র২হ | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৫
"শ্রীমল্লার সারাক্ষন সমৃদ্ধ হওয়ার তালে থাকেন। তা বেশ, এই তো সমৃদ্ধ হওয়ার বয়স।"
কী যে বলেন...! কিন্তু একটা সৎ স্বীকারোক্তি দিয়ে যাই, যে যা ভাববেন ভাবুন... কথাটা এখানেই বলি...
কৃষ্ণনগরে আজকে একটা দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে আমি সামনে থেকে কখনও দেখলেও, তাঁর মুখ আমার মনে নেই। পরে শুনলাম, আজ দুপুরেই সেই ব্যক্তি আরও অনেকের সঙ্গে আড্ডা দিয়েছেন ( সেই আড্ডায় উপস্থিত একজন বলছিলেন, তাঁর কথা )... দুপুরের পরে বা দুপুর গড়ানোর পর পর সম্ভবত চলন্ত বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। তিনি বাইক চালাচ্ছিলেন.... এই হল ঘটনা! ঘটনাটা এই কারণেই বললাম, আসলে আমার দুর্নাম আছে এই ব'লে যে, আমি মৃত্যু নিয়ে খুব বেশিই ভাবি! এই ঘটনাটা শোনার পরে আমার মাথায় যে চিন্তাগুলো এল:
১) কাজগুলো গুছিয়ে নিতে হবে। যে-কোনও মুহূর্তে আমি 'নেই' হ'য়ে যাওয়ার আগেই!
২) আমার সময় অল্প— তাই এখন আর অন্যের জীবন যাপন ক'রে লাভ নেই।
৩) হাতের কাছে, যাঁর যা লেখা পাচ্ছি— সক্কলের লেখা খুউব মন দিয়ে প'ড়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি।
৪) প্রেমে বিচ্ছেদ হলে, আগে মনখারাপ হতো। এখন প্রেমে পড়ার সময় হাতে কম। তারচে' কাজে ব্যস্ত থাকার সময়ই দীর্ঘ। একা এসেছি, একা চলে যেতে হবে। সঙ্গে কেউ যাবে না। যায় না।
এবং শেষমেশ,
৫) বাড়িতে মা-বাবাকে বলেই রেখে দেব ঠিক করেছি, যদি মা-বাবার আগে আমার মৃত্যু হয়, সেই দিনের মুখোমুখি হওয়ার জন্য যেন তাঁরা প্রস্তুত থাকে। মনখারাপ হবেই, কিন্তু দু'জনে যেন নিজেকে সামলে উঠতে পারে। আর আমার কোনও ডাইরির কবিতা যেন কখনও কোত্থাও প্রকাশিত না হয়!
ওই মানুষটার মৃত্যু আমার কানে কানে যেন বলে চলেছে: ''প্রস্তুত হও, আমি আসছি!"