কবিতা কবির অর্ধেক মুখ। শুধু কবিতায় একজন কবি কে দেখা যায় না চেনা যায় না ধরা যায় না ছোঁয়াও যায় না। কবি থেকে যান সবার ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। কবি তার মনের ভাব প্রকাশ করেন কাঁটাছেঁড়া কিছু শব্দ দিয়ে। সমাজের অভ্যন্তরে প্রতিনিয়ত ঘটে চলা সামাজিক অসামাজিক প্রাকৃতিক ও অতিপ্রাকৃতিক ঘটনার প্রেক্ষিতে তার অভ্যন্তরে অহরহ যে দ্বন্দ্ব সংঘাতের জন্ম হয় তারই বিচ্ছিন্ন প্রকাশ কবিতা। কবিতা পড়তে পড়তে পাঠকের মস্তিষ্ক তার নিজের মধ্যে ঘটে চলা ... ...
সবাই আমার সাথে একমত হবেন এমন নয়। তবুও লিখছি, ফেসবুকে কদিন ধরে একটা লেখা ঘুরছে, 'জনসংখ্যা বাড়ছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা কমছে'। আমার প্রশ্ন বাংলা কবিতার ক্ষেত্রেও এ কথা খাটে না কি? প্রতিদিন দুই বাংলায় যে পরিমাণ মানব শিশু জন্মায়। তার থেকে বেশি বাংলা কবিতা জন্মায়। যদি কবিতার নাম করে যা লেখা হয়, সবগুলোকে একসঙ্গে ধরা হয়। দুই বাংলায় যত শিশু অনাহার আর অপুষ্টিতে কিংবা বিনা চিকিৎসায় মারা গেছে। তার থেকে বেশি সংখ্যায় অপমৃত্যুর স্বীকার ... ...
কিছু তো চাইনি আমি __ এস.আজাদ কিছু তো চাই নি আমি; হাওয়া মহল কিংবা বিদেশ ভ্রমণ। প্রযুক্তি আর মানস চক্ষে, — এথেন্স থেকে ফ্লোরেন্স — নীলনদ পার করে, — ঘুরেছি সাহারার মরুময় প্রান্তর ; কিছু তো চাই নি আমি; শুধু একটুখানি ছুঁতে চেয়েছি, তোমার নির্জন নগ্নতা, ভাতের গন্ধ আর কবিতার খাতা; সারাটি সকাল দুপুর কিংবা ... ...