
বেশ লিখেছেন তো! কথোপকথনে একদম প্রাকটিকাল গল্প।
অনেকটা বেতার নাটকের স্ক্রিপ্টের মতো।
তবে নিজে সংবাদের লোক বলে কিনা জানি না, দৈনিক “যুগান্তবাজার” ভাল লাগলো না। সরাসরি “যুগান্তর”, না হয় “আনন্দবাজার” লিখলে ক্ষতি কী? আর না হয় কর্নেল কাহিনীর দৈনিক “সত্যসেবক” লিখতে পারতেন!
শুভ কামনা
না, সরাসরি নাম দিতে চাই নি। কি দরকার অতো বড় বড় কাগজের নাম দিয়ে? কাল্পনিক গল্প যেমন, কাগজের নাম গুলোও কাল্পনিকই দিলাম। অসংখ্য ধন্যবাদ পড়ে মতামত জানানোর জন্য
কাল পরিবেশ দিবস। সেই উপলক্ষে লেখা। তা সত্যিই আপনি কটা গাছ লাগিয়েছেন? :-)
kk | 97.9.***.*** | ০৪ জুন ২০২১ ২১:৫৭494555'বৈদান্তিকা' মানে কী? বেদান্ত সংক্রান্ত সেটুকু বুঝতে পারছি। 'ঋষভ' মানে তো ষাঁড়? নাকি অন্য মানেও আছে?
b | 14.139.***.*** | ০৪ জুন ২০২১ ২২:২২494556ঋষভ মানে রে (সারেগামা-র রে)-ও হয়। পঞ্চম নাম হতে পারলে ঋষভও হতে বাধা নেই।
kk | 97.9.***.*** | ০৪ জুন ২০২১ ২২:২৭494557ঠিক ঠিক। থ্যাংকু বি।
ঋষভ কিন্তু কমন নাম। মানে আমিই অনেক শুনেছি৷ ওই রে ভেবেই রাখে নিশ্চয়।
বৈদান্তিক মানে বেদজ্ঞ ব্যক্তি। বৈদান্তিকা হল স্ত্রীলিঙ্গ শব্দ