এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সৌপ্তিক কান্ড - ৪ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৪ মে ২০২২ | ৮৯০ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • কলতান বলল, ' কি ঝঞ্ঝাট দেখ তো ..... দীঘায় আনন্দ করতে গিয়ে কি ঝামেলায় পড়তে হল তোমাদের । আচ্ছা মৃদুল তোমার কি মনে হয়..... সৌপ্তিক আগে থেকে অসুস্থ ছিল কিংবা কোন ক্রনিক ডিজিজ ছিল ওর ? '
    ------ ' ক্রনিক কোন মেজর ডিজিজের কথা আমার জানা নেই । তবে পেটের ট্রাবল ছিল ..... ছোটবেলা থেকেই । ' মৃদুল বলল ।
    ------ ' আ.. চ্ছা ।  ও কি রেগুলারলি কোন ওষুধ খেত পেটের ট্রাবলের জন্য ।'
    ----- ' না না ..... মাঝে মাঝে খেত ।' 
    ------ ' দীঘায় গিয়ে কোন ওষুধ খেতে দেখেছিলে ওকে ।'
    ----- ' হ্যা ..... রাত্রে দুরকম ওষুধ খেত শোবার আগে । কিসের ওষুধ জানি না অবশ্য .... '
    ----- ' মারা যাবার আগের রাত্রে খেয়েছিল ? '
    ----- ' হ্যা .... খেয়েছিল বলেই তো মনে হচ্ছে ....'
    ----- ' দুর্ঘটনাটা যে ঘটেছে তোমরা কিভাবে বুঝতে পারলে ? '
    ----- 'আরে কি বলব স্যার ..... ভোরবেলায় আমরা বেরোবার জন্য তৈরি হচ্ছি ..... দেখলাম সৌপ্তিক তখনও ঘুমোচ্ছে .....'    
    এরপর মৃদুল ঘটনাক্রমের যে বর্ণনা দিল , কলতান দেখল সেটা স্বস্তিকের দেয়া বর্ণনার সঙ্গে হুবহু মিলে গেল ।  
    ------ ' ও আচ্ছা .....যে ডাক্তারবাবু এসে ডেথ সার্টিফিকেট দিলেন তিনি বলেননি যে, বডি আগে পোস্ট মর্টেম করতে হবে । তার আগে তিনি ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না ? ' 
    ------ ' ন...ন্না সেরকম কিছু বলেনি । বলল যে পোস্ট মর্টেম পরে করলেও চলবে । '
    ----- ' পুলিশ তাতে রাজি হল ? '
    ----- ' রাজি হল তো দেখলাম ।'
    ------ ' হোটেল ম্যানেজমেন্টের এ ব্যাপারে কি বক্তব্য ছিল ? '
    ------ ' তাদের কোন বক্তব্যই ছিল না । তারা শুধু পুলিশে খবর দিয়েছিল ।'
    ----- ' ওই ডাক্তারকে তুমি যদি আবার দেখ চিনতে পারবে ? '
    ----- ' হ্যা ..... তা পারব । ' 
    ----- ' দ্যাটস ভেরি গুড ..... '
    ----- ' দীঘার হোটেল কি কলকাতা থেকে বুক করে গিয়েছিলে .... নাকি ওখানে গিয়ে ..... '
    ----- ' না ... রাজপুরের একটা ট্রাভেলিং এজেন্সি অফিসে থেকে বুক করা হয়েছিল ?'
    ----- ' বুক কে করেছিল ? '
    ----- ' সৌপ্তিকই বুক করেছিল '
    ------ ' কেন সৌপ্তিক বুক করেছিল কেন ? ওর কি ওখানে জানাশোনা ছিল ? '
    ----- কি জানি ..... ওর বাবার সঙ্গে বোধহয় চেনাশোনা আছে । কিছুটা ডিসকাউন্ট পাওয়া গিয়েছিল .... '
    এই সময়ে বসন্ত কেবিন থেকে দুটো ফিসফ্রাই এল দুটো প্লেটে । কয়েক সেকেন্ডের মধ্যে দুকাপ চা এল । প্রশ্নোত্তর পর্ব মুলতুবি রইল কিছুক্ষণের জন্য । গরম ফিস ফ্রাই-এর গন্ধে ম ম করছে সারা ঘর ।

    খাওয়া শেষ হল । মিনিট দশেক পরে কলতান  বলল,  ' মৃদুল তুমি এখানে আনকম্ফর্টেবল ফিল করছ না তো ? জাস্ট ফিল অ্যট হোম হেয়ার ..... '
    ------ ' না না ..... স্যার আমার কোন অসুবিধে হচ্ছে না ..... যদি আপনার কোন কাজে লাগতে পারি .... শুধু দেখবেন পুলিশ বা আইন আদালতের চক্করে না পড়ি । অতটা নিতে পারব না । আপনার এখানে এসেছি বাড়িতে না জানিয়ে .....।  এখন যদি কোন .....'
    ----- ' তুমি যদি কোন অফেন্স না করে থাক হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকতে পার । আমি তোমার পাশে আছি । আমার ওপর নির্ভর করতে পার ।' কলতান মৃদুলকে আশ্বস্ত করে । 
    ----- ' হ্যা স্যার .... আপনার ওপর ভরসা করেই তো এখানে আসা .... ' 
    ----- ' ঠিকই তো ..... ঠিকই তো .... আচ্ছা মৃদুল 
    একটা কথা বল তো .... সৌপ্তিকদের ফ্যামিলিটা কেমন ? কোন আইডিয়া আছে ? '
    ----- ' মানে ? '
    ----- ' এই .... মা বাবা এবং ছেলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন ? '
    ----- ' সম্পর্ক এমনিতে ভালই । তবে মেসোমশাই একটু হিসেবি লোক । আর সৌপ্তিক একদম তার উল্টো । টাকাপয়সার ব্যাপারে খুব উদাসীন ছিল । কিছুটা কেয়ারলেস ছিল বলা যায় ‌'
    ----- ' উড়নচন্ডী টাইপের ছিল ? '
    ----- ' না না .... উড়নচন্ডী না ..... টাকাপয়সার ব্যাপারে ইনডিফারেন্ট ছিল বলতে পারেন । ছোটবেলা থেকে প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে বলেই বোধহয় ..... যাই হোক , এই সব নিয়ে বাবার সঙ্গে খটামটি লাগত প্রায়ই।'
    ----- ' আর সৌপ্তিকের মা .... তাকে কেমন মানুষ মনে হয় তোমার ? '
    ----- ' ওনার সম্বন্ধে আমার খুব একটা ভাল ধারণা নেই । উনি আমাদের সঙ্গে তেমন  হোলহার্টেডলি মেশেন না । একটু দূরত্ব বজায় রেখে চলেন।  এমনকি সৌপ্তিকের সঙ্গেও খুব দরকার না হলে কথা বলতে দেখিনি । তবে  মেসোমশাইয়ের সঙ্গে তার বোঝাপড়া ভালো বলেই মনে হয়। কখনও দুজনে কথা কাটাকাটি হতে দেখিনি । মানে আমি যতটুকু দেখেছি আর কি ..... '
    ----- ' হমম্ ...... বুঝলাম । আচ্ছা .... সৌপ্তিকের কোন অ্যফেয়ার ছিল ? '
    ----- ' হ্যা .... আগে একজনের সঙ্গে রিলেশান ছিল বছরখানেকের মতো । সেটা কেটে গেছে ।রিসেন্টলি দীপ্সিতা বলে একজনের সঙ্গে একটা রিলেশান হয়েছিল তিন চার মাস আগে।'
    ------ ' মেয়েটা কেমন ? ' 
    ------ ' বলতে পারব না । একদিন শুধু দেখেছিলাম সোনারপুর স্টেশনে সৌপ্তিকের সঙ্গে । কথা কিছু হয়নি । দেখতে বেশ সুন্দর ।শুনেছি বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েট..... '
    ------ ' ও আচ্ছা .... সৌপ্তিকের সঙ্গে এইসব সম্পর্কের কথা ওর মা বাবা জানতেন ? '
    ----- ' মনে হয় না ..... আর তেমন কোন সম্পর্ক হলই বা কোথায় ? তার আগেই তো ..... ' মৃদুল চুপ করে যায় । 
    ----- ' তাই তো ..... ভেরি আনফরচুনেট ! '
    ----- ' আর এক কাপ চা হবে নাকি মৃদুল ? '
    ----- ' না না ...... এবার আমি উঠব স্যার ...... কিছু কাজও আছে ..... '
    ---- ' হ্যা.... ঠিক আছে । তোমায় আর আটকাব না ..... । একটা হেল্প করতে পারবে মৃদুল ....'
    ------ ' হ্যা ..... বলুন ... '
    ----- ' দীপ্সিতার মোবাইল নাম্বারটা আমায় যোগাড় করে দিতে পারবে ? '
    ----- ' এ...ই তো মুশকিলে ফেললেন স্যার .... দীপ্সিতার ফোন নাম্বার আমি কোথা থেকে পাব ? আচ্ছা ..... দেখব চেষ্টা করে । অভিষেক কিংবা স্বস্তিকের কাছে হয়ত থাকতে পারে .... 
    পেলে আপনাকে জানিয়ে দেব । অবশ্য জানিনা ওরা দেবে কিনা ..... ' 

      মৃদুল চলে যাবার পর কলতান স্বস্তিককে একটা টেক্সট করল ------' সেদিন ভুল করে আমি রুদ্রার ফোন নাম্বারটা চেয়েছিলাম । আসলে  দীপ্সিতা রায়ের নাম্বারটা দরকার ছিল। ভুল করে রুদ্রা বলে ফেলেছি । যাই হোক দীপ্সিতার নাম্বারটা কালেক্ট করে দিতে পারলে খুব উপকার হয় । '

     কাল কলতানকে রাজপুরে যেতে হবে সলিল হালদারের অফিসে । তারপর তার বাড়িতে । কিন্তু কলতানের ষষ্ঠেন্দ্রিয় থেকে থেকে ঘন্টা বাজাচ্ছিল । ফোন আসবে .... সলিল হালদারের ফোন আসবে ....।  ঠিক তাই এল রাত সাড়ে দশটায় । 
    ------ ' হ্যালো ..... কলতান বাবু ..... একটু মুশকিল হয়ে গেল ‌। কাল আমরা মিট করতে পারছি না ..... কাল ব্যাঙ্কশাল কোর্টে একটা কেসের হিয়ারিং আছে । সারাদিন সময় পাব না।  আমি খুব শিগগির আপনাকে জানাব ।'
    কলতান মনে মনে মুচকি হাসল । মুখে বলল, 
    ' সেটা ভেবে দেখুন । কিন্তু মনে রাখবেন কাজটা কিন্তু আপনারই ..... দেরি হলে আপনারই হবে।'
    ------ হ্যা .... সে তো বটেই ..... সে তো বটেই । আপনি রাগ করবেন না । আমি খুব তাড়াতাড়ি জানাচ্ছি আপনাকে ..... '
    ------ ' আচ্ছা ঠিক আছে .....ঠিক আছে ... গুড নাইট .... ' 

        কলতান ভাবল কাজ আরও অনেক আছে । 
    তাকে একবার অবশ্যই দীঘা যেতে হবে । কারণ কাজটা এখন আর সলিল হালদারের নেই ।হয়ে গেছে তার নিজস্ব ।

    ( ক্রমশঃ )

    ************************************************************************************

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ১৫ মে ২০২২ ০৮:১৫507638
  • বেশ,  পুলিশের ভাষায় পি/ও, মানে প্লেস অব ওয়াকারেন্স তদন্তের মূল। পড়ছি...
  • Anjan Banerjee | ১৫ মে ২০২২ ১০:১৩507644
  • আচ্ছা , বেশ .... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন