বেশ কিছুদি হল আমি "গুরুচণ্ডালী" 'র সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারিনি। কারণ জানাতে হলে অনেক কিছুর কথা বলতে হয়। দিল্লীর মে মাসেতেও এবারে গরমের বদলে ছিল ঠাণ্ডা। তার পর গরম যখন পড়ল তখন আকাশ সর্বদাই মেঘাচ্ছন্ন - মাঝে মাঝেই অকালবর্ষণ, প্রচন্ড গুমোট আবহাওয়া। এই সব কারণে শরীর বসেছিল বেঁকে। এছাড়া সংসারের নানা সমস্যা - সবচেয়ে আমার কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল কাপড় কাচার ব্যবস্থা করা, এদিক ওদিক করে তাদের শুকোনোর ... ...
কবিগুরু রবীন্দ্রনাথের পীঠস্থান, শান্তিনিকেতন - বিশ্বভারতী আগে কি ছিল এখন কি হয়েছে তা বোধহয় বিশ্বের বেশির ভাগ লোকেরই জানা হয়ে গেছে। কেন্দ্র পরিচালিত এই বিশ্ববিদ্যালয় অনেক দিন মোটামুটি ভদ্রভাবে চলছিল। প্রথম ধাক্কা এল 'নোবেল' চুরি - কোনও সুরাহাও তার হল না। এরপর নতুন নতুন ভাইস চ্যান্সেলার এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন কিছু বদলও হয়ে চলল। কিন্তু আজ বছর পাঁচের বেশী সময় ধরে বিশ্বভারতী যাঁর বা যাঁদের হাতের মুঠোয় তাঁরা ভালোভাবেই মুচড়ে দুমড়ে ... ...
এবারে "গুরুচণ্ডালি " তে যে লেখাটি আমি পাঠাচ্ছি, সেটি বেশ কিছুদিন আগেই পাঠানো যেত, কিন্তু 'করোনা ভাইরাস' মহাশয় একটু বাঁধ সাধলেন। তাঁরই কীর্তিকলাপের বিস্তারিত বিবরণ ই ছিল আমার লেখার বিষয় বস্তু। মনে হচ্ছে আমার প্রতি বিশেষ ভাবে প্রসন্ন হয়েই এবার তিনি আমার ই বাড়ির গৃহকর্তা এবং তাঁর অবিভাবক (attendant) টির ঘাড়ে চেপে বসলেন। বুঝতেই পারছেন, মাথায় উঠলো লেখা জোখা, অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করা । মোটামুটি তাঁরা সুস্থ হওয়ার পর আবার লেখাটির কথা মাথায় এলো। ... ...
৬০/৭০ বছর আগে --- / ঘরের জানলা খুললে সূর্য ওঠে / বারান্দাতে অস্ত যায়, / দক্ষিণ হাওয়া পাগল করে / এমন বাড়ী পাবে কোথায় ? ... ...