এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • politics | 2607:fea8:86e1:e300:ee32:4b0e:b2e9:***:*** | ০৪ মে ২০২৪ ০৯:৩৬523368
  • গৌতম ভট্টাচার্যের সংগে জয়ন্ত ভটচাজ। দেখুন ভারতীয় রাজনীতির হাঁড়ির খবর।
     
  • &/ | 151.14.***.*** | ০৪ মে ২০২৪ ০৯:১৯523367
  • সব কেমন চমৎকার আলাদা করা আছে, স্পিসিসে স্পিসিসে তো বটেই, এমনি এক স্পিসিসের মধ্যেও। ফজলি আমের গাছে হিমসাগর তো হয় না। অথবা খাজা কাঁঠালের গাছে গোলা কাঁঠাল।
  • &/ | 151.14.***.*** | ০৪ মে ২০২৪ ০৯:১৬523366
  • একবার জনৈক ডাবলুকে বোকা পেয়ে রুইভাজা খেতে দিয়ে বলছিল ইলিশভাজা। ডাবলু কইল এ ইলিশের পূর্বপুরুষ রুইনির সঙ্গে ইলোপ করেছিল।
  • অরিন | 119.224.***.*** | ০৪ মে ২০২৪ ০৮:৫৯523365
  • খুব ইন্টারেস্টিং।
    এ কিন্তু দুটোর হাইব্রিড নয়। 
    হতে পারে শেপ নির্ধারণকারী জিনের কোনভাবে শেয়ারিং হয়ে থাকতে পারে। 
  • সমরেশ মুখার্জী | ০৪ মে ২০২৪ ০৮:৫৩523364
  • তবে আমার দেওয়া ছবিতে আমাকৃত হাইব্রিড নামটা ঠিক হয়নি। এটাকে আঙুটো অথবা টঙুর বলা যেতে পারে  wink
  • অরিন | 119.224.***.*** | ০৪ মে ২০২৪ ০৮:৪৮523363
  • b, ;-), আহা একটু খুলেই ...  
    না থাক।
    ইয়ে বললে বুঝে নিতে হবে।
  • অরিন | 122.56.***.*** | ০৪ মে ২০২৪ ০৮:৪৬523362
  • গাছ পাশাপাশি রাখা মানে হট/গ্রীণহাউসে টম্যাটো আর লঙ্কা গাছ পাশাপাশি বেড়ে উঠছিল, এবার দুটোতেই হৈ হৈ করে লঙ্কা আর টম্যাটো হচ্ছে। বুঝতে পারলাম না এরকম অদ্ভুত শেপের টম্যাটো হল কিভাবে। লঙ্কার শেপের জিনিসটা বেসিকালি টম্যাটো। 
    ইন্টারেস্টিং দেখতে, তাই ছবিটা শেয়ার করলাম। 
    সমরেশবাবুও দেখছি একই রকম ছবি শেয়ার করলেন। 
  • সমরেশ মুখার্জী | ০৪ মে ২০২৪ ০৮:৪০523361
  • অরিন লান তো বললেন, "এটা ওনাদের বাগানের হটহাউসে টম্যাটো আর লঙ্কা গাছ পাশাপশি রাখার কুফল।"

    কিন্তু মাসখানেক আগে কলকাতা‌য় আমাদের মিনি টাউনশিপের সবজি শপে‌ও আঙুরের সাথে টমেটো রাখার সুফল দেখে বেশ মজা লেগেছিল বলে এই ছবিটা তুলে রেখেছি‌লাম। 


     
    নিউজিল্যান্ড থেকে কলকাতায় - এমন হাঁসজারুর মতো - টংকা অথবা আংকা কীভাবে হচ্ছে কে জানে বাবা !! laugh
     
  • dc | 2402:e280:2141:1e8:957d:d336:8808:***:*** | ০৪ মে ২০২৪ ০৮:১৭523360
  • টমেটো আর লংকা গাছ পাশাপাশি রাখতেই এই অবস্থা? 
  • b | 117.194.***.*** | ০৪ মে ২০২৪ ০৭:৪৫523359
  • ০৪ মে ২০২৪ ০১:৫৮ ছবিটা, ইয়ে, মানে    
  • অরিন | 119.224.***.*** | ০৪ মে ২০২৪ ০২:০১523357
  • হুঁ এটা আমাদের বাগানের হটহাউসে টম্যাটো আর লঙ্কা গাছ পাশাপশি রাখার কুফল।
    এরকম বিচিত্র লঙ্কা আর টম্যাটোর সমভিব্যাহার কখনো দেখিনি বলে ছবিটা তুলে দিলাম। 
  • অরিন | 119.224.***.*** | ০৪ মে ২০২৪ ০১:৫৮523356
  • <a href="https://ibb.co/1MkCG9P"><img src=" alt="20240428-114840" border="0"></a>
  • lcm | ০৪ মে ২০২৪ ০০:০১523353
  • আমারও তাই প্রেফারেন্সঃ গুরুর সার্ভার বা নিজস্ব স্টোরেজে ছবি রাখা। 
  • r2h | 192.139.***.*** | ০৩ মে ২০২৪ ২৩:৪৪523352
  • গুরুর সার্ভারে ছবি ভালো অপশন, তবে ভয় স্প্যামারদের।

    সমরেশবাবু, 'ছবি আপলোড হচ্ছে না' বলতে লোকজন বোঝাচ্ছে মতামত দিন বাক্সে ছবি আপলোড বোতাম চেপে ছবি আপলোড হচ্ছে না।
  • &/ | 151.14.***.*** | ০৩ মে ২০২৪ ২৩:৪১523351
  • এইখানে সুপারস্ক্রিপ্ট হয় দেখছি।  এই যেমন c
  • সমরেশ মুখার্জী | ০৩ মে ২০২৪ ২৩:৩৯523350
  • এসব ব‍্যাপারে অনভিজ্ঞ হয়েও জানি টেক্সট বেশী সার্ভার স্পেস নেয়না যতটা নেয় ইমেজ। আমার বেড়ানো‌র লেখা‌য় বেশ কিছু ছবি থাকে। অরিজিনাল ছবিগুলো 2/3/5 MB সাইজের। কিন্তু আমি লেখার মধ‍্যে অরিজিনাল Res ছবি পেষ্ট করি না। যে ছবিগুলো রাখবো ভাবি সেগুলোর Screenshot নিয়ে একটা Temp Folder এ রেখে সেখান থেকে কপি-পেষ্ট করি। ফলে এক একটা ছবির সাইজ 150/200 KB তে নেমে আসে। 

    যেমন “মোহিনী ধূবেলা” লেখায় 37টা ছবির Screenshot যে Temp Folder এ রেখেছি‌লাম তার সাইজ হয়েছিল মাত্র 6 MB. আমি এটা করি যাতে গুরু যে হোস্ট সার্ভারে ছবি রাখে সেখানে গুরুর ফোল্ডারে‌র সাইজ খুব বেশী না হয়ে যায়। তবে গুরুর টেকটিম যদি বলে গুরু তার ইমেজ হোস্টিং সার্ভারে যথেষ্ট স্পেস নিয়ে রেখেছে - ছবি রিসাইজ করে পোষ্ট না করলেও চলে, তাহলে স্পেস নিয়ে ভাববো না।

    হোয়াতে কোনো 3~6 MB হাই Res ইমেজ পাঠালেও  তা Reduce হয়ে KBতে নেমে যায়। যদি গুরুতেও অমন কোনো কল করা থাকে যাতে কেউ যত MB এর ছবি‌ই পোষ্ট করুক না কেন, তা Low Res এ হয়ে‌ই লেখা‌র সাথে attach হবে, সেক্ষেত্রে‌ও ছবির সাইজ নিয়ে না ভাবলেও চলবে।
  • dc | 2402:e280:2141:1e8:c97d:74e4:7fe:***:*** | ০৩ মে ২০২৪ ২৩:২২523349
  • আচ্ছা গান শুনুন একটা। 
     
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:dc02:d9d1:***:*** | ০৩ মে ২০২৪ ২৩:১৭523348
  • আমার তো মনে হয় গুরুর নিজের সার্ভারেই ছবি রাখার ব্যবস্থা করলে ভালো হয়। খুব বেশী তো ছবি আপলোড হয় না, মাসে হয়তো দুতিনশো এমবি হবে। সেগুলো রিসাইজ করে রেখে দেওয়া যায়, হয়তো খুব বেশী খরচও পড়বে না। 
  • | ০৩ মে ২০২৪ ২৩:০৯523347
  • ল্যাদোষ আমরা তো আগে এভাবে তুলতাম। এটার মুশকিল হল কয়েক বছর বাদে অনেকসময় সাইটরা ঝাড়পোঁছ করে উড়িয়ে দেয় বা হোস্টিং সাইট নিজেই মায়া হয়ে যায়।   হুতোর ল্যাজ কাম মুগুর যেমন আর পাওয়া যায় না।  ব্লগে যদি ছবি ঠিকঠাক জায়গায় পাকাপাকি সেঁটে না রাখা যাত তাহলে তো ব্লগার বা ওয়ার্ডপ্রেসই ভাল দেখছি। 
  • সমরেশ মুখার্জী | ০৩ মে ২০২৪ ২২:৫৮523346
  • আগেও লিখেছি, আমার বেলায় কিন্তু এখনো অবধি হপা, খেরো, ভাট ছবি নিয়ে নিচ্ছে। কোনো অসুবিধা হয় নি। হলে LCM যা শলা দিয়েছেন আমার পক্ষে করা মুশকিল -  Comম্পু‌ ব‍্যাপারে কিসু‌ই Zaনিনা তে - তাই হয়তো গুরু আমার প্রতি কিঞ্চিৎ সদয় 

    গুরুর এতো গুণকীর্তন করলুম, পরে আবার ঝোলাবে না তো? দেখি আর একবার মাইক টেষ্টিং করে। এটা ডিসেম্বরে শান্তি‌নিকেতনে তুলেছিনু। যদি নিয়ে নেয়, তাহলে ধরে নেবো আপাতত আমার ওপর গুরুকৃপা বর্ষিত হচ্ছে। আর টেরাই করার প্রয়োজন নেই …


    ইয়াহু …. নিয়েছে …. জয় গুরু !
  • lcm | ০৩ মে ২০২৪ ২২:৩০523345
  • imgur এর সমস্যার সমাধান হয় নি। বোঝা যাচ্ছে না কেন কারও ক্ষেত্রে কাজ করছে, কারোর করছে না। পাপাঙ্গুল, যোষিতা, দ, সমরেশ ... এবং অন্যান্য অনেকেই চেষ্টা করেছেন এবং এখানে জানিয়েছেন। 
     
    আইপি বা দেশ ধরে কোনো রেস্ট্রিকশন আছে হয়ত, বিভিন্ন দেশে imgur ব্যান ইত্যাদি হয়েছে আগে। যাই হোক, গুরুকে অন্য কোনো ইমেজ হোস্টিং সার্ভিস ভাবতে হবে, বা, গুরুর সাইটেই (বা নিজের কোনো স্টোরেজে) ইমেজ রাখার ব্যবস্থা দেখতে হবে, সেক্ষেত্রে থার্ড পার্টির ওপর ডিপেন্ডেন্সি থাকে না।

    ইতিমধ্যে ছবি তুলতে চাইলে, কোনো ইমেজ হোস্টিং সাইটে ছবি ম্যানুয়ালি আপলোড করে সেখান থেকে ছবির url নিয়ে পেস্ট করে দিতে পারেন, ফ্রি ইমেজ হোস্ট করতে দেয় এমন কিছু পপুলার ইমেজ হোস্টিং সাইট হল  -
    https://imgur.com/
     
    একটা জিনিস খেয়াল রাখতে হবে, url শেষে যেন থাকে নীচের এক্সটেনশনগুলো - 
    .jpg, .jpeg, .png, .gif 

    যেমন, উদাহারণ - 
    sample-image-hosting-site.com/bla/bla/bla/chhobi1.jpg    (এরকম কাজ করবে)
    sample-image-hosting-site.com/bla/bla/bla/chhobi1.jpg?ik=34875123    (এরকম কাজ করবে না)
     
    এর কিছু ব্যতিক্রম আছে, কিছু url- এ সার্ভার থেকে ইমেজ জেনারেট করে স্ট্রিম করে, সেইসব url সাধারণত খুব লম্বা গোছের কিছু হয়, সেগুলো কিছু ক্ষেত্রে কাজ করে।  
  • সমরেশ মুখার্জী | ০৩ মে ২০২৪ ২২:১৩523344
  • মাঝে মাঝেই দেখি কেউ বলছে ছবি আপলোড হচ্ছে না - কী হচ্ছে কে জানে। ছবি নিয়ে কথা হচ্ছে বলে একাকী ভ্রমণপথে একটি সংগ্ৰহালয়ে দেখা কিছু ছবির একটি পোষ্ট করে দেখি নেয় কিনা - ছবিছবার কিসু‌ই বুসি না - সেরেফ চোখে লেগেছিল বলে মোবাইলে কয়েদ করেছি‌লুম 


    নিলো কী??
  • আর্ট | 173.62.***.*** | ০৩ মে ২০২৪ ২১:১১523343
  • তবে এইবাবদ আলোচনাগুলোর টইয়ে তুলে রাখা উচিত ছিল 
     
    (এইবার জনতা বলবে কেন হে বেকার ভাট না দিয়ে তুমি নিজেই  ইত্যাদি)
  •  এককের জন্যে  প্রশ্ন | 173.62.***.*** | ০৩ মে ২০২৪ ২১:০৭523342
  • তাহলে কি খাড়াইল? অঁরি রুশোর আঁকা ক্রাফট, নাকি আর্ট? কিংবা রবীন্দ্রনাথ? 
    আচ্ছা, সে সব গূঢ় প্রশ্ন বাদ্দিন! ধরুনগে অবনীন্দ্রনাথের বা নন্দলাল বসুর কোন অপ্রকাশিত আঁকা পাওয়া গেল। তো, যে মূহূর্ত পর্যন্ত উহা মার্কেটে নাই, ততক্ষণ কি উহা ক্রাফট? আমার ছোট্টাকুদ্দার বড়মামাকে হুসেন একটি স্কেচ উপহার দেন, বড়মামাজী কাগ তাড়াচ্ছিলেন হুসেনের নেচারের ছবি আঁকা প্রাকটিসের সময়, তো সেই ছবি ফ্রেমে বাঁধান হয়ে পরিবারের দেওয়ালের শোভা বর্ধন করছে। তো, সেটিও নিশ্চয় ক্রাফট? 
     
    যাউগ্গা! একক ছোকরা নির্ঘাত বাজারই গরম করছিল! ভাবছিল যদি খ হ কেউ যদি ফাঁদে পা দ্যায় এই ভোটের বাজারে 
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ০৩ মে ২০২৪ ২০:৫৫523341
  • ভ্যান গঘের ট্রেনিং ছিল কিন্তু সে খুবই অল্প দিনের, স্যারদের সাথে মনে হয় ঝামেলা হত। যা ট্রেনিং ছিল সে তো পাদ্রী হওয়ার কিন্তু সে পথে যাওয়া হল না। কিন্তু চিঠিগুলো পড়লে বোঝা যায় আঁকার কী সাংঘাতিক আর্জ, ছবি নিয়ে আর্জও শুধু নয়, মারাত্মক রকমের জীবনস্পৃহা সেসব দপদপ করছে। কিন্তু ট্রেনিং পুরো না থাকলেও আর্টিসটদের সাথে মেলামেশা ছিল, সেই সময়ের বিখ্যাত, ওর থেকে সিনিয়র যারা তাদের সাথে, বিশেহ্হ করে ল্যাণ্ডস্কেপ আর্টিস্ট যারা, তো তাদের ছবি থেকে শিখেছিলেন, প্রথমদিকের ছবিতে সেসবের ছাপ আছে।
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:***:*** | ০৩ মে ২০২৪ ২০:৪৯523340
  • ট্রেনিং মানে ফর্মাল ট্রেনিং, স্কুলে গিয়ে শেখাটেখা, রুশো মনে হয় স্কুল পাশটাও করেননি। কিন্তু তা বলে ছবি কী, বস্তুজগতটা কীরকম সে সম্বন্ধে নিশ্চয় দেখার চোখে ছিল, ফর্মাল ট্রেনিং না থাকার ফলে ছবিগুলো অন্যরকম হয়েছে। রুশের নাকি বিবিধ পোস্টার দেখার অভ্যাস ছিল, ঐ দুটো ছবিতেও পোস্টারের বৈশিষ্ট্য যা, রংএর ব্যবহার সেটা আছে। কিন্তু পার্স্পেক্টিভটা ঘাঁটা, বাঘ্টার পেছনের পা দেখবে, গাছের পাতার ওপরে যেন রাখা যা হতে পারে না। এও আবার সম্ভব যে সে লাফাচ্ছে কিন্তু তাতেও অসুবিধে, যেন মনে হয় কই, বাঘটাতো পাতার ওপরে বসে আছে। লাফাচ্ছেই বা কেন, শিকার ধরার জন্য, চোখে বড় আর দাঁত বার করা সেই জন্য নাকি বজ্র- বিদ্যুত- ঝড়ে ভয় পেয়েছে ? এইসব বিষয়গুলো আনসার্টেনিটি তৈরী করে ছবিটিতে, এই আনসার্টেনিটি ফর্মাল ট্রেনিং থেকে আসেনা বা সেসব থাকলে ছবি ছবি হয় না। কিন্তু বিশ শতকে এসে আনসার্টেনিটি আর ডিশ্টর্শন ছবির প্রধাণ বিষয় হয়ে গেল যখন, তখন এঁরা গুরুত্ব পেলেন। এই আনসার্টিনিটি তৈরী করা সচেতন না অচেতন, সেটাই তর্ক, বিশ শতকে এসে ব্যাপারটা সচেতন হয়ে উঠেছিল।
  • r2h | 192.139.***.*** | ০৩ মে ২০২৪ ২০:২৭523339
  • নাইভ আর্টের সংজ্ঞা ও ধারনায় আমার মনে হয় প্রাচ্য ও পাশ্চাত্যের চিন্তাধারায় একটু তফাত হতে পারে।
    ট্রেনিং - ট্রেনিং কাকে বলে? রুশোর পেন্টিং দেখে প্রশিক্ষণ আর শিক্ষা ব্যাপারটা নিয়ে ভাবছি। এই রুশো সায়েবের ছবি- ইনি ট্রেনড নন সেটা মেনে নিতে অসুবিধে হচ্ছে। রঠ - এঁরা তো বোধহয় ছোটবেলায় অল্পবিস্তর সবই শিখতেন, রং তুলি হাতে তুলেছেন কিনা জানি না কিন্তু শিল্পতত্ত্ব গুলে খেয়েছেন। দক্ষতার খামতি জ্ঞানে পুষিয়ে নিয়েছেন।
    আর বড় শিল্পী মানেই তো আনইনহিবিটেড, অভিনব হবেন।

    শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের ছবি জঘন্য, এই নিয়ে সন্দেহ নেই, তবে নাইভ আর্টের সংজ্ঞায় মিলে যায়, ইনহিবিশন থাকলে কেউ ওরকম এঁকে প্রদর্শনী করতে পারেন না।

    ওদিকে রাজ্যপাল বোসের নাকি উপন্যাস গল্প কবিতা মিলিয়ে ৩৫০+ পাবলিকেশন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত