এতো ব্যর্থ প্রেম বলেই স্বৈরাচারের বিপরীতে শুনি মুক্তির ডাক এতো ব্যর্থ প্রেম বলেই রাজপথে দেখি দলে দলে শ্রমিকের ভীড় এতো ব্যর্থ প্রেম বলেই শুনি কাস্তে তে শান দেয় কেউ এতো ব্যর্থ প্রেম বলেই গাই "সাম্যের গান" ... ...
এতো ব্যর্থ প্রেম বলেই মাঝরাতে পথে পথে খুঁজি ক্ষুদিরাম কে এতো ব্যর্থ প্রেম বলেই সারারাত পড়ে নিই সূর্যসেনের ফাঁসির ইতিহাস এতো ব্যর্থ প্রেম বলেই শীর্ণকায়ার হাতে দেখি কুঠার এতো ব্যর্থ প্রেম বলেই নাটকের মঞ্চে দেখি রক্তের দাগ এতো ব্যর্থ প্রেম বলেই খুঁজে ফিরি একাত্তরের কলকাতা কে এতো ব্যর্থ প্রেম বলেই দেখি জানালায় আগুন এতো ব্যর্থ প্রেম বলেই এতো রাত দখল এতো ব্যর্থ প্রেম বলেই এতো মিছিল , এতো হরতাল এতো ব্যর্থ প্রেম বলেই দেখি মৃত্যুর মুখ এতো ব্যর্থ প্রেম বলেই খোঁজ নিই স্বাধীন বাংলাদেশের হাল - হকিকত এতো ব্যর্থ প্রেম বলেই শুনি জোট বাঁধার গান এতো ব্যর্থ প্রেম বলেই এতো বব ডিলান : " How many roads must a man walk down Before you call him a man ?How many seas must a white dove ... ...
শ্রুতি নাটক ; যা আমাকে তথাকথিত নাটকের পাশাপাশি ভীষণ ভাবে আবেদন করে ।......শিল্পীর গলায় যখন অভিনয় ।.....শুধুমাত্র কণ্ঠস্বর কে হাতিয়ার করে নাটকের প্রাণ প্রতিষ্ঠা করা ...... নাটকের ব্যক্তিত্ব গুলি কে জীবন্ত করে তোলা ।...এসব কিছুই আমাকে মুগ্ধ করে ..... মন্তব্যে আমাকে শ্রদ্ধেয় স্যার - ম্যাডামেরা অনেক অনেক শ্রুতি নাটক পাঠিয়েছেন ।।.তাঁদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ ।....খুব ভালো লেগেছে এঁরা প্রত্যেকেই শ্রুতি নাটক শোনেন ভালোবেসে ..... শ্রুতি নাটকের বিভাগ গুলির মধ্যে যা আমার বেশ দুরূহ বলে মনে হয় , তা হলো এককভাবে পরিবেশিত শ্রুতি নাটক ।। একজন মাত্র শিল্পীর কণ্ঠস্বরই রাজত্ব করবে এক্ষেত্রে ।....একটি পূর্ণাঙ্গ নাটকের পরিবেশনা , নাট্যশৈলী সবই তাঁর কণ্ঠস্বরের দক্ষতায় ... ...
শ্রুতিনাটক : যেখানে নাটক মঞ্চস্থ হয় দর্শকের মনে, রিল চলতে থাকে একটার পর একটা সুন্দর এক ছায়াছবির মতো .... শ্রুতিনাটক পরিবেশনার মূল মন্ত্র হিসেবে বরাবরই মনে হয়েছে সংলাপ এর সময়জ্ঞান.... শ্রুতিনাটক একাঙ্ক হলে একরকম, আবার দুই এ মিলে বা তার বেশি হলে আরেকরকম... সেখানে সংলাপ ছাড়া আর ধরায় তুখোড় বুৎপত্তি ছাড়া শ্রুতি নাটক দাঁড়াবেই না... একাঙ্ক শ্রুতিনাটকের ক্ষেত্রে গলার মডুলেশন অবশ্য প্রথমে আসে; এক কণ্ঠস্বরে হাজার কণ্ঠস্বরের জন্ম দেওয়া, অসম্ভব দক্ষতার প্রয়োজন গলার মডুলেশন ... ...
তবুও কলম লিখতে থাকে বেশ লেখনীতেই বাস্তব - সম্মতি দশে দিক আর পঞ্চবাণের তোড়ে মরীচিকাময় গোপন অগ্রগতি . একটা প্রাচীর ভাঙতে হবে , ঠিক আবেগতাড়িত প্রবল শক্তি , চাপে মহাশূন্যে মহাজাগতিক আলো ভাঙাগড়ার প্রমাদ - প্রহর মাপে . উড়িয়ে দেবে ফুরিয়ে যাওয়া গল্প সের 'মই বোঝে ব্যক্তিগত মন ব্যতিক্রম টা পূর্বগামী সূর্য রূপকথাদের রিক্ত সাতকাহন . ভালো - বাঁচার সংজ্ঞা আছে , জানি ঘুণ ধরা এক বইয়ের ভাঁজে ছাপা অক্ষর নিয়ে লড়ছি প্রতি রাতে প্রতিশব্দে এটাই বেঁচে থাকা . ... ...
ধরা যাক , আমি একটি কবিতা পড়েছি . কবিতা টি শেষ করে আমার মনে হলো কবি এবং আমি পরস্পর কে বুঝতে পারছি . এই উপলব্ধি কেই আমার মনে হলো সকলের সামনে মেলে ধরবো . আমার উদ্দেশ্য : যাঁরা আমাকে শুনছেন সকলের যেনো মনে হয় এই মানুষ টি তো আমার কথা বলছে ; আমার মনে হবে আমি এবং শ্রোতা পরস্পর পরস্পর কে বুঝতে এবং বোঝাতে পারছি . এই ভাবেই কান্ডারী হয়ে কবির সত্বা কে আমি পৌঁছিয়ে দিতে পারবো মানুষের কাছে ।.আমি মনে করি এই কান্ডারী হওয়ার মূল মন্ত্র একটাই , শম্ভু মিত্র যেমন টা বলেছেন - " আপনার করে বলো " যতো ... ...
মা লক্ষীর পায়ে পেন্নাম ঠুকে খাতা খুললুম গুরু তে . পেন্নাম ঠুকলুম কারণ মা এর বাহন যে গুরুর মাথায় বসে ; আপাত নির্লিপ্ত মহাজ্ঞানী ; ধ্যানমগ্ন , অথচ পর্যবেক্ষণ করে চলেছেন সব ; এমনকি লিখতে লিখতে কে নাক খুঁটছে , তাও ...... তা আমার একটা সমস্যা হয়েছে : মাসখানেক হলো কলমে কবিতার লাইন এসে পৌঁছোচ্ছে না ঠিকমতো ; একদম আসছে না তা নয় কিন্তু যা হচ্ছে সে আরো বিরক্তিকর ; অনেক টা সেই সমুদ্রের ঢেউ এর ফিরিয়ে আনা ছেঁড়া চটি - চপ্পলের মতো ।....এ হেনো পরিস্থিতির মাঝে কিছু টোটকার মতো কবিতা খুঁজছিলাম ; তারই দুটোর কিছু অংশ তুলে ধরলাম এখানে : " ... ...