এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ফিল্ডার - ১৩ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৩ জুলাই ২০২২ | ৪৯৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  •  

        
    বারো ওভারের পর একটা ড্রিঙ্কস ব্রেক হল । রান দু উইকেটে একষট্টি । সঞ্জীব ভাটিয়া আর মদন শুক্লা এখনও ব্যাট করে যাচ্ছে । খুব স্বচ্ছন্দে খেলছে তা না । তবে টিকে আছে  এখনও । দুজনেই এই সমস্যাসঙ্কুল উইকেটে বারংবার উৎপীড়িত হতে হতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে । এর মধ্যে মিসটাইমড শটে দুজন ব্যাটসম্যান একটা করে বাউন্ডারি  পেয়েছে । এদিকে সন্ময় ভাবছে এরা আরও সাত আট ওভার টেনে দিলে ম্যাচটা বেরিয়ে যাবে মনে হচ্ছে । দুটো উইকেট এক্ষুণি দরকার । না হলে যা প্রয়োজনীয় রান রেট, শুধু  উইকেটে দাঁড়িয়ে থাকতে পারলেই টার্গেটে পৌঁছে যাওয়া সম্ভব । সুতরাং উইকেট এক্ষুণি চাই । তার মনে হল, সে কি ইনিংস ছেড়ে দিয়ে ভুল করল । আরও চল্লিশ পঁয়তাল্লিশ রান হতই । তারপর এক ঝটকায় এসব নিরাশার চাদর খুলে ফেলে দিল । বিড়বিড় করে টোপাইয়ের বলা কথাটা আওড়াল ..... জান বাজি ....
       সৌমেনের সঙ্গে একটা লেগস্পিনার শিমূল চট্টরাজকে লাগিয়েছে সন্ময় । শিমূল লেগস্পিনার হলেও আলগা বল ফেলার প্রবণতা কম । ব্যাটসম্যানদের মোটামুটি বেঁধে রেখেছে ।  এই দুজনই একটানা বল করে চলেছে । 
    বিরতির পর লেগস্পিনার শিমূলের প্রথম তিনটে বলই মাপা লেংথের লেগব্রেক , ঠিক অফস্টাম্পের ওপর পড়ে বেরিয়ে গেল । ভাটিয়া এতক্ষণে অনেকটা সেট হয়ে গেছে । সঠিক টার্ন অনুমান করে বাঁ পা বাড়িয়ে বলগুলোকে যেতে দিল । শিমূলের চতুর্থ বল । ব্যাক অফ লেংথ ডেলিভারি । অভিজ্ঞ ভাটিয়া কোন কারনে শিমূলের গ্রিপটা ধরতে পারল না । বাঁ পা বাড়িয়ে একইভাবে ব্যাট ওপরে তুলল বলটা ছাড়বার জন্য । তার কোন তাড়াহুড়ো নেই । আস্কিং রেট তিনের আশেপাশে ।  একটা মারাত্মক গুগলি বেরোল বল মাটিতে পড়বার পর .... একেবারে খাঁটি অফস্পিনের রূপ ধরে এল , যে মানের গুগলি ক্লাব ক্রিকেটে কদাচিৎ দেখা যায় । প্রায় পঁয়ত্রিশ ডিগ্রী বাঁক নিয়ে ভাটিয়ার বাড়ানো বাঁ প্যাডকে ধোঁকা দিয়ে লেগস্টাম্পে গিয়ে ধাক্কা মারল । সঞ্জীব ভাটিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল । 
    ব্যাস ... হোয়াইট বর্ডারের শেষের শুরু হয়ে গেল ।  নবীন মিশ্র ব্যাট করতে এল । মূলত সামনের পায়ের ব্যাটসম্যান । সে শিমূলের শেষ বলটা না ছেড়ে ডিপ কভারে ঠেলে একটা রান নিয়ে স্ট্রাইক রাখল ।  
    সৌম্যর পরের ওভার শুরু হবে । নবীন মিশ্র আম্পায়ারের কাছ থেকে গার্ড নিচ্ছে । গার্ড নেবার পর ক্রিজের আশপাশে ঠোকাঠুকি করল অনেকক্ষণ । তারপর ধীরে সুস্থে স্টান্স নিল । 

        ওভারের প্রথম বল । অফস্টাম্পের বাইরে । নবীন সামনের পায়ে ভাল খেলে । অনায়াসে ফরোয়ার্ড খেলল । স্পিন ভাঙতেই দিল না । পরের বল ধীর গতির হাওয়ার ভাসানো বল । সামান্য কম লেংথের । অফস্টাম্পের বাইরে ফিফথ স্টাম্পে বল পড়ল । নবীন বাঁ পা বাড়িয়ে ব্যাট তুলল খেলবার জন্য । বলটা লাট্টুর মতো গোত্তা খেয়ে ব্যাট আর প্যাডের মধ্যে ফাঁক খুঁজে নিয়ে মিডল স্টাম্পে গিয়ে ঠোক্কর মারল ।  'ক্ল্যাসিক্যাল অফস্পিনারস ডেলিভারি' । কোন অফস্পিনারের স্বপ্নের ডেলিভারি । এর পিছনে উইকেটের দুষ্টুমি আছে অবশ্যই ।
    দশ মিনিটের মধ্যে স্কোর চার উইকেটে বাষট্টি হয়ে গেল ।  সন্ময় যা চাইছিল ঠিক তাই । সে এক হাত তুলে নাড়াতে নাড়াতে উইকেটের চারপাশে চক্কর কাটতে লাগল ।  
    পরের ব্যাটসম্যান উইকেটকিপার অনুভব তিওয়ারি । ধরে খেলতে পারে । সৌম্যর পরের বলে ব্যাকফুটে গেল অনুভব । বল ভাঙবার পর ব্যাটের মাঝখান দিয়ে ডিফেন্ড করল ।  পরের বল অল্প স্পিন, আচমকা লাফাল । অনুভব অফস্টাম্প আগলে কোনরকমে বল ছাড়ল । খেলতে গেলে কি হত বলা মুশকিল । অনুভব মাটি ঠোকাঠুকি করল অনেকক্ষণ ধরে । পরের বলে অনেকটা পা বাড়িয়ে লেগের দিকে চাঁটা মারল টার্নের দিশায় । ফরোয়ার্ড শর্ট লেগ   ফিল্ডারের গায়ে শটটা আটকে গেল । পরের বলে অনুভব ব্যাকফুটে গিয়ে জোরালো ড্রাইভ মারল ননস্ট্রাইকার বরাবর । মদন লাফিয়ে উঠল বলটাকে রাস্তা করে দেবার জন্য । লং অন দিয়ে চার ....। পরের দু বলের একটা লাফিয়ে উঠে অনুভবের পেটের কাছে লাগল । আর একটা অফস্টাম্পের অনেক বাইরে । ব্যাটসম্যান খেলল না । 
    লেগস্পিনার শিমূল চট্টরাজই বল করবে । লেগস্পিনাররা সাধারনতঃ রিস্ট স্পিনার হয় । বুড়ো আঙুলের নীচে কব্জির ডান দিকের  অংশের মোচড়ে বল ঘোরায় । তার ফলে মাঝে মাঝে আলগা বল ছুটে যায় হাতের তালু থেকে । যেমন এই বলটা গেল .... বলটা পড়ল প্রায় ছ ফুট পিছনে । তারপর স্পিন হল কি না হল অপ্রাসঙ্গিক ব্যাপার । মদন পিছনের পায়ে গেল , অপেক্ষা করল ... তারপর সাজিয়ে গুছিয়ে পুল শট মারল পরমানন্দে । মিড উইকেট দিয়ে চার । চার উইকেটে সত্তর । প্রচুর ওভার বাকি এখনও । ওটা কোন সমস্যার ব্যাপার নয় । শুধু উইকেটে টিকে থাকতে পারলেই হল । 
    সন্ময় কি মনে করে টোপাইকে লেগ স্লিপ আর শর্ট স্কোয়্যার লেগের মাঝামাঝি জায়গায় দাঁড় করাল । শিমূলের পরের বল কিন্তু একদম কাঁটায় মেপে লেগ স্টাম্পের ওপর । নিশ্চিতভাবেই লেগব্রেক অনুমান করে একটা বড় হিট নেবার লালসায় ক্রিজ ছেড়ে বেরোল মদন শুক্লা । বোলারের গ্রিপ বোঝার কোন  প্রচেষ্টা দেখা গেল না মদনের । সে চালাল... বোধহয় দ্রুত খেলা শেষ করার পরিকল্পনায় । মাথা সোজা, পা কোথায় ঠিক নেই । বলটা লেগব্রেক হল না । ফ্লিপার ... পিচে পড়ে পিছলে গেল । লাগল মুগুর চালানো ব্যাটের বাইরের কানায় । ব্যাটস্পীড ছিল প্রচন্ড । বল গেল পিছনে । মাটির একফুট ওপর দিয়ে উইকেটকিপারের বাঁ পাশ দিয়ে বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে যাচ্ছে । সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে প্রতিবর্তী ক্রিয়ার একটা স্ফূলিংগ ছিটকে উঠল । লেগস্লিপের বাঁ পাশে দাঁড়ানো একজন ফিল্ডারের শরীর তার ডানদিকে ঝাঁপ মারল । ডান হাতের চুম্বকে বল আটকে আড়াআড়ি মাটিতে  আছড়ে পড়ল টোপাইয়ের শরীর ।
    ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা । সহজ গেম ক্রমশ জটিল হয়ে যাচ্ছে হোয়াইট বর্ডারের জন্য। পাঁচ উইকেটে সত্তর । 
    বেলা পড়ে আসছে । চারপাশে অনেক গাছ । পাতাপত্তরের মধ্যে দিয়ে সড়সড় করে হাওয়া বইছে । দীপেনবাবু সেই কখন থেকে মোবাইল কানে দিয়ে বসে আছেন । খেলায় মন নেই তার। 
    কাকে যেন বলছেন, ' শোন সুরেশ তোমার আর হোটেলে যাওয়ার দরকার নেই ... ডায়রেক্ট এখানেই চলে এস  ... খেলাটা শেষ হলেই ইরাবানের মার কাছে যাব বাগবাজারে .... হ্যা হ্যা... ঠিক আছে, ঠিক আছে ... আর তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে আন্দাজ করছি .... আচ্ছা ঠিক আছে ... চলে এস ... তারপর বেরোব ... '
    শশীবালার রাস্তার ধারে গিয়ে দাঁড়াবার সময় হয়ে এল তার শিবুর পথ চেয়ে ।
    রুকু আর সমর্পিতা কি নিয়ে যেন খুব হাসাহাসি করছে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ।

    সূয্যি আকাশের ওদিকে যাওয়ার জন্য পোঁটলা পুঁটলি নিয়ে রওয়ানা দিল । দিন ফুরিয়ে আসছে । 
      ( ক্রমশ )
    ************************************************************************************
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mousumi Banerjee | ২৩ জুলাই ২০২২ ১৫:৩৯510191
  • দারুণ গতি গল্পের! 
    পরের অংশের জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসুক।
     
  • Anjan Banerjee | ২৩ জুলাই ২০২২ ২১:৩৯510204
  • দিয়ে দিয়েছি 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন