এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • %% | 49.206.***.*** | ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫544870
  • Meta is acquiring Manus for over $2 billion, making the deal one of the most high-profile AI purchases this year.
  • লাটভিয়া থেকে বলছি | 185.135.***.*** | ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:১৩544869
  • ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
            কালনিমে | 103.245.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৭544849
    • @২০ঃ১১ - আমার দেওয়া কবিতা টা কিন্তু এলোমেলো নয় মোটেও- কবি পুরন্দর ভাট লেখা - আর এই মুহূর্তে ভাটে খুবই সুপ্রযুক্ত
    •  
    • &/ | 151.14.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৩২544850
    • ভাটিয়ালিতে চিরকালই 'উৎকুন মৎকুন মশক মূষিকাদির নিত্যসেবা' হয়, তাই প্রায় সবই সুপ্রযুক্ত সর্বদাই। কদাচিৎ একেবারে লাগামছাড়া হয়ে গেলে খুলিগুহার পুলুশরা আসেন। ঃ-)
    বেচারা কালনিমে... হাঃহাঃহাঃ 
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    • Bratin Das | ৩১ ডিসেম্বর ২০২৫ ০০:১৩544865
    • শ্রী মল্লার এবং অন্যান্য যারা কবিতা লিখছেন
      লিখে যান। কারোর কথায় কান দেবেন না heart
    এত্তো এত্তো কো-বিতা লেখার পরও মৌলিক মানালী, বিদ্রোহী নবীন সেন ..বেচারারা বোতিনের উৎসাহ বাক্যে নামোল্লেখ করে মেনশনটুকুও পেল না... আহারে ... দেখে বুক ফেটে যায় দুঃখে 
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    • কৌতূহলী | 115.187.***.*** | ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:১০737405
    • আপনার সব লেখার মত এটাও বেশ তথ্যসমৃদ্ধ। তবে এখানে আরও কিছু প্রসঙ্গের অবতারণা করতে পারেন। রাষ্ট্রের সাথে ধর্মের বিচ্ছিন্নকরণ কখন থেকে শুরু হয়েছে , বর্তমানে উপমহাদেশে কেন সেক্যুলার পলিটিক্সকে সাইড করে ধর্মাশ্রয়ী দক্ষিণপন্থী রাজনীতি জিতছে , এসব। 
    এতো চমৎকার ইয়ের পরেও মানালী কৌতূহলীর কৌতহল মেটালো না ... ট্র্যাজিক এক কথায় 
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  • Prodip Kumar Bhattacharjee | ৩১ ডিসেম্বর ২০২৫ ০২:৩৭544868
  • শব্দবাজি - এর  ভক্ত দের একটু দেখতে চাই, আসলে ওনাদেরই ভক্ত নিজেই তো ....... ওনাদের কনটেস্ট গুলো দারুন আগ্রহসূচক, আগ্রহের বিষয়ই বটে 
  • aranya | 2601:84:4600:5410:d142:53a6:1b01:***:*** | ৩১ ডিসেম্বর ২০২৫ ০০:৫৩544867
  • পাই-এর পোস্ট টা ভাল লাগল 
  • Bratin Das | ৩১ ডিসেম্বর ২০২৫ ০০:১৩544866
  • আটোজ, এবারে বই মেলায় আসছো? 
  • Bratin Das | ৩১ ডিসেম্বর ২০২৫ ০০:১৩544865
  • শ্রী মল্লার এবং অন্যান্য যারা কবিতা লিখছেন
    লিখে যান। কারোর কথায় কান দেবেন না heart
  • Bratin Das | ৩১ ডিসেম্বর ২০২৫ ০০:১১544864
  • আটোজ বললে বিশ্বাস করবে না
    যৈবন কালে মুদ্রা স্ফীতি নিয়ে একটা পদ্য লিখেছিলুম সেটা পড়ে বিদ্যামন্দির  আর স্কুলের  ছেলেরা গুছিয়ে খিস্তি করেছিল। কিন্তু  আমি কিছু মনে করি নি...
     
    যাগগে এবার পদ্য  টা শোনো:-
     
    "রুমঝুম রুমঝুম 
    রিমঝিম রিমঝিম 
    সেদিন ও পাওয়া যেত 
    এক টাকায় দুটো ডিম" wink
  • π | ৩০ ডিসেম্বর ২০২৫ ২৩:৫০544863
  • ছ'বছরে হারমোনিয়মে মনে পড়ল, আমার মা আমার ৪-৫ বছর বয়সে হারমোনিয়ম কিনে এনে দিয়েছিল ( আরো ছোটবেলায় আমাকে পাড়ার স্টেজে উঠে রেডিও থেকে শুনে শেখা আরবিট সব গান মাইকের সামনে  গাইতে শুনে,  গাইতেই হলে ঠিক করে শিখে গা, এইসব বলেটলে +  বাবা আমার সারাদিন বাড়িতে আরবিট নেচে বেড়ানো দেখে নাচের স্কুলে ভর্তি করার ইচ্ছা প্রকাশে ভয় পেয়ে গিয়ে, ভয় - কারণ ছোট থেকে অত যত্ন করে শেখা মায়ের প্রাণের প্রিয় নাচ বিয়ের পর বন্ধ হয়ে গেছিল, পাছে আমারো তাই হয়, যাতে আমি কোনভাবেই তালিম নিয়ে নাচ না শিখি) ।  তো সেই হারমোনিয়মের বেলো অব্দি আমার তখন হাতই পৌঁছত না, রিডে বাজাতাম, মা কি দাদা বেলো করে দিত :),  তার কিছুদিন বাদে পুরো ঝুঁকে,  হারমোনিয়মের উপর প্রায় শুয়ে পড়ে নিজেই বেলো করতুম :)

    পরে ভাল হারমোনিয়ম বাজিয়েদের শুনে বুঝেছি, ওই বাজানোটাও একটা বড় আর্ট। যদিও এই শিল্পীদের কজন সেভাবে পরিচিতি পান!   তবে গাইয়ে বাজিয়েদের নিজেদের মহলে ভালই খাতিরদারি আর চাহিদাও ছিল কয়েকজনের! 

    আমার নিজের খালি মনে পড়ে, এক লোডশেডিং এর স্কন্ধেবেলার কথা।  যেদিন প্রথম আবিষ্কার করলাম, বাজাতে গেলে আর না দেখলেও চলে!  বা ছোটবেলার সেইদিন,   যেদিন প্রথম স্বরলিপি না দেখে প্রথম বাজাতে পারলাম, বা সেইদিন, আরেকটু বড়বেলায়,  যেদিন নিজে, কখনো না শেখানো মিউজিক নিজে হারমোনিয়মে বাজাতে পারলাম, টাইটান ঘড়ির বিজ্ঞাপনের সেই মিউজিক -  মোজার্ত ২৫,  তারপর মোজার্ত ৪০,  তারওপর আরাবিয়ান নাইটসের সিম্ফনিগুলো।  কী যে আনন্দ হত বাজাতে, বাজাতে পেরেও!  কী ছোট ছোট ব্যাপার ছিল, খুবই সহজ, অন্তত পিয়ানো বা অন্য যন্ত্রের জটিলতা কিছুই প্রায় নেই, তাও কী যে মজা লাগত, এসব ছোটখাটো ব্যাপারেই!  শুধু মজা না, অবাকও। কিছু না দেখে হাতের আঙুল কীভাবে জেনে যায় কীসের পর কোন চাবি ছোঁয়ালে কোন সুরের দরজা খুলবে!  
    পরে তো আরো অবাক হয়েছি, যখন প্রো লেভেলের বাজিয়েদের একেবারে অচেনা সুরে সঙ্গত, বা বলা ভাল যুগলবন্দী করতে শুনেছি।  গায়কের সুর, একেবারে প্রথমবার শুনেই সেরকমটি বাজিয়ে দিতে। তারপর তাকে ইম্প্রোভাইজ করে নিজেরাই সুর রচনা করে ফেলার ম্যাজিক করতে!   প্রথমটা যাওবা পারা যায়, পরেরটার জন্য সুরের সাধনা লাগে, বা সুর নিয়ে জন্মাতে...প্রকৃত শিল্পীরা জাদুগর হন। 
  • Manali Moulik | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৫০544862
  • সবচেয়ে কঠিন বাদ্যযন্ত্র রুদ্রবীণা। তারপরই সেতার। 
    জানতাম না।
    ধন‍্যবাদ আপনাকে।
    ধন‍্যবাদ @শ্রীমল্লার।
  • %% | 2406:7400:10c:a018:9cf8:8513:44d7:***:*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৪৬544861
  • বেহালা বাজানো কঠিন কারণ কোনো ফ্রেট থাকে না। বরং উকুলেলে সোজা, ফ্রেটশুদ্ধ চারটে তার থাকে।
  • শ্রীমল্লার বলছি | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪544859
  • যে-কোনও সময়েই শুনি! শুনে থাকতে পারো... 
    পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়... 
     
  • &/ | 151.14.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৮544858
  • সঙ্গীতে কানের (আর কান ও মনের সংযোগের )একটা ব্যাপার আছে সম্ভবত। সঙ্গীতে সংশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে শুনেছি কান কচি বয়সে নাকি অনেক বেশি অনুভবক্ষম থাকে, তাই কচি বয়স থেকে শেখা শুরু করলে কানে-মনে জিনিসটা অপেক্ষাকৃত সহজে ধরে যায়। অপেক্ষাকৃত বেশি বয়সে কান শক্ত আর মন কড়া পড়া হয়ে যায় (দুনিয়া শক্ত কিনা! তার সঙ্গে মোকাবিলা করতে করতে), তখন শেখা বেশ কঠিন ব্যাপার।
    তবে এসব সবই আপেক্ষিক ব্যাপার। অনেকে হয়ত চিরকৈশোরের দেবদূতের মতন থেকে যান, তাঁরা যে কোনো বয়সেই যেকোনো ব্যাপার ঝটাং পটাং করে তুলে নিতে পারেন।
  • কৌতূহলী | 115.187.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩544856
  • আমাদের স্যার বলতেন , সবচেয়ে কঠিন বাদ্যযন্ত্র রুদ্রবীণা। তারপরই সেতার। 
  • Manali Moulik | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৩২544855
  • এখানে সেতার সম্পর্কে কেউ ইন্টারেস্টেড?  বা দক্ষতা আছে?   এই বাদ‍্যযন্ত্রটির প্রতি একটা অদ্ভুত রোমান্টিক আকর্ষণ অনুভব করি। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:২৭544854
  • @যন্ত্রসংগীত
    আমি শুনেছি বেহালা গিটারের থেকে শেখা শক্ত। যদিও ঠিক ভুল জানি না। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:২১544853
  • এতটা বয়সে পৌছে(৩৩ এর পর) বোধহয় প্রাচ্য পাশ্চাত্য এই দুধরণের সঙ্গীতে ব্যুৎপত্তি সম্ভব না বোধহয়। আমার ৩২-৪০ বয়সের ইন্টারভ্যালে এর মধ্যে তিনটে ইচ্ছে আছে ১) যে কোন একটা ইনস্ট্রুমেন্ট (গিটার/পিয়ানো) শেখা ২) ওয়েস্টার্ন ক্লাসিক্যালে হাতেখড়ি ৩) পি এইচ ডি। এর জন্যই বয়সের কথাটা বারবার জিজ্ঞেস করি। পি এইচ ডি নিয়েও জিজ্ঞেস করেছিলাম এখানে , আবার করব কিছুদিন পর। 
     
    @যন্ত্রসঙ্গীত , সঙ্গীত বিষয়ক মতামত অনেক ধন্যবাদ আপনা(দের)কে। 
  • সঙ্গীত বিষয়ক মতামত | 165.225.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৫১544852
  • --- কিন্তু এইসব শিল্পের বেশিরভাগ তো প্রচুর উদ্বৃত্ত সম্পদওয়ালা ধনীদেরই দখলে। তাঁরাই উপভোগ করেন, তাঁরাই স্পন্সর করেন।
    যে কোন শিল্প (industry) ও কি প্রচুর উদ্বৃত্ত সম্পদওয়ালা ধনীরাই চালান না? ক্যাপিটালিজম তো সেভাবেই চলছে। ফলভোগ বোধহয় কেবল ধনীরা করেন না। creative Art য়ের ক্ষেত্রেও একই ব্যাপার। 
     
    যেকোন শিল্পশাখাতেই একটা মিনিমাম প্রশিক্ষণের বিষয় থাকে, সেটা বিহনে সেই বিষয়ে আগ্রহের গভীরতা থাকা মুশকিল। ক্ল্যাসিকাল (প্রাচ্যই হোক কি পাশ্চাত্য) কান তৈরী হওয়া জরুরি, সেটা বড় বয়েসেও হতেই পারে, নিজের চোখে দেখা। ইন্টারনেট তো এখন প্রচন্ড সুযোগ করে দিয়েছে।    
  • যন্ত্রসঙ্গীত | 165.225.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৪১544851
  • কৌতূহলীর জন্যে আমিও দু-পয়সা দিয়ে যাই। 
    আমি কিন্তু ইলেক্ট্রনিক কীবোর্ড/ সিন্থেসাইজার শেখা/ বাজানোয় উত্সাহই দেব যদি পিয়ানো ব্যবহারের মত পরিস্থিতি (বাড়িতে স্থান অকুলান, দামের ব্যাপার ইত্যাদি) না থাকে! 
    [ডিঃ কোন বাদ্যযন্ত্রেই আমার শিক্ষা নাই, কেবল পিয়ানো-শিক্ষিতদের / শিক্ষকদের দেখেছি তাঁরা  অত্যন্ত নিরুত্সাহিত করেন কীবোর্ডে শিখতে। কীবোর্ডে শিখলেন, কিন্তু বাজাতে হবে পিয়ানোতে - সে অত্যন্ত দূরূহ কাজ)  
    বয়েসের ব্যাপারে এটুকুই অভিজ্ঞতা - এসব ইন্স্ট্রুমেন্টই অতি অল্প বয়স - চার পাঁচ বছর - থেকেই শেখা সম্ভব, কোন নির্দিষ্ট কিছু আগে শিখতে হবে সেরকম নিয়ম নাই। তবে অনেক সময় পিয়ানোর ক্ষেত্রে শিক্ষকরা ছয়  বছর বয়সের আগে শেখাতে চান না - হাতের তালু একটু বড় হতে লাগে (খানিকটা হারমোনিয়ামের মত ব্যাপার)! 

    আরেকটা কথা - স্ট্রিং ইন্স্ট্রুমেন্টে বেহালাও কিন্তু খুব ভাল অপশান।   
     
  • &/ | 151.14.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৩২544850
  • ভাটিয়ালিতে চিরকালই 'উৎকুন মৎকুন মশক মূষিকাদির নিত্যসেবা' হয়, তাই প্রায় সবই সুপ্রযুক্ত সর্বদাই। কদাচিৎ একেবারে লাগামছাড়া হয়ে গেলে খুলিগুহার পুলুশরা আসেন। ঃ-)
  • কালনিমে | 103.245.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৭544849
  • @২০ঃ১১ - আমার দেওয়া কবিতা টা কিন্তু এলোমেলো নয় মোটেও- কবি পুরন্দর ভাট লেখা - আর এই মুহূর্তে ভাটে খুবই সুপ্রযুক্ত
  • &/ | 151.14.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:১৮544848
  • সম্পাদক ঈশেনের একটা বেশ ভালো লেখা দেখলাম বাংলা বই বাংলা ভাষা ভাষায় সংস্কৃত ফার্সি পালি প্রাকৃত ইত্যাদি সবকিছু কীভাবে কীভাবে ছিল বা আছে, বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্লিচ করার যে চেষ্টা চলছে তাতে কী গণ্ডগোল হচ্ছে এইসব নিয়ে- সেই লেখাটা সাইটে কেউ দিন না!
  • &/ | 151.14.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ২০:১১544847
  • সেই বিখ্যাত রিডিকুলাস 'জানালায় কাক আমি তো অবাক' টাইপের জিনিস নিয়ে আগে সাইটে অনেক আলোচনা হয়ে গেছে :-) 
  • কালনিমে | 103.245.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২544846
  • শশধর ধরেছে শশক, মহীতোষ মেরেছে মশক/ দুজনেই স্ব স্ব কাজে পটু..
  • শ্রীমল্লার বলছি | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:২০544845
    • কৌতূহলী | 115.187.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২544844
    • "@শ্রীমল্লারবলছি @মানালি মৌলিক 
      গানের কথায় পুলক বন্দ্যোপাধায়ের রেঞ্জ অবাক করে দেওয়ার মত। যিনি '' তোমার ভুবনে ফুলের মালা আমি কাঁদি সাহারায়'' এর মত কথা লিখেছেন , তিনিই আবার '' উরি উরি বাবা'' গানের কথাকার। ভাবা যায়!" 
     
     
    @কৌতূহলী এটা ম্যাজিক! heart
  • কৌতূহলী | 115.187.***.*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২544844
  • @শ্রীমল্লারবলছি @মানালি মৌলিক 
    গানের কথায় পুলক বন্দ্যোপাধায়ের রেঞ্জ অবাক করে দেওয়ার মত। যিনি '' তোমার ভুবনে ফুলের মালা আমি কাঁদি সাহারায়'' এর মত কথা লিখেছেন , তিনিই আবার '' উরি উরি বাবা'' গানের কথাকার। ভাবা যায়! 
  • Bratin Das | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪544843
  • কেন হে? sad
     
    তোমাদের  মতোন বয়সে গুরুতে ৪-৫ ঘন্টা আড্ডা দিতুম
  • Bratin Das | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৩544842
  • বোধি দা, তোমাকে একটা ভালো নিক সাজেস্ট  করবো? wink
     
    দুলালের তালমিছরি( ৫০ বছর আগেও ছবি আর সই থাকতো বা,এখনো নেই) 
     
    যদিও বোধি দার সূক্ষ্ম উইটে আমার ভরসা আছে। তবু তবু ভাটে কদিন যা চলছে তাই ডি: ম: লিখু দিনু!! wink
  • %% | 2406:7400:10c:a018:9cf8:8513:44d7:***:*** | ৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৩544841
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত