মনে মারছে দোলা

    আনার বাঁড়া হতচ্ছাড়া / মাঝে নাঝে হয় যে খাড়া" - সেইটা? ও সেটাও না? তাহলে নিশ্চই এইটে -

    "মাতাকে আমি তো চুদিনি

    চুদেছে ও পাড়ার তারিণী

    আমি এক বোকাচোদা খিঁচি ধোন, অকারণ"

    কী বললে এটাও না? তাহলে নিশ্চই এটা -

    "গাঁড় মেরে দাও গাঁড় মেরে দাও গাঁড় মেরে দাও

    মা আ আ আ আ রো -

    জাঙ্গিয়া বন্দী ধোন হোক বড় ল্যাও

    খা আ আ আ ড়া ও

    জীর্ণ পুরাতন যাক খসে যাক

    শুকনো গুদে আসুক

    বীর্য্য রসের উদ্দাম কৌতুক

    শুকনো গুদে আসুক

    মা আ আ আ রো"

  • r2h | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:০৫433833
  • ওহ ঠিক, এটাই! জীবনস্মৃতিই খুঁজিনি, থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ ঃ)
  • i | 108.162.***.*** | ০৭ মার্চ ২০২০ ১৩:০৩433832
  • জীবনস্মৃতির ভারতী পর্বে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত