১.
প্রথম কোপটা মাটিতে পড়ার সাথে সাথেই শুক্কুর দারুণ চমকে উঠে, এবং দ্বিতীয় কোপের জন্য কোদালটা উপরে তুলতে গিয়েই টের পায়, যে তা অসম্ভব ভারী হয়ে উঠেছে, ফলে সে পরবর্তী কোপের জন্য তা যথাযথ পরিমাণ উপরে তোলার প্রয়োজনীয় শক্তি হারায়, এবং হঠাৎ করেই বিমূঢ় ও স্থবির হয়ে পড়ে, আর কোদালটা উপরে তোলার পরিবর্তে নিচের দিকে নামিয়ে রেখে ধুপ করে মাটিতে বসে পড়ে!
বেলা যে খুব বেড়েছে তা নয়। যে সময় গ্রামের বাচ্চারা ময়লা জামা-কাপড় আর ছেঁড়া-ফাটা বই নিয়ে বিলের মধ্যে দিয়ে উদ্দেশ্যহীনভাবে স্কুলে যায়, আর সে ক্ষেতে কা ... ...
নগ্নতার সাক্ষী মেনে চারিদিকেই উড়ছে পতাকা
দোকানে দোকানে রাখা হয়েছে মানবিকতা আর ভরপেট কুকুরেরা হয়ে উঠছে সজাগ
সামাজিক প্রাণী অথবা রাষ্ট্রীয় বোধ
কোনো দিকেই ভারী হয়ে উঠে না হৃদয়
কেবল মিছিলের শব্দ ঘুম ভাঙিয়ে দেয় আর পথচারীর আক্ষেপ
পুরোনো ছায়ার মতোই হয়ে উঠে দুর্লভ
প্রাচীরের এ পারে চলে এসেছি, আচমকা
চারিদিকের অনুর্বর জমিতে গাছ লাগিয়ে বসে আছি অপেক্ষায়
হঠাৎ জেগে উঠা মৃত্যু-চিন্তা অথবা কামনার পর
সমকামিতা কিংবা ধর্ষণ আমাদের থেকে দূরে সরে যায় না আর
সব কিছু পুনরায় দ্ ... ...