নাঃ, এই দুদিন আগে সব ব্যাপারেই বাঙালির বড় সাটেলটির অভাব বলে দুঃখ করছিলাম। তা এইটে পড়ে ভারী ভাল লাগল। খোঁচাটি বাঙালদের উদ্দেশ্যে এটা ধরতে পারিনি। ঃ-)))
শোনো এত বছর বয়েস হল আজ অবধি কোন ব্যাপারে চাপ নিই নি। কাজে ই শেষ অবধি তোমাকে "কিছু" বোঝানোর জন্যে চাপ নেবো এটা ভাবার কোন কারণ আছে কি? :)))
তোমাদের সবার কোন "ঠিক" কোন জায়গায় "ব্যথা" টা লেগেছে সেটা বুঝতে পারছি। কিন্তু আমি অপারগ :))))
তা বটে। মনে থাকে না। তেনারা প্রভু
শ্যামা কে? শ্যামাপ্রসাদ? ;-)
নেপাল বা ভূটানের সাথে আছে, বাংলাদেশের সাথে নেই কেন, এটা আমি প্রায়ই ভাবি। কেন বাঙালির বাংলাদেশে যেতে বা বাংলাদেশ থেকে আসতে ভিসা লাগবে? দেশভাগ বৃটিশরা করে দিয়ে গেছিল, ভাল কথা।। এখন সে বৃটিশও নেই, সে শ্যামাও নেই - এখনো কেন এই অকারণ কাঁটাতার?
এমনিতে ভারত এবং বাংলাদেশের ইকোনমির যা অভিমূখ, আর বছর পাঁচেকের মধ্যে এদিক থেকে ওদিকে "অনুপ্রবেশ" ঘটা শুরু হলে খুব একটা অবাক হব না। খোলা সীমান্ত থাকলে দুই দেশেরই বাণিজ্যিক লাভ, এটা বুঝতে কি ইকোনমিস্ট হতে হবে?
@ ব্রতীন - কথাটা হচ্ছে আর কেউ কোন ফিগার দেয়নি - সলিড বা টেন্টেটিভ - তাই একমাত্র যে ফিগারটা তুমি দিয়েছ (লাখ লাখ) সেটার উৎস সম্বন্ধে প্রশ্ন উঠছে। উৎস সম্ভবত আমরা জানি - জনশ্রুতি, হুতো সেটা বলেও দিয়েছে - তবে তুমি তাতে কোন কিছু বলোনি এখনো।
অন্যদিকে সেন্সাসের যে সংখ্যা আমাদের হাতে আছে তাতে বোঝা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আদতে কমেছে - তার মানে আদতে এই "অনুপ্রবেশ" ব্যপারটাই দাঁড়াচ্ছে না। বাম আমলে এদের "মুড়ি-মুড়কির মত রেশন কার্ড বিলি" টাও সেই মিথেরই বাইপ্রোডাক্ট। ৩৪ বছর নিয়ে এরম বহু মিথ মার্কেটে প্রচলিত। যেমন ওই কম্পুটারের বিরোধিতা, কিম্বা ধরো সাঁইবাড়ি - ঠিক কী ঘটেছিল, কেউ জানে না, কিন্তু সবাই জানে কিছু একটা ঘটেছিল। "ভগবান আছে"র মত কেস।
আর সত্য-মিথ্যা নিয়ে কী আর বলব। সকলই সত্য। আমি যাহা বলি তাহাই সত্য। মার্কসবাদও সত্য, লোকনাথও সত্য।