আমি, চিত্রাঙ্গদা নই।কুরূপা নই, সুরূপাও নই,
আমি অপরূপা, বিশ্ববীণার গান;
এ গান কোন দ্বার খোলার চাবিকাঠি নয়।
এই নারী, থাকবে না পুরুষের পার্শ্বে, উর্ধ্বে, নিম্নে,
পুরুষের ব্রতে সাহায্যের জন্য তার জন্ম নয়।
তার অন্তরের নারী, ভিন্ন তার ব্রত, স্বাধীন পূজার মন্ত্র।
তার জন্য অর্ধেক আকাশ নয়, ওইটুকুতে তার আঁটেনা।
তার চাই সম্পূর্ণ আকাশ, ডানা দিয়ে সে দিগন্ত ঢাকবে।
সে চিরন্তনী নারী, প্রকৃতির অধিশ্বরী।
তার রূপ আছে কি নেই, কম না বেশি,
তার স্তন আছে কি নেই, ছোট না বড়ো,
তার যোনি আছে কি নেই, অগভীর না গভীর-
এসব প্রশ্নের লালাঝরা জিভ ছিঁড়ে সে নারী হয়ে ওঠে।
রাজেন্দ্রনন্দিনী নই, আমিই রাজরাজেশ্বরী;
আমি, তুমি, ও এবং তিনি, প্রত্যেকেই সেই নারী।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।