এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২৩:৪৮432811
  • কোহলির কাপ্তানিটা নিয়ে নেওয়ার সময় এসেছে। তার আগে গুরুঠাকুরকে সড়াতে হবে।
  • অরিন | ০২ মার্চ ২০২০ ২৩:৪৬432810
  • ঠিকই আছে। পাটা উইকেটে, ফ্ল্যাট ট্র্যাক দিন, কোহলি সেনচুরি করবে। সিমিং উইকেটে মাঝারি মানের পেস বোলিং রাজামশাই কতটা খেলতে পারেন নিউজিল্যান্ডে টেস্টে আট ইনিংসে দেখা গেল। ৩১ বছর বয়সেই ব্যাটিং এর দৌড় শেষ হয়ে আসাটা দুর্ভাগ্যের নিশ্চয়ই। তবে বড্ড অ্যারোগান্ট, সহ্য করা যায়না।
    এর আগের বার নিউজিল্যান্ডে লিংকনের প্র্যাকটিস মাঠে সেওয়াগকে এইরকম অ্যারোগ্যান্ট হতে দেখেছিলাম। টিম প্র্যাকটিসের শেষে বাসে ওঠার সময় এক ভদ্রলোক ওনার ছেলেকে সেওয়াগের কাছে নিয়ে বোধহয় ব্যাটে সাইন করাতে গিয়েছিলেন, সেওয়াগ সই তো দিলই না, উল্টে মুখ খারাপ করল। অথচ তার কিছুক্ষণ পরে তেন্ডুলকর বেরিয়ে বহু লোকের সঙ্গে সেলফি তুলছিল।
  • S | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২৩:২৪432809
  • দেখবো ২০২০তে কটা সেন্চুরি মারেন রাজামশাই।
  • অপু | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২৩:১২432808
  • লাস্ট কয়েক টা সিরিজ দেখলে এই নিউজিল্যান্ড সিরিজ টাতে বহুদিন পরে কোহলি কিছু করতে পারে নি। এখনো আইসিসি Ranking দু নাম্বারে।
    কাজেই ওর ব্যাটিং এর " দৌড় টা আস্তে আস্তে শেষ হ য়ে যাচ্ছে " এটা খুববববববববব কষ্ট কল্পনা ।

    কোহলির গালাগালি করা একেবারেই সমর্থন করি না। এই সব ঘটনার জন্যে ই ক্রিকেট আর " জেন্টেলমেনস গেম" থাকছে না।
  • aka | 173.245.***.*** | ০২ মার্চ ২০২০ ২৩:০৯432807
  • দ্রি বলুন, শুনছি।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ২৩:০০432806
  • কেউ কোহলিকে ডিফেন্ড করছেনা। সবাই সারকাস্টিকালি নিন্দে করেছে। ওর ব্যাটিংএর দৌড়টা আস্তে আস্তে শেষ হয়ে আসছে সেতো দেখতেই পারছি। এরপর কাপ্তানিও যাবে। তাই গালাগালিটা বেড়েছে।
  • অরিন | ০২ মার্চ ২০২০ ২২:৫৪432805
  • কোহলির ইতর ভাষা দেখলাম কয়েকজন এখানে নরমালাইজ করলেন। কোহলির মত অভদ্র ইতররা ভুলে যায় ক্রিকেটের মাঠ পশ্চিম দিল্লির মালের ঠেক নয়। খেলার মাঠে একজন টপ ক্লাস প্লেয়ার নোংরামি করছে, অথচ সেটাকে সমর্থন করার লোকের অভাব নেই। 

    লোকটা হারতেও শেখেনি। 

  • দ্রি | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ২২:৪৯432804
  • "জার্মানদের ইহুদী ঘৃণা থামাতে একটা পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেছিল।"

    এ কথা তো একেবারেই সত্যি নয়।
  • S | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ২২:৪২432802
  • গোমুত্র আর গোবর দিয়ে যখন সব অসুখই ঠিক হয়ে যাচ্ছে, তখন কি কি ঠিক হয়্না তার একটা ছোট্ট লিস্টি দিলে সুবিধে হয়।
  • এলেবেলে | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২২:০৫432799
  • খ, চৈতন্যের সমসময়ে 'কাস্ট জিনিস টা খানিকটা চ্যালঞ্জড হচ্ছে' কি? আমার এ বিষয়ে সামান্য খটকা আছে।

    প্রথমত, বিমানবিহারী মজুমদার ‘চৈতন্যচরিতের উপাদান’-এ চৈতন্য-আন্দোলনের প্রথম পর্বে হিন্দু ভক্তদের যে জাতিগত পরিসংখ্যান দিয়েছেন তাতে ব্রাহ্মণের সংখ্যা ২৩৯, কায়স্থ ২৯, বৈদ্য ৩৭ ও সুবর্ণবণিক ১। অর্থাৎ চৈতন্য-আন্দোলন প্রথম থেকেই ব্রাহ্মণদের কব্জায় ছিল।

    দ্বিতীয়ত,  চৈতন্যের জীবিতকালেই বৃন্দাবনে গড়ে উঠেছিল চৈতন্য-আন্দোলনের আরেকটি শক্তিশালী কেন্দ্র যার যুগ্ম অধিকর্তা ছিলেন কর্ণাট ব্রাহ্মণ সনাতন ও রূপ গোস্বামী। তাঁদেরই নেতৃত্বে ষড়গোস্বামী চৈতন্য প্রচারিত ধর্মের দার্শনিক ভিত্তি স্থাপন করেন এবং তার বিভিন্ন দিক নিয়ে বিরাটাকার গ্রন্থাবলী রচনায় ব্যস্ত হন। চৈতন্যের প্রয়াণের পর গৌড়ীয় বৈষ্ণবরা নীলাচল থেকে উৎখাত হয়ে বৃন্দাবনে আশ্রয় নেন এবং প্রায় তখন থেকেই বৃন্দাবন গোস্বামীদের আধিপত্য শুরু হয়।

    তৃতীয়ত, চৈতন্যের মৃত্যুর পরেই তাঁর অনুগামীরা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েন। এঁদের একত্র করতে ষোড়শ শতকের আটের দশকে রাজশাহীর খেতুরিতে নিত্যানন্দপত্নী জাহ্নবাদেবীর নেতৃত্বে এক বিশাল বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই খেতুরি উৎসবেই ‘ব্রাহ্মণ্যবাদী' গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ঘোষিতভাবে প্রতিষ্ঠিত হয়। গৌড়ীয় বৈষ্ণববাদের রূপকার হলেন বৃন্দাবনের ষড়গোঁসাই, প্রধানত সনাতন গোস্বামী। এঁদের হাত ধরেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মে ব্রাহ্মণ্যবাদ আসর জমিয়ে বসে এবং বিষ্ণুপ্রিয়া-সহ চৈতন্যের মূর্তিকে কৃষ্ণের পাশে বসিয়ে অবতারূপে পুজো করা শুরু হয়। মজার কথা হল বিষ্ণুপ্রিয়া তখন বেঁচে থাকলেও তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি জাহ্নবাদেবী নবদ্বীপে এসেও তাঁর সাথে দেখা করেননি।

    চতুর্থত, চৈতন্য শঙ্খবণিক ও তন্তুবায় অধ্যুষিত অঞ্চলে হরিসংকীর্তনের মধ্য দিয়ে তাঁর প্রথম প্রচার শুরু করলেও তাঁর জীবদ্দশাতেই তাঁর আন্দোলনের রাশ চলে গিয়েছিল উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মানুষদের হাতে। মল্লরাজা বীর হাম্বির, পঞ্চকোটের রাজা হরিনারায়ণ, প্রাদেশিক শাসন কর্তা রায় রামানন্দ, প্রভূত বিত্তশালী উদ্ধারণ দত্ত, জমিদারপুত্র কৃষ্ণদাস প্রমুখেরা চৈতন্য-আন্দোলনের প্রাথমিক স্তর থেকেই নেতৃত্বে আসীন ছিলেন। এছাড়াও মনে রাখতে হবে হিরণ্যদাস ছিলেন সপ্তগ্রামের রাজা, অদ্বৈত আচার্যের পূর্বপুরুষ রাজা গণেশের মন্ত্রণাদাতা ছিলেন, জীব গোস্বামীর পূর্বপুরুষ ছিলেন কর্ণাটকের রাজা।  কাজেই বর্ণাশ্রমশাসিত হিন্দু সমাজে চৈতন্য যতই ‘অস্পৃশ্য-দুষ্ট যবন চণ্ডাল’কে স্থান দিতে চান না কেন এই আন্দোলনের আর্থ-সামাজিক চরিত্রের মৌল অসঙ্গতি কিন্তু প্রথম থেকেই ছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই তাঁরা এই আন্দোলনের সংস্কারমূলক দিকটির প্রতি সহানুভতিশীল ছিলেন না এবং চৈতন্যর মৃত্যুর পরেই কালবিলম্ব না করে তাকে বিপথে পরিচালিত করতে (যার বীজ বপণ করা হয়েছিল বৃন্দাবনে রূপ-সনাতনের নেতৃত্বে) উদ্যোগী হয়েছিলেন।

    কাজেই ওই যে আপনি লিখলেন, "উনবিংশ শতকের সোশাল রিফর্ম এর হাত দিয়ে আধুনিকতা ফর্ম তখন নিচ্ছে তখন সেটা সেটাকে রেকগনাইজ না করায় একটা এলিটিজম এ আবদ্ধ হচ্ছে" তো আমার মতে সেটা চৈতন্যের জীবদ্দশাতেই হয়েছে এবং তার মূল কারিগর রূপ ও সনাতন গোস্বামী।

    আসলে আজকাল ভাটিয়ালিতে খুব সতর্ক থাকি প্রচল পথ পরিহার করার বিষয়ে। ফালতু খিল্লির খোরাক হয়ে কী লাভ? তবুও আপনি যদি এ ব্যাপারে কিছু লেখেন, তাহলে খুবই খুশি হব।

  • | ০২ মার্চ ২০২০ ২১:০৩432798
  • কৃষ্ণানন্দ আগমবাগীশকে বিজেপীর 'কালচারাল ইউনিট' পাকড়েছে।
  • | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২০:৪৬432797
  • এলেবেলে , চৈতন্য -,এটা খুব ভালো প্রোজেক্ট , করেন করেন। আমার জেনেরালি একটা করি মনে হয়, কাজ তে হয় নি তা না, সেটা হল চৈতন্য এব়ং ইসলাম , বাংলা য় এবং সিলেট-আসামে এমন একটা আধুনিক অর্থে সোশাল মোবিলিটি বা বলা ভালো, কালচারাল ফ্লুইডিটি তৈরি করছে তার ফলে কাস্ট জিনিস টা খানিকটা চ্যালঞ্জড হচ্ছে। এবার আবার উনবিংশ শতকের সোশাল রিফর্ম এর হাত দিয়ে আধুনিকতা ফর্ম তখন নিচ্ছে তখন সেটা সেটাকে রেকগনাইজ না করায় একটা এলিটিজম এ আবদ্ধ হচ্ছে, এটার এভিডেন্স আছে কিনি একটু দেখবেন।
  • অপু | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২০:২৩432796
  • দেখেছো এলেবেলে দা, আমার নির্ভুল অনুমান। কবি তো আর এমনি এমনি কাদেন নি :))))
  • b | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২০:১৬432795
  • কাটজু অসমীয়া জাতীয়তাবাদীদের কাছ থেকে বাটাম খেলেন বলে।
  • b | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ২০:১৫432794
  • @পিটি
    হ্যাঁ।
  • PT | 14.***.*** | ০২ মার্চ ২০২০ ১৯:৪৯432793
  • শৈবাল মিত্রের "গোরা" উপন্যাসটি কি চৈতন্যকে নিয়ে লেখা? বইটার আকৃতি দেখে পড়তে শুরু করার সাহস হয়নি। কেউ পড়েছেন?
  • একলহমা | ০২ মার্চ ২০২০ ১৯:২৯432792
  • চৈতন্য হোক!
  • এলেবেলে | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৯:২০432791
  • এলেবেলে জীবনে কোনও দিন চৈতন্যের আগে শ্রী ও পরে দেব বসিয়ে বলে না এবং লেখেও না। চৈতন্যের এই অবতারত্ব আরোপে সে যারপরনাই অসন্তুষ্ট। তবে হ্যাঁ, এই লোকটিকে নিয়ে একটি বড় আকারের লেখার প্রস্তুতি সে গোপনে নিচ্ছে। বইপত্তর জোগাড়ও করছে। 

  • এলেবেলে | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৯:১৭432790
  • না, এলেবেলে চৈতন্য বাণিজ্য নিয়ে কিছুই লিখবে না। চৈতন্য জন্মভূমিতে গত দশ বছর ধরে তাঁকে নিয়ে যে পরিমাণে ব্যবসা হচ্ছে তা কহতব্য নয়। মোড়ে মোড়ে উপবীতধারী চৈতন্যের মূর্তি, তার ব্রাহ্মণ পুরোহিত, ক্লাবগুলোর তরফে দরিদ্রনারায়ণ সেবা - এমন দোল নবদ্বীপ জীবনে দেখেনি। তার সঙ্গে নতুন উৎপাত হেরিটেজ সিটি। তাতে কতগুলো অর্বাচীন মন্দিরকে সরকারি ছাপ্পা দেওয়া হচ্ছে গোঁসাইবাবাজিদের শোষণব্যবস্থাকে দৃঢ়তর করার জন্য। জাস্ট জঘন্য ব্যাপার। নবদ্বীপের সঙ্গে জড়িয়ে আছেন বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, কৃষ্ণানন্দ আগমবাগীশ এবং স্মার্ত রঘুনন্দন। তাঁরা বিলকুল বাদ। নবদ্বীপ এখন কেবলই চৈতন্যময়। বছর কয়েক বাদে ঐতিহ্যশালী রাস উৎসবকে টেক্কা দিয়ে দোল যে নবদ্বীপের প্রধানতম উৎসব হতে চলেছে তা দিব্যি বলা যায়। অতগুলো মন্দিরের অতগুলো ভোট বলে কথা!
  • g | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৮:৪৬432789
  • সি জে আই গগৈ সম্পর্কে কাটজু র কমেন্ট নিয়ে বিনোদ দুয়া স্টোরি করেছেন।

  • অপু | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৭:৪৯432787
  • এখন শুধু দরকার হল এলেবেলে দা র শ্রীচৈতন্য দেব কে নিয়ে একটা নির্মোহ ব লেখা। ব্যাস "বেচারী" শ্রীচৈতন্য দেব "রাতারাতি" " সেলিব্রিটি" " স্ট্যাটাস" পেয়ে যাবেন :)))))
  • মানিক | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৭:৩৫432786
  • ভারতের হিন্দু মুসলমান মারামারিতে চীন ধুঁয়া দিচ্ছে? ইন্টারেস্টিং খপর।

    যেখানে যা কিছু অনাসৃষ্টি
    কমুনিস্টি কমুনিস্টি
  • o | 108.162.***.*** | ০২ মার্চ ২০২০ ১৭:২৬432785
  • চৈতন্যের কেসটা পড়ে খ্যাক খ্যাক করে হাসছি কারণ সেই এককালে আনন্দবাজার লিখত ভারতে বামপন্থীদের কল্কে পেতে হলে ভারতীয় বামপন্থার চর্চা করতে হবে। ওসব মার্ক্স লেনিন চলবে না। তো ভারতীয় বামপন্থাটি কী? উদাহরণ হিসেবে লিখত চৈতন্য মডেল। তা সেই খাঁটি ভারতীয় বামপন্থা চর্চা করছে নিওকমিউনিস্ট তৃণমূল। বুঝলেন পিটিস্যার? ঃ-)))
  • de | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৭:১৮432784
  • কোহালি আবার কাকে গালি দিলো?
  • de | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৭:১১432783
  • বিবুদা হাইজ্যাক হয়ে গেছে, এখন চৈতন্যই সফট হিন্দুত্বের মুখ - কেজরীওয়াল যেমন বজরঙ্গবলীর কাছে যান -
  • aka | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১৭:০৬432782
  • অস্ট্রেলিয়ান দের বাস্টার্ড এর মতন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত