ঝোলায় জীবিকা পিঠে ঘাম,পরিযায়ী ফিরে যায় দূরে।আধেক জীবন কাঁধে ছুটি,নিরাশ্রয় আমি ভবঘুরে।কোথায় ত্রিপাদ ভূমি,ভোর আঁকা স্বপ্নের দেশ?ফুটপাথে শুয়ে লাশ,ঘাতক পড়েছে রাজবেশ!ফণীমনসার ঝোপঘিরে রাখে ফসলের মাটি।রাসভ রুদালী সাজেভেক তার অতি পরিপাটি!খেলছ দৌত্য ক্রীড়াহাতে নিয়ে শকুনির পাশা।ভুখাপেট চায় ভাত,রাজা কয় আজব তামাশা!পোড়াও কোমল ত্বক,গিলে খাও বোধ, মেধা, মতি!এই পাপ দূরগামী হলেভেসে যাবে তোমারও সন্ততি। ... ...
সম্প্রতি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম রাজ্যসভার এক সাংসদ তাঁর লেখা একটি কবিতা ফেসবুকে পোস্ট করায় গুজরাট পুলিশ তাঁর বিরুদ্ধে এফ আই আর করে এই বলে যে কবিতাটিতে দেশবিরোধী বক্তব্য রয়েছে।সাংসদ এই এফ আই আর খারিজ করার জন্য গুজরাট হাইকোর্টে আপীল করলে বিচারপতি কবিতাটির মানে বুঝতে না পেরে তাঁর আপীল খারিজ করে দেন, তখন সাংসদকপিল সিব্বল কে আইনজীবী নিয়োগ করে সুপ্রীম কোর্টে আপীল করেন এবং সুপ্রীম কোর্টের বিচারপতি গুজরাট পুলিশ এবং গুজরাট হাইকোর্টের বিচারপতিকে তুলোধোনাকরে জানান, যে কবিতার ছত্রে ছত্রে শান্তির বাণী, কোন আহাম্মকরা সেই কবিতাকে দেশবিরোধী তকমা দেয়।আমার এই পদ্যটি সেই ঘটনাকে কেন্দ্র করে লেখা। কীসব লিখিস দুষ্টু অমিত চট্টোপাধ্যায় কত কিছু ... ...
জলাজমি ছিল কিংবা পুকুররাতারাতি, তাড়াতাড়ি,সবার সামনে চোখের আড়ালেউঠে গেল ফ্ল্যাটবাড়িপ্ল্যান আবার কী, খায় না মাখায়?সিলেবাসে ছিল না তো!এভাবেই ওঠে সব এলাকায়,বস্তি বা অভিজাত।ইট-বালি দেবে এলাকার ছেলেঅনুদান লাগে আরও,দাদা বলেছেন অভয় দিচ্ছিতুলে যাও যত পারো।ক্রেতাকে দেখাতে জালি-প্ল্যান আছেনকল সই-তে ভরা,দোতলা বাড়ির প্ল্যান পাস করেসাততলা ফ্ল্যাট করা।রেস্ত নেই তো, ক্রেতা শুধু খোঁজেসস্তায় মেলে যদিহোক বেআইনি কিংবা বুজিয়েজলা, ধানজমি, নদী।ফ্ল্যাটটি গছিয়ে প্রমোটার হাওয়াপিকচার অভি বাকি,চাঙর খসানো ফ্ল্যাট আগলিয়েরাতে ভয়ে ভয়ে থাকি।শোঁ শোঁ করে গেলে বাইক বা গাড়িকিংবা হঠাৎ ঝড়ে,কচি ডাল সেজে ফ্ল্যাটটাও দেখি ... ...
আমি রং ফিরি করি অমিত চট্টোপাধ্যায় প্রকৃতির রং ধার করে আমি রেখেছি নিজের কাছে,তারই কিছু কণা ছড়াবো আজকে পাতাহীন গাছে গাছে। যারা খিল এঁটে মনের দুয়ারে চোখের আড়াল হলো,রং নিয়ে যাব তাদের বাড়িতে, বলব, দরজা খোলো! পাশাপাশি শোয় এক বিছানাতে কথা ফুরিয়েছে কবে,তাদের খুশির আবিরে রাঙাবো বসন্ত-উৎসবে! রংবাজি করি ... ...
যাসনে দেশের বাহিরে অমিত চট্টোপাধ্যায় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, তোরা কাজ পেতে যাসনে দেশের বাহিরে। বাসিন্দা বেড়ে হোক শতকোটি, ঋণের সাগরে ডুবে যাক ঘটি, ফি-বছর কোটি বেকার বাড়ুক ভাই রে। চাকরি কেনার সুযোগ বিদেশে নাই রে। নানা দেশ থেকে আসুক না ডাক, দিক জলপানি ফ্রিতে ভিসা'ক, কুচো মাছ আর নিম-বেগুনের, স্বাদ কোথা খুঁজে পাইরে! ঘটিবাটি বেচে যাসনে দেশের বাহিরে। বিদেশে হইলে ... ...
কমলাকান্ত এবং গরু পাচার অমিত চট্টোপাধ্যায় বিচারক - কমলাকান্তবাবু, আপনার নামে অভিযোগ আছে, যে গরু পাচারে আপনার গভীর ভূমিকা রয়েছে। কমলাকান্ত- একেবারে ডাহা মিছে কথা হুজুর! গরু চার পা নিয়েই জন্মেছে, ওতে ঈশ্বরের ভূমিকা থাকতে পারে।পা-চারের ক্ষেত্রে আমার কোনও ভূমিকাই নেই। আমি ছোট থেকে দেখে এসেছি গরুর পা চার মানে চারটি পা। বিচারক- সেই পাচারের কথা হচ্ছে না, এক দেশের গরু অন্য দেশে পাঠানো, সেই পাচারের কথা বলা হচ্ছে ... ...