এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2601:14a:500:e780:4dbe:664:2f5c:***:*** | ২৭ মার্চ ২০২৩ ২৩:০৭514361
  • দ'দি,
    আমি ন্যাশভিল না তো, নক্সভিলে থাকতাম। তবে বহুকাল সেখান থেকে চলে গেছি। আট বছর হতে চললো।
  • :-) | 2405:8100:8000:5ca1::1c7:***:*** | ২৭ মার্চ ২০২৩ ২২:০৮514360
  • তারপর বিজেপীর রেপিস্টগুলো বাংলার ঘরে ঘরে দাপিয়ে বেড়াবে?
    বিজেপী কিন্তু সাহার পোকে চেয়ারে বসতে দেবে না। চাইকি হাতে ঝাঁটা ধরিয়ে পার্টি অফিসের  বাথরুম সাফ করাতে পারে। 
  • যোষিতা | ২৭ মার্চ ২০২৩ ২২:০৭514359
  • cpm প্রচুর করাপ্টেড ছিল। আমি নিজেই ভুক্তভোগী চাকরির ব্যাপারে এবং তা বহু পূর্বে লিখেওছিলাম।
    তিনোপার্টি আরও বেশি করাপ্টেড। পার্টি যেটাই হোক না কেন অসৎ লোক প্রচুর বেড়ে গেছে।
    চাকরি করা কিছু মহিলাকে চিনি যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে। একজন তো রিলায়েন্সে মারকেটিংএ ভাল পদে চাকরি করে। আবার অন্যদিকে প্রচুর বেকার নিডি মেয়ে, খুবই দরিদ্র, তবু লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন রিফিউজড হয়েছে।
  • সৌমেন্দু সাহা | 2a0b:f4c2::***:*** | ২৭ মার্চ ২০২৩ ২১:৫৬514358
  • সিপিএম চাকরি-চোর তোলাবাজের দল, তিনোরা চাকরি+চাল+কয়লা+গরু চোর, মহাচোর। বাংলায় বিজেপি, ২০২৪ লোকসভায় পশ্চিমবঙ্গে বিজেপি ২৫+ সিট পাবে, আর ২০২৬ বিজেপি আসছে, কেউ আটকাতে পারবে না।  
  • | ২৭ মার্চ ২০২৩ ২১:৪৯514357
  • কেকেএখন আর ন্যাশভিলে থাকো না বোধয় তাই না?
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৭ মার্চ ২০২৩ ২১:০২514356
  • এককের এইটা একেবারে সুপার্ব হয়েছে
     
    "অবিশ্যি গুরুর এটাই চল। সরকারি রেললাইন ধরে কেও চলেনা। যে যার মত রেললাইন পেতে নেয়। কাজেই পেছনের গাড়ি তাড়া মারবে সে যো নাই। ড্রাইভার লাইন্ম্যান সিগ্ন্যাল সবই নিজে :)) 
     
    ফলত,  আশা থেকে যায়.."
  • গুরুর রেললাইন | 136.226.***.*** | ২৭ মার্চ ২০২৩ ২১:০২514355
  • সেই সব রেললাইন শহর বন্দর প্রান্তর পেরিয়ে চলতে থাকে, প্রথমে আসে ঝোপঝাড়, রেললাইন মুড়তে থাকে আগাছায়, জঙ্গল ঘন হতে থাকে আর একদিন পুরোনো লাইন ধরে যেতে যেতে অজানা কেউ পৌঁছে যায় গহীন অরন্যে।  
  • একক | ২৭ মার্চ ২০২৩ ১৯:২১514354
  • বিসমিল কে নিয়ে কিছু কোশ্ন ও ছিল। দেখি, গাড়ি কবে চালু হয় আবার :)
  • একক | ২৭ মার্চ ২০২৩ ১৯:১৬514353
  • বড়াই এর ইতিহাস আলচনা টা বহুদিন একা মালগাড়ির কামরা হয়ে দাঁড়িয়ে আচে। বুল্লে শাহ - লাল অনেক বড় স্ফীয়ার নিয়ে শুরু হয়েচিল। 
     
    অবিশ্যি গুরুর এটাই চল। সরকারি রেললাইন ধরে কেও চলেনা। যে যার মত রেললাইন পেতে নেয়। কাজেই পেছনের গাড়ি তাড়া মারবে সে যো নাই। ড্রাইভার লাইন্ম্যান সিগ্ন্যাল সবই নিজে :)) 
     
    ফলত,  আশা থেকে যায়..
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:3b18:b8a7:56c0:***:*** | ২৭ মার্চ ২০২৩ ১৯:১০514352
  • আচ্ছা, সিপিএম নেতাদের রক্ষিতাদের ঘর থেকে কোটি কোটি টাকা কবে বেরোবে
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:3b18:b8a7:56c0:***:*** | ২৭ মার্চ ২০২৩ ১৯:০৬514351
  • প্রাক্তন তৃণমূল নেতা দীপক ঘোষের কতগুলো বোমা আছে?
  • ভাম | 2405:8100:8000:5ca1::316:***:*** | ২৭ মার্চ ২০২৩ ১৮:৩৯514350
  • সুজন চক্রবর্তীর স্ত্রী মিলির চাকরি, কাস্তে-হাতুড়ির অস্বস্তি বাড়িয়ে বড় বোমা প্রাক্তন সিপিএম নেতার!
     
    পরীক্ষা দিয়ে কলেজের ক্লার্ক পদে চাকরি পেয়েছিলেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্য?
     
    মিলি চক্রবর্তীর নিয়োগ নিয়ে কী বলেছেন সমীর পুততুন্ড? সমীরবাবু দক্ষিণ ২৪ পরগনার সিপিএম নেতা ছিলেন। ১৯৮৫ সালে জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন। তারপর দলের জেলা সম্পাদক হন। তাঁর দাবি, ‘সুজনের বিয়ের আগের ঘটনা। মিলির চাকরিটা হয়ে গেলে সুজনদের সুবিধা হবে। আমায় তখন বারবার তাই ইনসিস্ট করা হয়েছিল। তখন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কাজের একটা সুযোগ ছিল। করে দিয়েছিলাম।’

    শুধু কী মিলিদেবী-ই, নাকি প্রভাবশালী নেতা হিসাবে সেই সময় আর কতজনের এমন চাকরির ব্যবস্থা করেছিলেন সমীর পুততুন্ড? পিডিএস নেতার কথায়, ‘এভাবে কত লোকের চাকরি হয়েছে। প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তীর সুবিধার জন্য কত কিছুকরতে হয়েছে তখন। আমি ইউনিভার্সিটির সেনেট মেম্বার ছিলাম, সে সময়ে ইউনিভার্সিটি চালানোর জন্যও কিছু রিক্রুটমেন্ট হয়েছে। প্রশাসনের কাজ চালানোর জন্যও লোক নিতে হয়েছে। এগুলো সবই হয়েছে পার্টির নির্দেশেই।’ অর্থাৎ দলের নির্দেশেই সেই সময় বহু নিয়োগ হয়েছে বলে মেনে নিয়েছেন সমীর পুততুন্ড। 
  • - | 185.22.***.*** | ২৭ মার্চ ২০২৩ ১৮:১৭514349
  • A principal of a Florida school has been forced to resign after a parent complained that sixth-grade students were exposed to pornography.

    The complaint arose from a Renaissance art lesson where students were shown Michelangelo's statue of David.
     
  • shu | 103.232.***.*** | ২৭ মার্চ ২০২৩ ১৬:৫৪514348
  • &/, বড় আই বললেই মনে পড়ে সব চরিত্র কাল্পনিক নিয়ে লেখাটা। অনেকেই বোধ হয় লিখেওছিলেন, লেখাটার তুলনায় আসল ছবিটা অতটা জমেনি। নিজের মতো করে দেখা এবং সেটা  অন্যকে দেখাতে পারা - এখানেই বড়াই অনন্য।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৩ ০২:৫০514346
  • খুব মিস করি বড়াইয়ের লেখা। একটা ধারাবাহিক শুরু করেছিলেন, তারপরে তো আর এলেন না। ওঁকে দেখলেই মনে পড়ে যায় "আমার উন্মন বাদ্যকর" বলে আশ্চর্য সেই লেখাটা। অমন লেখা জীবনে মাত্র ওই একটিই পেয়েছি। বড়ই মায়াময়। তবে শুধু মায়াই নয়, আরও এমন কিছু ওতে আছে যা কথা দিয়ে বলতে পারি না।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৩ ০২:৪৫514345
  • টি কেও বহুদিন দেখি না। হুচি আর টিমকেও বহুদিন দেখি না। আশা করি সবাই ভালো আছেন।
  • kk | 2601:14a:500:e780:7816:3800:4e5b:***:*** | ২৭ মার্চ ২০২৩ ০২:০৬514344
  • হুতো, অভ্যু, সুকি, ব্রতীন, এঁদের দেখা বহুদিন পাইনি। আশা করি ভালো আছেন সব।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৩ ০০:৫৬514343
  • ডিসি, ওই অপ্টিমাইজেশনের টইটা খুলুন না! মানবসভ্যতা, প্রকৃতি-পরিবেশ ও জনসংখ্যা, এইগুলো নিয়ে।
  • dc | 2401:4900:231b:e140:40ad:638a:c1f5:***:*** | ২৬ মার্চ ২০২৩ ২২:২৮514342
  • গান শুনুন একটা 
     
  • Quotation | 136.226.***.*** | ২৬ মার্চ ২০২৩ ২০:৩২514341
  • A good story triumphs the truth, always. A good story is the truth. 
  • π | ২৬ মার্চ ২০২৩ ১৩:২০514340
  • আগরতলা মেলায় গেট দিয়ে ঢুকেই ডানদিকে, জি ব্লকে,  বি-২৪।। অক্ষর পাব্লিকেশানস এর স্টল। সেখানেই থাকছে গুরুচণ্ডা৯ র বইপত্তর!
  • dc | 2401:4900:231b:e140:3172:9e68:6a1e:***:*** | ২৬ মার্চ ২০২৩ ১০:১৯514339
  • হুঁ। 
     
    কংগ্রেস জোরদার সত্যাগ্রহ ইত্যাদি শুরু করলে হয়তো অমৃতপাল আবার দেখা দেবে।  
  • সিএস | 2401:4900:707a:33e2:45bd:6fa8:60aa:***:*** | ২৬ মার্চ ২০২৩ ১০:১৪514338
  • কিন্তু পাঁচদিন হয়ে গেল, অমৃতপাল মিলিয়ে গেল !
  • dc | 2401:4900:231b:e140:3172:9e68:6a1e:***:*** | ২৬ মার্চ ২০২৩ ১০:১০514337
  • আসল কথা হলো, রাহুল গান্ধী বা কংগ্রেস এতো বড়ো একটা সুযোগের সদ্ব্যবহার করতে পারবে কি? 
     
    যদি পারে তো স্টিভ ওয়ার সেই অমর উক্তি আরেকবার মনে পড়বেঃ ইউ জাস্ট ড্রপড দ্য ওয়ার্ল্ড কাপ, মেট! 
     
    বিজেপির ২০২৪ এ জয় ১০০% নিশ্চিত ছিল। রাহুল গান্ধী যদি এক মাস জেলে কাটিয়ে আসতে পারে তো সেই জয় বিজেপির হাতছাড়া হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। 
  • Ranjan Roy | ২৬ মার্চ ২০২৩ ০৯:৩২514336
  • ব্লগের পাতায় শ্রীদেবজিৎ ভট্টাচার্য রাহুলের শাস্তির প্রসংগে কিছু কথা বলেছেন। 
    এব্যাপারে আমি যতটুকু জেনেছি তা এখানে রাখলাম। আমার ভুল শুধরে দিলে ভাল লাগবে। 
     
    • "আরেকটু ঘাঁটাঘাঁটি করতেই দেখি, 'পরিণত' কংগ্রেসী নেতা রাহুল গান্ধী –মোদী সাহেব’কে তাঁর ‘পদবী’ ধরে যা নয় তাই বলেছে। আমাদের সমাজে যেমনটা ঠিক বিয়ের পর পণের পুরো টাকা না পেলে স্বামী তার ‘স্ত্রী’কে বলে থাকে, অনেকটা সেইরকম’ই।"
       
      ---ভাল করে ঘেঁটে দেখুন। "মোদী সাহেব’কে তাঁর ‘পদবী’ ধরে যা নয় তাই বলেছে"। কথাটা পুরোপুরি ঠিক নয়। 
         রাহুল গান্ধী ২০১৯ সালে কর্ণাটকের কোলারে একটি জনসভায় বাড়তে থাকা বেকারত্ব, মূল্যবৃদ্ধি , করাপশন ইত্যাদি নিয়ে বলার প্রসঙ্গে বলেছিলেন -- আশ্চর্যের বিষয় ইদানীং করাপশন করে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের বেশির ভাগের নামই মোদী, যেমন  ললিত মোদী, নীরব মোদী, --। 
        মোট তিনজন মোদীর নাম নিয়েছিলেন,  নরেন্দ্র মোদীর নামই নেন নি।
      তখন গুজরাতের সুরাতে, রাঁচি  এবং বিহারের  কোথাও তিনটে মানহানির 'সিভিল নয় ক্রিমিনাল' অভিযোগ দায়ের হয়। অভিযোগ কর্তারা উপরোক্ত তিনজনের কেউ নন। যদিও সিভিলের জায়গায় ক্রিমিনাল কেসে শুধু যার মানহানি হয়েছে সেইই অভিযোগ করতে পারে। 
             গুজরাতের অভিযোগ কর্তা পুর্ণেন্দু মোদীর বক্তব্যঃ এতে সমস্ত মানুষ যাঁদের সারনেম মোদী, তাঁদের অপমান করা হয়েছে। 
      আশ্চর্যের বিষয়, দুই বছর পরে ২০২১ সালে পুর্ণেন্দু মোদী হাইকোর্টে আবেদন দিয়ে সেই অভিযোগ স্টে করিয়ে দিতে চান, সেই মতন ওই মামলা স্থগিত হয়ে যায়। 
      এখন আরও দু'বছর পরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সংসদে  রাহুলের  আদানি যোগসূত্র ধরে আক্রমণাত্মক বক্তব্যের  সাতদিন পর হঠাৎ সেই পুর্ণেন্দু মোদী গুজরাত হাইকোর্টে আবেদন দিয়ে সেই স্থগিতাদেশ খারিজ করে দ্রুত মামলার নিষ্পত্তির দাবি করেন।
        গুজরাত হাইকোর্ট দ্রুত স্থগিতাদেশ তুলে নেয় এবং গুজরাতএর সুরাতের ম্যাজিস্ট্রেট একমাসের মধ্যে মামলা শেষ করে রাহুলকে দোষী এবং দু'বছরের জন্যে জেলে যাওয়ার আদেশ দিয়ে তার ক্রিয়াশীল হওয়া স্থগিত রেখেছেন। 
        এই রায়ের ব্যাপারে ক'টি প্রাসংগিক প্রশ্ন।
       ১ কর্ণাটকের কোলারে ঘটা কথিত মানহানির মামলা করার জুরিসডিকশন গুজরাতের কোন শহরের ম্যাজস্ট্রেটের আছে কি? 
        এ'ব্যাপারে স্পষ্ট আইন  এবং সুব্রাহ্মণ্যম স্বামী কেসে সুপ্রীম কোর্টের রায় হল--- কোন অপরাধিক মানহানির কমপ্লেনের শুনানি করার আগেই ম্যাজিস্ট্রেটকে খুঁটিয়ে দেখতে হবে শুনানির জন্যে তাঁর জুরিসডিকশন আছে কি? এই প্রশ্নটি রাহুলের উকিল তুলেছিলেন, ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধও করেছেন, কিন্তু রায়দানে এই প্রশ্নে নীরব থেকেছেন।
      ২ 
         অপরাধিক মানহানির কেসে অধিকতম শাস্তি হল দু'বছরের কারাবাস। কিন্তু আজ পর্য্যন্ত ভারতে এই ধারায় কখনও এক থেকে দু'মাসের বেশি শাস্তি হয় নি। আবার জনপ্রতিনিধি আইনে ঠিক দু'বছরের বা তার বেশি জেল হলে তবেই সংসদের সদস্যপদ খারিজ হবে, একদিন কম হলেও হবে না। 
        তাহলে ঠিক দু'বছরের কারাবাসের শাস্তি অথচ যেখানে জুরিসডিকশন নিয়ে প্রশ্ন উঠছে!
  • Ranjan Roy | ২৬ মার্চ ২০২৩ ০৮:২৬514335
  • স্যাণ্ডি
     না, আগে শুনি নি। আজ প্রথম শুনলাম; আপনার সৌজন্যে, অনেক ধন্যবাদ। সকালের দেড় ঘন্টা খুব ভালো কাটল।
  • kk | 50.228.***.*** | ২৬ মার্চ ২০২৩ ০৫:৫৮514334
  • স্যান্ডি,
    আমি তাহলে কিছু ভুল বুঝেছিলাম বা তখন ঠিক বুঝেছিলাম কিন্তু এখন ভুলে গেছি। তুমি ঐ ডিপার্টমেন্টের, তুমি তো ভালো জানবে।
  • syandi | 81.109.***.*** | ২৬ মার্চ ২০২৩ ০৪:৫৩514333
  • কেকে, কার্তিকদা রিটায়ার করেন আমরা যখন ফার্স্ট ইয়ারের মাঝামাঝি অর্থাৎ ৯৫ এর প্রথমদিকে। সুতরাং আপনারা যখন সাবসি পড়তেন তখনও উনি চাকরীতে বহাল ছিলেন। পরেশদা আসলে পাঠভবনের ফুলটাইম এমপ্লয়ী ছিলেন। উনি কেমিস্ট্রি ডিপের প্রাক্তনী এবং কোয়ান্টাম কেমিস্ট্রিতে ওনার পিএইচডি করা ছিল। এজন্য ওনাকে সাবসি, অনার্স বা এমনকি এম এস সি- এর ক্লাস নিতে দেওয়া হত। অবশ্য সিলেবাসের খুব সামান্য অংশই ওনাকে দেওয়া হত পড়ানোর জন্য। আমাদের এম এস সি-এর ফার্স্ট ইয়ারে উনি হুকেল থিয়োরী পড়িয়েছিলেন। পর পর দুইদিন আমরা কেউই ওনার ক্লাসে যাইনি। তৃতীয় দিনে উনি আমাদেরকে হস্টেল থেকে বের করে খুব দুঃখ করেছিলেন। কেবল বলছিলেন "আমি জানি যে আমি ভালো পড়াতে পারি না, সাবজেক্টও ভালভাবে জানি না। তোদেরকে পড়ানোর জন্য আমি অনেক সময় নিয়ে পড়াশোনা করে তৈরী হয়ে আসি। তোরা না এলে এজন্য আমার খুব দুঃখ হয়।" প্রায় কেঁদে ফেলেছিলেন পরেশদা সেদিন। এমনই সহজ সরল মানুষ ছিলেন পরেশদা।

    আর কার্তিকদা ছিলেন ডিপার্টমেন্টের অন্যতম পণ্ডিত মানুষ। ফিজিক্য়াল কেমিস্ট্রির কোয়ান্টাম আর স্পেকট্রোস্কপি অংশটুকু বাদ দিয়ে যেটা পড়ে থাকে অর্থাৎ ক্লাসিক্য়াল পার্টটা কার্তিকদা অসম্ভব রকমের ভাল জানতেন। সারফেস কেমিস্ট্রি আর থারমোডায়ানামিক্সে ওনার পাণ্ডিত্য় ছিল এককথায় অগাধ। উনি মাঝে মাঝেই প্রশ্ন ছুড়তেন যে অমুকটা জানো কি না টাইপের। উত্তরে জানি বললেই বিপদ, একেবারে নাজেহাল করে ছাড়তেন উনি। পরীক্ষার প্রশ্ন করতেন অসম্ভব কঠিন টাইপের এবং বলতেন দরকারে বই খুলে লিখতে পারো তোমরা। কঠিন প্রশ্ন সেট করা নিয়ে ওনার বেশ একটা অবসেশন কাজ করত এবং উনি এটা করে বেশ মজা পেতেন। ঝামেলায় পড়ত স্টুডেন্টরা। কোন সালে উনি অন্য় ইউনিভার্সিটির প্রশ্ন কঠিন সেট করেছিলেন সেসব বেশ জমিয়ে বলতে ভালবাসতেন। কার্তিকদা সেই সময়ে এম আই টি থেকে পোস্টডক করা মানুষ। কার্তিকদাও মারা গেছেন ২০১৫ তে।
  • dc | 2401:4900:231b:e140:38e0:9643:9161:***:*** | ২৫ মার্চ ২০২৩ ০৯:৪২514332
  • অমিতাভদা, ধন্যবাদ। ভ্যানেসা মের বাজনা আমি ছোটবেলার থেকে শুনি। ওনার বহু অসাধারন পিস আছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত