এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ০৯ জুন ২০২৫ ০৮:০৭539081
  • প্লিজ টই খুলুন 
  • Ranjan Roy | ০৯ জুন ২০২৫ ০৮:০২539080
  • মহাভারত নিয়ে আমার দুটো কথা।
    সবাইকে একবার রাজশেখর বসুর  সারানুবাদ পড়তে অনুরোধ করছি।
    শস্তা সুন্দর টিকাউ। 
     
    মূল সংস্কৃত মহাভারতের ভাণ্ডারকর রিসার্চ ইনস্টিটিউট অনুমোদিত ভার্সন  অনুসরণ করা।
    সংক্ষিপ্ত,  কিন্ত কোন মূল আখ্যান বাদ পড়েনি।
    আর আছে একটি অসাধারণ ভূমিকা।
     
    আমার প্রস্তাব:
    একটা টই খুলছি,  মহাভারত নিয়ে কুইজ। 
    প্রত্যেক বার অন্তত: দশটি প্রশ্ন।  মাসে দু'বার করে।
     
    এতে সীতা-কার-পিতা গোছের জামাই ঠকানো প্রশ্ন থাকবে না। বরং থাকবে কিছু এথিক্যাল ডিলেমা নিয়ে কোশ্ন।
     
    বিনীত নিবেদন,  এর উদ্দেশ্য শুধু সবাইকে ফের  মহাভারত ঝালিয়ে নিতে প্রেরিত করা।
    আর আমি কোন গুরুঠাকুর নই।
    আপনারা সবাই আলাদা করে মহাভারত নিয়ে কুইজ প্রশ্নমালা পেশ করতে পারেন। 
     
    হোয়া ইউনিতে মাঝে  মাঝেই মহাভারত নিয়ে ভুলভাল ফাণ্ডা দেয়া হয়।
     
     আপনাদের কী অভিমত?
    অনুমতি বা উৎসাহ পেলে  আজ রাতে প্রথম  কিস্তি পেশ করব।
     
  • Ranjan Roy | ০৯ জুন ২০২৫ ০৭:৪৪539079
  • স্যান্ডি 
    স্পিভাক।  অটো কারেকশনের চোটে স্পিনার।
     
    আসলে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক নিয়েই  কথা।
    ঘুম আসছিল না, তাই ফাজলামি!
     
    কিন্ত বিজয় প্রসাদ কি সেই বাম বুদ্ধিজীবি যিনি অপারেশন লালগড় সমর্থন করে বিতর্কের কারণ হয়েছিলেন?
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০৫:২৪539078
  • কেকে, থাইল্যান্ডের মহাভারতের কথা বহুকাল আগে বলছিলে না? সেখানে কার যেন রত্নময় আঙুল ছিল? সেই থেকে আইডিয়া পেয়ে একলব্যে ধৃষ্টদ্যুম্নে গুলিয়ে দিয়ে .... :)
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০৫:২০539077
  • স্টুডেন্ট ভিসা বিষয়েও নানান ফ্যাকড়া উঠছে, চীনের স্টুডেন্ট দিয়ে শুরু করল ....
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০৫:১৮539076
  • নানারকম লড়াই , কোণায়  কোণায় 
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০৫:১৭539075
  • সাদা  কালো  বাদামী  পীত  লাতিনো .... বহুমাত্রিক  জটিলতা 
  • r2h | 208.127.***.*** | ০৯ জুন ২০২৫ ০৫:১৩539074
  • আবার অন্যদিকে একজন মাগা সাদা আমাকে দ্খে যেরকম নোংরা বাদামী বলে নাক সিঁটকাবে, একজন কড়া রাগী কালোও মোটামুটি তাই। অনেক কালো লোক বাদামী লোকেদের থেকে সাদাদের বরং তাও নিজেদের কাছাকাছি স্তরের কিছু মনে করে।
    তো ঐসব নানন কিছুই তো।
  • r2h | 208.127.***.*** | ০৯ জুন ২০২৫ ০৫:১১539073
  • গায়ের রং দিয়ে ক্ষমতার অবস্থানের বিচারটা এই যুগে বোকা বোকা লাগে।
    একজন মাগা সাদার কাছে সব বাদামী এক মনে হতে পারে, কিন্তু সমাজে একজন ব্যবসায়ী বাদামী, আইটইওলা বাদামী, ডাক্তার বাদামীর সঙ্গে একজন রিফিউজি রোহিঙ্গা বাদামীর অবস্থানের আকাশ পাতাল তফাত।
    প্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত আইটিওলাকে মাগা সাদা রাস্তায় দাঁড় করিয়ে আল কায়দা বয় বলে গাল দিলেও আসলে ঐ অবস্থানটা পাল্টায় না, কর্পোরেট দেশে মাগা সাদার চেহারাটা বড়সড় ও দাঙ্গা করার ক্ষমতা বেশি হলেও, পলিসিমেকিংকে প্রভাবিত করার ক্ষমতা কমই হওয়ার কথা।

    এমনিতে সাদা কলারদেরও গুছিয়ে হাতে হ্যারিকেন হচ্ছে, কিন্তু সে বর্ণ গন্ধ নির্বিশেষ।

    আর আবারও, স্বেচ্ছায় অভিবাসী, চালান হয়ে আসা, রিফিউজি, দক্ষ ও অদক্ষ অভিবাসী, তিনশো বছর আগে আসা অভিবাসী, প্রকৃত মূলনিবাসী - ক্ষমতার লড়াই তো মহা জটিল।
    শুধু শুধু এশিয়া আর আফ্রিকা দুইপক্ষ হতে যাবে কেন, মানে বড় বড় অবশ্যপাঠ্য সমাজবিজ্ঞানী বলে থাকলেও, এইটা আমার আজব লাগে।
  • . | ০৯ জুন ২০২৫ ০৪:৫৮539072
  • ঠিকাছে তাহলে বিজ্ঞানের আন্‌ডারেই ধার্মিক টই এর বিভাগ খোলার আবেদন করছি। এত তত্ত্ব তথ‍্য গবেষণার কাজেও পরে লাগতে পারে। হয়ত দুম করেই কিছু জিনিস আবিষ্কার হয়ে যাবে। 
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০৪:৫৬539071
  • ট্রয়  কিন্তু  পাওয়া গেছে  প্রত্ন খনন করে . 
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০৪:৫৩539070
  • কত যে টই  আছে  মহাভারত ইত্যাদি নিয়ে ! কোথায় ভেসে গেছে ​​​​​​​সব ! আবার  উঠেছে , আবার ​​​​​​​ভেসে ​​​​​​​গেছে , যেমন  হয় ​​​​​​​
     
  • r2h | 208.127.***.*** | ০৯ জুন ২০২৫ ০৪:৫১539069
  • আচ্ছা মহাভারতের যুগে কি গল্পের গোরুরা একেবারে মাটিসই থাকতো? গাছ টাছের দিকে তাকাতোও না?
    তা যদি না হয়, তাহলে সব আর কী করেই বা একেবারে নিখুঁত যুক্তিসঙ্গত পারম্পর্য মেনে হবে।
    অন্যদিকে আবার কাব্যিক স্বাধীনতার দিকটাও দেখতে হবে, একটা লোকের গায়ে খুব জোর, দিলাম লিকে তার হাজারখানা হাত, একজন লোক খুব প্রাজ্ঞ, দিলাম তার বয়স দুশো বছর বাড়িয়ে।

    এই বিষয়ে একটা জিনিস হয়েছে, আমার এক সহকর্মী একটা জিনিসের সন্ধান দিয়েছে, তার নাম স্যাটোলজি। একজন আমেরিকাবাসী খুব পণ্ডিত প্রযুক্তিবাজারের লোক, একটা তত্ত্ব এনেছেন- মিথোলজি/ মাইথলজি হল পাশ্চাত্য বদামি, সেসব সব মিথ্যে, ছেলেভুলানো মনগড়া কল্পকথা। যেমতি ঐ ইলিয়াড ওডিসি হাবিজাবি। আর ভারতীয় যা কিছু, সবই সত্যের ওপর প্রতিষ্ঠিত, তাই তা হল স্যাটোলজি। পুরান টুরান রামায়ন মহাভারত সবই সত্য ও ইতিহাস, রামসেতু ধৃতরাষ্ট্র দুর্যোধন হাঁচি কাশি টিকটিকি পুষ্পক রথ (এবং অতয়েব সুতরাং রামজন্মভূমি, রামমন্দির, উনিজি জিন্দাবাদ) সব সত্যি, সব ইতিহাস, সব বিজ্ঞান- ইত্যাদি।
  • . | ০৯ জুন ২০২৫ ০৪:৩৩539068
  • ছেঁড়াকাঁথা যেমন একটা জঁর হোক বিভাগ যাই হোক না কেন, তেমনি লসাগুকে অনুরোধ ধর্ম হোক মহাকাব‍্য হোয়াটএভার, টইয়ে নতুন বিভাগ আনুন প্লিজ। বেদ বাইবেল ত্রিপিটক রামায়ন মহাভারত পুরাণ আরাও যা যা আছে সেই সমস্ত অমূল্য আলোচনা বিশ্লেষণ একেবারে হারিয়ে যাচ্ছে ভাট সমুদ্রের মধ্যে, এগুলো সংরক্ষণ করে রাখা দরকার।
  • . | ০৯ জুন ২০২৫ ০৪:২২539067
  • মহাভারতের ওপর একটা টই খুলে দিলে হয় না?
  • :|: | 2607:fb90:bdc2:f34:a575:69be:78e3:***:*** | ০৯ জুন ২০২৫ ০৪:০৪539066
  • যুদ্ধুটা ঠেকাবার খুবই চেষ্টা করেছিলো। একশোবার শ্রীকৃষ্ণ বলেছিলেন। কিন্তু নিয়তি ইজ নিয়তি। আবনারা যাকে বলেন কার্মা। 
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০৩:১৪539065
  • বনবাসে  না  গিয়ে  সেই মুহূর্তে  যুদ্ধের  উদ্যোগ  করাই  যুক্তিযুক্ত  ছিল । কিন্তু করেনি।  
  • :|: | 2607:fb90:bdc2:f34:a575:69be:78e3:***:*** | ০৯ জুন ২০২৫ ০৩:০৬539064
  • একটা চল্লিশ: অর্জুনফৰ্জুন কোনও ব্যাপার না। একলব্য যাঁকে এতো ভালোবেসেছিলো তিনি বিট্রে করেছেন। আজও বাপমা কোনও একজন ভাই বোনকে সম্পত্তি দিলে বা বেশী ভালোবাসলে জনতা বাপমাকেই শাস্তি দেয়। তো সেদিক থেকে দেখলে দ্রোণের উপরেই রাগ হবার কথা বেশী। এখন দ্রোণের বিরুদ্ধে লড়তে গেলে একটাই অপশন। শত্রুর শত্রু সাধারণত মিত্র হয়ে যায়। তাই পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন। 
    ২:৩২ -- রাজনীতিতে পাওয়ার ইক্যুয়েশন বদলাবার জন্য ১৩/১৪ বছর অনেকটাই সময়। 
  • অরিন | 2404:4404:4405:700:3aba:f8ff:fe54:***:*** | ০৯ জুন ২০২৫ ০২:৪৬539063
  • মডেল মাইনরিটি বা ইমিগ্রান্ট প্রসঙ্গে :
     
    "The basis of most stereotypes of Indigenous and Black peoples is that their problems are caused by themselves; they are the reason for their own demise. The issues in their population are within the people, with no relation to the rest of society. They are told to work harder in order to succeed in life, to look to the ‘model minority’ groups because they’ve managed to get ahead in life by keeping their heads down and working hard. East Asians are exemplary because they don’t speak up against oppression and injustices. This myth keeps their mouths shut, in hopes of gaining unconditional acceptance into the Western world. They’re afraid to speak up because of the consequences; they’ve experienced enough to know that the punishment for stepping out of line will not be light. So, East Asians are exemplary because they’re convenient to use as a divider between the White and Black racial groups. It’s time to get over this myth because it’s just a ploy to drive a wedge between minority groups. As in the past, contemporary stereotypical imaginings of minority racial groups are more about what the White population needs, than the reality of our experiences.
    Our histories are shrouded in myth, mostly all created by our colonisers. Our identities have been contorted again and again over time for political and economic agendas, and to lessen the discomfort experienced by the White population. In reality, we are not as different from each other as we are stereotypically imagined as. The existence of these stereotypes of East Asian individuals being cold but competent and Black and Indigenous individuals being warm but incompetent only further establishes the racial hierarchy."
     
     
     
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০২:৩২539062
  • মধ্যে  ১৩ কি ১৪  বছরে  পাওয়ারের  ইকুয়েশন  বদলে গেল?  
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০২:৩০539061
  • রাজসূয়  যজ্ঞের  সময় যুধির  ওখানে করদ হয়ে আসা  রাজারা তাহলে  অনেকেই  বিরোধীপক্ষে  যোগ দিলেন  কুরুক্ষেত্র আমলে 
  • MP | 2401:4900:735a:c637:9bc6:49d1:2657:***:*** | ০৯ জুন ২০২৫ ০১:৪৩539060
  • @০১ : ২৭ , একলব্যের (বা ধৃষ্টদুম্ন্যের) দুর্যোধনের পক্ষে যোগ দেবার যুক্তিই কি অনেক বেশী নয় ? তাহলে ?
  • MP | 2401:4900:735a:c637:9bc6:49d1:2657:***:*** | ০৯ জুন ২০২৫ ০১:৪০539059
  • @ ০১ : ২১ , একটা বড় পয়েন্ট মিস হয়ে যাচ্ছে সেটা হলো অর্জুন l ভুলে গেলে চলবেনা অর্জুনের জন্যই কিন্তু একলব্যের আঙ্গুল কাটা গেছিলো l একলব্যের সঙ্গে জরাসন্ধের এলায়েন্স যদি হয়ে থাকে এটাও আরেকটা বড় পয়েন্ট একলব্যের পাণ্ডবদের বিরুদ্ধে যাবার l জরাসন্ধের মৃত্যুর কারণ তো ছিলেন কৃষ্ণ আর পাণ্ডবরাই l তাহলে কি করে একলব্য এদের পক্ষে যোগ দেবেন ধৃষ্টদুম্ন্য হয়ে ? অর্থাৎ দেখা যাচ্ছে একলব্যের ধৃষ্টদ্যুম্ন হবার পক্ষের যুক্তি সবই ভাসা ভাসা কিন্তু একলব্যের ধৃষ্টদ্যুম্ন না হবার আর্গুমেন্টস আরো বেশী সলিড !!
  • :|: | 2607:fb90:bdc2:f34:a575:69be:78e3:***:*** | ০৯ জুন ২০২৫ ০১:২৭539058
  • "তখন তাঁর বয়স হবার কথা ষাট বছর।" আজকাল তো লোকে ষাটেই বিয়ে করছেন। তো সেদিক থেকে দেখলে তো সমস্যা নাই।
  • :|: | 2607:fb90:bdc2:f34:a575:69be:78e3:***:*** | ০৯ জুন ২০২৫ ০১:২১539057
  • প্রস্থেটিক সার্জারি ভালো ছিলো। জরাসন্ধ সাহায্য করেছিলেন। ওনারও নিজের জীবনেও ভালো সার্জন দরকার ছিলো। এই ব্রহ্মহত্যার পাপটি যিনি করবেন তাঁর তো বেশ একটি স্ট্রং মোটিভ থাকা চাই! বয়েস থেকে মোটিভ সবই একলব্যের ধৃষ্টদ্যুম্ন হবার কন্সপি থিয়োরির সঙ্গে ভালো যাচ্ছে বলেই মনে হচ্ছে।   
  • MP | 2401:4900:735a:c637:9bc6:49d1:2657:***:*** | ০৯ জুন ২০২৫ ০১:১৮539056
  • @ রমিত , একলব্যের তো শুধু দ্রোণের উপরেই নয় , অর্জুনের উপরেও সমান বরঞ্চ আরো বেশী বিদ্ধেষ থাকার কথা যেহেতু অর্জুনের কথাতেই তো তার বুড়ো আঙ্গুল কাটা যায় l তাহলে একলব্যের কি করে ধৃষ্টদ্যুম্ন সেজে  অর্জুনের পক্ষে যুদ্ধ করা সম্ভব ? মহাভারত নিয়ে আমার একটা প্রশ্ন , যে কর্ণের মত একলব্যকেও কেন দুর্যোধন ব্যবহার করলেননা পাণ্ডবদের বিরুদ্ধে ? ব্যাপারটা এরকম তো হতেই পারতো যে ভীষ্ম আর দ্রোণের মৃত্যুর পরে কর্ন একলব্য আর অশ্বত্থামা তিনজনে মিলে যুদ্ধটা দেখবেন l তিনজনেই বেশ ফ্রেশ এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আর পাণ্ডবদের টুকরো টুকরো করে ফেলবেন l এরকম স্ট্র্যাটেজি কেন দুর্যোধন নিলেননা ? দ্বিতীয়তঃ আমার খটকা লাগে লৌহ ভীমের ব্যাপারটা নিয়েও l লোহার মূর্তি আর একটা মানুষের স্পর্শ কোনোদিনই কি এক হয় ? জন্মান্ধ ধৃতরাষ্ট্র সেটা ধরতে পারলেননা কেন তাহলে ?
  • kk | 172.56.***.*** | ০৯ জুন ২০২৫ ০১:১৮539055
  • এই এজ ব্যাপারটা পুরো মহাভারতেই বেশ গোলমেলে। কেউ হিসেব করে দেখিয়েছিলেন যে যখন অর্জুন অস্ত্র নেবার জন্য প্রতিজ্ঞা ভেঙে দ্রৌপদী আর যুধিষ্টিরের বাড়িতে ঢুকে শাস্তি স্বরূপ নির্বাসনে গেলেন, তখন তাঁর বয়স হবার কথা ষাট বছর। কী জানি!
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০১:১২539054
  • ধৃষ্টদ্যুম্ন  কোন  এজ গ্রূপের ?  অর্জুনদের বয়সী  না ?
  • kk | 172.56.***.*** | ০৯ জুন ২০২৫ ০১:১০539053
  • এমনি কি হতে পারে যে ধৃষ্টদ্যুম্ন আসলে একলব্যের সন্তান? দ্রুপদ তো তাকে দত্তকই নিয়েছিলেন, সত্যি করেই তো আর সে যজ্ঞের আগুন থেকে বেরোয়নি। পিতৃঋণ শোধ করাটা সে যুগে খুব সিরিয়াস ব্যাপার ছিলো। কাজেই বেবি গ্রুটের মত ধৃষ্টদ্যুম্নও "আই অ্যাম গ্রুট" বলতে পারে তো?
  • &/ | 107.77.***.*** | ০৯ জুন ২০২৫ ০১:০৯539052
  • পরশুরামের  অন্য  আত্মীয় রা  কেউ কিন্তু  অমর  নন 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত