মাইরি যে পাবলিক এই লেভেলের লজিক বুঝতে পারে, সে বিজেপি-আরেসেস কেন হারামির হাতবাক্স সেটা বুঝতে পারেনা? পিটিবাবুর ছাগল তত্ত্বে সাবস্ক্রাইব করতে লোভ জাগে। :-)
পাবলিক বলতে ভারতের জ্যানাগ্যান।
উপরের বক্তব্যে একটু যোগ করি ?
টিফআর বা সারাজীবনে গড় গর্ভধারণের হার গোটা দেশে ২*২৩, যেখানে সেটা ২.২২ হলেই জনসংখ্যা স্থির হয়ে যাবে ; অর্থাৎ একবছরে বা একদশকে বদলাবে না । এখানে বঙ্গের ডেটা হচ্ছে ১*৬। মুসলমান প্রধান কাশ্মীরে? ১*৬। হিন্দু প্রধান ইউপিতে? ৩+। মোদীজির গুজরাতে? ২*৬। ভারতের গড়ের বেশি।
তথ্যসূত্রঃ নীতি আয়োগ, ইন্ডিয়ান এক্সপ্রেস ১৫ অগাস্টে প্রধানমন্ত্রীর জনসংখ্যা -বিস্ফোরণ তত্ত্বের পর প্রকাশিত প্রবন্ধ।
পালোয়ানের চেলারা সব যেদিন ওঠে খেপে,
ফোঁসে সর্প হিংসাদর্প সকল পৃথ্বী ব্যেপে,
বীভৎস তার ক্ষুধার জ্বালায় জাগে দানব ভায়া
গর্জি বলে ‘আমিই সত্য --- দেবতা মিথ্যা মায়া’,
সেদিন যেন কৃপা আমায় করেন ভগবান---
মেশিন-গানের সম্মুখে গাই জুঁই ফুলের এই গান। (রবীন্দ্রনাথ)
"হম কাগজ নহীঁ দিখায়েঙ্গে"
বরুণ গ্রোভার
আমি কাগজ দেখাব না , তোমায় কাগজ দেখাব না ।
তুঘলকেরা আসবে-যাবে চিরটাকাল থাকবে না;
আমি কাগজ দেখাব না , তোমায় কাগজ দেখাব না ।
টিয়ার-গ্যাসের ধোঁয়ায় যতই ভীড় তাড়াতে যাও,
চায়ের পাত্রে টগবগিয়ে বিষ মিশিয়ে দাও,
সেটা ভালবাসার চিনি দিয়ে এক চুমুকে খাব,
ভুলেও ভেবো না তোমায় কাগজটা দেখাব।
আমি কাগজ দেখাব না , তোমায় কাগজ দেখাব না ।
দেশটা আমার বড্ড আপন, রঙেতে ঝিলমিল,
কোবতে লিখে রামপ্রসাদও হলেন যে ‘বিসমিল’।
মাটি করবে ভাগাভাগি? মিশছে সবার খুন,
ব্যর্থ হবে পদে পদে একুশে কানুন।
তোমার পুলিশ এসে আমায় করবে লাঠিপেটা,
বন্ধ করবে মেট্রোরেল? আগেই জানি সেটা ।
নামব পথে দলে দলে , চলব পায়ে পায়ে,
ঠিকানাটি আছে জানা মিলব সকল ভায়ে।
গাইব জনগণমন, ভাত চাইব, ছাড়ব না,
আমি কাগজ দেখাব না , তোমায় কাগজ দেখাব না ।।
[ অক্ষম অনুবাদে হিন্দি কবিতাটির 'মিজাজ' অধরা রয়ে গেল।]
দারুণ ভাল ট্রান্সলেশন হয়েছে, রঞ্জনবাবু , আমি তো বলব আপনার বাংলা অনুবাদটা হিন্দির থেকে অনেক সাবলীল, অন্তত সাহিত্যগুণে। সুভাষ মুখুয্যেকে মনে পড়িয়ে দেয়!