আহা, যে কাউকে ঠকানোই অনুচিত। তাই জন্য তো লিখলাম 'বেশ কথা', আপত্তি কি করেছি?
সে কথা হচ্ছে না।
গরীব মানুষ কারে পড়ে ঠকায়, দুটো পয়সার জন্য, সে এক রকম।
জানি ঠকছি, জেনে ঠকছি, জেনেও অনেক সময় আমরা কিছু বলি না।
মুচকি হাসি।
গরীব দুধওয়ালা, দুধে জল (নাকি জলে দুধ?) মেশাচ্ছে |
রাস্তার ট্র্যাফিকে যে ছেলেটি বাক্স করে স্ট্রবেরী বেচছে গাড়ির মালিকদের, :-) (কলকাতায় থাকতে কতবার যে এরকম ইচ্ছে করে ঠকেছি)
জানি ঠকছি, জেনে শুনে ঠকছি |
এমন ঠকা, যাতে কারো কোন মস্ত ক্ষতি হয়ে যায় না।
কিন্তু সব ঠকা তো এক নয়।
যেখানে ভাবছি ঠকছি না, কিন্তু আসলে মস্ত ঠকে যাচ্ছি।
ঝাঁ চকচকে সুপারমার্কেট থেকে সবজি বাজার করছি, ভাবছি ঠকছি না, রাস্তার গরীব সবজিঅলা বুঝি বেশী ঠকাবে, আসলে ঠকছি সুপারামার্কেটের চাকচিক্যে |
আসলে কোথায় যে ঠকি আর কোথায় যে ঠকি না, কে জানে?
সবই মায়ার খেলা @শুভশ্রী |