"আমি এখন সেইখানেই আছি ;যেখান থেকে নিজেরই খবর আর, পাই না। 'লালন' তুই জানিস, এই বৃক্ষ'কে!সে বীজ'ই, খুঁজে, পায় না..."~। শুভঙ্কর বৃক্ষ ... ...
টাওয়ার অফ সাইলেন্সরতন টাটা মারা যাওয়ার পর তাঁকে আগুনে দহন করা হয়েছে। কিন্তু এখন ইন্ডিতে বি.জে.পি. সরকার চলছে। হিন্দু ধর্মের পুনরুত্থান চলছে। তাই জন্যও হতে পারে। কিন্তু আগুন দাহ করা হিন্দু নামক ধর্মের একটা রীতি। কিন্তু রতন টাটা পারসি ছিলেন। সেই অনুযায়ী ওই শরীর শকুনকে খাওয়ানো হবে। কিন্তু মিডিয়ার গবেষকরা বলছে দেশে শকুন কমে গেছে তাই আগুনে দাহ করা হয়েছে। কিন্তু এটা বলছে না যে প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পরছে। অথচ নুনের দাম কমেনি। শকুন কমে গেছে, নুনের দাম বেড়ে গেছে। বিট্রিশদের সময় গান্ধীজি নুনের ওপর থেকে ট্যাক্স হাটিয়েছিলো। আর টাটা গোষ্ঠী নুনের ওপর ট্যাক্স লাগিয়েছিলো একচেটিয়া ব্যাবসা দখল করেছিলো। সাইলেন্স অফ টাওয়ার এখন কোলাহলপূর্ণ। কিন্তু গান্ধীজি মরার পর থেকেই। সাইলেন্স অফ টাওয়ার কোলাহলপূর্ণ হয়ে গেছে। গান্ধীজি মরার পর ... ...
উৎসর্গ : বেঁচে থাকা সমস্ত তিলোত্তমা'কে নদীরা কখনো আত্মহত্যা করে না নদীরা খুন হয়, সভ্যতার হাতে। ঠিক তেমনই, নারীরা কখনো আত্মহত্যা করেনি। তারা খুন হয়েছে.. !~। শুভঙ্কর বৃক্ষ ... ...
এমন একটা ঝর ওঠাও গাছগুলো আরো জীবিত লাগে, হাওয়াতে নড়লে। আর হাওয়া না থাকলেও, যখন ট্রেন যায় তার হাওয়াতে বস্তির গাছগুলোকে বিদ্রোহীর মতো চঞ্চল মনে হয়। আর এখন এই মফস্বল-শহরকে'ও বিদ্রোহীর মতো চঞ্চল মনে হচ্ছে। বেকারত্বের প্রতি আর শোষণের প্রতি এতটা বিতৃষ্ণা; যে আর ভালোই লাগছে না..! এই জীবনের বাসস্থান। বাস্তবে কিছুই ভালো নেই..! কিন্তু Big boss এর নেটওয়ার্কে, টিভিতে ; সব ঠিক। তখন আমার গণতন্ত্রকে, হাওয়াহীন স্তব্ধ ... ...
প্যালেস্টাইনের শিশুআল্লা তোমায় দোয়ায়পাঠাচ্ছি আমি -আমাদের খেলার মাঠের একটা ছবি।যেখানে আমরা ঘুড়ি ওড়াতাম। তারপর থেকে অন্যরকম ঘুড়ি আসলো আকাশে, মানচিত্র অন্ধকার করে..!আর ভোকাট্টা ঘুড়ির মতোন আমরাও শব লাশ হয়ে গেলাম..!আমাদের নিয়ে ভোকাট্টা খেলা হচ্ছে। আর এখনো লাশই হয়ে আছি..!এতো সব লাশ দিয়ে কি করে মানচিত্র? আমি তা জানতে পারিনি! আমাকে জানিও,শব কিছু ??? ~। শুভঙ্কর বৃক্ষ ... ...
যদি ভালোবাসা আর বেদনা বিক্রি করা যেতো, তাহলে আমিই সবচেয়ে ধনী হতাম। কিন্তু বিক্রি সম্ভব নয় বলে ;আমি আরো ধনী হয়ে গেছি। যেমন করে গণতন্ত্র বিক্রি হয়!..আমরা সে'ভাবে বিক্রিত পণ্য না... কিন্তু সেই আমি ছাড়া ; সেটা আর কেউ ... ...
(১) সবাই মদ এনে রেডি রেখেছে ঝড়ের সাথে মাতাল হবে। আমি শুধু মৃত্যুর নেশা করি আমি ঝড়ের মতোই মাতাল।। ... ...
কোনো কুকুর-বিড়াল কিন্তু হিন্দু মুসলিম হয় না কিন্তু সব হনুমানই নাকি হিন্দু। এই তো আমাদের ম্যা'ও সেতুঙ নামের বিড়াল আছে। মা'ও-বাদী, বাবা'ও-বাদি নামে খবরের চ্যানেল। কুকুর বেরেছে আগের থেকে, একটা থেকে দুটো ; দুটো থেকে চারটে, একটার নাম কুদ্রিস, একটার নাম ভারতের হিটলার, আর মুদ্রিস।আর হনুমান আমাদের পাড়ায় ছোটোবেলা থেকে দেখে আসছি। ওরা কেন আসে গাছপালা ছেরে এই সময়ের হিন্দুরা জানে না। অথচ ... ...
বুঝি না... যখন হাওয়া তাঁত বোনে আমাদের শরীরের কলে। তখন অন্ধতাঁতি জানতো না, তাঁর শ্রমের মাপকাঠি। তখন অন্ধকৃষক জানতো না, তার উৎপাদন। ফড়িংও ফুরিয়ে গেছে মাঠে মাঠে। ইন্টারনেট তাও বেজায় লাগে নাজেহাল। ওরে হৃদপিণ্ড, তোর ধমক বুঝি না! তোর শিরা উপশিরার পরিশ্রম বুঝি না। জীবনের কলকাঠি কে নাড়ে তাও বুঝি না। সবজির দোকান রাতে বন্ধ হয়ে গেলে ... ...
প্রশ্ন ধর্ম তুই কি হিংসা বন্ধ করতে পারিস, না শান্তি প্রতিষ্ঠা ? তুই আমার এমন কোনো চাওয়া পূর্ণ করতে পারিস, যেটা আমি চাইবো? এগুলো ভাবলে আমার মুখে ঘৃণার থুথু আসে ;এবং পার্লামেন্ট যেদিক আছে সেই দিকে সেটা আমি ফেলে দিই। কিছুটা শান্ত হই । অনেক ক্ষোভের পারমানবিক বিস্ফোরণ থেকে! ~। শুভঙ্কর বৃক্ষ ... ...