কাটজু কী বলেছে একটু জানা যাবে? এক জায়গায় দেখলাম দুগ্গা দুগ্গা বলেছেন।
কলকাতায় বাঙালিদের মধ্যে এখন হিন্দি শেখার হিড়িক উঠেছে। ইংরিজি পড়লে চাকরি পাওয়া যায়। হিন্দি পড়লে কি সুবিধে হয় জানা নেই।
এটা আর এর আগের পোস্টে অনলাইন ক্লাস পড়ে মনে হচ্ছ, এখনো যে কতিপয় মা বাবার এতে অস্বস্তি হচ্ছে, তাঁরা যদি স্কুলকে আপত্তির কথা জানান বা চরম ক্ষেত্রে কেউ কেউ এসব স্কুল থেকে ছাড়িয়েই নেন?
এমনিতে হিন্দি বিষয়ে মতামতগুলি বোধয় ভুল না, সাহিত্যের ব্যাপারটা জানি না, আদৌ কোন লেখালিখি হয় কিনা বা হলে কী হয়।
কিন্তু বাংলা আর হিন্দি বাছতে গিয়ে বাংলা বেছে নেওয়ার জন্যে হিন্দিকে দু'টো গাল দিয়ে দেওয়া (মাতান্তরে কারন দর্শানো) কি নিতান্তই আবশ্যক ছিল কিনা ভাবছি।
এমনিতে কোন ফোরামে কে কাকে গাল দিলো তাতে আমার নাক গলানো উচিত না, তবে এদিক ওদিক দুটো সুচিন্তিত মন্তব্য না করতে পারলে কেমন একটু লাগে।
'বাংলা মিডিয়ামে উন্নতির নামে কিভাবে সরকারী শিক্ষাব্যবস্থার মেরুদন্ড ভাঙা হচ্ছে নিত্যদিন।'
এটা একটু স্পষ্ট করা যাবে? মানে কীজন্য, এত বাজে ব্যবস্থা হলেও বাংলা মাধ্যম বাদ দিয়ে এইধরণের স্কুলে পড়ানোর কথা ভাবা হয়, সেই যুক্তিগুলো জানতে চাইছিলাম।
মানে, এই লেখা হোক, বা আগের পড়া অভিজ্ঞতা (https://www.guruchandali.com/comment.php?topic=19062), এইসব স্কুলে শিক্ষিকাদের মান, জ্ঞান যেমন মনে হচ্ছে, তাতে শিক্ষার মানও কি তথৈবচ হবেনা? বাংলা সরকারি মাধ্যম কি তার থেকেও খারাপ?