এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 172.58.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ২৩:২০532597
  • আমি এতদিনে একটা গোয়েন্দা গল্প পড়লাম যার নায়কের নাম আমার খুব পছন্দ হলো -- নাড়ুগোপাল শিকদার!
  • lcm | ২৪ অক্টোবর ২০২৪ ২১:৪৭532596
  • ওহ! থ্যাংকু সিএস। ১৬ রহস্য ক্লিয়ার হল।
  • PRABIRJIT SARKAR | ২৪ অক্টোবর ২০২৪ ২০:১৮532595
  • কার্ডিওলজিস্ট ডাঃ শুভম মুখার্জির এই অকল্পনীয় প্রচেষ্টা বাস্তবায়নে সবাই সামিল হোন...
  • PRABIRJIT SARKAR | ২৪ অক্টোবর ২০২৪ ২০:১৭532594
  • কার্ডিওলজিস্ট ডাঃ শুভম মুখার্জির এই অকল্পনীয় প্রচেষ্টা বাস্তবায়নে সবাই সামিল হোন...
  • সিএস  | 2405:201:802c:7858:2111:748c:2223:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ১৮:৩৩532593
  • এলসিএম, ১৬ র কারণ এইটাঃ

    He referenced the Tamil saying, "pathinarum petru peru vazhvu vazhga," which translates to "acquire 16 kinds of wealth and lead a prosperous life."

    CM Stalin elaborated on the historical context of the blessing, noting that elders traditionally wished newlyweds prosperity in various forms—not necessarily a large family.

    "That blessing doesn’t mean beget 16 children... now a situation has arisen where people think they should literally raise 16 children and not a small and prosperous family," he remarked.

    কথাটাকে এখনকার anxiety -র কনটেক্সটে ঘুরিয়ে ব্যবহার করেছে।

    https://www.livemint.com/politics/mk-stalin-joins-chandrababu-naidu-in-promoting-larger-families-asks-tamil-nadu-couples-to-raise-16-kids-heres-why-11729517624672.html

    জনসংখ্যার ভিত্তিতে পার্লামেন্টে সীট, এইটা তো ২০২৬ এ হওয়ার কথা, দক্ষিণের অসুবিধে হবে, বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছে। ইউপির সীট অন্যদিকে ৮০ থেকে ১২৬ হয়ে যাবে।

    আর্যাবর্তই প্রধান !
  • দীপ | 2402:3a80:1cd5:c407:678:5634:1232:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ১৬:৩৫532592
  • লাথখোরেরা এখন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, মানিক; সবার লেখায় হিন্দুত্ববাদ খুঁজে পায়! 
    সবার লেখা মুছে দেওয়া হয়! 
  • dc | 2402:e280:2141:1e8:d0be:6ad1:bb0f:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ১১:৪৫532591
  • s নানা আঙুল কেউ তোলেনি, এখানে সব আলোচনাই প্লেসহোল্ডারদের নিয়ে হয় :-)
  • lcm | ২৪ অক্টোবর ২০২৪ ১১:৩১532590
  • পপুলেশন কন্ট্রোল নিয়ে এই খবরটা, যাকে বলে ইন্টিগ্রিং ...

    "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বলছেন। তাঁর সরকার গত বাজেটে বলেছে, জনসংখ্যা বৃদ্ধিতে রাশ টানা এবং তার চরিত্র নিয়ন্ত্রণের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরির কথা। কিন্তু মোদী সরকারেরই শরিক তেলুগু দেশমের প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ঘোষণা করেছেন, তিনি সন্তান উৎপাদনে উৎসাহ দেওয়ার জন্য আইন তৈরির চিন্তা করছেন। কারণ রাজ্যের জনসংখ্যায় বয়স্কদের হার বাড়ছে।
    একই সুরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গণবিবাহের অনুষ্ঠানে গিয়ে বলেছেন, আপনারা কেন ১৬টি সন্তানের লক্ষ্য নিচ্ছেন না? তাঁর বক্তব্য, রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকলে লোকসভায় তামিলনাড়ুর প্রতিনিধিত্ব কমবে। কেন্দ্রীয় কর বণ্টনে রাজ্যের ভাগও কমবে।"


    তা বলে ১৬ !!

    কিন্তু এই ব্যাপারটা যে হিন্দি বেল্টে সিট বেড়ে যাবে ... 

    "২০২১-এর জনগণনা এখনও হয়নি। তা হলে ২০২৬-এর পরে সেই জনগণনা অনুযায়ী, লোকসভার আসন পুনর্বিন্যাস হওয়ার কথা। সরকারি অনুমান, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো হিন্দি বলয়ের রাজ্যগুলির তুলনায় দক্ষিণ ভারতের রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে অনেক ভাল কাজ করেছে। এখন নতুন জনসংখ্যা অনুযায়ী, লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৪৮ করা হতে পারে। সেখানে হিন্দি বলয়ের রাজ্যগুলির সাংসদ সংখ্যা অনেক বেশি বাড়বে। দক্ষিণ ভারতের রাজ্যগুলির সাংসদ সংখ্যা বাড়বে সামান্য। "
     
  • দীপ | 2402:3a80:1cd7:ab1a:878:5634:1232:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ১০:৪৬532589
  • বার্ষিক আয়।
  • দীপ | 2402:3a80:1cd7:ab1a:878:5634:1232:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ১০:৪২532588
  • আমার কলকাতার ফ্ল‍্যাটের যিনি গৃহসহায়িকা, ওঁদের পারিবারিক ইনকাম মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে - কিন্তু তারাও নিজেদের মিডল ক্লাস বলে আইডেন্টিফাই করেন না অন‍্য কেউও নয়। আমাদের মিডল ক্লাস টা সামাজিক পরিচয় কম নয়।
     
    ১৯৮০ সালে ১০০/- টাকার মুদ্রামূল্য আজ হাজার টাকারও বেশি। এটাও মাথায় রাখতে হবে।
    মানুষের গড় আয় অবশ্যই বেড়েছে, ভোগ্যপণ্যের ব্যবহার‌ও বেড়েছে।
    তবে সরকারি তথ্য অনুযায়ী ভারতের ৭৫ শতাংশ পরিবারের আয় তিন লক্ষ টাকা অথবা তার কম। 
  • s | 2401:4900:3de9:1420:3c03:d3ff:fe6b:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ১০:৩৬532587
  • যাঁরা এত আঙুল তুলছেন, লোকজন নিজের ছেলেমেয়েকে কেন দেশে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, তাঁরা একটা আঙুল অন্তত নিজেদের দিকেও রেখেছেন আশা করি, যে তাঁরা কেন নিজেরা  দেশে পরবর্তী প্রজন্মকে সরকারি স্কুলে পাঠানো দূরস্থান, নিজেরাই সেই দেশে নেই? তৃতীয় বিশ্বের গরীব দেশ বলে? 
    নিজেদের দেশ বলে তো অন্য কোন উন্নত প্রথম বিশ্বের ধনী দেশকেই দাবি করেন? নিজেদের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই তো গেছেন, সে যাওয়াতে দোষেরও কিছু নেই, কিন্তু পোড়ার দেশে পড়ে থাকা লোকজনকে (সে যে কারণেই পড়ে থাকা হোক), এত কাঠগড়ায় তোলা কেন বাপু?
  • কালনিমে | 103.244.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ১০:২৮532585
  • ৬ঃ৫৭ কে ক। আসলে চারপাশের সবাই উন্নতি করেছে - ফলে রেফারেন্স ফ্রেম একই রয়ে গেছে- আর আমরাও সেভাবেই ভাবছি ।
     
    আমার কলকাতার ফ্ল‍্যাটের যিনি গৃহসহায়িকা, ওঁদের পারিবারিক ইনকাম মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে - কিন্তু তারাও নিজেদের মিডল ক্লাস বলে আইডেন্টিফাই করেন না অন‍্য কেউও নয়। আমাদের মিডল ক্লাস টা সামাজিক পরিচয় কম নয়।
  • dc | 2402:e280:2141:1e8:d0be:6ad1:bb0f:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৯:৫৫532584
  • " যারা আরো বেশি অনন্ত বেশি আয় করার পিছনে ছুটছেন, তারা নিজেদের কাছে নিজেকে ওইভাবেই জাস্টিফাই করেন, যেন আসলে তারা গরিবই"
     
    এরকম নাও হতে পারে। মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কোচি চেন্নাই লখ্নৌ পুনে ইত্যাদি শহরগুলোয় এরকম অনেকে আছেন যারা আরো বেশি অনন্ত বেশি আয় করার পিছনে ছুটছেন, তারা নিজেদের গরীব বলে কিছু জাস্টিফাই করেন বলে মনে হয়না, অন্তত দুয়েক সময়ে আর্টিকেল ইত্যাদি পড়ে তাদের সম্পর্কে এরকম ইমপ্রেশান আসে না। তবে আমি ভুলও হতে পারি, এসবই অ্যানেকডোটাল। 
  • dc | 2402:e280:2141:1e8:d0be:6ad1:bb0f:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৯:৪৯532583
  • নানা এর সাথে অ্যাস্পিরেশানের যোগ নেই। ইন্ডিয়ার মিডল ক্লাস যে ডেভেলপড ইকোনমির তুলনায় মিডল ক্লাস না, সেটা ফ্যাক্ট। 
  • | 42.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৯:৪৬532581
  • ঠিক তা নয়, যারা আরো বেশি অনন্ত বেশি আয় করার পিছনে ছুটছেন, তারা নিজেদের কাছে নিজেকে ওইভাবেই জাস্টিফাই করেন, যেন আসলে তারা গরিবই। একে ওই অ্যাস্পিরেশন বলা যায় আরকি।
    ছোটোবেলায়, ভেবে দেখুন, কাদের নিজের বা বন্ধুদের গাড়ি ছিল, ফ্ল্যাট ছিল ফ্যামিলির ইনকাম কত ছিল, ইত্যাদি।
    আজ আপনি যে টাকাটা শুধু ট্যাক্স দেন তা কতজনের  বার্ষিক মোট আয়ের চেয়ে বেশি। যে টাকা বছরে শুধু সঞ্চয় করেন, তা কত শতাংশের বার্ষিক মোট রোজগারের চেয়ে বেশি। নিজেই ভাবুন, বলার দরকার নেই।
    দেশ বা রাজ্যের জনতার শতাংশের সঙ্গে বার্ষিক আয়ের গ্রাফও পাওয়াই যাবে। নিজের ফ্যামিলি ইনকাম সেখানে প্লেস করে দেখবেন কোথায় আছেন, আর কাদের শিক্ষার কথা ভেবে চিন্তায় মরে যাচ্ছেন।
    একে বোধহয় বলে ডিসকানেক্ট।
    উচ্চবিত্তরা চিরকালই ইংরেজি মিডিয়ামেই পড়ত, যখন থেকে সুযোগ পায়।
  • &/ | 107.77.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৯:২৭532580
  • তাছাড়া বিল গেটস ভুলবেন না :) 
  • dc | 2402:e280:2141:1e8:d0be:6ad1:bb0f:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৯:১৮532579
  • আমেরিকাও কিছুটা প্লেসহোল্ডার, বলতে চেয়েছিলাম যে আমরা (প্লেসহোল্ডার) যারা ইন্ডিয়াতে নিজেদের মিডল ক্লাস বলে ভাবি তারা ডেভেলপড নেশানগুলোর তুলনায় লো ইনকাম ক্যাটেগোরিতে পড়ি। এরপর সঙ্গত প্রশ্ন আসতে পারে, যে ইন্ডিয়ার সাথে ডেভেলপড নেশানের তুলনা করেন ক্যান? তো উত্তর হলো তেমন কোন কারন বা বেসিস নেই, জাস্ট একটা ফ্যাক্ট - বিশেষ করে হোয়া চাড্ডিদের জন্য, যারা ইন্ডিয়া ডেভেলপ প্রায় করেই গেছে বলে লাফায় তাদের দেখানোর জন্য। 
     
    তবে ইন্ডিয়ার মিডল ক্লাস মিথ শুধু ইনকাল লেভেল নিয়ে না, ভলিউম নিয়েও। সেসব নিয়ে মাঝে মাঝে খবর বেরোয়, মিন্টের খবরটা তার একটা। 
  • মিথ | 2405:8100:8000:5ca1::2d3:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৭:৪৩532577
  • হ্যাঁ, আমরা মিডল ক্লাস হলে আমেরিকার মিডল ক্লাসের মত রান্নার লোক বা ড্রাইভার রাখতে পারতাম।
  • dc | 2402:e280:2141:1e8:d0be:6ad1:bb0f:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৭:১৭532576
  • আর মিডিল কেলাস প্রসঙ্গে, ইন্ডিয়ার মিডল ক্লাসটা একটা বিরাট বড়ো মিথ। আমরা যারা ইন্ডিয়াতে থাকি আর নিজেদের মিডল ক্লাস মনে করি, তারা আসলে লো ইনকাম গ্রুপে পড়ি, কারন ডেভেলপড নেশানগুলোর মিডল ক্লাস ইনকাম (মিডিয়ান) আমাদের মিডিয়ান ইনকামের থেকে অনেকটা বেশী। বছরে পঞ্চাশ থেকে সত্তর লাখ যারা ইনকাম করেন তাদের মিডল ক্লাস বলা যেতে পারে। 
     
    বলাই বাহুল্য, "আমরা" এখানে প্লেসহোল্ডার। 
  • dc | 2402:e280:2141:1e8:d0be:6ad1:bb0f:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৭:০৬532575
  • যদুবাবুর পোস্টটা পড়লাম। 
     
    "সিপিএম চেয়েছিল ৬%, তৃণ ৫%। বর্তমানে হয় ২.৫%" - এখানে বর্তমান বেহাল শিক্ষা ব্যাবস্থার কিছুটা ইঙ্গিত আছে। শিক্ষাক্ষেত্রে সরকারের খরচ যেখানে অন্তত ৯% থেকে ১০% হওয়া উচিত, সেখানে হয় মাত্র ২.৫%। স্বাস্থ্যেও তাই, অন্তত ৯% খরচ হওয়া উচিত। 
  • | 42.108.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০৬:৫৭532574
  • একটা সহজ জিনিস বুঝুন। ছোটোবেলায় আপনি ছিলেন নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্য মধ্যবিত্তও নন। এখন আপনি উচ্চবিত্ত হয়েছেন। আপনার পরিবেশ পরিচিত সার্কেল ঠিক সেইভাবে বদলেছে। কিন্তু আপনি মনে মনে কিছুতেই সেটা স্বীকার করছেন না। মেনে নিতে পারছেন না। 
    সব সমস্যার মূল সেখানে।
     
    "আপনি" শব্দটা প্লেসহোল্ডার।
  • যদুবাবু | ২৪ অক্টোবর ২০২৪ ০২:১৪532573
  • শিক্ষা প্রসঙ্গে একটা লাস্ট কথা বলে কেটে পড়ি। প্রচুর হ্যাজানো হয়ে গেলো। 

    আমি ২০২৪ ভোটের আগে সবকটা দলের এজেন্ডা পড়ছিলাম খুঁটিয়ে। তাতে দেখেছিলাম যে শিক্ষা বিষয়ে সিপিএম আর তৃণমূলের প্রথম পয়েন্ট জাতীয় শিক্ষা নীতির সম্পূর্ণ বা আংশিক বিরোধিতা। দ্বিতীয় পয়েন্ট জিডিপির কত শতাংশ শিক্ষা-খাতে ব্যয় করা উচিত। সিপিএম চেয়েছিল ৬%, তৃণ ৫%। বর্তমানে হয় ২.৫%। এই দুটোই খুব দরকারি দাবী। এই ইস্যুতে সিপিএমের দাবী ঠিকঠাক লেগেছিল। বাস্তবে কী হ'ত না হ'ত সে অন্য ব্যাপার। 
     
     আমি এগজ়্যাক্ট কী লেখা ছিল, সস দিচ্ছি। পুরো এজেণ্ডা দিলাম না। অনেক বড়ো হয়ে যাবে। আর বিজেপির শিক্ষা প্রসঙ্গে এজেন্ডাগুলো সবথেকে ফালতু - সব ডিজিট্যাল করে দেবে এইসব। অবশ্য ওটা বিজেপির এজেণ্ডা লেখাও ছিলো না। "মোদী কি গ্যারান্টি।" 

    সিপিএম - এন-ই-পি-র সম্পূর্ণ বিরোধিতা। আরও অনেক কিছু আছে ভালো ভালো। জেণ্ডার সেন্সিটাইজ়েশন কমিটি তৈরি, রোহিত আইন, মানসিক স্বাস্থ্যশিবির ইত্যাদি। 

    "

    তৃণ, আরেকটু স্পেসিফিক। দেশব্যাপী সাধারণ প্রবেশিকা বাতিল করার দাবী সঙ্গত। নীট নিয়ে কী হ'ল দেখলেন কদিন আগেই। 
     


    কংগ্রেসের শিক্ষা-এজেণ্ডায় জিডিপির কত শতাংশ শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে সেই নিয়ে কিছু পাইনি। কিন্তু জাতীয় শিক্ষানীতি নিয়ে দুই নম্বর পয়েন্টে লিখেছে। কিন্তু কেমন যেন একটা নন-কমিট্যাল গন্ধ। 

     
     
  • &/ | 107.77.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৫১532572
  • নিজেরা যখন সন্তানকে স্কুলে ভর্তি করেন তখন সাজেশান কোথা থেকে পান ? আত্মীয় বন্ধু ইত্যাদিই তো ? 
  • &/ | 107.77.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৪৭532571
  • গন্ডগোল যাতে না হয়  তাই একদল ছেলেমেয়ে  সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলত 
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৪৬532570
  • হ্যাঁ, নীচের টেবিলটার কথা বলছিলাম।

    তবে সবগুলোকেই সর্বভারতীয় ডেটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে।

    ASER তো গ্রামের স্কুলের ডেটা।
  • &/ | 107.77.***.*** | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৪৫532569
  • 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ  রতন ', সাধে কি আর মধুসূদন .... 
  • যদুবাবু | ২৪ অক্টোবর ২০২৪ ০১:৪০532568
  • @সিএস, এই নিন।
    1. ASER West Bengal:  http://img.asercentre.org/docs/aser2021westbengal5pager_banglafinal.pdf
    2. ASER রিপোর্টঃ পশ্চিমবঙ্গে পরবর্তী পদক্ষেপ- কীভাবে ASER ২০২১-এর তথ্যাবলি আমাদের আগামী পরিকল্পনা করতে সহায়তা করবে , রুক্মিণী ব্যানার্জী  
    এই ASER এবং ন্যাস (ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে)-র কথা একটু লিখেছিলাম আগে, মনে হয় বইতেই। সামগ্রিক অবস্থা দেখলে আঁতকে উঠতে হয়। অসর অর্থাৎ ASER-এর উদ্দেশ্য দেশের সব গ্রামীণ জেলায় একেবারেই বুনিয়াদী পর্যায়ের অঙ্ক ও সাক্ষরতার পরীক্ষা, স্বেচ্ছাসেবকরা বাড়ি-বাড়ি গিয়ে ওয়ান-টু-ওয়ান মৌখিক পরীক্ষা করেন শিশুদের। ASER-এর গণিতের মূল্যায়নের একটি ছবি নীচে দিলাম সরাসরি রিপোর্ট থেকে। তৃতীয় শ্রেণীর ৩২.৭% শিশু ৯৯ অব্দি সংখ্যা চেনে কিন্তু বিয়োগ করতে পারে না। অষ্টম শ্রেণীতে এই এক-ই শতাংশ ৩৭.৬!

     
    আর সি-এস যেটা কোট করছিলেন, সেটা এইটা মনে হয়?

     
    বাই দি ওয়ে, এটা কিন্তু গ্রামীণ সমীক্ষা। রিপোর্ট থেকে আরেকটা স্ক্রিনশট দেওয়া উচিত সেটা বোঝাতে। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত