এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2401:4900:3a1f:760:74d2:5b:bf7:***:*** | ০৬ জুলাই ২০২২ ১১:৩৭506003
  • হুম ঠিক কথা। ব্যক্তিস্বাধীনতা অবশ্যই কাম্য। 
    কিন্তু অপর একটি ধর্ম নিয়ে কিছু বললেই তখন আর ব্যক্তিস্বাধীনতা থাকেনা।
    তখন তসলিমাকে হুমকি দিয়ে তাড়াতে হয়! 
    তখন অঙ্কবিশারদ মানুষের অধিকার নিয়ে আসে।
  • r2h | 134.238.***.*** | ০৬ জুলাই ২০২২ ১১:১৫506002
  • সেই। এরা সব যাবতীয় রিজিডিটি আর অথরিটি নিয়ে এত আকুল, সব পেছনদিকে এগিয়ে যেতে উদগ্রীব।
  • এলেবেলে | ০৬ জুলাই ২০২২ ১০:৫৭506001
  • হুতো, রামপ্রসাদ আরও মারাত্মক উচ্চারণ করেছেন --- 
    তারা গন্ডযোগে জন্ম আমার,
    গন্ডযোগে জন্মিলে,
    সে হয় যে মা-খেকো ছেলে,
    এবার তুমি খাও কি আমি খাই মা,
    দু'টার একটা করে যাব।।
     
    ডাকিনী-যোগিনী দু'টা
    তরকারী বানায়ে খাব
    তোমার মুন্ডমালা কেড়ে নিয়ে
    অম্বলে সম্বরা দিব।
     
    বা সুকুমার রায়ের লক্ষ্মণের শক্তিশেল মনে করুন।
     
    অমিত, ঘেটো মানে আক্ষরিক অর্থে নয় তো। আলঙ্কারিক অর্থে। কৃষ্ণনগরের প্রান্তে শক্তিনগর বলে একটা জায়গা আছে - সেখানে পাড়াগুলোর নাম পাবনা পাড়া, ঢাকাপাড়া, বরিশাল পাড়া ইত্যাদি। মানে ঘেটোর মধ্যেও মিনি ঘেটো। শিক্ষিত এবং আগমার্কা বাঙালিদের তীর্থস্থান যাদবপুরে মুসলমান ছাত্রছাত্রীরা নিজের নামে পেয়িং গেস্ট হিসেবে কিংবা ঘর ভাড়া করে থাকতে পারেন না আজও। পুরো আখোঁ দেখা হাল।
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ১০:৫৩506000
  • আমিও মাথা গরম করে বক্কা শব্দটা ব্যবহার করেছি বটেক পাল্টা দিতে গিয়ে । আর করবো না। 
  • r2h | 134.238.***.*** | ০৬ জুলাই ২০২২ ১০:৪৮505999
    • এলেবেলে | ০৬ জুলাই ২০২২ ১০:৪৩
    • আর কালীর মুখে সিগারেটের পোস্টার দেখলে তার রিট্যালিয়েশন খুব স্বাভাবিক - এই ন্যারেটিভটা তাঁরাই আউড়াবেন যাঁরা বাঙালি তার নিজস্বতার গুণে দেবদেবীদের কীভাবে নিজেদের পরিবারের একজন করে নিয়েছে - এই ব্যাপারটা যাঁরা জানেন না।
     
    একদম।
    এমনকি মূলধারা গানে,
    "এত গয়না বেটি কোথায় পেলি?
    সিংহীর উপর ধিঙ্গী হয়ে বাপের বাড়ি চলে এলি!

    অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটেনা
    তবে এত বড়াই কেন পরে বেনারসী শাড়ি?

    শিব থাকে শ্মশান ঘাটে,  বুঝি ত্রিশূল দিয়ে সিঁদ কাটে
    ভক্তের সঞ্চিত ধন তাই পরে বাহ্‌বা নিলি?

    ছেলে দু’টোর নড়া ধরে, এনেছিস্‌ মা কেমন করে!
    এরা কি তোর সতীনপো মা কোন গেঞ্জি দু’টো কিনে দিলি?
    গয়নার আসল নকল যায় না চেনা বোধ হয় ওসব কেমিক্যালই!"

    এইসব গানও কি লোকজন শোনেনি?
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ১০:৪৪505998
  • এই সাবজেক্ট টা নিয়ে আর বেশি টানতে চাইনা। জাস্ট একটা পয়েন্ট। 
     
    ঘেটোর কথাটা এসেছিলো মনে হয় মিডল ঈস্টের প্রসঙ্গে। দ্যাখেন এলেবেলে-দা। ঘেটো বলতে যদি এক দেশের লোকজন এক সাথে থাকা বোঝান তবে ঠিকই  আছে। ফুড হ্যাবিট ঘর ভাড়া লানুগুয়েজ ব্যারিয়ার এসব নানা কারণে শুরুতে যারা বিদেশে আসেন তারা এক সাথে বা কাছাকাছি থাকা পছন্দ করেন। এতে কোনো রেস্ট্রিকশন থাকে না - নিজের চয়েস। ইন্ডিয়ান কেন - সবাইকে সেভাবে করতে দেখেছি। 
     
    ফুড হ্যাবিট টা একটা মেজর কারণ। মেছো বাঙালির সাথে ভেজ টাম্ব্রম থাকলে সে তো মাছের গন্ধেই আধমরা হয়ে যাবে।
     
    হ্যা - হয়তো অনেক ফ্ল্যাট মালিক ইন্ডিয়ান দের ভাড়া দিতে চাননা। মুখে না বললেও আড়ালে এজেন্ট কে বলে রাখেন চয়েস থাকলে ওয়েস্টার্ন দের ভাড়া দিতে। কারণ টা শুধু রেসিয়াল নয়। ইন্ডিয়ান রান্নার স্টাইলে ওয়েস্টার্ন রান্নাঘর খারাপ হয়। আর টয়লেট পরিষ্কার রাখার ব্যাপারে আমাদের খুব সুনাম নেই। ওয়েস্টার্ন ছেড়ে দিচ্ছি। আমার কয়েকজন ইন্ডিয়ান বন্ধুই ইন্ডিয়ান দের ঘর ভাড়া দিতে চায়না একই কারণে। একেক বার রান্নাঘর সারাতে কয়েক হাজার ডলারের ধাক্কা। কিন্তু এই গুলো জাস্ট আড়ালেই। কোনো লিগাল বেসিস নেই। 
     
    মিডল ঈস্টের ব্যাপারটা পুরো আলাদা। ওখানে অনেক জায়গায় এক্সপ্যাট দের ঘোর ভাড়াই দেয়না শুধু এরাবিক বা ইউরোপিয়ান দের-পরিষ্কার ক্লসে লেখাই থাকে । অনেক এপার্টমেন্ট ব্লকে হয়তো ইন্ডিয়ান এক্সপ্যাট দের ভাড়া দেয় কিন্তু শুধু ফ্যামিলি। ব্যাচেলর হলে না। অনেক সুপার মার্কেটে ব্যাচেলর দের ঢুকতে দেয়না। সেক্ষেত্রে ব্যাপারটা ঠিক নিজের চয়েস এর থাকেনা। 
  • এলেবেলে | ০৬ জুলাই ২০২২ ১০:৪৩505997
  • আর কালীর মুখে সিগারেটের পোস্টার দেখলে তার রিট্যালিয়েশন খুব স্বাভাবিক - এই ন্যারেটিভটা তাঁরাই আউড়াবেন যাঁরা বাঙালি তার নিজস্বতার গুণে দেবদেবীদের কীভাবে নিজেদের পরিবারের একজন করে নিয়েছে - এই ব্যাপারটা যাঁরা জানেন না। মালদহে দীর্ঘদিন ধরে গম্ভীরা বলে একটা আর্ট ফর্ম আছে যেখানে শিবঠাকুরকে নিয়ে যা তা লেভেলের ঠাট্টাইয়ার্কি করা হয়। বাঙালি আগমনী আর বিজয়া গান লিখেছে কারণ বাঙালির দুগ্গাঠাকুর উত্তর ভারতের শেরাওয়ালি নয়। একই কথা কার্তিক-গণেশ সম্পর্কেও প্রযোজ্য। উত্তর ভারতের পাঁঠাগুলো নবদ্বীপের আগমবাগীশের বৃহৎ তন্ত্রসারের নামও শোনেনি, পড়া তো দূরের কথা। সেখানে কালীর বিপরীত রতিবিহারের উল্লেখ আছে যেটার কথা শুনলে চাড্ডিরা মুচ্ছো যেতে পারে।
  • r2h | 134.238.***.*** | ০৬ জুলাই ২০২২ ১০:৩৯505996
    • Amit |  ০৬ জুলাই ২০২২ ০৮:৪৮
    • ০৬ জুলাই ২০২২ ০৮:৩৮ এর উত্তরে: 
       
      ...একজন বাংলাদেশের কিছু  স্ট্যাটিসটিক্স দেখিয়ে প্রমান করতে চাইছিলেন সেখানে সবকিছু ভালো আছে- কোনো সমস্যাই নাকী নেই। ... 
     
    এরকম কিছু তো হয়নি। বাংলাদেশ, বা অন্য কোন দেশের সঙ্গেই আমিও আমাদের দেশের তুলনা যৌক্তিক বলে মনে করি না, কারন ভারতে ইতিহাস, ডেমোগ্রাফিক জটিলতা ইত্যাদি খুবই আলাদা। এই রকম তুলনা অন্যায্য বলেই মনে করি।

    কিন্তু যাঁরা বলেন তাঁদের আমি বাংলাদেশ (বা অন্য কোন দেশ)-ে সব ঠিক, এমন বলতে কদাচ দেখিনি। যা চোখে পড়েছে, যে ছোট ও নতুন দেশ সীমিত রিসোর্স ও রাষ্টীয় কাঠামোর সীমাবদ্ধতা (যে দেশে এখনও ব্লাশফেমি আইন আছে, তার কাঠোমোর সীমাবদ্ধতা স্বীকার তো করতেই হবে) সত্ত্বেও ভারতের মত বিপুল সম্ভাবনাময় ও সম্পন্ন দেশের থেকে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে; বা, অন্তত পেছনের দিকে না গিয়ে সামনে হাঁটছে সেটা বোঝা যাচ্ছে।
     
    এবার, দুঃখজনকভাবে এর পাল্টা আসে ভারতে তেমন কোন সমস্যাই নেই, বা অন্যরা আরো কত খারাপ।
    নিজের দেশের প্রতি কিছু ভালোবাসা যদি থাকে (আমার তো আছে, যদিও ন্যাশনালিজমকে আমি আপদই মনে করি, ইওরোপীয় ন্যাশনালিজম আর ভিক্টরীয় সখীভাব আমাদের যা সর্বনাশ করেছে তা আর কিসে হয়েছে জানি না, কিন্তু নিজের আশেপাশের মানুষের প্রতি ভালোবাসা না থাকলে আর কী হলো), তাহলে অন্যরা কোন দিকে ভালো আছে সেইটা দেখে শেখাই তো ভালো। দেশের নেতারা তো আর আমার কনিষ্ঠ শ্যালক না যে তাদের বকাঝকা করা যাবে না। প্রতিবেশী মকবুলজ্যাঠার ছেলে কেমন জলপানি পেয়ে ম্যাজিস্টার হয়েছে সেই উদাহরন দিয়ে যদি দুটো মানুষের উপকার হয় তবে তো ভালোই।
    দেশকে ভালোবাসা আর দেশের শাসককে ভালোবাসা যে এক না, বরং প্রায়শই বিপ্রতীপ, এ তো নতুন কোন কথা না।
  • 4z | 2606:40:4c3:79cc::1264:***:*** | ০৬ জুলাই ২০২২ ১০:৩৪505995
  • Abhyu | 97.81.101.181 | ০৬ জুলাই ২০২২ ০৭:২৮
     
    দেশ, দশ, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বাদ দিলে ভালই আছি। তোমার কি খবর?
  • kc | 188.236.***.*** | ০৬ জুলাই ২০২২ ১০:৩৪505994
  • এলে, বক্কা কথাটা আমি ব্যবহার করেছি, আর করবনা কথা দিলাম।
  • kc | 188.236.***.*** | ০৬ জুলাই ২০২২ ১০:২৯505993
  • ওহ, এখানকার কনস্ট্রাকশন ওয়ার্কারদের নিয়ে বিশাল বড় লেখা যায়, এমনই তার ব্যাপ্তি। গরমে হাই স্ক্যাফোল্ডে বসে কাজ, মাথা ঘুরেই যায়, বেল্ট অ্যাঙ্করিং ঠিক না হলেই .......
    মুর্শিদাবাদে ফোন আসে কালকে সাবির ....., পরিবারে হাহাকার পড়ে যায় মাসখানেকের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্স্যুরেন্সের টাকা চলে আসে। এখানকার সব প্রজেক্ট ইনসিউরড থাকে। বাড়ির লোকেরা চোখের জল ফেলতে ফেলতে হয়তো একটু আশ্বস্ত হয়। তার সাতদিন পরেই দেখতে পাওয়া যায় সাবিরের ভাই আবদুল নিউটাউনে কোনও হাইরাইজে বিন্দুমাত্র সেফটি গিয়ার ছাড়া হাওয়াই চপ্পল পরে প্লাস্টার করছে, দাঁতে বিড়ি চেপে বিড়বিড় করে দুবাইয়ের কাজটা পেলে ঘরের মেঝেটা সিমেন্ট করা যাবে সাপের উৎপাত খুব বেড়েছে। 
     
    "আপনি কি কখনো তুঁতফল দেখেছেন?
    যেখানে পড়ে, সেইটুকু মাটির ওপর
    ওর লাল রসের দাগ হয়ে যায়
    পড়ে যাবার মতো যন্ত্রণাদায়ক আর কিছু নেই
    আমি কত মজদুরকে দেখেছি
    বড় বড় ইমারত থেকে পড়ে যেতে…
    আর পড়ে গিয়ে,
    ঠিক তুঁতফল হয়ে যেতে….”
     
    সাবির হাকা 
    (একজন কনস্ট্রাকশন শ্রমিক, ইরানের)
  • এলেবেলে | ০৬ জুলাই ২০২২ ১০:২৭505992
  • অনেকদিন ধরেই বলব বলব করছিলাম, আজ বরং বলেই ফেলি। এই যে অমিত হাতে বাদামের ঠোঙা নিয়ে গ্যালারিতে বসে থাকেন বলে নিজেই ঘোষণা করেন, সেটা সবচেয়ে ভালো অবস্থান। 
     
    প্রথমত মাইনরিটিদের হাল সর্বকালে সর্বদেশে একই হয়। সে দেশটার নাম ভারত হলেও হয়, আবার বাংলাদেশ-পাকিস্তান-কাতার-জার্মানি হলেও হয়। এর কোনও প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিশ্ব নেই। ধর্মনিরপেক্ষ মার্কা বাতেলাবাজি করলেও নেই, না করলেও নেই। সাহেবদের দেশ দক্ষিণ আফ্রিকা তার হাতেগরম উদাহরণ। কাজেই কাতার-ওমান-বাংলাদেশ-পাকিস্তানের সংখ্যালঘুদের দুঃখে জল ফেলে ভারতের সংখ্যালঘুদের ওপর অত্যাচারকে জাস্টিফাই করা যায় না।
     
    দ্বিতীয়ত বাল্যবিবাহ কেবল পয়গম্বর করেছিলেন কিংবা তাঁর দেখাদেখি মোচোমানরা করে - এটা একটা ইডিওটিক আটারেন্স। মাত্র ৯ বছর বয়সেই রামমোহনের তিনবার বিয়ে হয় এবং উনিশ শতকের সমস্ত বাঙালি আইকনদেরও প্রায় একই হাল - দ্বারকানাথ, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ সব্বার সেম কেস। পরের শতকে যখন এই আইকনরা তাঁদের নিজের মেয়েদের বিয়ে দিচ্ছেন, তখনও সেই একই কাহিনি। ব্যতিক্রম মাত্র দুজন - তারানাথ তর্কবাচস্পতি এবং বিদ্যাসাগর। এই শতকেও আকছার বাল্যবিবাহ হয়-টয়। ইউরোপ-আমেরিকার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যদিও সেসব দেশে এই হারটা তুলনামূলক কম।
     
    কেউ একজন ঘেটো সম্পর্কে জিগিয়েছেন। তাঁকে জানাই, দুনিয়ার সর্বত্র সংখ্যালঘুরা ঘেটো বানাতে বাধ্য হন। কলকাতা তথা বাংলায় উদ্বাস্তুরা, সারা দেশে মুসলমানরা এবং বিদেশে বাঙালিরা। আমেরিকায় ওই ছেলেমানুষদের ঝুলন পুজোর সমার্থক বঙ্গ সম্মেলন মার্কা আচাভুয়া জিনিসটি তার সেরা উদাহরণ। এবং হ্যাঁ, এ ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে (এটা নিয়ে গণ্ডগোল পাকানোর আগেই ডিসক্লেমার দিয়ে যাই - আমার পাসপোর্ট নেই)।
     
    আর যেই আগে শুরু করুন না কেন, এই বক্কা বা বক্কাবাজি শব্দটা পুনরায় ব্যবহার না করার অনুরোধ রইল।
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ১০:২১505991
  • s & dc র সাথে একমত। যতটুকু পিছিয়েছে গত ৮-১০ বছরে সেখানে ফিরে আসতে পারলেই ঢের। তুলনাটা অন্য কেউ শুরু করেছিলেন। তারপর কথার পিঠে কথায় জল গড়িয়েছে যা হয়। যাকগে। 
  • dc | 2401:4900:1f2b:4375:edf6:8b5d:629b:***:*** | ০৬ জুলাই ২০২২ ০৯:৪৯505990
  • "কদিন ধরে হিন্দু মুসলিম, মধ্য প্রাচ্য, পাকিস্তান, বাংলাদেশ এই সব পড়ে একটা কথা যেটা মনে হচ্ছে সেটা হল পাকিস্তান, বাংলাদেশ, আরব দেশের সাথে ভারতের তুলনা আসছে কেন? ভারত সেকুলার দেশ, সংবিধান সেই ভাবে লেখা হয়েছে। তার সাথে ইস্লামিক দেশের তুলনা করা কি ঠিক হচ্ছে? 
     
    দুনিয়ার কোনো দেশেই 'সবকিছু' ভাল নেই। সেই রকম দেশ খালি লীলা মজুমদারের গল্পে পাওয়া যায়। তবে পাকিস্তান বা বাংলাদেশ আর ভারতের মাইনরিটি গ্রুপের তুলনাই হওয়া উচিৎ নয়। কারণ ঐ দেশ দুটো ঘোষিত ইস্লামিক দেশ - রেফারেন্স ফ্রেমটাই তো আলাদা।"
     
    ১০০% একমত। এইটা আমার মনের কথা। এই তুলনা করার মানে হলো রেস টু দ্য বটম। তার্চেয়ে ইন্ডিয়া এদ্দিন অল্প খানিকটা হলেও সেকুলার ছিল, অন্তত পাবলিক স্ফিয়ারে, সেখানে ফিরে যেতে পারলে ভালো হয়। 
  • আরে বাবা | 207.244.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৯:৩৯505989
  • অমিতচাড্ডি শিবু-নন্দিতার সিনিমা দ্যাকে। এর মগজে স্রেপ ঘুঁটে। বাকুনিন কি বলেছিলেন মনে নাই?
  • s | 100.36.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৯:১৬505988
  • দুনিয়ার কোনো দেশেই 'সবকিছু' ভাল নেই। সেই রকম দেশ খালি লীলা মজুমদারের গল্পে পাওয়া যায়। তবে পাকিস্তান বা বাংলাদেশ আর ভারতের মাইনরিটি গ্রুপের তুলনাই হওয়া উচিৎ নয়। কারণ ঐ দেশ দুটো ঘোষিত ইস্লামিক দেশ - রেফারেন্স ফ্রেমটাই তো আলাদা।

    দু এক পাতা পিছনে kc লিখেছেন দেখলাম মিডল ইস্টকে ধন্যবাদ - তারা অনেক ভারতীয়কে খাবার জোগায় (প্যারাফ্রেজ)। এটা পড়ে আমি একবার সার্চ করে দেখে নিলাম কাতারে ফুটবল স্টেডিয়াম বানাতে গিয়ে কত ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি নেপালির মৃত্যু হয়েছে। আর তার সাথে আর একটা ঘটনা মনে পড়ে গেল। ফক্স নিউজে বিল ওরাইলি বলে একজন ওপিনিয়ন হোস্ট ছিলেন। যতদূর মনে হচ্ছে ২০১৬ রিজাইন করেছিলেন বাধ্য হয়ে, মি টু সংক্রান্ত ঝামেলায়। তো এই বিল ওরাইলি ওবামা প্রেসিডেন্সির সময় জানতে পারলেন হোয়াইট হাউজ স্লেভ লেবার দিয়ে তৈরি আর এই প্রথম একজন আফ্রিকান আমেরিকান ফ্যামিলি বাস করছে। ওরাইলি বলেছিলেন আরে বাবা স্লেভ তো কি হয়েছে, সাউথের স্লেভদের তুলনায় তো ভাল ছিল। খেতে পরতে পেত, জামা কাপড় পেত, আবার কি চাই (প্যারাফ্রেজ)।
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৮:৪৮505987
  • ০৬ জুলাই ২০২২ ০৮:৩৮ এর উত্তরে: 
     
    এই পুরো বাওয়াল টা শুরুই হয়েছিল একজন বাংলাদেশের কিছু  স্ট্যাটিসটিক্স দেখিয়ে প্রমান করতে চাইছিলেন সেখানে সবকিছু ভালো আছে- কোনো সমস্যাই নাকী নেই। তাপ্পর পাকিস্তানের স্ট্যাটিসটিক্স ও এলো দুদিন পরে। দেন অল গন ব্যালিস্টিক। 
  • :-)) | 2405:8100:8000:5ca1::306:***:*** | ০৬ জুলাই ২০২২ ০৮:৪৪505986
  • অমিতচাড্ডি দাপটি করি নাচছে কেন? অস্ট্রেলিয়ায় সাদারা দুটো হ্যাক ত্থু দিইছে মনে হয়। একেরে পোঁদের কাপড় মাথায় তুলে নাচছে।
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৮:৪৩505985
  • সেটা ঠিক। এইটা আমারই ভুল পুরো । সরি সরি।
     
    যদিও আমার চাড্ডি ইমেজের সাথে গোহত্যা টাই মানাচ্ছে বেশি। 
     
    :) :) 
  • r2h | 134.238.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৮:৪০505984
  • গোহত্যা মানে গরু হত্যাই বোঝায়। গোরু রিলেটেড হত্যা আর গো হত্যা একেবারে আলাদা জিনিস। যতই কলির পাঁচ পো' পূর্ণ হোক, ব্যাকরণের কিছু নিয়মকানুন তো এখনো আছে, নাকিঃ(
  • s | 100.36.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৮:৩৮505983
  • কদিন ধরে হিন্দু মুসলিম, মধ্য প্রাচ্য, পাকিস্তান, বাংলাদেশ এই সব পড়ে একটা কথা যেটা মনে হচ্ছে সেটা হল পাকিস্তান, বাংলাদেশ, আরব দেশের সাথে ভারতের তুলনা আসছে কেন? ভারত সেকুলার দেশ, সংবিধান সেই ভাবে লেখা হয়েছে। তার সাথে ইস্লামিক দেশের তুলনা করা কি ঠিক হচ্ছে? স্বাধীনতার সময় বলা হল সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে থাকতে পারবেন। আর তার পঞ্চাশ বছর পর মুসলমানদের বলা হচ্ছে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও আর না হলে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাক - এ তো ব্রিচ অফ কনট্রাক্ট। পাকিস্তানে বা বাংলাদেশে কেন হিন্দুরা ভাল নেই সেই যুক্তি দিয়ে ভারতের মুসলিমদের অব্স্থা কেন মাপা হবে? পাকিস্তান বা বাংলাদেশের থেকে কেউ যদি এসে বলে ভারতে মাইনরিটিরা ভাল নেই তখন তাদের অন্তত বলা যায় আরে ভাই আগে নিজের দেশকে সেকুলার বানাও, তারপর কথা বলতে এসো। কিন্তু নিজেদের সেকুলার বলব, দুনিয়ায় সবথেকে বড় গণতন্তের ঢাক পেটাব আর ইস্লামিক দেশের মাইনরিটিদের তুলনা করব ভারতের মাইনরিটি গ্রুপের সাথে - এই রেস টু দ্য বটমে সামিল হয়ে কি এমন হাতিঘোড়া পাওয়া যাবে?
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৮:০৬505982
  • ০৬ জুলাই ২০২২ ০৭:১৭ এর প্রেক্ষিতে: 
     
    মাইরি প্রায় হাঁটু দিয়ে চিন্তার লেভেলের কোশ্নো ছিল ইটা। ইন্ডিয়ায় কাও রিলেটেড লিন্চিংকে গোদা  বাংলায় গোহত্যা বলেছিলাম। সেটাকেও পাবলিক সিরিয়াসলি গরু হত্যা ভেবে নিয়েছে। 
  • Abhyu | 97.8.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৭:২৮505981
  • হ্যাঁ হে ফোজ্জি, সব খবর ভালো? (মানে দেশের দশের খবর নয়, সে তো দেখতেই পাচ্ছি। এমনকি রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের খবরও না)
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৭:২৩505980
  • আমার ইচ্ছে। যা খুশি নিয়ে কথা বলবো। কারোর সমস্যা হলে সেটা তার। আমার নয়। ​​​​​​​
     
    হ্যা - খাই। তো ?
  • আইও | 2401:4900:12d5:e58b:75c7:17c6:f092:***:*** | ০৬ জুলাই ২০২২ ০৭:১৭505979
  • সেই জন্যেই আমার খারাপ লাগে যখন এতগুলো গোহত্যা নিয়ে ইন্ডিয়া তে মুসলিম সমাজের বিশেষ হেলদোল দেখা যায়না। প্রোটেস্ট দেখা যায়না। কিন্তু প্রফেটের চাইল্ড ম্যারেজ নিয়ে মিডল ইস্ট এ বিক্ষোভ হলে এখানে ট্রেন অবরোধ শুরু হয়ে যায়। এতে যে উল্টোদিকের ন্যারেটিভ টাই আরো স্ট্রং হয় সেটা বোঝার বুদ্ধি বা ইচ্ছে কি এক্কেরে নেই ?
     
    অমিতবাউ, এটার মানে কী?
    গোহত্যা নিয়ে কারুর হেলদোল কেন দেখা যেতে যাবে ?
     
    আপনার আছে নাকি ? গরু খান না ?
     
    আর ভৌগোলিক নৈকট্যের কথা হলে তো আপুনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ,বড়জোর পাপুয়া নিউগিনি নিয়েই থাকার কথা।
  • 4z | 2606:40:4c3:79cc::1264:***:*** | ০৬ জুলাই ২০২২ ০৭:১৪505978
  • রণ বাঁড়ুজ্জে নব্য চাড্ডি নয়, অনেককাল ধরেই বমি করছে। ফার রাইট, প্রাউড বয়েজ, অ্যান্টি ভ্যাক্স, সব রকম গ্রুপের সঙ্গে দহরম মহরম। মূর্তিমান আপদ।
  • &/ | 151.14.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৬:৩৫505977
  • ৬ই জুলাই ২০২২ ৫ঃ৪৪ এর পোস্টের সঙ্গে একমত ।  মানুষের গণভোট এর ব্যাপারটায় ।
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৫:৫৬505976
  • উফফফ। কিসব লেকচার লিখে দিয়েছি নেশার ঘোরে। দরকার নেই মশাই। আমার মতো ব্র্যান্ডেড চাড্ডির জন্যে নব চাড্ডি রণ বাঁড়ুজ্জে ঢের ভালো। বেশ জোশ আসছে ওটা দেখে মাইরি। 
  • Amit | 121.2.***.*** | ০৬ জুলাই ২০২২ ০৫:৪৪505975
  • না। আমার কোনো আপত্তি নেই। আমার কাছে কোনো দেশ একটা এভারলাস্টিং এনটিটি বা ফিক্সড জিওগ্রাফিকাল বাউন্ডারি বলে কিচ্ছু নেই-অনেক দেশ এরই বাউন্ডারি অন্য দেশ জোর করে বানিয়ে দিয়েছে কয়েক দশক বা শতক আগে। চেঞ্জ হতেই ​​​​​​​পারে। ভায়োলেন্টলি হোক বা ​​​​​​​অন্য ​​​​​​​পিসফুল ​​​​​​​ভাবে সেটা অন্য কথা। 
     
    যদি কোন রিজিওন এর মেজরিটি লোকে আলাদা হতে চায় তাহলে নতুন দেশ বা অন্য দেশের সাথে যোগ হতে চায় তাহলে প্রপার গণভোট নিয়ে সেটা করা উচিত। যেমন কুইবেক কানাডা করে - যেমন আয়ারল্যান্ড ইউকে তে করে। বা ​​​​​​​ইউকে ই-উ ​​​​​​​থেকে ​​​​​​​বেরোতে ​​​​​​​চাইলে ​​​​​​​করে। 
     
    তেমনি কাশ্মীর গণভোট নিয়ে আলাদা হতে চাইলে বা নেপালিরা আলাদা গোর্খাল্যান্ড চাইলে বা নর্থ ইস্ট আলেদা হতে চাইলে সব জায়গায় প্রপার গণভোট হওয়া  উচিত মনে করি। আর আলাদা হলেও সেগুলো সেক্যুলার হবে- রিলিজিওন বা রেস্ বেসিসে ডিসক্রিমিনেশন হবেনা সেটাও আশা করি। 
     
    কিন্তু দুনিয়ায় সবকিছু আপনার আমার আশা মেনে চলেনা। ওসব দিবাস্বপ্ন। তাহলে আজকে স্পেন কাতালোনিয়া নিয়ে বা রাশিয়া ডোনেস্ক নিয়ে বা চীন তিব্বত নিয়ে বা ইন্ডিয়া কাশ্মীর নিয়ে জোর করে বসে থাকতো না। এটাই রিয়ালিটি। যেটা র সাথে ইডিয়ালিজম এর সবসময় প্রাকটিক্যাল সম্পর্ক নেই।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত