এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৫544027
  • দেখি পরের বার কলকাতা গেলে অরূপ বিশ্বাস কে দেখার সুযোগ হয় কিনা... যাকে দেখার জন্য এত মানুষ এত টাকা দিয়ে টিকিট কেটেছেন তার যদি একটু দর্শন পাওয়া যায়...
  • র২হ | 2607:fb90:e33c:cd34:dceb:5f2f:ac38:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৫544026
  • মেয়ের বাদ‍্যযন্ত্রপ্রতিভার অডিশনে এসেছি - ওয়ার্ম আপ/ মহড়া ঘরে। বড় একটা হলঘর তাতে কোটি কোটি পোলাপান বিভিন্ন বদখত ধরনের বাজনা প্র‍্যাকটিস করছে নানান সুরে। বেহালা সানাই বাঁশি এসব রেগুলার জিনিস ছাড়াও মহাজাগতিক ভেঁপু, তক্তার ওপর ঠুকে ঠুকে বাজানোর জিনিস, দানবীয় তারাবাদ‍্য - কী নেই। মাথা ঝিমঝিম করছে উফ।
     
    শ্রীমল্লার সারাক্ষন সমৃদ্ধ হওয়ার তালে থাকেন। তা বেশ, এই তো সমৃদ্ধ হওয়ার বয়স। আমার খালি আড্ডা লঘু পরিহাস জীবনে একটু মজা এসবের দিকে নজর।
    আকবা, হেসে নিই এ দু'দিন বই তো নয়।
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩২544025
  • নকশাল আন্দোলন নিয়ে বহু লেখা হয়েছে, ৭০ দশকের পরে, যখন লিখলে কোন ঝুঁকি নেই। 
    সবচেয়ে জনপ্রিয় বোধহয় কালবেলা। সুনীলের পূর্ব পশ্চিমেও নকশাল আন্দোলন এসেছে 
  • Manali Moulik | 2401:4900:3f00:6dee:f00f:ea97:a7af:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:৩০544024
  • যেসমস্ত ব্রজবুলি ভাষার পদাবলী আমরা শুনে থাকি তার সংখ‍্যা মোটে 8/9 টা এতো বললাম। তার বাইরে কবিগুরু বেশকিছু পদমাধুর্যসম্পন্ন গান রচনা করেছিলেন। এসবের খোঁজই হয়তো জানতাম না। তেমন ও  বললে আমি খাতায় নোট করে নিই। একটার গীতির দ্বিতীয় অংশ তুলে দিচ্ছি, দেখুন তো আপনারা এটার সঙ্গে পরিচিত কিনা। ভানুসিংহের পদাবলী, রাগ : মিশ্র জয়জয়ন্তী (সেটা কী, আমার বোধগম‍্যের বাইরে)
     
           সহসা রাধা চাহল সচকিত
              দূরে খেপল মালা।
    কহল, "সজনী শুন, বাঁশরী বাজে
         কুঞ্জে আওল কালা!"
    চমকি গহন নিশি, দূর দূর দিশি
          বাজত বাঁশী সুতানে।
    কন্ঠ মিলাওল,  ঢলঢল যমুনা
         কল কল কল্লোল গানে।।
      হাসিত বয়ানে ফূল্ল নয়ানে
          কুঞ্জে আওল কালা,
      সঙ্গিনী মেলয়ি, নাচল গাওল 
            উলসিল রাধিকা বালা
    কহতহু ভানু - শুন গো কানু
       পিয়াসিত গোপিনী প্রাণ।
    তোহার প্রীতি বিমল অমৃতরস
         হরষে করবে পান।।
     
  • lcm | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:২৯544023
  • নকশাল আন্দোলনকে কেন্দ্র করে সুনীল যদি কোনো লম্বা উপন্যাস না লিখে থাকেন... ভালো করেছেন... ঐ এক জিনিস নিয়ে আর কতজনই বা লিখবেন...
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:২২544022
  • হ্যাঁ, আমিও ওর বয়ফ্রেণ্ডের লেখা পড়তে চাই। আর কিছু না-হোক, যদি অন্তত কিছুটা হলেও (যদি নতুন কিছু পাওয়া যায় ) নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাই! smiley
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১৮544021
  • হাজার চুরাশির মা বোধহয় ১৯৭৪ এ বই হয়ে বেরোয়। নকশাল আন্দোলন স্তিমিত, তবে ধরপাকড় চলছে তখনও, সিদ্ধার্থ শংকরের জমানা। সে সময় এমন লেখা লিখতে গাটস লাগে। 
    সুনীলকে একবার জিগিয়েছিলাম - ৭০ এর দশকে বাংলার প্রথিতযশা সাহিত্যিকরা নকশাল আন্দোলন নিয়ে প্রায় কিছুই লেখেন নি, মহাশ্বেতা ব্যতিক্রম, বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে লেখাপত্র চোখে পড়ে। এটা কেন, সাহসের আভাব? রেগে গেলেন :-)
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১২544020
  • হুতোর সাথে একমত। মানালি-র বয়ফ্রেন্ড খুবই ইন্টারেস্টিং ছেলে, মনে হচ্ছে, গুরুতে লিখলে দারুণ হবে :-)
  • aranya | 2601:84:4600:5410:dcbc:fc01:c1ba:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:১০544019
  • পুরনো ভাট পড়ছিলাম। ব্যাধখন্ড বইটা আছে আমার কাছে, ছুঁয়ে যাওয়া লেখা। যে গল্প গুলোর কথা মানালি লিখেছ, তারও অনেকগুলো পড়া। মহাশ্বেতা দেবীর অনেক বই কিনেছি এক সময়, ওর লেখা খুঁজে পড়তাম - শারদীয়া আজকাল, বর্তমান, নবকল্লোল ইত্যাদিতে, ইন্টারনেট পূর্ববর্তী যুগের কথা।
  • Manali Moulik | 2401:4900:3f00:6dee:f00f:ea97:a7af:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫২544018
  • r2h  ধন‍্যবাদ। আসলে মুশকিল হলো,  শুনতে আশ্চর্য লাগলেও তার 'হারাইয়া ফেলি চকিতে'  জাতীয় একটা ব‍্যাপার রয়েছে। আর সোশ‍্যাল মিডিয়া বা এসব খুবই কম। 
    রিসেন্ট জানতে চেয়েছিলাম, কমলকুমার মজুমদারের লেখা নিয়ে। তো 'সুহাসিনীর পমেটম'  যদি না পড়া থাকে তবে নাকি বাংলা সাহিত‍্যের গঠনগত দিক বোঝা যাবে না জানলাম। এটা নাকি সত‍্যজিৎ রায়ের "পথের পাঁচালি" -র জবাব?  শোনা যায়, সন্দীপন চট্টোপাধ‍্যায়ের সঙ্গে এ নিয়ে ওনার বাগবিতন্ডা হয়েছিলো। সে যাই হোক,  আমি "দেশের শ্রেষ্ঠ গল্পসংকলন" -এ  ওনার লেখা "মতিলাল পাদরি" পড়েছিলাম। কিছুই বুঝিনি। উনি 'লেখকদের লেখক।' এসব শুনি আর কী....  
    বড়ায়ি রাধার যে বর্ণনা দিচ্ছে, তার থেকে পরবর্তী বৈষ্ণব সাহিত‍্যে রাধা ও চন্দ্রাবলী কীভাবে পৃথক হয়ে যাচ্ছে সেটাও ওর থেকে জানা।
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:২১544017
  • মন্তব্য | ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:১৭
     
    আপনাকে আমি একসমুদ্র ভালোবাসা জানাচ্ছি.... 
     
    এই যে আপনি লিখলেন, "আপনার কিছু লেখা ভাল লাগে, কিছু লেখা, বক্তব্য ভাল লাগে না!" 
     
    আমি যে কী খুশি হয়েছি দেখে! আপনি যে আমার লেখা পড়ছেন, তাতেই আমার খুউব ভাল লাগছে। খুব খুব ভাল থাকবেন। 
  • মন্তব্য | 2600:1002:b060:5434:7dcf:4896:cfd9:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:১৭544016
  • "আমার লেখা ভাল লাগেনি?"
    শ্রীমল্লার - আপনার কিছু লেখা ভাল লাগে, কিছু লেখা, বক্তব্য ভাল লাগে না! কিন্তু সে তো রবীন্দ্রনাথ থে মলয় রায়চৌধুরী সবার বক্তব্য সম্পর্কেই সত্য। 
    আপনার অল্পবয়েসী ফ্রেশ স্পিরিট ভাল লাগে। তবে নিশ্চিতকরে বলতে পারি, এইটে দুনিয়ার সবার জন্যে সত্যি - ' আমাকে দেখুন' - সর্বদা এই মনোভাব ভারি অসভ্য লাগে! অস্বীকার করি না, কবি সাহিত্যিকদেরও বানিজ্যমুখী হতে হবে এই বাজারপ্রবণ মার্কেটে, তাও একটা মাত্রা থাকা বাঞ্ছনীয়, এমতই মনে করি। 
    আর হ্যাঁ, এধরণের মার্কেটিং য়ের শ্রেষ্ঠ জায়গা হয়ত ফেসবুক। 
  • r2h | 134.238.***.*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:০৮544015
  • মানালি বরং বয়ফ্রেন্ডকেও ধরেবেঁধে গুরুতে নিয়ে আসুন। বেশ একটা মধুরগম্ভীর ব্যাপার হবে।
  • এই টই | 2600:1002:b060:5434:7dcf:4896:cfd9:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:০৮544014
  • আহা, এইটার কথাই তো কোথায় যেন হল সেদিন ...
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:০৭544013
  • r2h |   ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৬
     
    "হলেও হতে পারতো প্রেম" 
    টইটা ঘুরেফিরে দেখে আসব... 
     
    তবে, r2h আমার লেখা ভাল লাগেনি? যদিও খুববেশি তো লিখিওনি...... smiley
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫২544011
  •  | ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩৯
     
    হ্যাঁ, দিদি! সেইসময়ে ক্রীড়ামন্ত্রী ছিলেন, মদন মিত্র। আর খবরে পড়লাম, ওই আপনি যা বললেন, এরকম বাজে ব্যবস্থাপনা ছিল না। হ্যাঁ, সহমত— টাকাটা ফেরত নেওয়াই উচিত দর্শকদের....  
  • | ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩৯544010
  • মেসি আগেও একবার এসছিল না? ২০১২ তে বোধহয়।  এরকম বাজে ব্যবস্থাপনা ছিল না তো।  দর্শকদের উচিৎ  কেস টেস করে টাকা ফেরত নেওয়া। 
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৩544009
  • মুখে মুখে শুধু মেসি.... মানে এই...... এই...... ঘটনা ফিরছে মুখে মুখে। রাস্তার চায়ের দোকান থেকে নিজের বাড়িও........ কর্ণকুহরে তুলো গোঁজার মতো অবস্থা....   
  • ভালবাসা নিও, পিসি | 2402:3a80:4318:df39:778:5634:1232:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৫544008
  • মেসি ঠিক আছে, আপনারা চিন্তা করবেননা। এখানে সকলের কাছে পিঠে পৌঁছেছে তো ভালো করে? আমি শুনেছি টিকিট থেকে অনেক পিঠে তৈরি হয়েছিল, আমি অরূপকে বলে দিয়েছি।
  • Manali Moulik | 2401:4900:3f00:6dee:f00f:ea97:a7af:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ২০:১৫544007
  • ন‍্যাতারা মেসির সঙ্গে সেলফি তুলেছে...
  • b | 117.238.***.*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭544006
  • মেসিকে দেখতে না পেয়ে বাওয়াল করেছে জনতা। এও  কি বিজেপির চক রান্তো ? 
  • b | 117.238.***.*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯544005
  • বোদাগু
    আপনি একটু রেফারেন্স দিন, ঐ বাইরের জগতের। মানে আমি এখানে যে খবরের কাগজ পড়ি, তারাও ঐ সরকারপক্ষ ইত্যাদি।
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১544004
  • Manali Moulik |  ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫
     
    মাথাটা খারাপ হ’য়ে যাবে! কী যে দিনকাল পড়ল, বয়েসে ছোটরাও আমার সঙ্গে মজা ক’রে যাচ্ছে সমানে! আমি আর কিচ্ছু শুনতে চাই না। পালাই বাবা... এমনিতেই লেখাজোখা থেকে কিছুটা অবসর নিয়ে এখানে আসছি, আবার লেখায় ফিরছি... তায় তোমার সমুদ্রসমান জ্ঞান! লেখা আমার হাত ছাড়ল ব’লে... এই পালাচ্ছি... তুমি লিখতে থাকো, ভাল বোঝো যা... 
  • Manali Moulik | 2401:4900:3f00:6dee:f00f:ea97:a7af:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫544003
  • @শ্রীমল্লার না না। এটা একদমই তা নয়। যা যা হয়েছে তা পুরো ছেপে দিলাম। ঘটনা পরম্পরা যাকে বলে, এখানে দেখানোর কিছু নেই সবটাই সত‍্য বর্ণনা। তবে হ‍্যাঁ,  তার কথা বলতে গেলে আমি বেশী বলে ফেলি এটা ঠিক। সেই রবীন্দ্রনাথের ছোটোগল্প  "জয়-পরাজয়" তে একটা প্রশ্ন উঠেছিলো, বাক‍্য অপেক্ষা শ্রেষ্ঠ কে? উত্তর হলো কেউ না। ব্রহ্মা চতুর্মুখে বাক‍্যকে শেষ করতে পারছেন না, বিষ্ণু বাক‍্যে তল খুঁজে না পেয়ে ধ‍্যানযোগে মগ্ন হয়েছেন,  অষ্টবসু বাক‍্যের অনুসন্ধানে দিকভ্রান্ত, মহেশ্বরের পিনাক ও ডম্বরুর বজ্রনিনাদও বাক‍্যের স্রোতকে ছাপিয়ে উঠতে পারে না।  এ কিছুটা তেমনই। এখন নিজেকে অনেক সংশোধন করতে হবে। 
    সেট থিওরি আর জাভা প্রোগ্রামিং যেমন আমার কাছে দুর্বোধ‍্য, তার প্রিয় বিষয়। মধ‍্যপ্রাচ‍্যের কূটনীতির ধারাগূলো নখদর্পণে, আমি সমৃদ্ধ হই। ভ‍্যান গঁগ, পিকাসোর ছবির সঙ্গে ড্রিম অ‍্যান্ড ফেজ অফ প‍্যারাডক্স জেনে আশ্চর্য হলাম, পরে ডাউনলোড করে অ‍্যাপালেশিয়ান সেন্টার ফর স্লিপ স্টাডিজ -এর জার্নাল পড়ে নিজের ধারণা ক্লিয়ার করলাম। তাও আমি ০.০০১ শতাংশে পৌঁছতে পারিনি। কবিতা ও গল্প যেহেতু আমার একটি পছন্দের বিষয়, তাই একটু অহমিকা ছিলো, স্বীকার করছি। সেদিন প্রশ্ন করেছিলো আর্নেষ্ট হেমিংওয়ে রচিত ছয়টি শব্দের পৃথিবীর ক্ষুদ্রতম অণুগল্প সম্পর্কে। যা উনি ফিদের কাস্ত্রো ও চে গ‍্যেভারার সামনে একটি ইয়টে বসে রচনা করেন। সেটাও জানতাম না। জেনে সমৃদ্ধ হলাম।  স্ক‍্যান্ডিনেভিয়ার ভাষাগতবৈশিষ্ট‍্য যে বাক‍্যাংশগত, সেটাও তার থেকে শেখা। ব্রজবুলির পদমাধুর্য তো আমাকে চুম্বকের মতো টানে, কিন্তু ভানুসিংহের পদাবলীর মোটে আট-নটা গান আমাদের শোনা। কবিগুরু যে ২২ টির বেশী ওইরকম অনিন্দ‍্যসুন্দর পদাবলী লিখেছিলেন, সেও তার সংগ্রহ। প‍্যারাসেলসাসের পুরো নাম না জেনেই অ‍্যালকেমি আর প্রোটো-সায়েন্সের ইউরোপ নিয়ে বকছিলাম, তো ঝাড় খেলাম। ফিলিপ্পাস অরেলিয়াস থিওফ্রাসটাস ব্রমব্রাটাস ভন য়োহেনহাইম যে প‍্যারাসেলসাস, তা ওর থেকেই জানা। 
    যাক যা বলছিলাম, ওর লেখা কবিতাগুলির কথা। যতদূর বুঝি, সংস্কৃত শব্দ ঘেঁষা, অমিত্রাক্ষর আর মাইকেল মধুসূদন দত্তের ধাঁচ অনুসরণ করা। এখন সুমা কিয়েন আর প‍্যান চাও -এর উপর আমার আগ্রহ ছিলো বলে বলেছিলো, প‍্যান-চাও হলেন Christan de Pisan রচিত "The history of ancient Greek and Chinese women" গ্রন্থে উল্লিখিত এক স্মরণীয়া নারী। চৌ বংশের প্রথম মহিলা কবি। ক্সিয়া আর শ‍্যাঙ নিয়েও আমার ডাউট ক্লিয়ার করেছে সে। এটাই আর কি বলার....  
    ও হ‍্যাঁ, হেইয়ান - কো  এবং মুরোমাচি (জাপানের দুই যুগপর্ব)  নিয়ে প্রথম মহিলাকবি মুরাসাকি শিকিবু যে "গেনোজি মোনোগাতারি" নামক প্রেমের কাব‍্য লিখেছিলেন সেটাও ওর ভাষায় অনবদ‍্যভাবে বুঝিয়েছিলো। কাওয়াবাতা ও মিশিমা সম্পর্কেও ও  জানিয়েছিলো।  ❤❤❤
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০544002
  • dc | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১
     
    না না। 
    গরম ভাতের সঙ্গে ভালবাসা খেতে দারুণ লাগে। খেয়ে দেখেছি। smiley
  • শ্রীমল্লার বলছি | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৬544001
  • Manali Moulik | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩
     
    তবুও না বলার কিছু নেই বলেও অনেক কিছুই বলা হ’য়ে  গেল। তবে একটা ব্যাপার খেয়াল করেছ কি?— তুমি কতটা জানো, সেটা অনেক বেশি দেখিয়ে ফেলছ! ( আমি কোথাও কোনও ভুলঠিক ধ’রিয়ে দেওয়ার কেউ নই, কিন্তু চোখে পড়েছে, পড়ে— তাই বললাম ) কোনও বিশেষ কারুর নাম করব না। আমার সীমিত জ্ঞানে জানা এমন অনেক বাঙালি সাহিত্যিকের লেখায় দেখেছি, তাঁরা জানতেন অনেক। কিন্তু দেখাতেন কম। সেই আমার শেখা, যত বেশি জানব তত বেশি লোককে দেখাব না। কেননা, আমি কিছুই জানি না। 
  • dc | 2a09:bac3:3f47:a8c::10d:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১544000
  • খুবই কঠিন ভালোবাসা মনে হচ্ছে। 
  • Manali Moulik | 2401:4900:3f00:6dee:f00f:ea97:a7af:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৩543999
  • না বলার কিছু নেই। ভালোবাসা ইত‍্যাদি পড়ে-টড়ে নিজেকে খুব জ্ঞানী ভেবেছিলাম। অনুরূপভাবে ব‍্যক্তিপ্রেম ও মনস্তত্ত্বেই আমার ধারণা সীমাবদ্ধ ছিলো, ভালোবাসা মানে যে দুটিমানুষের বাইরেও কিছু আছে, আছে সমাজ, বৃহত্তর বৃত্ত এটা মগজে ছিলো না। যা হয়, ওই একসাথে পথ হাঁটা, ছেড়ে যাওয়া, কাছে থাকা, গোধূলির মেঘ, সন্ধ‍্যার রাজপথে একাত্ম হয়ে হাঁটা, প্রেমে দূরত্ব ও সময় দিয়ে গতিবেগ নির্ণয় করা...এইসব একবস্তা বাক‍্যি মগজস্থ ছিলো। তার এসব শুনলে মাথার যন্ত্রণা করে। ক্লারা জেটকিনস্, ফ্রাঞ্জ মোহারিং আর জন রিডস্ পড়ে জ্ঞান দিতাম, মুখের ওপর স্টিফেন কোকতিন, হাইনাৎস লাইপম‍্যান (অশোক গুহর অনুবাদ), মন্তিস্লাভস্কি, লুক্সেমবার্গ, ইজাক ডয়েশ্চার, ইগনাসিও রোমানেট আর নিকোলা ভ‍্যাসপারভ্ ছুঁড়ে দিয়েছে। দু-লাইন কাফকা বললে দস্তয়েভস্কি ঝাড়া মুখস্থ বলে, নগুগি ওয়া থিওংগ -এর "ইন দ‍্যা হাউস অফ ইন্টারপ্রিটার" নিয়ে একবার বলতে গিয়েছিলাম, নাইজেরিয়া আর কেনিয়ার সাম্রাজ‍্যবাদের পার্থক‍্য জিজ্ঞাসা করলো আর ড্রাকেন্সবার্গের কী একটা... পালিয়ে এলাম। প্রাচীন গ্রিস নিয়ে তারপর একটা জুনিয়র ম‍্যাগাজিনে খেটেখুটে প্রবন্ধ লিখলাম, থ্রেসিম‍্যাকাস আর অ‍্যাডাইমেন্টাসের সঙ্গে স্টোয়িকবাদের পার্থক‍্য মুখস্থ করে দিতে বললো, এখনো তাই করছি। বিষ্ণু দে রচিত 'ঊর্বশী ও আর্টেমিস" পড়তাম বলে নামডাক ছিলো, নাকের উপর কমলকুমার ধরে বলেছে, "এনার নাম শোনা আছে চোদ্দপুরুষে?" 
        তো এইসব আর কী!   
     
  • দারুণ | 103.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫543998
  • বোদাগু ফিরে এসেছেন এ এক দারুণ ব্যাপার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত