[ফার্স্টপোস্টের এই ফিল্ম রিভিউটি পড়ে বুঝলাম, আমি ভবিষ্যতের ভূতের এর চেয়ে ভালো সমালোচনা করতে পারবো না। আর তা ছাড়া বহু আলোচিত ছবিটির আলোচনা করতে গিয়ে আলোর বদলে চোনার আবাহন করে বিপদে পড়তে পারি , তাই সে চেষ্টায় বিরত থাকা গেলো।শুধু নিচের লিঙ্কে ক্লিক করে সেই পেজটি খুলতে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে এই সামান্য বাক্যবিন্যাস মুখবন্ধ হিসেবে যদি পড়েন]
পলিটিক্যাল স্যাটায়ার মানেই যে তাকে জরুরি অবস্থা থেকে নিরাপদ দূরত্বে প্রস্তুত এবং প্রদর্শিত "হীরক রাজার দেশে" হতেই হবে তার তো কোনো মানে নেই।আর য ... ...
একটা কথা আমরা প্রায়শঃ শুনি, রাতে কোনো ডাক্তার ফোন ধরেন না !
কিন্তু যেটা আমরা ভুলে যাই যে চিকিৎসকটিও একজন মানুষ, তাঁরও একটা পরিবার থাকতে পারে প্রাকৃতিক কারণেই তাঁরও বিশ্রাম-আহার-নিদ্রা-প্রাত্যহিক কৃত্যাদির প্রয়োজন থাকতে পারে!
এমনকি তিনি নিজেও উচ্চ রক্তচাপ, শর্করাবৃদ্ধি, হৃদযন্ত্রঘটিত সমস্যা বা অন্য কোনো শারীরিক অসুস্থতার শিকার হতে পারেন !
কিন্তু সেই বিপন্ন মানুষটির অসহায়তাও তো কম গুরুত্বপূর্ণ নয়।
শিশু, মহিলা, প্রবীণ যেই হন, মধ্যরাতে অসুস্থ, বিপদগ্রস্ ... ...