এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হুতুম পেঁচির জাফরি হতে: জি - ২০

    তামিমৌ ত্রমি লেখকের গ্রাহক হোন
    ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ৬১৮ বার পঠিত
  • হুতুম পেঁচির জাফরি হতে
    জি- ২০
    তামিমৌ ত্রমি 

    দিনমণি চোগা চাপকান পরে গদিতে বার দিয়ে বসেচেন। ঢাকাই ও শান্তিপুরে কাপুড়ের মত ফিনফিনে মেঘেরা, আতরওয়ালার মত  জলদগম্ভীরা ও যাত্রার দালালের মত গুমোট জগদ্দল মেঘেদের মোসায়েবরা মার্তণ্ডকে ঘিরে তোয়াজ কচ্চেন। 

    রাজধানী দিল্লিতে বর্ষা ও মোচ্ছব লেগেচে।

    পুতুল নাচ, বুলবুল ফাইট বা ম্যাড়ার লড়াইয়ের  আমোদ প্রমোদ কোথায় লাগে?  আসন্ন জি ২০ এর মোচ্ছব উপলক্ষে  যাত্রাওয়ালাদের 'ছকুবাবু' ও 'সুন্দরের সং' এর থেকেও বড় তামাসার আয়োজন করা গ্যাচে রাজধানীর বুকে। 

    গতকাল চারচাকার যানবাহনে দিল্লির বুক চিরে পথ চলতে চলতে দেশের মাথায় গজমোতির মত রাজধানীর জ্বলজ্বলে রূপটি প্রত্যক্ষ করে মোহিত হওয়া গ্যাচে।

    রাজধানীর রাস্তা সতী সাধ্বীর সিঁথির মতো চকচকে করচে। প্রধান প্রধান সড়কগুলির দুপাশে এমাথা হতে ওমাথা অব্দি টেনে দেওয়া গ্যাচে রংদার চিত্রবিচিত্র ঝালর। দেশীয় সংস্কৃতির চূড়ান্ত বিভা ঠিকরে ঠিকরে উঠচে তাদের গা হতে। কোথাও নৃত্যরত কথাকলি, শিশুর বৃক্ষরোপণ, রাজস্থানী ঝিকমিকে নৃত্যরতাদের হাসিমুখ, হাসিখুশি পরিবারের ভায়ের মায়ের স্নেহ গোলাপের মত খোশবাই বিলোচ্চে। পথের দেওয়ালে দেওয়ালে রঙের ছয়লাপ, রাতারাতি বহু কসলাতে আঁকা হয়েচে প্রজাপতি, ফুল, একটি গাছ একটি প্রাণ, ক্রীড়ারত শিশু - ইত্যাদি  সব মখমলের মত নরম নরম থিমচিত্র।

    রঙ দিল্লিবাসীর মনেও যে ধরেচে বিলক্ষণ।

    মোচ্ছব নয় এবং দশে আপন সুষমা প্রকাশ করবেন, এ সওয়ায় দিল্লি সাত তারিখ থেকেই আংশিক অচল। উপরতলার অফিসার বাবুরোবিবিরো বড় আহ্লাদে আছেন। সাত তারিখ কৃষ্ণের জন্মদিন, তারপর একটি দিন গৃহ হতে কার্য, পরবর্তী দু দিন ছুটি..  এ সোনার হরিণকে লাফিয়ে আর কে অরণ্যে হারিয়ে ফেলতে চায়? সুতরাং বাবুরো বিবিরো তল্পিতল্পা গুটিয়ে চলে গেচেন ভ্রমণে।

    শুদু সমস্যা হয়েচে যারা ফুটপাতে তাঁবু ফেলে দিন রাত কাবার করে তাদের। রংদার ঝালরের পাশে নোংরা মলিন তাঁবু আগত সাহেবদের কাছে কতই না বেমানান!  তাই জলজ্যান্ত আবর্জনাদের বাস রাতারাতি তুলে দেওয়া গ্যাচে।

    যে দেওয়ালগুলোতে তারা দিনের শেষে ঠেস দিয়ে বিড়ি টানতো, সেই দেওয়ালগুলো তাদের আক্ষরিক অর্থ নজির করেচে।তাদের বিশ কদমের মধ্যে অভাগাদের যাওয়ার জো নেই, এমনি 'দেওয়াল তোলার' রল্লা।

    দেওয়ালের ওপারে যে পরিত্যক্ত নালা, ড্রেন পাইপ, তার মধ্যে বর্তমানে তাদের বাসস্থান নির্দিষ্ট করা গ্যাচে। পরিযায়ী ও দিন আনি দিন খাই শ্রমিকদের কাজ নেই।পথের ধারের ছোট ছোট দোকানীদের ব্যাবসাপাতি বন্ধ। শঙ্কর লাল জানেন না কবে আবার তেনারা ফুটপাতে গরম গরম পুরী, সবজি রেঁধেবেড়ে পথচলতি মানুষদের এবং নিজের ক্ষুধা নিবৃত্ত করে সুস্থির হবেন। হায়দার জানেন না তাঁর রঙ্গীন সানগ্লাস আর কোনদিন বাবু বিবির চোখে উঠবে কিনা.. এ কদিন 'ওইসব' অঞ্চলে সুইগি, জোমাটোর বোলবোলাও বন্ধ; এ সওয়ায় ডেলিভারি বয়দেরও নাস্তানাবুদ হতে বাকি নেই। নেই বাসার মানুষদের নাকি এতদূর স্পর্ধা, তারা বলচেন,  রাস্তার কুকুর আর বাঁদরদের মতো তাদেরও রাজধানীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়া চলচে বেশ কিছুদিন ধরে।

    প্রায় দেড় দু লক্ষ মানুষ কোথায় মাথা গুজবেন এবং পেটে কী গুঁজবেন, ঠাওর হচ্চে না , অথচ ভগবানকে ডেকেও কোন সদুপায় হয়ে উঠচে না কারণ ভগবান সম্ভবত নিদ্রা গিয়েচেন। তবে জনান্তিকে এমন কথাও শোনা যাচ্ছে, কোথাও কোথাও.. যেখানে দেবতাদের পায়ের ধুলো পড়ার শঙ্কা থাকচে না, সেখানে  আকাশের নীচে ঢালাও চাঁদোয়া ও মাটির উপরে ঢালাও শতরঞ্চি পেতে গণশয্যার উত্তম ব্যবস্থা হয়েছে। গণকরের অর্থে এমন গণপ্রীতিকর কার্য্য উপলক্ষে অপ্সরা ও গন্ধর্বেরা ইতিমধ্যেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি কচ্চেন, তাইতেই গতকাল আমাদের গাড়ির কাচ ঝাপসা হয়ে যাচ্চিল।

    হুতোম এ লেখনী শেষ কত্তে কত্তেই দিনমণির তাম্বুল চর্চিত অধর থেকে গড়গড়ার নলটি যথাকিঞ্চিত সরে গিয়েচে। এইবার তিনি নেশায় নিমজ্জিত হবেন। ত্রিযামাদেবী এখন থেকেই  তেঁতুলজলের বন্দোবস্ত করে রাখচেন। আগামীকাল ভোরে দিনমণির খোঁয়ারি কাটলেই  শুরু হবে মোচ্ছব। 

    মোচ্ছবেন জয়তে..
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xor | 182.69.***.*** | ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৩523413
  • yes
  • বিপ্লব রহমান | ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৫523442
  • বার্লিন দেয়ালেও ধসে পড়েছিল। yes
  • dc | 2401:4900:4df2:a75d:c52:bd0b:4bc1:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৫523447
  • ব্যাপক হয়েছে laugh
     
    তবে কিনা এতো বড়ো মোচ্ছবে একটাও গৌমাতা দেখা যাচ্ছে না কেন? আমি তো ভাবলাম বাইডেন থেকে ঋষি, সব্বাইকে একজন করে গৌমাতা ন্যাজ তুলে আশীর্বাদ করবে! এ ভারি অন্যায়। 
  • Aranya | 2600:1001:b053:1231:9a1:2e7a:85d0:***:*** | ০৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৪523456
  • দারুণ
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:63c3:79e3:1b21:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২৩ ০২:২৬523467
  • বাইডেন সাহেব খুবই খুশি হবেন। ওনার নিজের দেশেও বাড়ী ঘর হারা উদবাস্তদের ভদ্রলোকের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। কোন বিশেষ উৎসবের দিনে নয়, সারা বছরই।
  • তামিমৌ ত্রমি | ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৪৬523469
  • হায় রে..কতই রঙ্গ দেখি দুনিয়ায়.. 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন