এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৯:৩৭539385
  • তোরা রান্নার রেসিপি শেয়ার কর। এম পি জায়নবাদী ফ্লেভার এনে দেবে। আমি বিদায় নেব।
  • পাপাঙ্গুল | 103.24.***.*** | ১৭ জুন ২০২৫ ১৯:১৫539384
  • শান্তি স্বস্ত্যয়ন
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৯:১৪539383
  • https://www.theguardian.com/commentisfree/2025/jun/17/iranian-people-liberty-prosperity-israel-iran-missiles.                        ইরানের মানুষ গত একশো চোদ্দ বছর ধরে নিজেদের আত্মসম্মান আর অধিকারের জন্যে লড়ছে l এখন ইরানে একটা নির্বাচিত সরকার আছে , সেই সরকার কূটনৈতিক আর রাজনৈতিক দিক থেকে যথেষ্ট মুন্সিয়ানা দেখাচ্ছিলো গত এক বছরে আর তার মধ্যেই এই ইসরাইলি আগ্রাসন , ইরানের মানুষের বিরুদ্ধেই চরম আগ্রাসন l ইরানের মেয়েদের মুক্তি দেবে ট্রাম্প আর নেতানিয়াহু যারা নিজেরা আকণ্ঠ দুর্নীতির অভিযোগে আর নেতানিয়াহ জেনোসাইড কোরেছে l এরা আনবে মুক্তি ?
  • উফ্‌ বাবাগো | 2401:4900:7086:219e:9e71:15f6:6e0d:***:*** | ১৭ জুন ২০২৫ ১৯:০৯539382
  • কী করলে এই দুটো আপদ বিদেয় হবে? 
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৮:৪২539381
  • মনে হয় জাপানি দাওয়াই এর ভয় দেখাবে। তৃতীয় বিশ্ব যুদ্ধ হতে গিয়ে থেমে যাবে।
  • কোকিল | 65.49.***.*** | ১৭ জুন ২০২৫ ১৮:২৭539380
  • ট্রাম্প বলছে ৪৮ ঘন্টায় সব সমাধান হয়ে যাবে। সেই সমাধান হবে যুদ্ধবিরতির চেয়েও ভালো। তার মানে মোল্লাগুলো আত্মসমর্পণ করবে বা ইরান ছেড়ে পালাবে। ছেলেমেয়েরা বসন্ত উদযাপন করবে।  
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৮:২০539379
  • ভারত বর্ষ গড়ার সময় অনেক গোজামিল ছিল। সেগুলো মেলাতে ভারতকে খন্ড খন্ড করতে কোন সমর্থন দেব না। এর কোন শেষ নেই। মোল্লাদের আলাদা রাষ্ট্র দিতে হয়েছে। তখনকার নেতাদের আপনার মত জামাতিদের পিটিয়ে দেওয়া উচিত ছিল। এখন অখন্ড ভারত হয়ে এগোব। আমেরিকাতে কোন মুক্তি যুদ্ধ হলে বাংলাদেশের মুক্তি যুদ্ধের মত সমর্থন দেব। আমার বক্তব্য বোঝার মত বুদ্ধি নেই। পাকিস্তান থাকলে ইসরাইল ও থাকবে ব্রিটিশদের পাপের চিহ্ন হয়ে। ইসরাইল হামাসের মত হিংস্র ইঁদুরের হাত থেকে রক্ষা করতে লড়তে শুরু করেছিল। ইরান নাক গলাতে গেল কেন?
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৮:১০539378
  • ভারত বর্ষে যদি জাত পাত হীন শোষণহীন কোন সমাজ গড়ার লড়াই হয় তাতে যদি বৈদেশিক শক্তি সমর্থন করে বা তাদের সাহায্য নিতে হয় আমার বলার কী থাকবে? আমি সমর্থন করব।
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৭:২৯539377
  • @ প্রবীরজিৎ , এই দেখুন ইরানের ইহুদীরা যুদ্ধে ইরানকেই সাপোর্ট করছে l  https://www.jpost.com/middle-east/article-858031.                  
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৭:২১539376
  • @ প্রবীরজিৎ , ইরান আম্রিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল করছিলো ঠিক সেসময়ই ইসরাইল আক্রমণ করলি যখন নেতানিয়াহু নিজে রাজনৈতিক ভাবে প্রবল চাপে ছিলো l এটাকে আন্তর্জাতিক আইন ভেঙ্গে আগ্রাসন বলা হয় l মুক্ত চিন্তার দেশের সংজ্ঞা কি আপনার কাছে ? ইস্রাঈল মুক্তচিন্তার দেশ নাকি আম্রিকা মুক্তচিন্তার দেশ ? মোরদেকাই ভানুনুর নাম শুনেছেন ? এডোয়ার্ড স্নোডেনের ? আর দেশের বাইরের শক্তির মদত নিয়ে স্বাধীনতা আনতে চাইলে , কাশ্মীরি টেররিস্টদের বা খালিস্তানীদের দোষ কোথায় ? ভারত অর্থনৈতিক অবস্থা কিরকম ? মাথাপিছু আয় দেখলে ভারতের থেকে ইরান অনেক এগিয়ে আছে l তাহলে তো ভারতেও বাইরে থেকে গণতন্ত্র আনবার জন্য যুদ্ধ করা উচিত আপনার আর সুষুপ্ত পাঠকের কথা অনুযায়ী আর আপনার সেটাকে সমর্থন করা উচিত !!! 
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৭:০৬539375
  • মুসলিম দেশগুলো হয় ধ্বংস হবে নয়তো মুক্ত চিন্তার দেশ হবে। অর্ধেক আকাশ তো বোরখায় ঢাকা। এর জন্য দেশের বাইরের শক্তির মদত লাগবে। ভিতর থেকে গড়ে ওঠা বিপ্লব বিশেষ কিছু করতে পারবে না। 
  • খরচ | 64.62.***.*** | ১৭ জুন ২০২৫ ১৬:৩৪539374
  • ইরানে মোল্লারা অত্যন্ত অজনপ্রিয়। তরুণ প্রজন্ম আর মেয়েরা মনেপ্রাণে চায় মোল্লাতন্ত্র নিপাত যাক। ট্রাম্প আর নেতানিয়াহু তাই চাইছে মোল্লাদের মেরে আরব বসন্ত আনতে। এই যুদ্ধ বেশীদিন চললে ইরানের সেনাবাহিনীও বিদ্রোহ ঘোষণা করবে। তাই খামেনেই আর বাকি মোল্লাগুলো এখন যুদ্ধবিরতি চাইছে। 
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৬:০৭539373
  • মোদি ও কাটবে ট্যাক্স আমেরিকা ও কাটবে। যুদ্ধ যখন হচ্ছে নাগরিকদের মূল্য দিতেই হবে। ইরান টাকা কোথা থেকে পাচ্ছে। ধর্ম যুদ্ধ তাই আল্লা পাঠাচ্ছে কি? এড়ে তর্ক না করে একটা হ্যাজ নামানোর এই হামাস যে কান্ড শুরু করল তারপর  ইরান কিভাবে জড়াল। আমি কারুর সমর্থক নই।
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৬:০০539372
  • রকেট ছুড়লে যারা লুকোতে পারবে না তারা মরবে। এমন কোন কনডম আবিষ্কার হয়নি যে বোমা ফেললে নিরীহ লোকদের ক্ষতি হবে না। 
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৫:৫৮539371
  • https://archive.md/MvYgp.                        এটা খোদ ইজরাইলের খবরের কাগজ থেকে নেওয়া l যুদ্ধ করতে গিয়ে ওখানে স্কুলশিক্ষকদের মাইনে কাটতে হচ্ছে l এই তো আপনি আর সুষুপ্ত পাঠকের ফেবারিট গণতন্ত্র !
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৫:৫৭539370
  • সাদা সাম্রাজ্য বাদীরা আমাদের মানুষ মনে করে না। একটু ফর্সা মুসলিমরা ও আপনার মত বাংলাদেশি জামাতি দের মানুষ মনে করে না। ইসরাইলিরা কি মনে করে জানি না। তবে ফ্রান্স ইংল্যান্ডে দু চারজন সাদা ইহুদি কে সাহেব হিসাবে জানতাম। দেখতাম তারা অনেক বন্ধুত্বপূর্ণ । বাড়িতে নিমন্ত্রণ করত। ভাবতাম এই সাহেবগুলো ভাল। পরে জেনেছিলাম একজন আর্জেন্টাইন ইহুদি আরেকজন জার্মান ইহুদি।
     
    একজন একাডেমিক হিসাবে মনে করি ধর্ম সভ্যতার শত্রু। মুস্লিমরা ব্যক্তিগত ভাবে ভাল কিন্তু ধর্মের লোক হিসাবে বর্বর। হিন্দুদের ও সম্পর্কে তাই বলব। তাই হিন্দুত্ববাদীদের ও ওই কট্টর মোল্লাদের মত ঘৃণা করি। ভারতের স্বাধীনতা আন্দোলনে তেমন ভাবে যোগ দেয় নি অথচ দুটো পাকিস্তান বানিয়ে গণ হত্যা চালিয়েছে। এখনো মমতার মত একজন কে এরাই ক্ষমতায় রেখেছে এক কাট্টা হয় ভোট দিয়ে। যেখানেই মেজরিটি সেখানেই পাকিস্তান বানায়। 
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৫:৫১539369
  • @ প্রবীরজিৎ , আপনি যে ইস্রাঈলের স্বপ্ন দেখছেন , জানেন কি যে সেটা একটা পুলিশ রাষ্ট্র যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বললে পুলিশ হাপিস করে দেয় ! জানেন কি যে সেখানে আরব নাগরিকেদের যুদ্ধ লাগলে ইরানের রকেট থেকে বাঁচবার জন্যে কোনো শেল্টার নেই কেননা জায়নবাদী শ্বেতাঙ্গ আধিপত্যকামীরা আরব নাগরিকদের বাঁছার অধিকার সমর্থন করেনা ! আপনি আর সুষুপ্ত পাঠকেরা ইরানের মেয়েদের হিজাব পড়া নিয়ে অনেক মাথা ঘামাচ্ছেন ওদিকে ইসরাইলী রকেটে যে সেই মেয়েরাই মারা যাচ্ছে সেতো বলছেন না  !!! ভন্ড আর কাকে বলে ! https://archive.md/Zg73m https://archive.md/MvYgp
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৫:২৫539368
  • @ প্রবীরজিৎ , সুষুপ্ত পাঠকের আর আপনার এতো ইস্রাঈল প্রীতির কারণ বোঝা দায় আমার মত তৃতীয় বিশ্বের গরীবগুর্বো দেশের মানুষের l জায়নবাদীরা আমার আপনার মত বাদামী চামড়ার লোককে মানুষ বলেই মনে করেনা তাহলে আপনার এতো ইস্রাঈল প্রীতি কেন !!!
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৫:১৪539367
  • শ্রী লংকা ও তো দেউলিয়া হয়ে গেছিল। ইসরাইল দায়ী প্রমান করুন। অবশ্য আপনার সব কিছুতেই জাযনবাদ।  মিশর নাম টা আপনি না বললে আমি ইজিপ্ট আর মিশর এক ভাবতাম। এখন মনে হচ্ছে আপনি দুটো আলাদা দেশ ভাবছেন 
  • £ | 2401:4900:5d83:fda8:5cb1:8fff:fee1:***:*** | ১৭ জুন ২০২৫ ১৫:০৬539366
  • President Donald Trump dumped on French President Emmanuel Macron as he departed Canada late Monday, saying his counterpart erroneously suggested he was returning to Washington to work on a “ceasefire.”
     
    “Publicity seeking President Emmanuel Macron, of France, mistakenly said that I left the G7 Summit, in Canada, to go back to D.C. to work on a ‘cease fire’ between Israel and Iran,” Trump wrote on Truth Social. “Wrong!”
     
    “He has no idea why I am now on my way to Washington, but it certainly has nothing to do with a Cease Fire,” he went on. “Much bigger than that. Whether purposely or not, Emmanuel always gets it wrong. Stay Tuned!”
     
    Earlier, Macron said Trump had made an offer for a ceasefire between Israel and Iran.
     
    “There is an offer that has been made, especially to have a ceasefire and to initiate broader discussions,” Macron told reporters at the G7 summit in Kananaskis, Canada.
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৪:০৪539365
  • @ প্রবীরজিৎ , আচ্ছা আপনার মিসরে তো মোল্লাতন্ত্র নেই তাহলে ওখানে ইস্রাঈলের সঙ্গে শান্তি চুক্তির পরেই এরকম failed স্টেট দশা হলো কেন ? মিশরের নাম শুনেছেন তো নাকী মশাই ?
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৩:৫৪539364
  • ওগুলো মোল্লা তন্ত্রের সমস্যা। আপনি যেমন জামাতি সেই রকম এরা।  অর্ধেক আকাশ ঢেকে মোল্লা তন্ত্র চলে।ইরাক তবু অন্য পথে হেঁটেছিল। মার্কিন দালালি করে সাদাম হোসেন টার্গেট হল। ঠান্ডা যুদ্ধ বন্ধ হলে মিলিটারি কেইনিসিয়াজম কোথায় যাবে? তাই সাদাম হোসেন কে স্কেপ গোট করা হল।
  • আ খোঁ | 2402:3a80:1cd2:2a01:378:5634:1232:***:*** | ১৭ জুন ২০২৫ ১৩:৫১539363
  •  | ১৭ জুন ২০২৫
    অনেক ধন্যবাদ। মানেটা আন্দাজ করেছিলাম। কিন্তু ওই মাঝের 'ষ' টা নিয়ে একটু হোঁচট খাচ্ছিলাম। যাই হোক মহামানবের কোটে গুরু এমন ছয়লাপ যে মনে হলো মহামানবের নামের মানেটা ঠিকঠাক জেনে নেওয়াটা উচিত করে। 
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৩:৪৭539362
  • ইরানের নতুন সেনাপ্রধানও নিহত! গভীর রাতে তেহরানে সেনার সদর দফতরে হামলার পর জানাল ইজ়রায়েল
  • MP | 2401:4900:3f03:180d:5885:26f8:8e57:***:*** | ১৭ জুন ২০২৫ ১৩:৪৩539361
  • @প্রবীরজিৎ , "দেশের প্রগতিশীল সমাজ না করে এরা মিসাইল তৈরি করে।" ইরানের ইতিহাসও কিছুই তো জানেননা l দেখুন আম্রিকার ইরানের সঙ্গে আসল সমস্যা হচ্ছে যে ইরান তার নিজের তেলের অধিকার চায় এটাই জায়নবাদ মানতে পারেনা l ১৯৫৩ সাল থেকেই আম্রিকা প্রগতিশীল মোহাম্মদ মোসাদেগি সরকার ফেলে দেবার পর থেকেই এই সমস্যা চলছে l ইরান কেনো পশ্চিম এশিয়ার কোনো শাসক তার দেশের সাধারণ মানুষের জন্যে কিছু করুক এটাই তো জায়নবাদ চায়না l                                           আর মিশরের কথা বলছেন , ইস্রাঈলের সঙ্গে শান্তিচুক্তি করবার চার দশক পরে এখন মিশর তৃতীয় বিশ্বের টেক্সটবুক failed স্টেট l জনগণ ইস্রাঈল ও জায়নবাদের বিরোধী এবং  তারা গণতন্ত্র চায় কিন্তু তাদের গলার উপর বুট চাপিয়ে শাসন করে একজন সামরিক জল্লাদ আল সিসি যে ইস্রাঈলের খয়ের খাঁ l যে দেশের অর্থনীতি বাজেট এর শতকরা ৬২ ভাগ ধারশোধেই চলে যায় যদি তাহলে সেদেশের উন্নয়নের থাকলো কি ? আপনি তো অর্থনীতিবিদ , ইস্রাঈলের সঙ্গে শান্তিচুক্তির ফলেই মিশরের এখন অর্থনীতি ডুবে গেছে এটা ত অন্ততঃ আপনার বোঝা উচিত !!
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৩:৪৩539360
  • চীন তৃতীয় বিশ্ব তত্বের প্রবক্তা। তখন মার্কিন আর তাবেদার দেশগুলো একদিকে সোভিয়েত ইউনিয়নের তাবেদার দেশগুলো আরেক দিকে। বাদ বাকি এই দুই পরাশক্তির চক্করে পড়া তৃতীয় বিশ্ব। চীন নিজেকে এখানে নিজেকে ফেলেছিল। ওদিকে ভারত যুগোশ্লাভিয়া 'নাম' গ্রূপ করেছিল। নেহেরু মার্শাল টিটো অনেক লমফ ঝম্প করে সম্মেলন করত। টিটো মরার পর আস্তে আস্তে যুগসলাভিয়া ভেঙে বেশির ভাগ মার্কিন গ্রূপে চলে গেল। নেহরু মরার পর যুগ এল বিশ্বে আনবে সুদিন ইন্দিরা কোসিগিন। তবু ও চলছিল 'নাম' গান। গ্যাট এর বিকল্প সাউথ সাউথ কোঅপারেশন GSTP সাউথ ব্যাংক গড়ার চেষ্টা। কিছুই শেষ পর্যন্ত দাঁড়ায় নি। ভারত এখন দুমুখো নীতি নিয়ে চলে। রাশিয়া এমেরিকা দুয়ের সঙ্গে সম্পর্ক রাখে। চীন পাকিস্তান বাংলাদেশের ভয়ে। ইসরাইল ভারতের স্বাভাবিক বন্ধু। ভারত সরকার মনিপুরে কি করছে তার উপর এটা নির্ভর করে না। তেমনি গাজায় ইসরাইল কি করছে সেটা ও ম্যাটার করে না এই সম্পর্কে।
     
    তেমনি ভারত ইরান সম্পর্ক। এখন ইরান প্রাণ বাঁচাতে খড়কুটোর মত পাকিস্তান কে আকড়ে ধরছে। কিন্তু জানে না পাক পরমাণু বোমা মার্কিন মালিকানায়। ভারত ওদের শেষ করতে গেলে ওরা ভারতের উপর প্রয়োগ করবে। ইসরাইল দেশে নয়। 
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৩:২০539359
  • ঘুমন্ত পাঠক ঘুমিয়ে ঘুমিয়ে অনেক ভাট বকে আবার কিছু উচিত কথা বলে। যেগুলো আমি পছন্দ করি সেগুলো ছড়াই। নিজের ভাষায় বলতে গেলে কল্লা কাটা যেতে পারে।
  • PRABIRJIT SARKAR | ১৭ জুন ২০২৫ ১৩:১৫539358
  • আমি আপনার মত ওই এলাকা নিয়ে পড়াশুনা করি নি। আমি নানা জায়গায় কথা বলার সময় এটাই বলেছিলাম যে জার্মানির কিছু অংশ নিয়ে নিপীড়িত ইহুদিদের দেশ করা উচিত। এখন এটা বলি যে যা হয়ে গেছে সেটা সব পক্ষ মেনে নিয়ে শান্তিতে থাক। যেমন বাংলাদেশের সাধারণ হিন্দুরা কি করেছিল যে ওখানকার জেলাগুলো হিন্দু শূন্য করতে হবে। ওখানে যেমন ভারত ভাগ রিভার্সাল করা সম্ভব নয় ইসরাইল কে ও অটোমান সাম্রাজ্যের যুগে ফেরান সম্ভব নয়। সাম্রাজ্যবাদী ব্রিটিশদের পাপের চিহ্ন দুই পাকিস্তান ওদিকে ইসরাইল। এখন সব আরব দেশ মিশর ইসরাইল কে মেনে নিয়েছে ইরানের মেনে নেওয়া উচিত। দেশের প্রগতিশীল সমাজ না করে এরা মিসাইল তৈরি করে। এবার ইরাকের চেয়েও খারাপ দশা হবে। 
  • | ১৭ জুন ২০২৫ ১৩:১০539357
  • আঁ খোঁ
    আচ্ছা সুষুপ্ত মানে কী? 
     
    গভীর নিদ্রিত। laugh 
    (আপনি জানেন নিশ্চিত) 
     
    যারা এই আইডির পক্ষে ও বিপক্ষে লড়ে চলেছেন তাঁদের বলি বেশী উলুতপ্লুত হবেন না। যতদূর শুনেছি এই আইডিটা একটা টিম চালায়।  এটা কোন একজপ্ন ল্যা ল্যা পাবলিকের বা পাতি পাবলিকের নিজস্ব ভিউ নয়। 
    নিন এবারে আবার লড়তে থাকুন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত