"ডিসির সিসিটিভি না লাগানোর পেছনে কি যুক্তি?
স্টুডেন্টরা মলে, আইনোক্সে , রেস্তোরাঁ তে যায় না?
এঁরা যেখানে থাকে বা ডিসি যে হাউজিং এ থাকে,সেখানে সিসিটিভি নেই? "
একটু বড়ো করে উত্তর দি :-)
প্রথমত, আমি ইন জেনারেল কেস স্টাডি না করে সিসিটিভি বসানোর বিরোধী। এমনকি রাস্তাঘাটে যত্রতত্র বসানোরও বিরোধী। কারন আমি স্টেট সার্ভেল্যান্স, অথরিটারিয়ানিজম ইত্যাদির বিরোধী, যা কিনা যত্রতত্র সিসিটিভি বসানো আর সিটিজেনদের ২৪ * ৭ সার্ভেইল করার নেক্সট স্টেপ।
আমি, অন্তত ইন্ডিয়াতে একেবারে মাইনরিটিতে পড়ি। কারন ইন্ডিয়ানদের মধ্যে প্রাইভেসি, ডেটা ইন্টেগ্রিটি, অ্যানোনিমিটি ইত্যাদি কনসেপ্ট গুলো নিয়ে কোন ধারনাই নেই। ফলে আমাদের দেশে ডেটা প্রোটেকশান আইন নেই, পেশেন্টদের জন্য হিপা নেই, আর বোধায় ৯৯% ইন্ডিয়ানরা জানেই না যে এরকম কোন আইনের দরকার আছে বা প্রাইভেসি ইজ আ রাইট ইত্যাদি। আমাদের দেশে যেকোন অর্গানাইজেশান অনায়াসে যেকোন ব্যাক্তির বার্থডে ইঅত্যাদি জানতে চায় আর যেকোন লোক সেসব অনায়াসে বলেও দেয় কারন কেউ জানেই না যে কিছু কিছু ইনফর্মেশান প্রাইভেট, অন্য কারুর বা সরকারের সেসব জানার রাইট নেই।
এই হলো জেনারাল কথা। এবার আপনার প্রশ্নের উত্তর। এখন মল, রেস্টুরেন্ট, সিনেমা ইত্যাদি সর্বত্র সিসিটিভি লাগালো থাকে, আমি এসবেরই বিরোধী। আমার একটা ফ্ল্যাট আছে শহরের একটু বাইরে, সেখানে প্রচুর সিসিটিভি লাগানো, আমি তার বিরোধিতা করেছিলাম। আমার বাড়ি হলো শহরে কিলপক গার্ডেন বলে একটা জায়গায়, সেখানে সর্বত্র সিসিটিভি বসানো, আমার গলিতে প্রতিটা বাড়ির গেটে সিসিটিভি বসানো। আমার পাড়ার একটা রেসিডেন্টস অ্যাসোসিয়েশান আছে, তারা এসে আমাকেও লাগাতে বলেছিল। সেসব সিসিটিভির মেন্টেন্যান্স অন্য একটা কোম্পানি করে, তাদের কাছেও ডেটার কপি থাকে। আমি এই সবেরই বিরোধী।
এবার দেখা যাক কোথায় কোথায় সিসিটিভি বসানো যেতে পারে, সাবজেক্ট টু ডিটেলড কেস স্টাডি। মিলিটারি কমপ্লেক্সের অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য মনে হয় লাগানো যায়, তেমনি এয়ারপোর্ট বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা পাওয়ার জেনারেশান ইত্যাদি যেসব সিকিওরিটি সেন্সিটিভ জায়গা, সেখানে বসানো যায়। তার আগে ভালো রকম প্ল্যান করা উচিত, অ্যাক্সেস কন্ট্রোল, লেভেল অফ অ্যাক্সেস, থ্রেট কন্ট্রোল ইত্যাদি নিয়ে ভাবনাচিন্তা করা উচিত, আমাদের দেশে সেসবের কিছুই হয়না।
এবার যাদবপুর বা অন্যান্য ইউনিভার্সিটি, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি। আমার মতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (আর অফিসেও) গেট কন্ট্রোল অবশ্যই করা উচিত। চাইলে সিএল বা ওয়ার্কশপগুলোয় আই কার্ড ইস্যু করা যেতে পারে, যাতে শুধু কার্ডহোল্ডাররাই সেগুলো অ্যাক্সেস করতে পারে। এসব সিস্টেমেরই পিরিয়ডিকালি অডিট করা উচিত। ক্যাম্পাসে যত্রতত্র সিসিটিভি লাগানো উচিত না, হোস্টেলে তো অবশ্যই না, কারন তাতে প্রাইভেসির সিভিয়ার ভায়োলেশান হবে। হোস্টেলেও অ্যাক্সেস কন্ট্রোল করা যেতে পারে। আর উচিত ডিন ইত্যাদিদের মাঝে মাঝে হোস্টেলে গিয়ে ছাত্রদের সাথে আলোচনা করা, যা আগে লিখলাম।
এই হলো গিয়ে আমার ভিউপয়েন্ট। এসবের কোন কিছুই হবে না, তবে কিনা আজ রোববার তো, তাই হাতে খানিক সময় আছে :-)