এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ২২:২৩531696
  • যে সেটটা মিছিলে হেঁটেছিল তারাই চতুর্থী থেকেই পুজোয় নেমে পড়েছে এবং অনেক অনেক ভিড়। আরো 'নাটকীয়' কিছু করতে হবে ডাক্তারদের। বেসিক, বেসিকতম ঘটনা নিয়ে তাঁদের আর কিছু করার নেই, bothered ও মনে হয় না। একটা corruption কেস আছে, সে থেকেও বি - শা - ল কোরাপশন কী বেরোবে দেখা যাক। সিবিআই আশ্চর্যজনকভাবে এই কেসে লীকটীক করে না, কারোর কাছে এই কেসের গুরুত্ব বা স্বার্থ নেই, সে মনে হয় বুঝে গেছে।
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ২২:০৬531695
  • গণ ইস্তফার অ্যাকচুয়ালি তো কোন মানে নেই, যদি না গভঃ এই ইস্তফা গ্রহণ করে, তাই তো ? তারা সেটা করবে না। আবাপের রিপোর্টে দেখলাম, ডাক্তাররা বলেছে কাজ না হলে, ক্রমশঃ তারা ইণ্ডিভিজুয়াল ইস্তফা দেবে। এগুলো তো চাপের খেলা, জুনিয়ররা কর্মবিরতি করছে না বলে, সিনিয়ররা এইটা করেছে। তারা হয়ত ইস্তফা দিয়ে কাজ চালিয়ে গেল, বা কেউ এল কেউ এল না, কিছু ইম্প্যাক্ট আছে।
  • Ranjan Roy | ০৮ অক্টোবর ২০২৪ ২২:০৪531694
  • হ্যাঁ, আমার বাবার বডি একজন অভিজ্ঞ ডোম কেটেছিলেন তবে উপস্থিত ডাক্তারের নির্দেশমত। তারপর শরীরের ভেতর থেকে কিছু পার্টস বার করার পর (অন্ত্র এবং পাকস্থলী) ডাক্তার পরীক্ষা করে নোট করলেন এবং ডোম ভদ্রলোক সেগুলো আবার ভেতরে পুরে সেলাই করে দিলেন। 
    এখানে একজন ডাক্তার কেটেছেন এবং অন্যরা দেখেছেন যাঁরা অ্যানাটমি জানেন। 
  • Ranjan Roy | ০৮ অক্টোবর ২০২৪ ২২:০০531693
  • পোস্ট মর্টেমঃ
    আমার বাবা একজন কর্মীকে বাঁচাতে গিয়ে ভিলাই স্টিল প্ল্যান্টের ভেতর দুর্ঘটনায় মারা যান। বডি মর্গে রাখা হয়। পরের দিন আমি গিয়ে পৌঁছুলে আমার  এবং বাবার এক কলিগের সামনেই বডি কাটাছেঁড়া হয়।
     এখানে ডাক্তাররা অভয়ার সহপাঠি এবং কলিগ। 
    ওদের দাবি মেনে ওদের সামনে এবং পাঁচজন মহিলা চিকিৎসকের  ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়। ওদের মধ্যে কয়েকজন পিজি করছেন।
    ওঁরা পোস্ট মর্টেম জানেন না? অ্যানাটমি এবং এর স্ট্যান্ডার্রড গাইডলাইন জানেন না? 
    তাহলে কে জানেন? আপনি? 
    কী করে বলছেন যে ওরা এই ধরণের বেসিক ব্যাপারে যথেষ্ট  জ্ঞানের  অধিকারী নয়?  আপনার এই স্টেটমেন্টের ভিত্তি কী?
     পোস্ট মর্টেমের পদ্ধতি এবং রিপোর্টে আপনি কী  দেখেছেন যে এককথায় ওদের অপিনিয়ন কে উড়িয়ে দিচ্ছেন? 
  • দীপ | 2402:3a80:1cd4:96b9:578:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ২১:৪০531692
  • লেখাতে একটিও অপশব্দ ছিলোনা! কিন্তু গুরু কর্তৃপক্ষ সেটা মুছে দিলেন! 
    বেশ ভালো!
  • dc | 2402:e280:2141:1e8:4011:3dd7:22e0:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ২১:৩৮531691
  • আরে দীপচাড্ডি দেখছি কপিপেস্ট না করে নিজের হাতে কিছু একটা লিখেছে! বাছুর থেকে কি গাই হওয়ার পথে?  
  • | ০৮ অক্টোবর ২০২৪ ২১:২২531690
  • আচ্ছা এই যে গণ ইস্তফা দিলেন সব ডাক্তার, এবারে রুগীদের কি রিলিজ করে দেবে নাকি অন্যত্র রেফার করে দেবে? 
  • :-( | 2405:8100:8000:5ca1::361:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ২১:১৩531689
  • দিপচাড্ডি কপিপেস্ট করে করে বিদ্বেষ প্রচার করে আর লাথ খেলেই কেঁউ কেঁউ করে একেতাকে ধরে ভিখ মাঙে।  লজ্জা ত গায়ের চামড়ায় নেই। আসে আর মুসলিমফোবিয়া প্রচার করে যায়। নিঘিন্নে প্রাণী একটা।
  • কালনিমে | 103.244.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২১:০৯531688
  • ২০ঃ৩২ - এটাও আগেই রিপোর্ট হয়েছিল। apparently, she was tired, exhausted and in a slumber - so when the attack happened- she could not react or resist much - otherwise the struggle would have been much more. 
  • কালনিমে | 103.244.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২১:০২531687
  • দুটো আলাদা বিষয়- এই সঞ্জয় রায়ের হাতে আঁচড়ের দাগ মেয়েটির নখের সঙ্গে যে ছাল উঠে এসেছে- সেটা পুলিশ আগেই জানিয়েছিল। পরে ডি এন এ ম‍্যাচও হয়েছিল যদ্দুর জানি - আপনারা কেন নিঃশংসয় হলেন যে মূল অপরাধী সঞ্জয় নয়? দ্বিতীয়ত, কেউ ডেকে পাঠিয়ে থাকলে তো কল রেকর্ড থাকবেই- পুলিশ ও সিবিআই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে ।
     
    পোস্ট মর্টেম তো ডাক্তার রাই করে বলে জনি - তবে অভিজ্ঞ ডোম রাও করে কোথাও পড়েছিলাম - যাহোক, এটা আর জি করের ডাক্তার করেছিলেন জানি - রিপোর্টে তার সইও ছিল। আমার মনে হয়না কোন বুদ্ধিমান লোক সবার সামনে এমন কিছু ভুল করবেন ইচ্ছে করে যাতে নিজের প্রফেশনাল রিস্ক আছে বা আরো বেশি ।
     
    ডাক্তার দের পরীক্ষা ব‍্যবস্থার স্বচ্ছতার দাবি কে সমর্থন জানাচ্ছি - কিন্তু অন‍্য যে সিনিয়র ডাক্তাররা গত দশ -কুড়ি বছর চুপ করে ছিলেন আর আজ পদত্যাগ করলেন- তারা তা হলে নিজেদের ভূমিকা খুলে বলুন। জু ডা রা নিজেদের কিছু বিষয় বুঝে নিতে চাইছেন- সেটা ভাল - কিন্তু তার সঙ্গে এই ক্রাইমের বা বিচার পাওয়ার কোন সম্পর্ক এখন আর নেই - এরাও বিচারের নামে সুযোগ নিচ্ছেন- নিজেদের দাবি দাওয়া মেটানোর- সেটা বাইরে রেখে আন্দোলন করলে ভালো করতেন ।
  • kk | 172.58.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২০:৫৭531686
  • দীপ,
    মুশকিল হলো আমি তো সারাক্ষণ এই সাইটে থাকিনা। কাজেই সব পোস্ট আমার চোখেও পড়েনা। আপনার কোন পোস্ট মোছা হয়েছে তা আমি জানিনা। কাল রাত্রে যখন শুতে গিয়েছি তখন পর্যন্ত আপনার যে যে পোস্ট দেখে গেছি সেগুলো তো এখনও আছে দেখছি। আরো একটা ব্যাপার হলো, পোস্ট মোছার ডিসিশন গুরুপুলিশ নেন। ওঁদের নিশ্চয়ই কোনো ক্রাইটেরিয়া থেকে থাকবে, যার ভিত্তিতে এটা ঠিক করা হয় কোন পোস্ট মোছা হবে। আমার অদৌ কোনো ধারণা নেই সেই ক্রাইটেরিয়া গুলো কী কী। এখানে যাঁরা লিখছেন, তাঁদের পোস্ট পড়ে আমার যা প্রতিক্রিয়া হয়, আমি জানাতে পারি (জানাইও অনেক সময়)। কিন্তু সাইট কতৃপক্ষ কী ঠিক করবেন সেটা তো তাঁদেরই ডিসিশন।
    এক্কেবারে না রাগ করে, সার্কাজমের ধারেকাছে না গিয়ে এই সাইটের একজন সহপাঠক হিসেবে আপনাকে একটা কথা বলি? আপনি ব্যক্তি আক্রমণ না করে, মানুষকে নানা রকম জন্তু জানোয়ার না বলে এমনি আপনার বক্তব্য লিখুন না। কী হবে বলুন অমন রাগারাগি করে? দিনের শেষে, সবাই কয়েক লহমার জন্যই আমরা এখানে আসি। কদিন পরে আমাদের মধ্যেই অনেকেই বিলুপ্ত হয়ে যাবো একে একে। কেউই কি তীক্ষ্ণ রাগ, তিক্ততার কারণে নিজের মত পাল্টাবে? বলুন?
    ভালো থাকুন। আপনি ঠাকুর দেবতায় বিশ্বাস করেন বলে মনে হয়েছে। সেক্ষেত্রে, ভালো করে পুজো কাটান।
  • দীপ | 2402:3a80:1cd4:96b9:578:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ২০:৪৫531685
  • @kk, আপনি তো গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। তাহলে কোনো লেখা মুছে দেওয়া হলে কিছু বলেন না কেন? 
    লেখাটিতে কিন্তু একটি অপশব্দ‌ও ছিলোনা!
  • PRABIRJIT SARKAR | ০৮ অক্টোবর ২০২৪ ২০:৩২531684
  • চার্জ সিটে যে ধারা আছে তাতে অর্ধ চেতন অবস্থায় ধর্ষণ আছে। ওর মানে কি মেয়েটা কাল ঘুমে ছিল আর একজন এসে ধর্ষণ করেছে?
  • PRABIRJIT SARKAR | ০৮ অক্টোবর ২০২৪ ২০:২৬531683
  •  ওরা যা বলবে বা করবে তার দায় ওদেরই। আর জি করে ময়না তদন্ত করানো আর সই করে দেওয়া ওদের ভুল। ওরা চেপে গেছিল এটা আরো বড় ভুল। তাই বলে ওদের দাবিগুলো ঠিক নয় বলা যায় না। একজন শহীদ হবার পর থ্রেট কালচার এক্সাম নিয়ে দুর্নীতি তোলা বাজি এসব দূর করার চেষ্টা সমর্থনযোগ্য। ওদের মধ্যেই দোষীরা লুকিয়ে আছে সেটা ওরা জেরার সময় সিবিআই কে বলেছে বলেই মনে হয়। এসব ওপেন সিক্রেট কেউ প্রকাশ্যে বলবে না।
    যাই হোক আপাতত ময়না তদন্ত ঠিক আছে ধরে সঞ্জয় কে দোষী বলে কেস দিতে পারছে। ডেড বডি নেই তাই মেয়েটিকে আধমরা করে সঞ্জয়কে ডেকে কাজ শেষ করা প্রমাণ করা যাবে না।
    কপু সঞ্জয়কে দোষী চিহ্নিত করেছে কিন্তু নিজেরা প্রমাণ লোপ করেছে সেটা বলে নি। বলতো না। টালা থানার ওসি গ্রেফতার হয়েছে। এটা হত না।
  • অরিত্র | 103.77.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২০:১৭531682
  • কেন ধরে নেবেন? আর ১৯:৫২ তে যে প্রশ্নটা করলাম তার উত্তরটা আছে? 
  • কালনিমে | 103.244.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২০:০৩531681
  • তা হলে আমরা যদি ধরে নিই এই জু ডা রাই জড়িত - যদিও সিবিআই তাদেরও ডেকেছিল বলেই জানি- কি জানি সিবিআই এর বদলে আপনারা বোধহয় পলিটবুরোর তদন্ত ই চাইছিলেন - এখন শুনছি "সেটিং হয়ে গেছে"
     
    গুরু থেকেই দিচ্ছি - সৈকত এটা খুব দরকারি কাজ করেছেন -  https://www.guruchandali.com/comment.php?topic=31173
  • অরিত্র | 103.77.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৯:৫২531680
  • কী যুক্তি! তদন্ত কি জুনিয়র ডাক্তারদের কথামত চলে? পুলিশ কি জুনিয়র ডাক্তারদের অনুগত কর্মী? যখন ময়নাতদন্ত হচ্ছে, সেইদিন সন্ধ্যে ছ'টা মতন, তখন পুলিশ সিসিটিভিও দেখিনি সঞ্জয়ের কথাও জানে না, তখন তো সবাই সন্দেহভাজন, জুনিয়র ডাক্তার সুদ্ধু সবাই। তাহলে তাদের কথায় তাদের সামনেই ময়নাতদন্ত করবে কেন পুলিশ?
  • কালনিমে | 103.244.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৯:৩৭531679
  • জুনিয়র ডাক্তার রা যখন এক্সপার্ট নয় মানছেন, তা হলে তাদের উপস্থিতিতে সেখানেই পোস্ট মর্টেম করবার বেয়াড়া দাবি কেন তুলেছিলেন তারা? পরেই বা কেন গুজব এর বিরুদ্ধে বিষয়টা সবাইকে জানালেন না - চেপে গেলেন কেন? আপনি তা হলে বলছেন যারা সই করেছেন তারা ষড়যন্ত্রের অংশ - তারা ত identified. তাহলে যারা আন্দোলন করছেন - এদের সাথেই আছেন কেন? বা এরাই বলে দিন তা হলে কারা তাদের ভুল বুঝিয়ে সই করিয়েছেন - কি বলুন?
  • PRABIRJIT SARKAR | ০৮ অক্টোবর ২০২৪ ১৯:১৯531678
  • জুনিয়র ডাক্তাররা কেউ  ময়না তদন্ত এক্সপার্ট নয়। আর শয়তানরা ওদের মধ্যেই লুকিয়ে আছে। তাদের গোপন চক্রান্তে সব ঠিক আছে বলে একদল সই দিয়েছে। সিবিআই আপাতত যার বিরুদ্ধে চার্জ শিট দিতে পেরেছে দিয়েছে। প্রমাণ লোপ ষড়যন্ত্র নিয়ে পরে এক্সট্রা চারজ সিট দেবে। দুজন এই ব্যাপারে গ্রেফতার হয়েছে।
  • কালনিমে | 103.244.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৯:০৯531677
  • ১৫ঃ৩৬ এখনো conspiracy theory চালিয়ে যাচ্ছেন - পোস্টমর্টেম ১ ঘন্টায় না ৩ ঘন্টায় হয়েছে তার কূটতর্ক করছেন। যদিও জুনিয়র ডাক্তাররা মানে মানে মেনে নিয়েছেন যে তাদেরই তাবিতে তাদেরই উপস্থিতিতে পোস্টমর্টেম হয়েছিল। যেটুকু জানি সিবিআই কপু থেকে আলাদা কিছুই পায়নি তার পরেও কেন এই নিয়ে এত জলঘোলা করছেন?
  • দীপ | 2402:3a80:1cd7:967c:878:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৮:২৫531676
  • বাঃ লেখা মুছে দেওয়া হলো!
  • b | 2402:3a80:1c70:d81c:278:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৭:১৩531675
  • এ আই এর লোকজন ফিজিক্সে নোবেল পেলো
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:3725:613:6cb7:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৫:৫২531674
  • বাখতিন এবং লুকাচ, বড় তাত্ত্বিক নি:সন্দেহে। কিন্ত ইউরোপের ক্রিটিক্যাল বা সোশ্যালিষ্ট রিয়ালিজমের ঘরানার বাইরের উপন্যাসের ক্ষেত্রে তাঁদের প্রাসঙ্গিকতা কতটুকু? 
    ধরুন, বুলগাকভের লেখা মার্গারিটা---?
    একটা কথা উনি ঠিক বলেছেন-- তৃতীয় বিশ্বে শিল্প বিপ্লব হয়নি।
    কিন্ত তার থেকে কি এই সিদ্ধান্তে পৌঁছনো যায় যে ওই অঞ্চলে উপন্যাস লেখা হয় না, হতে পারে না?
    অতএব,  চিমান্ডা,  আচেবে, কোয়েটজির লেখা দুধভাত!
     
    সল বেলোর বক্তব্যটি শীতলা মায়ের থানে হত্যে দিয়ে পরীক্ষা পাশের বর চাওয়ার মত।
     
    মুজতবা আলি একবার বলেছিলেন যে ফ্রান্সের শেকসপিয়রের মত এভারেস্ট নেই, কিন্ত বালজাক, মোপাসাঁ, ফ্লবের, মেরিমেঁ এবং আরও অনেক কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, গৌরীশৃঙ্গ আছে।
    এটাই তো স্বাভাবিক। 
     
     
    আসলে আমাদের বন্ধুটি উপন্যাস বলতে একটি ফিক্সড টেমপ্লেটকে ধরেছেন।
    এর বাইরে কোন বিকল্প ফর্ম বা আখ্যায়িকার অস্তিত্ব উনি মানতে নারাজ। 
    সমস্যার মূল এখানেই। 
  • PRABIRJIT SARKAR | ০৮ অক্টোবর ২০২৪ ১৫:৩৬531673
  • জয়নগরে বাচ্চা মেয়েটার মা বাবার দাবি মত কোর্টের আদেশ মেনে ঠিক করে ময়না তদন্ত হল 3 ঘন্টা ধরে। আর জি করে ডাক্তার মেয়েটির ক্ষেত্রে এক ঘন্টায় নম নম করে ময়না তদন্ত হল।
  • ও মশাই | 45.249.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৫:১৮531672
  • https://imgur.com/kRcWp8Y

    কোটেশনটা অন্তত ঠিকঠাক দিন।

    "অনন্তর সমুদ্রের জনহীন তীরে, এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শুনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, “পথিক, তুমি পথ হারাইয়াছ?”
  • | 2402:3a80:1964:16ef:378:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৪:৫৮531671
  • যো দি,সঠিক। "পথিক,তুমি কি পথ হারিয়েছো?" 
  • পাপাঙ্গুল | 27.59.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৪:৩০531670
  • 'গ্র্যান্ড ইনকুইজিশন মনে আছে? ' সেটা লেখার জন্য আগে হাজার বছর ধরে ভ্যাটিক্যান আর রাজতন্ত্রের মধ্যে স্নায়ুযুদ্ধ থাকা দরকার। বরফ ভদকা এগুলো সেই আলাদা প্রেক্ষিত বোঝাতেই বলা। বৌদ্ধ ধর্মাবলম্বী হলে নিৎশে কখনো গড ইজ ডেড লিখতেন না।  
     
    উপন্যাসের সার্থকতা বিচার করার জন্য আপনার মাপকাঠি স্পষ্ট নয়। বাখতিনের তত্ত্ব যদি আপনার কাছে মাপকাঠি হয়ে থাকে সেটা ভুল ,  কারণ ওই তত্ত্ব শুধুই কিছু নির্দিষ্ট রুশ লেখার ওপর কাটাছেঁড়া। আপনার যুক্তি অনুযায়ী টলস্টয় এক্সিসটেনশিয়াল ছিলেন না বলে ওনার লেখাগুলো উপন্যাস নয় বা ডন কিহোতেও প্রথম উপন্যাস নয়, কারণ শিল্পবিপ্লবের আগে উপন্যাস লেখা হতে পারেনা। আপনার তর্কগুলো পড়ে মনে হল আপনি কিছু তত্ত্ব পড়ে তর্ক করতে চলে এসেছেন। মূল লেখাগুলো খুঁটিয়ে পড়েননি। আনতাবড়ি কিছু নাম ড্রপ করে লাভ নেই। এলিয়টের নাম নিচ্ছেন অথচ ওয়েস্টল্যান্ডে বৃহদারণ্যকের ব্যবহার আছে। 
     
    বোর্হেস রবীন্দ্রনাথের সমালোচনা করবেন সেটা স্বাভাবিক। কারণ দুজনের চিন্তা ধারা আলাদা। তার থেকে বড় ব্যাপার দুজনে দুজনের লেখা পড়ে তবেই  সমালোচনা করেছেন। 
  • PRABIRJIT SARKAR | ০৮ অক্টোবর ২০২৪ ১৪:২৪531669
    •  
    • বিজেপি৪৭
    • কংগ্রেস৩৮
    • জেজেপি০
    • আইএনএলডি১
    • অন্যান্য
  • PRABIRJIT SARKAR | ০৮ অক্টোবর ২০২৪ ১৪:২৩531668
  • বিজেপি জিতেছে।
  • হরিয়ানা রেজাল্ট আপডেট | 115.187.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ১৪:০৪531667
  • হরিয়ানার রেজাল্ট আপডেটটা কেউ বলতে পারবেন? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত