@দ্যুতি, অপূর্ব লেখা!
যেন একটি জেন মেডিটেশন, নিপুণ হাতে আঁকা জীবনের জলছবি! মন ভরে গেল!
সর্ষে এমন জিনিস আপনি ঘাসও যদি সর্ষে দিয়ে রান্না করেন তো অমৃত ফেলে খাওয়া যায়। :-)
এই জিনিসটা স্যালাদ ড্রেসিং
ইডলির সঙ্গে গানপাউডার পোডি (?) নামে একটা ডেডলি ককটেল আমাকে এক "মামী" একবার খাইয়েছিলেন। ভাল আর লঙ্কা আর মশলার গুঁড়ো, ইডলিটাকে মশলাদার মধ্যে ডাঙ্ক করে খেতে হয়। অমৃত। মশলাটার মধ্যে একটু ওয়াসাবি মেশালে কেমন লাগবে কে জানে?
"আমার এক গুজ্জু এক্স কোলীগকে একবার বলেছিলাম, "পনির অ্যায়সা চিজ হ্যায়, উসসে যো ভি বানাও, খারাব হি হোতা হ্যায়" "
আরে এদের এই খাবারের মধ্যে ডাল ভাত বেগুন ভাজা আর মাছের ঝাল আর ওদিকে মিষ্টি বাদে বাকী খাবার গুলো ভুলভাল। আরে নিরামিষই যদি খাবি তো দুধ আর মধুও খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দে।
আমার এক গুজ্জু এক্স কোলীগকে একবার বলেছিলাম, "পনির অ্যায়সা চিজ হ্যায়, উসসে যো ভি বানাও, খারাব হি হোতা হ্যায়" - তারপরেও যে বেঁচে ফিরেছি, এই আমার চোদ্দ পুরুষের ভাগ্যি
মেনুটা অতি অখাদ্য। গুচ্চি পনির - ম্যা গোঃ!! ইশশ বেচারাদের জন্য একটু কষ্টই হচ্ছে যেন