এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আধুনিকতার নামে ইথোলজির নানাবিধ চিত্রাংশ, গণতন্ত্র, রাজনীতি এবং স্বাধীনতার আপাতত বয়স আটাত্তর বছর

    SHANKAR BHATTACHARYA লেখকের গ্রাহক হোন
    ০৯ নভেম্বর ২০২৫ | ৩৯ বার পঠিত
  •  
    এই আর্টিকল #: 33525
    ইথোলজি (Ethology) এবং সভ্যতার এই সময়ের নানাবিধ চিত্রাংশ 
    —-  ✍️ ০৯/১১/২৫
     
    ন্যায় পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের, মুষ্টিমেয় কিছু ব্যক্তির নয়।
     
    একশো শতাংশ সত্য। কিন্তু অগণিত মানুষের বয়স হয়, জীবন চলে যায় তবুও ফয়সালা পান না বা মামলার নিষ্পত্তি হয় না।
    মানুষের ইথোলজি শুরু হয়েছিল প্রাণীজগতের আচরণবিজ্ঞানের ধারাবাহিকতায়, পরে তাতে সংস্কৃতি, সমাজ, ও মানসিক উপাদান যুক্ত হয়েছে। আধুনিক ইথোলজি তাই মানুষের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক দিকের প্রতিফলন বোঝার চেষ্টা করে। মানুষ শুধুমাত্র জৈবিক চাহিদা দিয়ে, হিংসা বিদ্বেষ নিয়ে তৈরি নয়। তবে এখনও মানুষকে পশুর মতো হিংস্র করে তৈরি করার উপকরণের অভাব নেই রাজনীতিতে!
     
    আধুনিকতার নামে ইথোলজির নানাবিধ চিত্রাংশ, গণতন্ত্র, রাজনীতি এবং স্বাধীনতার আপাতত বয়স আটাত্তর বছর:
    নভেম্বর ৯, ২০২৫
     
    ক) ভোপাল: স্যাঁতস্যাঁতে মেঝে। বেশকিছু জায়গায় জমে রয়েছে জল। খোলা আকাশের নীচে লাইন দিয়ে উবু হয়ে বসে খুদে পড়ুয়ারা। এক হাতে কাগজে মোড়া রুটি। মেঝেতে খবরের কাগজ পেতে দেওয়া হয়েছে তরকারি। কোনও কোনও পড়ুয়ার খবরের কাগজের ‘থালা’ গড়িয়ে মেঝেতে মিশেছে তরকারি। এভাবেই খাওয়ানো হচ্ছে মিড ডে মিল। চিত্রটা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একটি স্কুলের। এদিন বিহারের জনসভায় দাঁড়িয়ে আরজেডি সহ বিরোধী শিবিরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, বিরোধী দল বাচ্চাদের হাত আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে। আর বিজেপি সরকার ল্যাপটপ দিয়েছে। ‘হ্যান্ডস আপে’র বদলে স্টার্টআপের প্রসঙ্গ তুলেছেন তিনি। বিহারের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী যখন এমন দাবি করছেন, ঠিক তখনই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্কুলের ওই ঘটনা সামনে এসেছে। 
    (বর্তমান পত্রিকা)
     
    খ) ২০ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রদেশে বিজেপির সরকার রয়েছে।
    (বর্তমান পত্রিকা)
     
    গ) এস আই আর এবং অজানা কে নাগরিক বা কে নাগরিক নন, কে বা কারা ভোট দাতা, কারাই বা কোন বৈধতায় নির্বাচিত হয়েছেন, গদিঘরে বসে শাসক বনেছেন – সংবিধান মেনে শপথ নিয়েছেন, কি করেই বা ন্যায্যতা পেলো এই অবস্থার মধ্যে – গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে:
     
    বর্তমান পত্রিকা, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আতঙ্কের নাম এসআইআর। মতুয়া অধ্যুষিত এলাকা তো বটেই অন্যান্য গ্রামের বাসিন্দারাও বিভ্রান্তির মধ্যে রয়েছেন। বর্ধমান শহরও তার বাইরে নয়। তার ফায়দা তুলছে দালালরা। অনেকের হাতেই স্মার্টফোন নেই। নেট দুনিয়াতেও বহু মানুষ স্বচ্ছন্দ নয়। সেই ফায়দা তুলছে দালালরা। ২০০২ সালের ভোটার তালিকায় নাম দেখার জন্য তারা স্থানীয়দের কাছে টাকা আদায় করছে। কারও কাছে ৩০, আবার কারও কাছে ৫০ টাকা নেওয়া হচ্ছে। বর্ধমানের কেষ্টপুর থেকে জামালপুরের আঝাপুর, সব জায়গাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়ার নামেও অনেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এসআইআর সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। সেই কারণেই তাঁরা বেশি বিভ্রান্ত হচ্ছেন। যদিও সঠিক তথ্য দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নজরদারিতে এসডিও, বিডিও অফিসে হেল্প ডেক্স চালু করা হয়েছে। কন্ট্রোল রুমও চালু আছে। এক আধিকারিক বলেন, কন্ট্রোল রুমে আসা সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে কী কী তথ্য দিতে হবে, সেটাও স্পষ্ট করে জানানো হচ্ছে। তাছাড়া রাজনৈতিক দলগুলির বিএলএ’রাও বুথে বুথে ঘুরছেন। তারপরও অনেকেই দালালদের খপ্পরে পড়ছেন। 
    (বর্তমান পত্রিকা)
    যদিও শোনা যাচ্ছে নির্বাচন কমিশনের জোরদার নজরদারিতে রাখা এখন প্রশাসনিক তৎপরতা রাজ্য জুড়ে ! প্রশাসনিক দুর্বলতার বয়স আটাত্তর বছর!
     
    ঘ) বেঙ্গালুরুর “ক্যাপ্টেন”!
    ‘এটা কী করছেন আপনি?’ পিছনে বসা তরুণীর ঊরুতে আচমকাই হাত বোলানো শুরু করেন অ্যাপ বাইকচালক, অভিযোগ দায়ের হয়েছে।( ডেইলি হান্ট)
     
    ঙ) সংবিধানের ৮৫ নম্বর ধারা অনুযায়ী সংসদের অধিবেশন ডাকার অধিকার সরকারের। রাজনৈতিক মহলে শনিবার রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে যে, কেন মাত্র ১৫ দিনের মধ্যেই মোদি সরকার সমাপ্ত করে দিতে চাইছে সংসদের শীতকালীন অধিবেশন? প্রকৃত কারণ কী?
    (বর্তমান পত্রিকা)
     
    চ) আজকের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক গবেষণা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। একই রকম গবেষণা করেছে হার্ভার্ড মেডিক্যাল স্কুলও। গবেষকেরা জানাচ্ছেন, ২০২৩ সাল থেকে করা কিছু সমীক্ষায় ধরা পড়েছে, ২ বছর থেকে ১৯ বছর বয়স অবধি শিশু ও কমবয়সিরা এত বেশি মোবাইল, ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটারে সময় কাটাচ্ছে যে, তাদের বিপাকক্রিয়ার হারে বদল আসছে, শরীরে মেদ জমার প্রবণতা বাড়ছে। আর এর হাত ধরেই ‘কার্ডিয়োমেটাবলিক’ বদল আসছে শরীরে। অর্থাৎ, সারা ক্ষণ বসে বা শুয়ে মোবাইল অথবা ট্যাব দেখার কারণে শারীরিক কসরত প্রায় হচ্ছেই না। এতে খিদে কমছে, কোলেস্টেরল বাড়ছে, সারা শরীরে রক্ত সঞ্চালনের হারও বিগড়ে যাচ্ছে। ফলে এক দিকে ‘মেটাবলিক সিনড্রোম’ দেখা দিচ্ছে ছোট থেকেই, অন্য দিকে সমস্যা দেখা দিচ্ছে হার্টেও।
     
    ছ) দেশের তরুণ প্রজন্মের জন্য ২০১৫ সালে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা শুরু করেছিল কেন্দ্র। এই প্রকল্পের আওতায় তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের কর্মসংস্থানের ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার জন্যই এই প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযোগ, এই প্রকল্পের বাস্তবায়নে অনেক ক্ষেত্রেই নিয়ম মানা হচ্ছে না। কোথাও ভুয়ো নথিপত্র দেখানো হয়েছে। কোথাও আবার এমন প্রশিক্ষণকেন্দ্র দেখানো হয়েছে, যার কোনও অস্তিত্বই নেই। কোথাও পড়ুয়াসংখ্যা ভুল দেখিয়ে বেশি পরিমাণে বিল দেখানো হয়েছে বলে অভিযোগ।
     
    ‘ট্রেনিং সেন্টার’ বলতে বোঝায় যেখানে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়। ‘ট্রেনিং পার্টনার’ বলতে বোঝায় যে সংস্থা (বা ব্যক্তি) এই প্রশিক্ষণ দেয়। ‘ট্রেনিং সেন্টার’ এবং ‘ট্রেনিং পার্টনার’ একই নামে নথিভুক্ত থাকতে পারে, আবার ভিন্ন নামও থাকতে পারে। প্রতিবেদন অনুসারে, যে ১৭৮টি প্রশিক্ষণকেন্দ্রকে কালো তালিকায় ফেলা হয়েছে, তার মধ্যে ১২২টিতে ‘ট্রেনিং সেন্টার’ এবং ‘ট্রেনিং পার্টনার’ ভিন্ন নামে নথিভুক্ত। বাকি ৫৬টিতে উভয়ই একই নামে নথিভুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে উত্তরপ্রদেশে। সেখানে ৫৯টি ‘ট্রেনিং সেন্টার’ এবং ‘ট্রেনিং পার্টনার’কে কালো তালিকাভুক্ত করেছে মন্ত্রক। এ ছাড়া দিল্লিতে ২৫টি, মধ্যপ্রদেশে ২৪টি এবং রাজস্থানে ২০টিকে কালো তালিকায় ফেলা হয়েছে। ঘটনাচক্রে, এই চার জায়গাতেই বর্তমানে বিজেপির সরকার রয়েছে।
     
    এই তিন রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলেই সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে। 
     
    বিষয়টি নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন পর্ষদের মুখপাত্রের সঙ্গে বেশ কয়েক বার যোগাযোগের চেষ্টা করে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’। তবে প্রশিক্ষণকেন্দ্রগুলিকে কালো তালিকায় ফেলা বা টাকা পুনরুদ্ধারের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তথ্যের অধিকার আইনের আওতাতেও নিয়ম ভাঙা প্রশিক্ষণকেন্দ্রগুলির বিষয়ে ওই সংবাদমাধ্যম তথ্য চেয়েছিল জাতীয় দক্ষতা উন্নয়ন পর্ষদের কাছে। তবে গোপনীয়তা এবং তদন্তের স্বার্থের কথা উল্লেখ করা তারা কোনও তথ্য দেয়নি।
    (আনন্দবাজার পত্রিকা)
     
    ভূয়ো নথিপত্র ও খাদ্যসামগ্রীতে ভেজালের বয়স আটাত্তর বছর!
    --------
    #সবিতাEunoiawoldviews 
    #Ethology_এইসময়ের 
    #নানাবিধ_চিত্রাংশ
    #মনুষ্যত্বেরসংকট_রাজনীতি
    #ন্যায়বিচার_ও_নাগরিক 
    #HumanAndHumanity
    #Crisis_Of_Civilization
    —-
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন