এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জুলাই ২০২৪ ০৮:০৮526793
  • ওদিকে বার্সেলোনায় ট্যুরিস্টদের গায়ে জল ছুঁড়ছে স্থানীয় লোকজন। ট্যুরিস্টদের ফেলা প্ল্যাস্টিক আর জঞ্জালে অতিষ্ঠ হয়ে  ওরা চাইছে না আর ট্যুরিস্ট যাক।  আমাদের উত্তরবঙ্গে লোকজন নেহাতই ভালমানুষ, নাহলে তাদেরো এতদিনে ক্ষেপে ওঠার কথা।
     
    আর সুধাংশু কে ক'য়ে ক্ক।  হেট মেসেজ আর লাগাতার কপিপেস্ট ছাড়া বাকীটুকু সিম্পলি ইগনোর।  কোথাও পাত্তা না পাওয়া পাবলিক খানিক মনোযোগের আশায় লেউলেউ করে। 
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৭:৫৯526792
  • ভিপি হয়ে যান। বিজ্ঞানে অঙ্কে ইতিহাসে দর্শনে ফান্ডিং বাড়িয়ে দিন। বড়লোকের ট্যাক্স বাড়িয়ে হতদরিদ্রদের অবস্থা ভালো করুন। অনেক মেলার আয়োজন করুন, বিজ্ঞানমেলা দর্শনমেলা।
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৪ ০৭:৫০526791
  • জে ডি ভ্যান্স। ওর বই পড়েছি। হিলবিলি এলিজিস। পরের-টাও পড়বো ভেবে আর পড়িনি। ওর বহুদিন-ই এই অ্যাম্বিশন ছিল। 

    আমার আবার ডাকনাম জেডি। মানে কলেজে, কাজের জায়গায়, ইত্যাদি। টুং টুং করে মেসেজ আসছে বন্ধুদের ঠাট্টার। নট আ গুড ডে। 
  • NRO | 165.124.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৭:৩২526790
  • পদার্থবিদরা শুনেছি বিশ্ব ব্রম্ভান্ডর সব চেয়ে বড়ো আর সব চেয়ে ছোট জিনিস নিয়ে গবেষণা করেন। আমাদের সংবেদনশীল খাপ পঞ্চায়েতি বঙ্গ ব্লগেশ্বর রা দেখছি খানিকটা সেই মডেলেই চলছেন।  এনারা তো এখানে দেখছি সুযোগ পেলেই উত্তমস্যউত্তম ধনী আদানি আম্বানি দের আর অধমস্যঅধম গরিবস্যগরিব ব্লগার দের একেবারে সমভাবে শায়েস্তা করছেন। একেবারে শায়েস্তা খাঁ র উত্তরসূরী ! খাঁ সাহেবের সেই কবেই ইন্তেকাল হয়েছে কিন্তু বেশ কিছু সংবেদনশীল 'sporn' রেখে গেছেন বঙ্গভূমি তে। 
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৬:৫৭526789
  • দেখুন ইউরোপের কাসলে টাসলে কত ভূতের কাহিনি শোনা যায়, বাগানে টাগানেও। ড্রাকুলা ইত্যাদি মেইনস্ট্রিম সাহিত্যে জাঁকিয়ে আছে। কিন্তু আমেরিকায়? ওরকম ভূতের কাসল পাওয়া যায়? শুনেছি নিউ অর্লিয়াঁ তে আছে ভূতের টুর, কিন্তু সেসব মেইনস্ট্রিম না। আমেরিকায় গোল গোল মাথাওলা বড় বড় চোখওলা এলিয়েনদের রাজত্ব, মেইনস্ট্রিম সিনেমা টিনেমা ...
    এরকম তফাতের কারণ কী?
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৬:৪৫526788
  • কাকে যেন ভিপি ডেকেছে। খুব ছবি উঠছে।
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৬:৪২526787
  • "এ আই দিয়ে গুলতি ছোঁড়ে
    বারণ করো তাকে
    এই রে বুঝি মারল এবার
    কাঠবিড়ালিটাকে।"
    এরকম একটা ছড়া ছিল ছোটোবেলা, শুধু এ আই এর জায়্গায় ছিল ওয়াই। ঃ-)
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৪ ০৬:২৬526786
  • বয়েস হচ্ছে বুঝতে পারছি, ঝগড়া বা মনোমালিন্য শুরু হলেই মনে হয় ঘ্যাঁচ করে ব্রেক টিপে স্টিয়ারিং ঘুরিয়ে অন্য কোনোদিকে পালিয়ে যাই। এই জন্যেই আমার দ্বারা কিস্যু হবে না। (ভোটে দাঁড়ানো কি মন্ত্রী হওয়া তো হবেই না।) 

    @লসাগুদা, না না এ্যাই লাগেনি। তিনি নিজেই প্রোক্লেইমড নবাগত, যদিও সেই কথাটা বিশ্বাস না করলে বলা যাবে না। সেই ধাঁধার মত হয়ে গেলো ব্যাপারটা।

    আর, আমি কিন্তু একেবারেই মধ্যবিত্ত থিওরেম-টিওরেম নামাই আর অল্প অ্যাপ্লায়েড কাজ-টাজ। সম্পূর্ণ এ্যাইহীন। তবে, যে রেটে ছড়াচ্ছে অচিরে ঘাড় ধরে এ্যাই করাবে। 
  • lcm | ১৬ জুলাই ২০২৪ ০৬:২১526785
  • চাদ্দিকে কৃত্তিম বুদ্ধিমত্তা (কৃবু), মানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর দৌরাত্ম্য। আজ খবরে শুনলাম, আপেলের ফোনে নাকি এআই গুঁজে দেবে, তাতে করে নাকি ফোন বিক্রি খুব বেড়ে যাবে। তাতে আপেলের খুব লাভ হবে। আপেলের লোগোতে যে অংশটা কামড়ে খেয়ে নিয়েছে, ওটা আবার ভরে উঠবে।
  • lcm | ১৬ জুলাই ২০২৪ ০৬:১৮526784
  • আমি কোনো পোস্ট দেখে এও বুঝতে পারি না যে পোস্টদাতা "নবাগত" কিনা। যদুবাবু নির্ঘাৎ কোনো এআই মডেল চালায়।
  • &/ | 107.77.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৬:১০526783
  • নবাগত ওই ড্যাশ অনেক আজেবাজে কথা বলছেন শুরু থেকেই 
  • :|: | 174.25.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৬:০৭526782
  • পাঁচটা বেয়াল্লিশের পোস্ট দেখে আমিই তিনি কিনা ভাবছিলুম। সব ক্রাইটেরিয়াই প্রায় মিলে যাচ্ছে -- অনেককে বাজে কথা বলা ইত্যাদি। সর্বত্রই প্রায় চরণচিহ্ন এঁকে যাই; তাই সাম্প্রতিক লেখায় কোনও মন্তব্য করিচি কিনা সেটাও আরেকবার দেখতে হবে ইত্যাদিও মনে করছিলুম। আর তখনই এই লাইনে পৌঁছে হাঁফ ছাড়লুম -- "তবে উনি সাইটের নবাগত ঝামেলা।" :)
    পুরানো জানিয়া চেয়ো না ...
  • lcm | ১৬ জুলাই ২০২৪ ০৫:৫৪526781
  • ডিপেন্ড করছে।
    যেমন একজন বলছিলেন, ফেসবুকে ওর কোনো এক পোস্টে এক বৃদ্ধ আত্মীয় লিখেছেন - সমৃদ্ধ হলাম। তাই নিয়ে ওর বন্ধুরা আওয়াজ দিয়েছে। 
    পরে ওই বৃদ্ধ বলেছিলেন - ছোটনের লেখা দেখলাম, পড়ে ভাল লাগল, কিছু লিখব ভাবলাম, দেখলাম অনেকের লেখায় পাঠকরা লেখে - ঋদ্ধ হলাম, বা, সমৃদ্ধ হলাম। তো আমিও সেরকম কিছু , বুবাই (ওনার নাতি) কে বললাম, ও টাইপ করে দিল।
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৪ ০৫:৪২526780
  • @&/ | 107.77.236.166 | ১৬ জুলাই ২০২৪ ০৫:০৭526771
     
    কী নিয়ে খারাপ লেগেছিল বললে আবার যার আলতুফালতু মন্তব্যে খারাপ লেগেছে তিনি চলে আসতে পারেন আর আমার এমনিই অশান্তি পোষায় না। তবে তিনি অনেককেই সমানে বাজে কথা বলছেন। 
     
    আমার সাম্প্রতিক লেখার তলায় ওঁর কিছু মন্তব্যে আমার বেশ খারাপ লেগেছে কিন্তু একটা থ্রেশহোল্ড পেরিয়ে গেলে কাউকেই উত্তর দিই না, জাস্ট কাটিয়ে দি, তাই করেছি। তবে উনি সাইটের নবাগত ঝামেলা। আশা করি কিছুদিন পরে রণে ভঙ্গ দেবেন। (ফিঙ্গার্স ক্রসড!) 
  • lcm | ১৬ জুলাই ২০২৪ ০৫:৩৫526779
  • আমি কোনো পোস্ট দেখে বুঝতে পারি না সেটা "আন্তরিক" কিনা। কেউ কেউ বোঝে, হয়ত তারা কোনো এআই মডেল চালায়।
  • র২হ | 96.23.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:৩১526778
  • ওই সিনারিওতে সমস্যা বা অস্বাভাবিকত্ব কী সেটা বুঝলে মতামতটা 'সুচিন্তিত' হয় আরকি :)
     
    দেখুন মনে হয় দিয়ে কিছু হয় না। আমার তো কত কী মনে হয় কিন্তু সেসব বলতে গেলে ভোলানাথের সর্দারী গল্পে হরিদাসের ব্যাপারটা যা হয়েছিল তাই হবে।
     
    কেউ কিছু লিখে প্রকাশ করার মানেই লেখক চান সেটা দুটো মানুষ পড়ুন। সেই লেখায় দুটো অচেনা লোক কমেন্ট করলো মানেই লেখক মেসেঞ্জারে পিং করে বা ইমেল করে প্রশংসাপ্রার্থনা করেছেন ধরে নেওয়াটা একটু গ্রস ডিসরেসপেক্ট বলে মনে করি। এতটা তিক্ত হওয়ার কোন কারন আমার অন্তত ব্যক্তিগত অভিজ্ঞতায় হয়নি। এমনি ফেবু শেয়ার থেকে লোকে আসেন। 
     
    আমি তো অন্তত চাইই, যে লেখকও নিজের লেখা শেয়ার করুন। তাতে দিনের শেষে গুরুর রিডারশিপ বাড়ে।
     
    পনেরো বছর আগে এই লেখালিখির ফোরামগুলি ছোট ছিল। এখন গুরুর ক্ষেত্রে অন্তত তা অনেক বিস্তৃত। তার ওপর ফেবু হোয়া টেলিগ্রাম ইত্যাদি আছে। তো লেখালিখির প্রচার হওয়া তো ভালো। 
    তাতে যা প্রতিক্রিয়া আসবে তার মধ্যে দুটো হয়তো একটু নিরেশ বা ইনসিন্সিয়ার। সে তো হবেই।
  • &/ | 107.77.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:২৯526777
  • সেরকম স্বতঃস্ফূর্ত হলে তো অসুবিধে নেই, বোঝা যায় আন্তরিক। কিন্তু তা তো না এগুলো।
  • kk | 172.58.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:২৪526776
  • আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। কেমন কমেন্ট করা হবে সেই নিয়ে মানুষের পছন্দ-অপছন্দ। অনেকেই "পড়ে সমৃদ্ধ হলাম" , বা "মন ছুঁয়ে গেলো" এই ধরণের কমেন্ট পড়লে বেশ বিরক্ত হন। এই ধরণের কমেন্ট নিয়ে খিল্লি হতেও দেখেছি। এটার কারণ অবশ্য আমি খুব একটা বুঝতে পারিনা। আবার হুতোর পোস্টকেই রেফার করে বলি, লোকে নিজের জ্ঞানবুদ্ধি মতো কমেন্ট করেন। তাতে অসুবিধা কী? হ্যাঁ, একসময় আমিও মনে করতাম কমেন্ট মানেই বিশ্লেষণমূলক হতে হবে। কিন্তু সে যাঁরা পারেন (বা যাঁদের ইচ্ছে) তাঁরা করতেই পারেন। কিন্তু সেটা তো কম্পালশন হওয়ার কথা নয়? আমার যদি কোনো লেখা পড়ে মনে হয় "আহা লেখা পড়ে মন ইলিবিলিতিংকাপিলি করে উঠলো", তো তাতেই বা ক্ষতি কী? প্রকাশ করার ভঙ্গী কত রকমই তো হতে পারে।
  • &/ | 107.77.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:২৪526775
  • সেটাই তো . অথেন্টিক হল কই ? কীরকম যেন দল টেনে এনে 'হুজুরের চোখ যাবে কোথা বাবা' , সাহেব  ও মোসাহেব কবিতার মত 
  • kk | 172.58.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:১৬526774
  • অ্যান্ডর,
    এই নিয়ে আমার মত যদুবাবুর দ্বিতীয় প্যারার সাথে মেলে। অনেকেই এই সাইট সম্পর্কে তেমন কিছুই জানেননা। কিন্তু তাঁদের পরিচিত কেউ লিখলে সেই খবর পেয়ে এসে সেই লেখাটুকু পড়ে তার ওপরে বক্তব্য জানিয়ে যান। এখানে অনেক সময় সেদিন হুতো যেমন বলেছিলো তেমনি বন্ধুকৃত্য কাজ করে হয়তো। এটা তো এখন খুব চালু একটা ট্রেন্ডই হয়ে গেছে যে যেকোনো পাতায় কেউ কিছু পোস্ট করলেই লাইক দেবার বা প্রশংসাসূচক কমেন্টের বন্যা বয়ে যায়। এবারে এখানে উচিৎ-অনুচিৎ আর কে স্থির করবে বলো? কীই বা এমন যায় আসে এমনি কেউ করলে? একটু আধটু বিরক্তি লাগা ছাড়া? সে তো কত বিরক্তিকর ব্যাপারস্যাপার চারপাশে হয়েই চলেছে রাতদিন। সেসব ইগনোর না করলে দিন কাটানোই মুশকিল হয়ে দাঁড়ায়। সেদিন ফুটিচার সাহেব বলেছিলেন "আহা , বাছারা সবাই থাক।" কোট-আনকোটের মধ্যে লিখলাম বটে তবে ভার্বাটিম নয়, প্যারাফ্রেজ। তো সেই আর কী, সবাই থাক। আমাদেরও একটু সহিষ্ণুতা প্র্যাকটিস হোক। তবে আমার মনে হয়না টেনে এনে আলোচনা  করানোটা কারুর ঊদ্দেশ্য। ঐ বাহবা ও ভ্যালিডেশনের প্রবল নীড থেকেই আত্মীয়-্বন্ধুদের জানানো যে "আমি লিখেছি/ আমাকে দেখুন"। এই নিয়ে তো আগের দিন কথাই হলো অনেক।
  • &/ | 107.77.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:১২526773
  • কীরকম যেন লাফ ট্র্যাক চালিয়ে সিনেমা দেখানো মনে হয়, জায়গায় জায়গায় হাসি মেশিন 
  • র২হ | 96.23.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:০৮526772
  • আমি একটা কিছু লিখলাম, সেটা আমার ফেবু দেওয়ালে দিলাম - দেখে আমার এক মহাব্যস্ত বন্ধু ওই লিংকটুকু খুলে শুধু ওই লেখাটাই পড়ে তার জ্ঞান বুদ্ধি সময় মত একটা কমেন্ট করে চলে গেল; বাকি শিল্প সাহিত্য রাজনীতি আড্ডা সামাজিকতা কোন কিছু নিয়েই হয়তো তার আগ্রহ নেই, অথবা সে নিজেই হয়তো একটা পত্রিকা চালায়।
     
    এতে ঠিক সমস্যাটা কী?
  • &/ | 107.77.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৫:০৭526771
  • কী নিয়ে খারাপ লেগেছিল ? কোনো পোস্ট থেকে ?
  • যদুবাবু | ১৬ জুলাই ২০২৪ ০৪:৫৫526770
  • আমাকে যদিও জিজ্ঞেস করেননি, তাও, "জোর করা"ই উচিত না। সে যাই হোক না কেন। এই নিয়ে সুমনের একটা গান ছিল। 
    কিন্তু অন আ স্কেল অফ ওয়ান টু দীপদীপদীপ, এটা কত পাবে ভেবে দেখতে হবে? আর এতে কার, কেন অসুবিধে হচ্ছে। কেউ কি আহত হলেন? না, নান্দনিক বা নীতিগত অসুবিধে। 
     
    আমার ব্যক্তিগত মত ট্রোলিং আর পার্সোনাল অ্যাটাক ছাড়া সবই ঠিক আছে। নির্জন ঊষর soliloquy টই থেকে শুরু করে মল্লযুদ্ধ সবই চলবে। সব তো আর কারুর পছন্দ হয় না। কি আর করা? আমার নিজেরই গতকাল খুব বিরক্ত লেগেছে একটা অন্য ব্যাপারে। তারপর ভেবেছি ধুর হজম করে নি। জীবন ক্ষুদ্র। 
     
    যাকগে, অন্য একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম গুরু হাইভমাইন্ডকে। আইপিএলের বেটিং  অ্যাপের বাড়বাড়ন্ত নিয়ে পড়ছিলাম। বেশ অনেকদিনের জ্বলন্ত সমস্যা।  প্রশ্ন - এইসব লিগ্যাল হলো কবে থেকে? অবশ্য পড়ছিলাম যে কিছু নাকি ইলিগ্যাল হয়েও রমরমিয়ে চলছে। 
  • &/ | 151.14.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৪:৪৩526769
  • হুতেন্দ্র, আছেন? কেকে, আছো? একটা কথা ছিল। লেখাপত্রে, বিশেষ করে ধারাবাহিক লেখায়, কোনো কোনো ক্ষেত্রে মন্তব্য সেক্শনে বেশ ভালো আলোচনা হয়। আবার কোনো কোনো লেখায় কিছু তেমন হয় না। কথা হল জোর করে অন্য জায়্গা থেকে লোক (যাঁরা হয়ত জানেনও না এরকম একটা সাইট আছে, লিংক পেয়ে এসে উড়ো খই গোবিন্দায় নমো করেন ) টেনে এনে আলোচনা করানো কি উচিত? টইয়ের অনেক লেখায় এরকম দেখি নতুন লোকজন এসে কীরকম সব 'হেঁ হেঁ ক্যায়সা পাপড়ি চাট লিখেছিস' ধরণের মন্তব্য করে চলে যায়। আদৌ লেখা হয়ত পড়েনওনি, হয়তো মেসেঞ্জারে গুঁতো খেয়ে এসে কিছু বলে চলে যান।
  • সে এক সময় ছিল | 70.23.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০৪:৩৮526768
  • সুধাংশু শেখর | ১৬ জুলাই ২০২৪ ০২:২৫
    অনেক ধন্যবাদ। এই ভিডিও দেখার শেষে উঠে আসা লিঙ্ক থেকে ওনাকে নিয়ে আরো একটা ভিডিও দেখা হল।  
  • সুধাংশু শেখর | ১৬ জুলাই ২০২৪ ০২:২৫526767


  • (ডিসিজনাবের স্টাইলে) নিন, একটা সাক্ষাৎকার শুনুন। 
  • NRO | 165.124.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০২:০৪526766
  • সর্দার তো বুঝলাম কিন্তু তা কাওয়াজুলু না আমাজুলুদের ?
  • সুধাংশু শেখর | ১৬ জুলাই ২০২৪ ০১:৩৫526765
  • একজন ট্রোল চেষ্টা করবেই আপনাকে টেনে তার লেভেলে নামিয়ে এনে সেই পাঁকে গড়াগড়ি দেওয়াতে। তারা চাইবে আপনি গালি দিন, মুখ খারাপ করুন, মেজাজ হারান, প্রত্যুত্তর দিতে গিয়ে একটা চার-অক্ষর বলে ফেলুন, ইত্যাদি।আপনার কাজ সেই bait /lure গুলিকে অবজ্ঞা/উপেক্ষা করা। 

    আমার অ্যানোনিমিটি নিয়ে সমস্যা নেই। অ্যানোনিমিটি অতি দরকারী জিনিষ, এবং খুব-ই সুন্দর, যখন সদর্থক কাজে ব্যবহার করা হয়। কিন্তু যাঁরা শুধুমাত্র ট্রোল করার উদ্দেশ্যে অ্যানোনিমাস আইডেন্টিটি-র অর্থাৎ নিকের পেছনে লুকোন, তারা অন্য নিকের থেকে বস্তুত একটি আলাদা গোত্রের। ট্রোল-নিকেরা সাধারণতঃ ভীরু হন, এবং রিপার্কাশনের বা অন্য ফল-আউটের ভয় পান, এবং এই নিকের আড়াল থেকে গালি দেওয়ার সময় যে পাওয়ার-রাশ-টা হয় সেটাই এদের এঞ্জয়মেন্ট। নন-ট্রোল নিকেদের ব্যাপারে তেমন কিছু মনে হয় না। তাদের নিক নেওয়ার কারণ সম্পূর্ণ আলাদা। 

    কাজেই অনুরোধ, Ignore them. Don't engage. আর এইটি, যা বুঝলাম, গুরু সম্পূর্ণ পাবলিক ফোরাম। এখানে যা লিখবেন অনাদি-অনন্তকাল থেকে যাবে। কে আবার কবে খুঁড়ে বের করবে। অতএব, বলে যেতে দিন, বয়ে যেতে দিন। একমাত্র ব্যতিক্রম - ব্যক্তিগত আক্রমণ/ ধর্মীয় প্ররোচনা বা ঐ জাতীয় বিষোদ্গার। 
  • জ.স.ল | 192.139.***.*** | ১৬ জুলাই ২০২৪ ০১:৩৩526764
  • হ্যাঁ, সেটা খুবই ঠিক কথাঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত