এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপরিচিত | 2409:40e1:cf:2672:8516:a4c:bfb5:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯544057
  • ও আচ্ছা, অপরিচিত রবীন্দ্রসঙ্গীত বলতে আপনার অপরিচিত।
  • শ্রীমল্লার বলছি | ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:২৪544056
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৩২
     
    বৌদ্ধধর্মের মরণাসতী সূত্ত পড়লাম আবারও। এই অংশটা ভাবায়... 
     
     
    The Blessed One said, “Mindfulness of death, when developed & pursued, is of great fruit & great benefit. It gains a footing in the deathless, has the deathless as its final end. Therefore you should develop mindfulness of death.”
  • Manali Moulik | 2401:4900:7330:7ea8:f5d2:4e5b:d580:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ১০:০০544055
  • রাগ ও গানের সুর-লয় সম্পর্কে আমার কিছুই জানা নেই। তবে কণিকা ব‍্যানার্জী পরিচালিত ভানুসিংহের পদাবলীতে অনেক অপরিচিত গান আমরা শুনতে পাই।
  • | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৬544054
  • 'গর্ধভ'!! - এই বানান কি মাননীয়ার অবদান? নাকি তাঁর আগের মহান সময়ের? laugh
    নয় ওটা দ।  শব্দটা গর্দভ। 
     
  • dc | 2402:e280:2141:1e8:497d:e5d0:4add:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:১৯544053
  • "যাতে প্রত্যহ নিজেকে মনে করিয়ে দেওয়া হয় যে জীবন অনিত্য" - এইটা একদম ঠিক কথা। এইজন্যই আমি প্রত্য্হ নিজেকে মনে করাই, কবে চলে যাবো ঠিক নেই, তার আগে যতো পারো খেয়ে নাও। পটোল তোলার আগে যতোরকম ভালো ভালো খাদ্য পানীয় যা পাওয়া যায় চেখে দেখতে হবে। 
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:১১544052
  • "এই অভ্যাসটা একটা প্রক্রিয়া। যাতে প্রত্যহ নিজেকে মনে করিয়ে দেওয়া হয় যে জীবন অনিত্য।"
     
    তার জন‍্য কফিনে যে শুতে হবে তার কোন মানে নেই। 
     
  • সমৃদ্ধ হতে চাইলে | 103.2.***.*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:২৬544051
  • আর কিছু না হোক, ভানুসিংহের পদাবলীর যে রেকর্ডটা কণিকা ব্যানার্জ্জী পরিচালনা করেছিলেন, তাতেই অনেকগুলো ভালো গান আছে।


     
  • যথেষ্ট পরিচিত | 103.2.***.*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:১৯544050

  • রাগ: দেশ-কীর্তন (মোটেই মিশ্র জয়জয়ন্তী নয়)
    তাল: ত্রিতাল
    রচনাকাল (বঙ্গাব্দ): 1284
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1878
    স্বরলিপিকার: ইন্দিরা দেবী

    ভানুসিংহের পদাবলীর বিখ্যাত গান এটা।
    https://www.tagoreweb.in/Songs/bhausingha-thakurer-podabali-gitabitan-512/sotimir-rajani-sachakito-sajani-9154
  • গর্ধভ | 103.2.***.*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৬:১২544049
  • এই অভ্যাসটা একটা প্রক্রিয়া। যাতে প্রত্যহ নিজেকে মনে করিয়ে দেওয়া হয় যে জীবন অনিত্য।
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৫544048
  • "বডি মাইন্ড কমপ্লেক্সের সঙ্গে আইডেন্টিফাই করলে এমন বহু আজব সমস্যা হয় বটে! "
     
    একদম! সে আর বলতে। 
    এদিকে অনিত‍্য, অনাত্ম, দুঃখ ইত‍্যাদি নিয়ে বিস্তর জ্ঞানদান করেন ।
  • :|: | 2607:fb90:bd32:6554:85bc:4da1:8189:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৫:২৫544047
  • মনে হয় মৃত্যু ভয় থেকে এমন করেন। ভালোই করেছেন কিছু বলেননি। বডি মাইন্ড কমপ্লেক্সের সঙ্গে আইডেন্টিফাই করলে এমন বহু আজব সমস্যা হয় বটে! 
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৫:০৮544046
  • এক্কেবারে হক কথা চতুষ্কোণ । আমার শুনে মনে হয়েছিল এসব করার দরকার কি? তারপর আর বলার ইচ্ছে হয়নি। 
  • :|: | 2607:fb90:bd32:6554:85bc:4da1:8189:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৪:৫১544045
  • কিন্তু সে অভ্যাসে কি লাভ? উনি তো কফিনে থাকবেননা। থাকবে ওনার দেহ। আর ওনার দেহ তো অবশ্যই উনি না। উনি তো অসীম অনন্ত। বিয়ন্ড টাইম স্পেস। দেহ যদি ওনার হতো তবে তো উনি সেটা কন্ট্রোল করতে পারতেন। কিন্তু সেটা তো পারেননা। ইচ্ছে হলে আঠারোর দেহেই থাকতে পারতেন। পঞ্চভূতের দেহ সময়ের কন্ট্রোলে আসে যায় তার সঙ্গে ওনার কি তো কোনও শাশ্বত সম্পর্ক নাই। যারপরনাই অদ্ভুত ব্যাপার যা হোক! 
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৩২544044
  • বাহ শ্রীমল্লার, আপনার stoicism অনুসরণ করার ব্যাপার জেনে ভারি ভাল লাগল। বৌদ্ধধর্মের মরণাসতী সূত্ত পড়েছেন হয়ত, নাহলে পড়ে দেখতে পারেন্,
     
     
    এই প্রসঙ্গে বহুলবছর আগে শোনা একটি কাহিনি মনে পড়ল। এ কাহিনি জ্যাক কর্ণফিল্ড নামে এক বৌদ্ধ উপাসক ও পণ্ডিত ভদ্রলোকের মুখে শুনেছিলাম। জ্যাকবাবু ভিক্ষু আনালাও নামে জনৈক বৌদ্ধ সন্ন্যাসীকে তাঁদের Massachussetscএর Barre সেন্টারে আমন্ত্রণ করে এনেছেন, ভদ্রলোকের দিন কয়েক সেখানে  থাকার কথা। ভিক্ষু আনালাও এসে নানা কথাবার্তার মধ্যে জানতে চাইলেন জ্যাক ও তাঁর সঙ্গীসাথীরা ওনার শোবার কী বন্দোবস্ত করেছেন। জ্যাক বললেন তা সে সেন্টারে আর আলাদা কি হবে, খাট বিছানা যেমন থাকে। শুনে ভিক্ষু আনালাও গম্ভীর মুখে বললেন, না না ওরকম খাট পালঙ্কে তিনি শোন না। ওনার জন্য একটি মাপসই কফিন আনবার বন্দোবস্ত করতে হবে, উনি ঐ কফিনে পরের পাঁচ ছ রাত কাটাবেন। কারণ জিজ্ঞাসা করাতে বলেছিলেন যে একদিন তো পাকাপাকিভাবেই কফিনে জায়গা হবে, তাই এখন থেকেই তিনি প্রতিরাতে কফিনে শোবার ব্যবস্থা করেছেন। 
  • র২হ | 2600:6c5a:15f0:1f40:a099:45cb:eade:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০২:৫১544043
    • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৮
    • ... দুর্নাম আছে এই ব'লে যে, আমি মৃত্যু নিয়ে খুব বেশিই ভাবি! এই ঘটনাটা শোনার পরে আমার মাথায় যে চিন্তাগুলো এল:...
     
     
    হ‍্যাঁ, একেকজন একেক রকম ভাবে, সেটাই স্বাভাবিক। আমার আবার বিশ্বাস যে ক'দিন বেঁচে আছি সে ক'দিন আমি অমর অজর অক্ষয় আমি অব‍্যয়। আর তার পরের সকল বাঙালীর সার্বজনীন অনাগতবিধাতা শ‍্যামলাল। 'আমি' ব‍্যাপারটাকে অনর্থক গুরুত্ব দিয়ে লাভ নেই, ও আসলে অত বড় কিছু না।
  • শ্রীমল্লার বলছি | ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:৫৯544042
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:৩৫
     
    আমাকে 'তুমি' বলেই সম্বোধন করতে পারেন। আপনি আমার জেঠুর বয়েসী। এবারে আপনার প্রশ্নের জবাব দিই। হ্যাঁ, ওই বইগুলো পড়েছি। কিন্তু এসবকে সরিয়ে রেখে, যদি আপনার ওই প্রশ্নের জবাব দিই— 
    "শ্রীমল্লার কি stoicism অনুসরণ করেন?" 
    তাহলে বলব, একেবারে ঠিক ধরেছেন! আপনার অনুমানই সত্যি!  
  • শ্রীমল্লার বলছি | ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:৪৮544041
  • Manali Moulik | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩০
     
    আচ্ছা, সেই বয়ফ্রেণ্ড কি আসলেই Chat GPT? অনেক অসঙ্গতি চোখে পড়ল। ভাল ক'রে খুঁটিয়ে দেখলাম।পদমাধুর্যসম্পন্ন গান এটা রবীন্দ্রনাথের লেখা নয়। আর তাছাড়া, মিশ্র জয়জয়ন্তী নামে কোনও একক রাগের কথা তো আমার জানা নেই। laugh
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০১:৩৫544040
  • "ওই মানুষটার মৃত্যু আমার কানে কানে যেন বলে চলেছে: ''প্রস্তুত হও, আমি আসছি!" "
     
    শ্রীমল্লার কি stoicism অনুসরণ করেন? 
    Marcus Aurelius এর Meditations পড়েছেন নিশ্চয়ই, 
    বাংলাভাষায় বিশেষ "Memento Mori", নিয়ে লেখা বিশেষ দেখিনি। 
    আপনার পোস্ট পড়ে মনে হল লিখি। 
    বজ্রযানে বার্দো (Bardot) নামে একটি ব্যাপার আছে, যেখানে মৃত্যুর মুহূর্তে এবং মৃত্যু পরবর্তী চিন্তা চেতনার কিছু উন্মেষের বর্ণনা রয়েছে।  
    Seneca র Letters from a Stoic পড়েছেন হয়ত। 
  • অরিন | ১৪ ডিসেম্বর ২০২৫ ০০:৫২544039
  • "ধুর, মেসি হায়দ্রাবাদে গিয়ে খেলেওছে। কলকাতা পারল না , কোন মানে হয় 
    অপদার্থ সব পলিটিশিয়ান "
    এটা কি ব‍্যাপার অরণ‍্য? কলকাতা কি পারল না? 
  • দ্বিতীয় দেবরায়+ বিদ‍্যুৎমালা | 2401:4900:3f00:6dee:f00f:ea97:a7af:***:*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০০:৪৫544038
  • @aranya শৈবাল মিত্র, দিব‍্যেন্দু পালিত পড়েছেন?  "সহযোদ্ধা" উপন‍্যাসটি?  নকশাল আন্দোলনের উপর একটি গবেষণামূলক  আসলে এটা সম্পূর্ণ চৈনিক ইতিহাস, ভারত-চিন সম্পর্ক ও সবটা নিয়ে দুর্ধর্ষ বই আছে শ্রী নারায়ণ স‍্যানালের "চিন-ভারত লংমার্চ"  এটা পড়া যেতে পারে। মহাশ্বেতা দেবী ও আজিজুল হক ছাড়াও শ্রী সুধীর করণ, জয়শ্রী রাণা, বাসু আচার্য এনারা এটা নিয়েই লিখেছেন। 'বাঙালনামা'  আগে প্রকাশিত হতো এসব নিয়ে। রিসেন্ট সুধা ভরদ্বাজের একটি অসামান‍্য বই পাবলিশড্ হয়েছে।
  • Rimbaud | 162.25.***.*** | ১৪ ডিসেম্বর ২০২৫ ০০:৪৫544037
  • কাজ বলতে কোবতে লেখা? আর্তুর রাবো কুড়ি বছর বয়সে কোবতে লেখা ছেড়ে আফ্রিকায় কাঠচেরাইয়ের কলে যোগ দিতে চলে গিয়েছিল। তার আগেই সে ছোকরা লিখে ফেলেছিল 'নরকে এক ঋতু'। ওহে শ্রীমোল্লার, তুমি কি সেরকম কিছু লিখেছ বাওয়া? 
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৮544036
  • র২হ | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৫
     
    "শ্রীমল্লার সারাক্ষন সমৃদ্ধ হওয়ার তালে থাকেন। তা বেশ, এই তো সমৃদ্ধ হওয়ার বয়স।"
     
    কী যে বলেন...! কিন্তু একটা সৎ স্বীকারোক্তি দিয়ে যাই, যে যা ভাববেন ভাবুন... কথাটা এখানেই বলি... 
    কৃষ্ণনগরে আজকে একটা দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে আমি সামনে থেকে কখনও দেখলেও, তাঁর মুখ আমার মনে নেই। পরে শুনলাম, আজ দুপুরেই সেই ব্যক্তি আরও অনেকের সঙ্গে আড্ডা দিয়েছেন ( সেই আড্ডায় উপস্থিত একজন বলছিলেন, তাঁর কথা )... দুপুরের পরে বা দুপুর গড়ানোর পর পর সম্ভবত চলন্ত বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। তিনি বাইক চালাচ্ছিলেন.... এই হল ঘটনা! ঘটনাটা এই কারণেই বললাম, আসলে আমার দুর্নাম আছে এই ব'লে যে, আমি মৃত্যু নিয়ে খুব বেশিই ভাবি! এই ঘটনাটা শোনার পরে আমার মাথায় যে চিন্তাগুলো এল: 
    ১) কাজগুলো গুছিয়ে নিতে হবে। যে-কোনও মুহূর্তে আমি 'নেই' হ'য়ে যাওয়ার আগেই!
    ২) আমার সময় অল্প— তাই এখন আর অন্যের জীবন যাপন ক'রে লাভ নেই। 
    ৩) হাতের কাছে, যাঁর যা লেখা পাচ্ছি— সক্কলের লেখা খুউব মন দিয়ে প'ড়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। 
    ৪) প্রেমে বিচ্ছেদ হলে, আগে মনখারাপ হতো। এখন প্রেমে পড়ার সময় হাতে কম। তারচে' কাজে ব্যস্ত থাকার সময়ই দীর্ঘ। একা এসেছি, একা চলে যেতে হবে। সঙ্গে কেউ যাবে না। যায় না। 
    এবং শেষমেশ, 
    ৫) বাড়িতে মা-বাবাকে বলেই রেখে দেব ঠিক করেছি, যদি মা-বাবার আগে আমার মৃত্যু হয়, সেই দিনের মুখোমুখি হওয়ার জন্য যেন তাঁরা প্রস্তুত থাকে। মনখারাপ হবেই, কিন্তু দু'জনে যেন নিজেকে সামলে উঠতে পারে। আর আমার কোনও ডাইরির কবিতা যেন কখনও কোত্থাও প্রকাশিত না হয়! 
     
    ওই মানুষটার মৃত্যু আমার কানে কানে যেন বলে চলেছে: ''প্রস্তুত হও, আমি আসছি!" 
     
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৫১544035
  • ধুর, মেসি হায়দ্রাবাদে গিয়ে খেলেওছে। কলকাতা পারল না , কোন মানে হয় 
    অপদার্থ সব পলিটিশিয়ান 
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৮544034
  • আজিজুল হক বেশ জনপ্রিয় ছিলেন এক সময়, বিশেষতঃ 'কারাগারে ১৮ বছর' বেরোনোর পর 
  • lcm | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৭544033
  • সুয়ারেজকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে মেসির বগলের তলা দিয়ে হাত ঢুকিয়ে কাছে টেনে এনে ছবি তুলেছেন বিশ্বাসবাবুরা... এমন কাতুকুতু মেসিরা সামলাতে পারে নি...
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৭544032
  • তা আছে, বয়স্ক লোকেদের :-)
  • lcm | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৪544031
  • নকশাল আন্দোলন নিয়ে মধ্যবিত্ত বাঙালির একটু বেশি রোমান্টিকতা (অনেকের মতে আদিখ্যেতা) আছে ... 
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৪১544030
  • 'দেখি পরের বার কলকাতা গেলে অরূপ বিশ্বাস কে দেখার সুযোগ হয় কিনা' :-)
     
    মেসি, সুরারেজ এদের মাঠে একটু হাঁটা, দর্শকদের দিকে হাত নাড়া - এটুকু করতে দিলেই লোকে খুশী হত। বল পায়ে নামতেও হত না 
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৮544029
  • 'আমার খালি আড্ডা লঘু পরিহাস জীবনে একটু মজা এসবের দিকে নজর' - আমারও তাই :-)
     
    আশা করি কোন একদিন সাধের বাওজামা বাগানে আড্ডার সুযোগ হবে 
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৬544028
  • ৭০ দশক ভুল বললাম, ধরা যাক ১৯৬৯  থেকে ১৯৭৫ - এই সময়কালে। 
    সমরেশ বসু-র মহাকালের রথের ঘোড়া বার হয় ১৯৭৭ এ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত