এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 172.69.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৯430830
  • পাই এর কমেন্ট টা মিস করে গিয়েছিলাম।

    অপ্রিয় সত্যি কথা বলার জন্যে আমি চিরকাল ই ব্যাড বয় । গুরুতে শত্রুর অভাব নেই । আর সংখ্যা বাড়িয়ে কী হবে পাই? :)))
  • r2h | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৪430829
  • লসাগুদার চার্টটা কি ডকুমেন্টেড না আনডকুমেন্টেড অভিবাসন?
  • lcm | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৩430828
  • কোন দেশ থেকে বেশি বেশি লোক অন্য দেশে চলে যায় সেই লিস্টে ইন্ডিয়া এক নম্বরে ।
    Countries with the most people living abroad - emigration rate by country

    1. India - 16.6 million
    2. Mexico - 13 million
    3. Russia - 10.6 million
    4. China - 10 million
    5. Bangladesh - 7.5 million
  • r2h | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০১430827
  • আচ্ছা, মাইগ্রেশনের তথসূত্র পাওয়া গেল কিছু, থ্যাঙ্কিউ আকাদা। আনডকুমেন্টেড নিয়ে কী বলেছে ঐসব দেখতে হবে, এরা থাকে, না আসে যায় (আগরতলায় দেখতাম সকালে এসে সারাদিন কাজ করে সন্ধ্যায় ফিরে যায়, তবে তখনো পুরো তারকাঁটার বেড়া ছিল না) ঐসব ব্যাপার আছে। একটা লোক রোজ আসছে, প্রত্যেকেদিনের হিসেব দেখলে একরকম, আর লোকটা থেকে গেল সেটা আলাদা ব্যাপার।

    অনেক পয়সাকড়িওয়ালা লোকেরাও আসে, থেকে যায়, আজকাল তাদের প্রায় পুরোটাই বিজেপির ভোটার, যতটুকু দেখেছি (একটু আগেও কে যেন লিখলো?)।

    আবার এঁরা যদি পবঙ্গে নাই থাকেন তবে সিপিএম লক্ষ লক্ষ রেশন কার্ড দিল কী করে সেটাও প্রশ্ন, নাকি কিছুদিন থেকে রেশন কার্ড বানিয়ে তারপর অন্যত্র যান?

    ফেলানি যেরকম, দিল্লিতে কাজ করতো বোধয়।
  • অপু | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৭430826
  • দুটি স্ট্যাট এর লোক মার্কেটে নেমে গেছে। তাই আমি বরং কালকে আইটেম লিস্টি টা দি

    ফিশ কবিরাজী
    বেবি নান
    আলুর দম
    পোলাও
    রুই মাছ
    মাটন কষা
    আনারস আর আমসস্ত্বের চাটনি
    ( বলা বাহুল্য আমি দুটোই পর্যাপ্ত পরিমাণে খেয়েছি)
    রসগোল্লা
    সন্দেশ
    আইসক্রীম।

    রবিবার ও পাড়ায় একটা বিয়েবাড়ি আছে কিন্তু সেটা মাড়োয়ারী দের। কাজেই পিওর ভেজ :((((
  • pi | 172.69.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৩430825
  • ইন্ডিয়া থেকে কত মাইগ্রেশন হয়েছে, হিসেবটা পাওয়া যাবে?
  • pi | 172.69.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৯430824
  • দমদি, বাজেটের ওই হিসেবে গণ্ডগোল আছে। বাজেটের অফিশিয়াল ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্যে কিছুটা হলেও বাজেট বেড়েছে, অত কমে তো নিই। গণশক্তির রিপোর্টটা নিয়েও হইচই চলছে। বাজেট স্পিচ আর বাজেট ডকুমেন্টে সম্ভবত ফিগার আলাদা,, এরকম কিছুর ফলে কনফিউশন হয়েছে, যদিও সেটা কেন হয়েছে জানিনা।
    এটা এবারের বাজেট

    Page no. 8

    http://www.wbfin.nic.in/writereaddata/Budget_Publication/2020_bp1-1.pdf
  • aka | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৮430823
  • ল্যাদোষ দা, উল্টো মাইগ্রেশন শুরু হল বলে। বাঙ্গলাদেশ অনেক দিক দিয়েই এখন বেটার।
  • aka | 108.162.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৭430822
  • “লাইস, ড্যামড লাইস, অ্যাণ্ড স্ট্যাটিসটিক্স“- পঃ্বঃ্যের ফার্টিলিটি রেট খুব কমে গেছে। পপুলেশন গ্রোথ রেট কমার কারণ তাই।

    https://m.timesofindia.com/city/kolkata/Census-shows-alarming-fertility-dip-in-Bengal/articleshow/38585700.cms

    এর সাথে ভারত বাঙ্গলাদেশ মাইগ্রেশন সমস্যার কোন সম্পর্ক নেই।

    আর বাঙ্গলাদেশ থেকে যারা আসছে সবাই পঃবঃ এ থাকছে না। পঃবঃ র লোকেরাই সেখানে থাকে না, যেখানে ইকনমি ভালো সেখানে চলে যায়।
  • lcm | 172.68.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২২430821
  • ওভারঅল বাংলাদেশ - ভারত মাইগ্রেশন ট্রেন্ড নীচের দিকে, সেটা ভাল কথা, অবশ্য বাংলাদেশের HDI (Human Develeopment Index) অনেক বেটার হয়েছে -
  • Du | 172.69.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:১৯430820
  • ৩৭০ ওঠানোর অধিকার ছিল শুধু কাশ্মীর অ্যাসেম্বলির। ভালো মন্দ যাই হোক সেটা অন্য কেউ করতে পারে না। কোর্ট যেখানে এটাও বলে উঠতে পারে না এটা ঠিক কি ভুল সেখানে এনকাউন্টার থেকে কোর্টের দেওয়া ফাঁসির কোন লেজিটিম্যাসি আছে কিনা কে জানে।
  • অপু | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:০৮430819
  • ধন্যবাদ আকা । :)))
  • S | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৪430818
  • @আকাদা যে এম্বিএ করেনি বোঝা গেল। ক্যাটাগরাইজেশানে এত দুর্বল হলে চলবে? আরো কত সাব সেট হতে পরতো। লিবারল ঘটি, বাঙাল লিবারল, তিনো বিজেপি কত যে ইয়ে বাদ গেল।

    @পিটি দার কথাটা নিয়ে আমি আর লসাগুদা অনেকবার আলোচনা করেছি। প্রচুর মোদি সমর্থক ট্রাম্পকে দুচক্ষে দেখতে পারেনা (হাউডির আগে পারতো না, এখন একটু ট্রাম্প ভক্ত হয়েছে)।

    @হ-্খ-্গ দা, আপনার মতন পিউরিটান হঠাত এমন মন্তব্য করলেন কেন?
  • lcm | 172.68.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৭430817
  • আকার দেওয়া লিংকের পিডিএফ দেখলাম, ওতে কিন্তু কিছু সংখ্যা দিয়েছে - ২০০৫ সালে বলছে ভারত- বাংলাদেশের মধ্যে ৩৫ লাখ আন্ডকুমেন্টেড মাইগ্রেশন হয়েছে, আর বলছে ভারত- বাংলাদেশ করিডোরে ১.৭ কোটি আনডকুমেন্টেড মাইগ্রেশন হয়েছে (কিন্তু এটার টাইম রেঞ্জটা দেয় নি)। এই সংখ্যা থেকে এবং এর সঙ্গে পশ্চিমবঙ্গের পড়ন্ত পপুলেশন গ্রোথ রেট থেকে একটা কথা বলা যায় - যে এই মাইগ্রেশন শুধু পশ্চিমবঙ্গে আটকে থাকে নি, কারণ তাহলে পশ্চিমবঙ্গে ৯ কোটি পপুলেশনের ওপর ১.৭ কোটি যোগ হলে - গ্রোথ রেট কমতে পারে না।

    ঐ রিপোর্টে, এক জায়গায় লিখেছে -
    In 2009, 475,278 Bangladeshis went
    abroad to work – down from 875,000 in
    2008. Their top destinations were Oman,
    Singapore and the United Arab Emirates
    (see figure 12) (Bureau of Manpower,
    Employment and Training (BMET), 2010).
    এটা ডকুমেন্টেড মাইগ্রেশনই হবে।

    যাই হোক, এই তথ্য থেকে বোঝা যাচ্ছে যে বোতিনের "লাখ লাখ" এর উল্লেখ কিন্তু একেবারে ভুল বা ভিত্তিহীন নয়, তবে এই মাইগ্রেশন শুধু পশ্চিমবঙ্গে হয় নি।

    বাই দ্য ওয়ে, এখানে এও লিখেছে যে এই অঞ্চলের দেশগুলির সবথেকে বেশি শরণার্থী আছে পাকিস্তানে - তালিবানের অত্যাচারে আফ্গানিস্তান থেকে চলে আসা মানুষ।
  • Amit | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪২430816
  • ফাঁসি তুলে দেওয়া নিয়ে আলাদা বিতর্ক হোক না, সেটা সম্পূর্ণ অন্য সাবজেক্ট। কিন্তু আজকে , এই মুহূর্তে যে আইন আছে , সেটাকে এপলাই করতে যদি ১০-২০ বছর লাগে সেটা পরিষ্কার আইনের বা প্রশাসনের ব্যর্থতা। যেকোনো অপরাধের শাস্তি দ্রুত তদন্তের পরে, সব ধরণের কোর্ট লেভেল পার করে একটা প্রপার টাইমলাইনের মধ্যে অবশ্যই হওয়া উচিত। ৬ মাস থেকে ২ বছর একটা ঠিক ঠাক টাইম লাইন মনে হয়। তার বেশি দেরি হওয়া মানেই সেই আইন আর ডেটরেন্ট হিসেবে কাজ করছে না। শুধুই কাগজে কলমে আইন থাকা আর না থাকা সমান।

    ইন্ডিয়াতে ফাঁসি দিলে ধর্ষণের মতো অপরাধ কমবে, না ফাঁসি তুলে দিলে অপরাধ কমবে, সেসব বিতর্কের কোনো মানেই হয়না। কারণ ফাঁসি টা শুধু আইনেই আছে, বাস্তবে আজ অব্দি কটাকে ফাঁসি দেওয়া হয়েছে ? ধনঞ্জয় ছাড়া আর কটা ?
  • Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৫430815
  • আর, মৃত্যুদন্ড "অমানবিক"ই বা কেন? আত্মা তো অবিনশ্বর, দেহ বিনাশ হয়ে গেলে, সে "বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্নাতি নরোহপরানি" অনুসারে নতুন জীবনে প্রবেশ করবে। বিগত জীবনের কোনো গ্লানি বা অপরাধের ছায়ামাত্র সেখানে থাকবে না, একেবারে নতুন জীবন, নতুন জন্ম, নতুন বেড়ে ওঠা।
  • Amit | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৪430814
  • প্রপার ডকুমেন্টেশন থাকা তো খুব ভালো, সবার জন্যে হোক না সেটা, নেপাল, ভুটান, শ্রী লঙ্কা, বাংলাদেশ - হক্কলের জন্যে হোক না। কে বেড়াতে আসছে, কে কাজে আসছে, কে মেডিকেল ট্রিটমেন্ট করতে আসছে , কে ব্যোম মারতে আসছে- সব কিছু ১০০-% ডকুমেন্টেড হোক।

    কিন্তু তার ইনফ্রা তো আগে বানাক সরকার। ভোগান্তি ছাড়া ডকুমেন্ট যাতে উপডেট করা যায়, সেই সেট আপ তো হোক। একটা বানান ভুল ঠিক করতে গেলে ভোগান্তির চূড়ান্ত হচ্ছে, ছেলের নাম বাপের নামে চলে আসছে, কন্ট্রাক্ট রিনিউ হয়নি বলে ডাটা হাওয়া হয়ে যাচ্ছে, এই তো হাল - সেই ইনফ্রা নিয়ে সরকার বলছে সব কিছু ডকুমেন্টেড করবে ?

    মোদী সরকার আজ অবধি কোন কাজটা ঠিক করে করেছে ? ডিমনি ছড়িয়ে লাট, জিস্ট ছড়িয়ে লাট, এই যাদের ইতিহাস, তাদের হাতে এরকম একটা সেনসিটিভ কাজ পড়লে কি পরিমান ভোগান্তি হবে সেটাই তো সব থেকে বড়ো ভয়ের। আর এদের এজেন্ডা তো পরিষ্কার, মুসলিম দের তাড়াও। আর কিছু নয়। এই অবস্থায় ডকুমেন্টেশন কে সাপোর্ট করা মানে এদের পাতা ফাঁদে পা দেওয়া।

    ব্রতীন বাবু এর কালকের পয়েন্ট গুলো একটু অদ্ভুত লাগলো। সিপিএম কে গাল দেওয়ার বিষয় কি কম পড়েছে ? শেষ অব্দি কিনা অনুপ্রবেশের ভুত দেখাতে হচ্ছে ? হ্যা, অনেকেই এসেছেন হয়তো, সংখ্যা জানা নেই। তো সিস্টেম করাপ্ট থাকার দায় কি তাদের ? গোটা দেশেই তো সেই করাপ্ট সিস্টেম নিয়েই এতো বছর দিব্যি চলছিল, ইকোনমি ও বাড়ছিল । হটাৎ করে গত ৫ বছরে কি আকাশ ভেঙে পড়লো ? আর সেই সিস্টেম টা আগে ঠিক হোক না, তারপর নাহয় লোক কে বাঁশ দেওয়া যাবে। উল্টো অর্ডার এ কেন ?
  • Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৯430813
  • যেভাবে দাঙ্গাহাঙ্গামা লাগা সমাজ আমাদের, সামাজিক হিংস্রতা এমনিতেই যা আছে, সেটা অপরাধীদের মানবিক দন্ড দিলে বা না দিলে কমবে বা বাড়বে বলে তো মনে হয় না। সামাজিক হিংস্রতা বরং ক্ষেত্রবিশেষে বেড়েই যেতে পারে যদি ক্রমাগতঃ গয়ংগচ্ছ চলতে থাকে, তখন লোকে বলবে আরে কোর্টে ফোর্টে টেনে নিয়ে কী হবে, আদিঅন্তকাল নাটক চলবে, তারচেয়ে দুম দুম করে গোল্লি মেরে কেস খতম করে দে।
    এই নির্ভয়ার কেসে বহু লোক বলতে শুরুও করেছে, আইন আদালতে গয়ংগচ্ছ, এতদিন বাদেও কোনো ফয়সালা হয় না, তারচেয়ে পুলিশেই গুলি করে মেরে দিলে দ্রুত ফয়সালা হয়ে যায়। সাতদিনে ঝামেলা খতম।
    এটা তো আরও বিপজ্জনক।
  • অরিন | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২১430812
  • "গয়ংগচ্ছ হতে থাকে, তাহলে স্রেফ এনকাউন্টার করে দেবে পরবর্তীকালে(যা কিছুদিন আগে একটা হল )। সেটা তো আরও বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়াবে"

    অবশ্যই! শুধু তাই নয়,শাস্তি দিয়ে ব্যাপারটার একটা ইতি না টেনে ঝুলিয়ে রাখার মানেই হয়না। এক্ষেত্রে আমার মনে হয় মৃত্যুদণ্ড শাস্তি হতে পারে না। শাস্তিটা মানবিক হোক, অন্তত সমাজের তরফে। নাহলে সামাজিক হিংস্রতা থেকে ব্যাপারগুলো বাড়তেই থাকবে। একটা থেকে আরেকটা। এমনিতেই একটা ডিসফাংশনাল সমাজ। 

  • Amit | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৮430811
  • অরিনের আম আদমি পার্টি কে নিয়ে পোস্ট টা আজকে ই দেখলাম। রঞ্জন দা সব গুছিয়ে উত্তর দিয়েছেন, আমার আর বেশি কিছু অ্যাড করার নেই। অনেক ইসু তেই হয়তো ওদের স্ট্যান্ড পরিষ্কার নয়, বা বিজেপি সরকারের একটিভ বিরোধিতা করে নি, কিন্তু দেশে হাতে আর অপসন বলতে কি আছে ? কাশ্মীর নিয়েই ধরেন, স্পেশাল স্টেটাস একটা বহু বিতর্কিত বিষয়, এর কোনো বাইনারি উত্তর হয়না যে এটা তুলে দেওয়া ভালো না খারাপ। এর আগের যত সরকার এসেছে, তারা এই বিষয় টা নিয়ে বেশি না ঘেটে চুপচাপ সরকার চালিয়ে গেছে, বিজেপি র সব কিছু নিয়ে ঘেটে ছড়ানো স্বভাব, মেজরিটি পেয়েই তারা সেটা শুরু করেছে। আমরা ও সবাই চাই কাশ্মীর এ শান্তি ফিরুক, কিন্তু স্পেশাল স্টেটাস ফেরালেই কি সেটা হয়ে যাবে ?

    ধরেন ২০২৪ এ বা ২০২৯ বা কোনো একদিন তো মোদী হারবে, কিন্তু যে সরকারই আসুক, এটা নিয়ে আগের অবস্থা ফেরাবে বলে মনে হয়না, বড়োজোর যেটা হবে , আস্তে আস্তে এটাই নরমাল হয়ে যাবে। তার জন্যে আম আদমি পার্টি কে আলাদা করে দোষ দিয়ে কি হবে। একই ভাবে অন্য অনেক ইস্যু তেই এদের অবস্থান ভাষা ভাষা, কিন্তু সেসব নিয়ে বেশি স্পষ্ট অবস্থান নিতে গেলে ভোটে বাঁশ হয়ে যাবে। বিজেপি কে ওদের মাঠে গিয়ে না খেলে চুপচাপ ওদেরকে নিজের মাঠে টেনে এনে খেলানো টাই অনেক ভালো স্ট্রাটেজি মনে হচ্ছে এখন। নাহলে সেই রাহুল গান্ধী যেমন মন্দিরে মন্দিরে ঘুরে হাল হয়েছিল, সেই হাল হয়ে যাবে।

    আর রাহুল গান্ধী কে দিয়ে জাস্ট হবে না, এটা রামচন্দ্র গুহা ভালো করে বলেছেন, ইয়ং ইন্ডিয়া একজন ৫থ জেনারেশন ডিনস্ট কে দেখতে চায়না। ও বেসিকালি ভালো লোক হতে পারেন, কিন্তু লড়াই করে লিডার হতে গেলে যে ড্রাইভ টা লাগে, সেটা ওর জাস্ট নেই, আর এতদিন পরে নতুন করে হবেও না। এটা কংগ্রেস বুঝবেও না, জাস্ট নিজের কবর আরো বড়ো করে খুঁড়বে। আর যতদিন মোদির বিকল্প একজনকে তুলে ধরে যাচ্ছে, ততদিন দিল্লি দূর অস্ত। ওই রাজ্য গুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কোথাও আপ, কোথাও মমব্যান।

    যা হাল চাল আজকে, যে পার্টি ই ক্ষমতায় আসুক, তারা সফট হিন্দুত্ব, সফট ইসলাম যাই করুক গিয়ে, বেশি পাবলিক কে বেকার না জ্বালাতন করে, সারাক্ষন যুদ্ধের জিগির না তুলে, চুপচাপ বেসিক গভর্নেন্স র কাজ টা করলেই এখন অনেক কিছু পেয়েছি মনে হচ্ছে।
  • Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০১430810
  • @অরিন, মানুষ প্রকৃত সভ্য হয়ে গেলে মৃত্যুদন্ড কেন, কোনো দন্ডেরই আর প্রয়োজন থাকবে না। সেই ব্যাপারে কোনো সন্দেহই নেই।
    কিন্তু এখন অবস্থা তো সেরকম নয়। এসব নৃশংস অপরাধের কেসে যদি দন্ডের অবস্থা এরকম গয়ংগচ্ছ হতে থাকে, তাহলে স্রেফ এনকাউন্টার করে দেবে পরবর্তীকালে(যা কিছুদিন আগে একটা হল )। সেটা তো আরও বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই নয় কি?
  • :-/\ | 172.68.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০০430809
  • ধন্যবাদ।
  • Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৫430808
  • আন্না হাজারে তো দেখলাম এই নির্ভয়ার অপরাধীদের দন্ডের দাবীতেই মৌনব্রত করছেন, খবরটায় এরকমই তো আছে মনে হল।
  • :-& | 172.68.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৩430806
  • আকার বক্তব্য খুব গুছানো। কে থাকবে কে যাবে, কোন পথে ব্যবসা হবে — কলম্বাসের পথ না হিউয়েন সাংএর রুট কোনটা ভালো — সে সব আলাদা প্রশ্নসমূহ।
    ডকুমেন্টেশনটা তো জরুরী। সেটা কেন লোকে করতে দিতে আপত্তি করছে! সেই প্রেক্ষিতে অ-অ-এর ২৩টা৩৮ ভালো খবর।
  • :-/ | 172.69.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৪430805
  • খাম্ভাট মানে কি? গাম্বাট জানি, কিন্তু এইটে ভারী অদ্ভুত শব্দ। শুনেছি বলে মনে পড়ছে না।
  • arin | 198.4.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৬430804
  • "হ্যাঁ, নির্ভয়া কেসটাও ভুলে যাবেন না। ভয়ঙ্কর অপরাধ প্রমাণিত অপরাধীরা এখনও দন্ডিত হয় নি"

    দণ্ডিত মানে কি? প্রানদন্ড? মৃত্যুদন্ড দেশ থেকে তুলে দেয়াই উচিত নয় কি?
  • Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৪430803
  • অদ্ভুত অদ্ভুত সব বইয়ের নাম দেখলাম। একজায়গায় দেখলাম গোয়েন্দা কেদারবদ্রী। কেজানে হয়তো একজোড়া গোয়েন্দা, কেদার আর বদ্রী। ঃ-)
  • Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৪430802
  • হ্যাঁ, নির্ভয়া কেসটাও ভুলে যাবেন না। ভয়ঙ্কর অপরাধ প্রমাণিত অপরাধীরা এখনও দন্ডিত হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত