এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:২০430710
  • ৭১ এ আসা অনেকে ফেরতও গেছেন। যেমন কুলদা রায়ের পরিবার অভিজিত রায়ের পরিবার ইত্যাদি।

    যাইহোক বি এর ফ্যাক্টস সম্পর্কে বক্তব্যে ক্ক
  • .. | 14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৮430709
  • আপ CAA কবে সাপোর্ট করলো?
  • lcm | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৭430708
  • অরিন বোধহয় অ্যাক্টিভিস্ট অরোবিন্দোকে খুঁজছে। দেখো, ২০১৯-র লোকসভা ইলেক্শনে ৩৭.৩৬% ভোট পেয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (৩০৩/৫৪৩) নিয়ে জিতল, অথচ, কয়েক মাস বাদে দিল্লি অ্যাসেমব্লি ইলেক্শনে তার থেকে বেশি ৩৮.৫১% ভোট পেয়েও মোটে ৮/৭০ এ।
    কারণ বিরোধী ভোট ভাঙ্গে নি। খুব চেষ্টা করেছিল, কারণ এইভাবেই বিজেপি জিতে আসছে। ২০১৪ তে মাত্র ৩১.৩৪% ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল। দিল্লিতেও চেষ্টা করেছিল। কিন্তু অরোবিন্দোর জন্য পারল না। এছাড়া এই মুহুর্তে অরোবিন্দোর হাতে আর অপশন নেই। অ্যাক্টিভিজিম দিয়ে ভোটে জেতা মুশকিল।

    আমার এক বন্ধু আমাকে বলল, দিল্লিতে বিজেপি হারল কংগ্রেসের জন্য, বিজেপি-বিরোধী ভোট কংগ্রেস ভাঙতে পারল না।
  • অরিন | 198.4.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৭430707
  • "এবারে উল্টোটা ভাবুন। এইসবগুলো কেজরি করলো এবং বিজেপি ভোটে জিতলো।"

    হুঁ, এব়ং ভোটই ভগবান। ভারতেন্দু হরিশ্চন্দ্রের " অন্ধের নগরী চৌপট রাজা,  টাকা সের ভাজি, টাকা সের খাজা " নাটকটা ভারতে চমৎকার মঞ্চস্থ হচ্ছে। 

    একশো কোটি অভিনেতা অভিনেত্রী, ভুল হবার জো আছে?

  • lcm | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:০৫430706
  • দেখো, '৭১ এ যারা এসেছিলেন, তারা ছিলেন যুদ্ধ শরণার্থী। তাদেরকে ঠিক বেআইনি অনুপ্রবেশকারী বলা যায় না। আর তাদের বৈধতা তখনই প্রায় দিয়ে দেওয়া হয়েছিল - যুদ্ধ শরণার্থী হিসেবে।
  • o | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৬430705
  • কে না জানে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। কিন্তু হাতে যখন হ্যারিকেনটুকুও নেই, তখন অন্ধ হওয়াটাও একটি ভ্যালিড স্ট্র্যাটেজি বৈকি!

    আর সংখ্যাতত্ত্ব নিয়ে বলি। আজকাল আর ফ্যাক্টস দেখে অপিনিয়ন তৈরী হয়না। অপিনিয়ন আগে থেকে তৈরী থাকে, সেই অনুযায়ী ফ্যাক্টস এক্সেপ্টেড অথবা ডিসকার্ডেড হয় মাত্র। সুতরাং সংখ্যাতত্ত্ব একটি বিলাসিতা।

    এই গেল আজকের দু'পয়সা। :-)
  • | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫১430704
  • রেশন কার্ড সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা হল অদিকাংশ গরীব লোক এবং বেশ কিছু মধ্যবিত্তেরও কাগজপত্র সম্পর্কে খানিক উদাসীন, অনেকক্ষেত্রে বানাতে অপারগও। তো বিহার ইউপির বহু লোকজপ্ন যারা বিভিন্ন মিল ইত্যাদিতে কাজের জন্য একসময় পশ্চিমবঙ্গে আসতেন, তাঁদের এইসব কাগজপত্র ছিল না। ৭৭ এ সিপিএম ক্ষমতায় আসার পর এটাকে সিস্টেমেটিক ডকুমেন্টেশানের জন্য রেশন কার্ড দেওয়া, ভূমিহীনদের বা উদবাস্তুদের জপমির পাট্টা দেওয়া ইত্যাদি শুরু কিরে। যদি সত্যিই আদৌ অকাতরে রেশন কার্ড দেওয়া হয়ে থাকে তো তার একটা বড় অংশের ভোক্তা সম্ভবত: বিহার ইউপি থেকে আগত লোকজন।

    মধ্যবিত্ত তথাকথিত ভদ্রলোকের মন্নোগত বাঙালবিদ্বেষ মুসলমানবিদ্বেষ ও 'ছোটোলোক'ঘৃণা মিলেমিশে এই ' লাখ লাখ বাংলাদেশী অনুপ্রবেশকারী' মিথটির জন্ম দিয়েছে। সেটাকেই দিল্লু, বাবুল, বর্গীরা হাওয়াবাতাস দিয়ে উস্কে চলেছে।
  • অপু | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৮430703
  • এলসিএম দা, 1971 থেকে ই বলছি
  • অপু | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৭430702
  • ভারতবর্ষ বোধহয় পৃথিবীর একমাত্র দেশ যার মোট জনসংখ্যা সম্মর্কে স্পষ্ট ধারণা নেই। তার মূল কারণ অনুপ্রবেশকারী রা। আর আমরা জাতি হিসাবে বেশ অসত বলেই সামান্য কিছু টাকার বিনিময়ে রেশন কার্ড করে দিয়ে এদের বৈধ ভারতবাসী হিসাবে মান্যতা দি।

    কেন থাকবে না?
    সেনসাসে নিশ্চয় ই আছে। শুধু জানা নেই বেড়া টপকে ছিল কিনা? তা যে কারণেই হোক। সেটা জানার ন্যেই দুষ্টু বিজেপি CAA র ছ কষছে!!
  • S | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৫430701
  • এবারে উল্টোটা ভাবুন। এইসবগুলো কেজরি করলো এবং বিজেপি ভোটে জিতলো।
  • অরিন | 198.4.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩১430700
  • @Amit: "কেজরিওয়াল এর জেতাটা একটা ভালো মেসেজ। "

    হুঁ, এবং একটা ব্যাপার বোঝা গেল

    - কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার বাতিলের  বিরুদ্ধে একটি কথাও না বলে,

    - শাহীন বাগের আন্দোলনকে সমর্থন না জানিয়ে

    - CAA কে সমর্থন করে

    - NRC NPR নিয়ে কোন স্টান্স না নিয়ে, খুব সম্ভব সমর্থন করেন

    - ভোটে জিতে মঙ্গলবার বলে হনুমান  মন্দিরে মাথা ঠেকিয়ে 

    দিব্যি একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে স্রেফ ভোটে জিতলেই "ভাল মেসেজ" পাঠানো যায়।

    RSS কেন মনে মনে হাসবেনা বলতে পারেন?

    চালিয়ে যান মশাইরা! 

  • lcm | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২৫430699
  • বোতিন,

    না, দেখো, ব্যাপারটা সংখ্যাতত্ত্ব দিয়ে বোঝা যাক।

    যে হারে (১৭.৮৪%) পশ্চিমবঙ্গে জনসংখ্যা বেড়েছিল ১৯৯১-২০০০ এই দশ বছরে, তার থেকে কম হারে (১৩.৮৩%) বেড়েছে পরের দশ বছরে ২০০০-২০১০ ।

    এই দুই দশকে সারা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২১.৫% এবং ১৭.৫%।

    অর্থাৎ, পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার গোটা দেশের তুলনায় কম ছিল।

    সেক্ষেত্রে বাইরের লোক প্রচুর ঢুকে জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে এই যুক্তিটা স্রেফ সংখ্যাতত্ত্বের হিসেবে দাঁড়াচ্ছে না।

    সীমান্ত এলাকার রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয় নি তা নয়, কিন্তু বোঝাই যাচ্ছে তাতে করেও জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, বাড়ে নি। অর্থাৎ, সংখ্যাটা গোতা রাজ্যের পপুলেশনের নিরিখে তেমন সিগনিফিক্যান্ট কিছু নয়।

    ১৯৭১-র যুদ্ধের সময় একটা বড় সংখ্যক মানুষ এসেছিলেন শরণার্থী হয়ে, কিন্তু তার পর থেকে অনুপ্রবেশ হয়েছে গত ৪০ বছর ধরে, কিন্তু যতটা বাড়িয়ে বলা হয় ততটা নয়, সেটা ডিক্রিজিং পোপুলেশন গ্রোথ রেট দিয়ে বোঝাই যাচ্ছে।

    আর রেশন কার্ড ব্যাপারটার সঙ্গে অনুপ্রবেশকারীর কিছু নেই, বাম আমলে অনেকেই রেশন কার্ড পেয়েছেন, বাম আমলে কেন সব আমলেই পেয়েছেন। রেশন কার্ড পাবার পদ্ধতিটিও তখন ছিল খুবই ইয়ে, ইংরেজিতে যাকে বলে ভেগ। আবেদনকারী যে প্রকৃতই ঐ এলাকার এক্জন বাসিন্দা, সেটা প্রমাণ করবার জন্য কাউকে দিয়ে লিখিয়ে আনতে হবে - এরকম কিছু একটা ছিল - বোঝাই যাচ্ছে পদ্ধতিটি খুবই দুর্বল।
  • b | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:২১430698
  • একলহমা,
    ঠিক। তাপস (পিয়ানো বাজাচ্ছেন যিনি?) যেটা করতে চাইছেন সেটা অনেকটা ভারত বা পাকিস্তানের কোক স্টুডিও-র এক্সপেরিমেন্ট। রেজওয়ানা, অদিতি আর সাহানাকে দিয়ে গাওয়ানো রবিদাদুর গানগুলো-ও ভালো লাগলো (কতবার ভেবেছিনু গানটা এমনিতে ধুর লাগে, সে কথা থাক)।
  • ... | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০১430697
  • Once a chaddi, always a chaddi
  • | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৪430696
  • উঁহু বোঝেন নি। আমি একমত দ্বিমত কিছুই নই। আমি জানতে চেয়েছি যদি সত্যিই 'অকাতরে রেশান কার্ড পাইয়ে' দেওয়া হয়েই থাকে তাহলে সেই রেশান কার্ড হোল্ডাররা কোথায় উবে গেল? সেন্সাস রিপোর্টে তাদের দেখা যাচ্ছে না কেন? সেই অকাতরে পাইয়ে দেওয়া রেশন কার্ডএর সংখ্যা সেন্সাস রিপোর্টে অকাতরে বেড়ে উঠছে না কেন? বরং কমছে কীভাবে?
  • Eklohoma | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫৩430695
  • @b
    পুরোপুরি। এইটা শুনেছি আগে; অ্যারেঞ্জমেন্ট ও অসাধারণ ছিল। আবার শুনলাম এখন। মন ভরে যায়।
  • Eklohoma | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৫১430694
  • @বা
    পুরোপুরি। এইটা শুনেছি আগে; অ্যারেঞ্জমেন্ট ও অসাধারণ ছিল। আবার শুনলাম এখন। মন ভরে যায়।
  • অপু | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪২430693
  • তাহলে দেখা আছে অকাতরে রেশন কার্ড পাইয়ে দেওয়া নিয়ে সবাই একমত।
    সমস্যা শুধু সংখ্যা নিয়ে। বেশ তো ওখানে যা প্রাণ চায় বসিয়ে নিন। তবে আমার নিজের দৃঢ ধারনা 133 জনের বেশী ওদেশ থেকে আসে নি। সব বেটা বিজেপি র অপপ্রচার বামে দের বদনাম করার জন্যে। :)))
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৯430692
  • অমর
    আকবর
    অ্যান্টনি
  • অপু | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৩430691
  • ধুর ত্রিদেব হল সানি দেওল+ নাসিরুদ্দিন শাহ+ জ্যাকি শ্রুফ ( ওয়ে ওয়ে খ্যাত)
  • b | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২০430690
  • পাপন রকস
  • gaja | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৪430689
  • তাহলে কি বোঝা গেল - তখন রেলমন্ত্রী মমতার সঙ্গে মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুর যেমন সম্পর্ক ছিল, ঠিক তেমনই সম্পর্ক এখন রেলমন্ত্রী পীযুষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার, অর্থাৎ তাদের বি-টিম। ঠিক যেমন বুদ্ধদেববাবু ছিলেন।
  • PT | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৭430688
  • "ইস্টওয়েস্ট মেট্রোর উদ্বোধন হতে চলেছে আগামিকাল, বৃহস্পতিবার। শহরে মেট্রো রেলের যাত্রাপথের সূচনা করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমন্ত্রিত না থাকায় অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সুজিত বসু, কাকলি ঘোষ দস্তিদার ও কৃষ্ণা বসু। বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে ঘাসফুল শিবির। পাল্টা তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত স্মরণ করিয়ে দিয়েছেন মুকুল রায়। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে মুকুল রায় বলেন,''এতো ইতিহাসের পুনরাবৃত্তি! মমতাও তো রেলমন্ত্রী থাকাকালীন টালিগঞ্জ থেকে গড়িয়া বাজার মেট্রোর সম্প্রসারণে ডাকেননি তত্কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।''"
  • Eklohoma | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৬430687
  • @b
    হা:-হা:-হা:-হা:
    আর না। এবার ক্ষান্ত দিলাম।
  • Atoz | 108.162.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২৫430686
  • একলহমা,
    গড্ডলিকাপ্রবাহে ভেসে চলা থেকে যা ত্রাণ করে , তাও হতে পারে। ঃ-)
  • b | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৪430685
  • নেত্রর অবস্তা গরু কেবল কান্দিতেছে।
  • Eklohoma | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১০430684
  • ব্যাকপ্রজেকশানে এইটা করে ফেলি?
    নী + ত্র = নেত্র
    নী (এগোনো) + (থেকে) ত্র (ত্রাণ করে) = নেত্র (এগিয়ে গিয়ে গাড্ডায় পড়া থেকে যা ত্রাণ করে)
    তাই ত তৃতীয় নেত্রর উন্মীলনে আসে সেই অন্তর্দৃষ্টি, যা আমাদের দেয় প্রকৃত জ্ঞান, যা আমাদের রক্ষা করে অজ্ঞানতা থেকে, অন্ধকার থেকে, এগিয়ে দেয়/নেয় আলোর দিকে।
  • Atoz | 108.162.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৪430683
  • কেজরিওয়াল এবং তাঁর মতন লোকও তো দেশে আছেন, এই মেসেজটা যাচ্ছে। অনেক উচ্চশিক্ষিত লোকেরাও দেখা যেত ভীষণ চাড্ডি, রামে পতঞ্জলিতে হাঁসগোরুর অক্সিজেনে বিশ্বাস করে, এখন কেজরিওয়ালদের উত্থানে লোকে খবর পাবে, সবাই ওরকম রাম গোরু বিশ্বাস করে না। এটাও একটা ভরসার কথা।
    আর সরকারী স্কুলগুলোর ক্ষেত্রে যাঁরা বলছিলেন তাঁরা নিজের ছেলেমেয়েদের পাঠান না, তা কিন্তু নয়। কেজরিওয়ালের আমলে দিল্লির সরকারী স্কুলগুলোর অবস্থা ভালো হওয়ায় অনেক মধ্যবিত্তই এখন নিজের সন্তানদের ওসব স্কুলে ভর্তি করছেন। এটা আমার ব্যক্তিগত মতে আরো অনেক বেশি পজিটিভ মেসেজ। এই আদর্শটা অন্যান্য বিভিন্ন রাজ্যে ছড়ানো সম্ভব হলে শিক্ষার পণ্যায়ণ ও গঙ্গাযাত্রা রোধ করা সম্ভব। এটা আরো অনেক বেশি দরকার। ফ্যাসিস্টদের রমরমা পাল্লা দিয়ে বাড়ে শিক্ষার পণ্যায়ণ হতে থাকলে।
  • Amit | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৫430682
  • S -কে , হ্যা, সেটা তো আছেই। দেশের একটা বড়ো শিক্ষিত অংশই মনে মনে পুরোপুরি চাড্ডি দের সমর্থক, জাস্ট গত ৫০-৬০ বছরে এরা লজ্জার খাতিরে ওপেনলি নিজের আসল চেহারা দেখতে পারে নি, একটু রেখে ঢেখে থাকতো। এখন তো খোলা উন্মুক্ত ময়দান, আর গরুর পালকে ঠেকায় কে। পুরো জঞ্জালের বালতি উপুড় করে দিচ্ছে হোয়াটস্যাপ এ।

    তবুও মনে হয় কেজরিওয়াল এর জেতাটা একটা ভালো মেসেজ। আকাশ কুসুম কিচ্ছু হবে না, এরকম দেশের পাবলিক নিয়ে হওয়ার কথাও নয়। কিন্তু ওই আর কি, এখন আমাদের "দাদা ভিক্ষে চাই না, শুধু কুকুর টাকে সামলান " র মতো দশা। যেটুকু যেখানে হয়, তাই লাভ। বিজেপি যা হাল করে ফেলেছে গত ক বছরে, তার থেকে সফট হিন্দুত্ব ও ভালো মনে হচ্ছে। ওই করেই যদি একটু একটু সেনসিবল লোক আসে আরো বেশি করে পলিটিক্স এ।

    জানি বিশাল রিস্ক আছে সফট হিন্দুত্ব নিয়ে খেলার, বিজেপি যেকোনোদিন দাবা ১০০-% উল্টে দিতে পারে নিজের মাঠে খেলা টেনে এনে। কিন্তু কি করা যাবে আর। যতদিন বিপ্লব এসে দরজায় না করা নাড়ে, ততদিন আপ র মতো দল গুলোই ই ভরসা।
  • একলহমা | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৮430681
  • ত্রিদেব = সনাতন ধর্মের Holy Trinity :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত