এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মেধাতন্ত্র অথবা কানামাছি ভোঁ ভোঁ

    Manali Moulik লেখকের গ্রাহক হোন
    ০৭ আগস্ট ২০২৫ | ২৩ বার পঠিত
  • পর্ব ১ | পর্ব ২
    স‍্যান্ডেল সাহেব মেধাতন্ত্রকে ঝেড়ে নিন্দে করলেন। তা অবশ‍্যই শুধু হাতে নয়। যথেষ্ট পরিমাণ প্রমাণ সহকারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে হলে একটি যথেষ্ট কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যেটি হলো Scholastic Admission Test (SAT) আর সেই স‍্যাটে কেউ স‍্যাটাস‍্যাট পাশ করে না। কারণ এখানে মেধা ও অ‍্যাকাডেমিক শিক্ষার মান কেবল নয় আরো অনেক দক্ষতা যাচাই করে নেওয়া হয়। সেখানে সন্তানরা যদি উত্তীর্ণ না হয়, সেই আশঙ্কায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব‍্যাকগ্রাউন্ড থেকে বিখ‍্যাত ব‍্যক্তিরা ঘুষদানের বিনিময়ে সন্তানদের আসন নিশ্চিত করতৃ চেয়েছেন। সক্রিয় হয়েছিলো একটি জালিয়াতি দল। এবিষয়ে যদি SAT scandal বা Blue varsity scandal বলে সার্চ করা হয় তবে বিষয়টি জানা যাবে আগাগোড়া। স‍্যান্ডেলের সঙ্গে সমান্তরালে এবিষয় নিয়ে আরেক লেখকের নাম উল্লেখ‍্য। তিনি ড‍্যানিয়েল মার্কোভিটস্। বইটির নাম, "The Meritocracy Trap : How America's Fundamental Myth Feeds Inequality, Dismantles the Middle Class, and Devours the Elite." মার্কোভিটস্ স্বয়ং তাঁর বইটি সম্পর্কে বলছেন, কপাল ভালো এখনো এই বইটি নিষিদ্ধ করা হয়নি। এতটা স্বচ্ছ দৃষ্টিকোণ ও স্বনির্ভর যুক্তির উপর লেখা এই বইটি যে প্রাক-বিপ্লবী ফ্রান্স বা ব্রেজনেভের রাশিয়াতে (স্ট‍্যালিনের সময়ে নাহয় থাক) প্রকাশিত হলে নিশ্চিতভাবে বাজেয়াপ্ত হতো। আর লেখকের কী হতো...."পরেরটা আর বললাম না!" (মিঠুনদাদুর ভয়েসে)

    সে যাই হোক, স‍্যান্ডেল প্রশ্ন তুলেছেন, কেন? যথেষ্ট সম্মানীয় ব‍্যাকগ্রাউন্ড থেকে আসা ব‍্যক্তিরা কেন নৈতিকতা বিসর্জন দিয়ে এই SAT scandal -এ জড়িত হলেন? তবে কী সন্তানকে নামী বিশ্ববিদ‍্যালয়ে প্রবেশ করানো একমাত্র চ‍্যালেঞ্জ? স‍্যান্ডেল লিখেছেন, American education system is like an elevator which takes its passengers from the top floor only." এতে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাব‍্যবস্থার অভিজাতকেন্দ্রিক অবস্থান ফুটে ওঠে,তেমনই সেই অভিজাত বৃত্তে ঢোকার জন‍্য যে আকুলতা প্রকাশ পেয়েছে তাও এর দ্বারা প্রমাণিত। লেখক প্রশ্ন তুলেছেন এই বিষয়টি নিয়ে সেদেশে Republican এবং Democrat দুইদলের নীতি প্রায়শই এক কেন? Bill Clinton ও George W. Bush যদি 'Smart' শব্দটি তাঁদের বক্তৃতায় মোট ৪৫০ বার ব‍্যবহার করে থাকেন, তবে Barack Obama ব‍্যবহার করেছেন নিদেনপক্ষে ৯০০ বার। ডেমোক্র্যাটগণ মুখে public discourse ও public education ইত‍্যাদি বললেও কার্যক্ষেত্রে এই মেরিটোক্র‍্যাসির ধারণাকেই সমর্থন করে এসেছেন। তাই বইটিতে এই দুই আপাত প্রতিদ্বন্দ্বী দলকে তিনি ব‍্যঙ্গ করে 'Republocrat' ও 'Demicran' বলেছেন। (হাঁসজারু কেস আর কী!) সবার বাক‍্যরীতিতেই বারবার উঠে এসেছে "You deserve it if you work hard for it." কিন্তু এই Hard work -এর সংজ্ঞা তাঁরা কেউ দিতে পারেননি। এই তীব্র প্রশ্নটা কিন্তু বিগদ্ধ গবেষক ও অধ‍্যাপক মাইকেল স‍্যান্ডেল ও আরো কিছু জ্ঞানী - বুদ্ধিজীবীদের। (ল‍্যাদ খাওয়া আমাদের মৌলিক অধিকার!) নাহলেও, ঠিক কতোটা পরিশ্রম এই মেরিটোক্র‍্যাসির ধারণাকে সিদ্ধ করতে পারে তা আজো অজানা। পাল্টা প্রশ্ন হলো, এই পৃথিবীতে যারা অসুস্থ তারা তবে নিজেদের জীবনযাত্রার জন‍্যই অসুস্থ।যারা সুস্থ,তারা নিজস্ব প্রচেষ্টা ও জীবনচর্যার জন‍্যই সুস্থ রয়েছেন।সুতরাং, যারা সুস্থ তারা অসুস্থদের নিয়ে মাথা ঘামাতে যাবে না -- এটা কি কোনো মানবসমাজের নিয়ম হতে পারে? উত্তর লেখক নিজেই দিয়েছেন, "In a meritocratic society, no matter how much perfect it is --could not be desirable for human to live." মার্কিনি শিক্ষাব‍্যবস্থার সঙ্গে গণপ্রজাতন্ত্রী চিনের শিক্ষাব‍্যবস্থার পার্থক‍্যটা এখানেই। তাদের উন্নতি বা ইতিবাচক দিকের কারণটি হলো, Chinese education system used to pick up even the boats not only the yachts." খুব স্বাভাবিক বুদ্ধিতে আন্তর্জাতিক বাজারে deepseek আর ChatGPT নিয়ে যে কেত্তনটা সম্প্রতি হলো সেটাই ভেবে দেখুন। লিয়াং ওয়েনফেং এর গঠিত open source reasoning model এই deepseek বাজারে যখন আসে তা কোনোমতেই কোম্পানি বা প্রতিষ্ঠানজাতীয় কিছু অতোবড়ো ছিলো না। সোজা কথায় ছিলো একটা, "start up". কিন্তু deepseek সবাই ব‍্যবহার করার ফলে যখন স্টেটস্ দেখলো তাদের শেয়ার পড়ছে ১৭% তক্ষুনি ' এনভিডিয়া' এবং বিশ্বরাজনীতি ঝাঁপিয়ে পড়লো, "GPU cheap দেবো না রে.....দেখি কতো দম!"

    তবু বলা বাহুল‍্য, বিশ্ববাসীর মুঠোফোনে ChatGPT, Gemini -এর পাশে deepseek একগাল হাসি নিয়ে বিরাজমান। সুতরাং শিক্ষার সুযোগটা যদি সর্বত্র বিস্তৃত না হয়ে মেধার বিপণন ও উচ্চকোটির মধ‍্যে সীমাবদ্ধ হয়ে যায় তবে তা কোথাও উপকারী হয় না। কিন্তু মাথার মধ‍্যে গ্রন্থিত ধারণা 'ভালো ছাত্রছাত্রী' যে শুরু থেকেই একটা 'শ্রেণীকক্ষ-বিভাজন' ঘটিয়ে দেয় সেটা কাটিয়ে ওঠা আমাদের জন‍্য হয় কঠিন। এর দ্বারা খুব দূরে যাওয়া যেমন যায় না তেমন শৈশব ও কৈশোরটা বিপর্যস্ত হয়ে যায়। মার্কোভিটস্ যাকে সমীকরণের মতো বুঝিয়েছেন ME-M (পুঁজি বিনিয়োগ -> পণ‍্য উৎপাদন ->আরো অর্থ ) এখানে পঢ‍্য হলো এই 'মেধা'। তাই "ছোটোদের first হতে হয়! ' মন্ত্র জপত জপতে কবে যেন নিজেদের বিক্রয় করতে বেরিয়েছি যেখানে পণ‍্য কেবল আমরা নিজে। জীবন থেকে বহুকাল নির্বাসিত। সেসব কথা থাক।

    কানামাছির খেলা আবারো জমে ওঠে যখন দামী কোচিং সেন্টারে লক্ষ লক্ষ টাকা ঢেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ হবার আপ্রাণ চেষ্টা চলে। মানসিক স্বাস্থ‍্য ভেঙেচুরে, বিফল মনোরথ হয়েও 'ভাল ছাত্রছাত্রী' র ট‍্যাগমার্কটুকু বাঁচাতে এই কোচিং....না, ওই কোচিং..ধুর এই দ‍্যাখ সেই কোচিং! কিন্তু আশ্চর্য, কিছুই ছুঁতে পারি না আমরা। শুধু ভালো খারাপের চক্রে মানবতাটুকু ঘানি পিষে তেল তৈরি করে 'ভূতের খপ্পরে' ঢেলে দিতে হচ্ছে। একথা সত‍্য, স‍্যান্ডেলের সমালোচনা অতিমাত্রায় পাশ্চাত‍্যকেন্দ্রিক। কিন্তু নব‍্য-বিশ্বায়নের যুগে একটি ধারণা পৃথিবীর কোনো একটি অংশে সীমাবদ্ধ থাকে না। তাই এই পরিস্থিতি সবদেশেই কমবেশী সত‍্যি। তাই মেধার বাসুকীনাগ বেঁধে জীবনের সমুদ্রমন্থন করতে গিয়ে প্রথমে হলাহল উঠছে বেশী আর কোলাহলটা হচ্ছে তার কয়েকশোগুণ। এই ছোঁয়াছুঁয়ির খেলায় জেতা-হারা থাকবে, হাততালি-ছবি আর ছি: ছি: - অপদার্থও থাকবে। কিন্তু মেধা কোথায় গিয়ে বিশ্রাম নিচ্ছে তা সত‍্যি কারোর জানা নেই।

    (সমাপ্ত)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১ | পর্ব ২
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন