এখন হাওয়ায় গোলা-বারুদের গন্ধ,অণু অণু মৃত্যু, পলে পলে, রন্ধ্রে রন্ধ্রে
মিশে যাচ্ছে-ঘাড়ের উপর বরফ শ্বাস,
হৃদয় ভুলে যাচ্ছে উষ্ণতার ভাষা।
ঘুড়ির কাঁপের মতো শিরদাঁড়া যে ওর,
ওদের সবার-তিরতির করে কাঁপছে -
যেকোন মুহূর্তে নুয়ে পড়বে, শুয়ে পড়বে,
মিশে যাবে আভূমি প্রণামে ও শিরোনামে।
অস্ত্র ছুঁড়ছো? ছোঁড়ো।
পাথর ফেলছো? ফেলো।
কালি ঢালছো? ঢালো।
এ সবকিছু বৈজয়ন্তী মালা হয়ে যাবে।
এসময় দাঁড়িয়ে থেকো না, লড়াই করো
গান দিয়ে, সুর দিয়ে, হাজার হাতে প্রেম নিয়ে,
অর্ফিউসের বাঁশির সুর কমে এলো,
এখন শিঙার সুরেই শৃঙ্গার করো প্রিয়ে।
এ যুদ্ধক্ষেত্রে, রক্ত প্রান্তরে, রক্তবর্ণ আকাশতলে
তুমি একা, সম্পূর্ণ একা, কোন সিংহও নেই এখন,
অসুর অদৃশ্য থেকে নিয়ত অন্ধ বালুঝড় তোলে,
লড়াই করো, লড়াই করো, করো দৈত্য হনন।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।