এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • $€£₹ | 103.22.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৮:২২505883
  • সত্যিই তো না হয় অনেকদিনের প্রতিবেশী রা সব কিছু কেড়েকুড়ে মেরেধরে দেশ ছাড়া করেই দিয়েছে, তা নিয়ে এতো নাকী কান্না কান্দার কি আছে।
  • dc | 2401:4900:1cd1:ad40:f1b5:2243:ce41:***:*** | ০৫ জুলাই ২০২২ ১৮:২২505882
  • এইজন্য অনেকদিন আগে থেকেই ঠিক করে নিয়েছি মিডল ইস্টে কখনো ঘুরতে যাবো না। এমনিতেও জায়গাটা ভয়ানক গরম। তবে ইন্ডিয়াও ওই পথেই হাঁটছে। হিন্দু রাষ্ট্র ঘোষনা এখন স্রেফ সময়ের অপেক্ষা। 
  • বোজো | 162.247.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৮:০৭505881
  • দীপাঞ্জন | 223.19.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৭:৫২505880
  • এসব জায়গায় কোটি টাকা পেলেও যাব না 
  • kc | 188.236.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৭:৩৫505879
  • রঞ্জন'দা,
    আমার দেখামতন গ্রেডেশনটা এরকম,
       ১ নিজেদের সিটিজেন , ২ জিসিসি সিটিজেন , ৩ গোরা লোকেরা, ৬ বাকিসব মিসকিন শ্রেণী, (পাকিস্তান ভারত বাংলাদেশ শ্রীলংকা ইজিপ্ট ফিলিপাইনস ..... সব, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে সব এক ক্যাটেগড়ি। ভিসাতে কিছু লেখা থাকেনা।
    মিসকিনদের মধ্যে বড় চাকুরে দেখলে এদের বিশেষরকম গাত্রদাহও হয়। বডি ল্যাংগুয়েজে বোঝা যায়। নিজেদের লোকেদের বাইরে বেশি মেশেওনা। অফিসেও নিজেরা আলাদা এরিয়া বানিয়ে সেখানে বসে। অনেক রেসিডেন্সিয়াল এরিয়া আছে যেখানে এক্সপ্যাটদের ঘর ভাড়া দেওয়া হয়না।
    কিছু সরকারি হাসপাতালে এক্সপ্যাটদের আলাদা টাইমিং।
  • এলেবেলে | ০৫ জুলাই ২০২২ ১৭:৩২505878
  • এদের সবচেয়ে বেশি চেনা যায় দেশভাগজনিত উদ্বাস্তুদের নিয়ে আলোচনা উঠলে। কোনও ইতিহাসের ধার না ধেরে, আসল কালপ্রিটদের চিহ্নিত করার মুরোদটুকুও না রেখে এরা কেবলই মোচোমানরা এদের আত্মীয়-পরিজনদের ওপর কী বীভৎস অত্যাচার চালিয়েছিল - সেই পাতিস্য পাতি অ্যানেকডোটাল রেফারেন্স আউড়ে যায়। সত্যিই, এর থেকে ব্লাটান্টলি নিজেকে গর্বিত চাড্ডি বলা ঢের ভালো।
  • এলেবেলে | ০৫ জুলাই ২০২২ ১৭:২৭505877
  • অভ্যুর কথাগুলো সর্বাংশে সত্যি। ইন ফ্যাক্ট হুতো যেদিন বলেন যে আজ রাত থেকে এখানে চাড্ডিদের অত্যাচার শুরু হবে, ঠিক সেদিন থেকেই এখানে এনারাই চাড্ডিদের চীৎকৃত ঘোষণা দেখে যাচ্ছি। বাংলাদেশ সম্পর্কে একের পর এক সুইপিং স্টেটমেন্ট তার চূড়ান্ত নিদর্শন। এ ছাড়াও সুড়সুড়িমূলক বহু উপাদান ছিটিয়ে রাখতে এরা সিদ্ধহস্ত। নূপুর শর্মা তো ঠিকই বলেছে থেকে এর শুরুয়াত এবং তার পর থেকেই অন্তহীন গ্যাঁজলা উঠেই চলেছে। রাবিশ।
  • r2h | 134.238.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৭:০৩505876
  • বিচারবহির্ভূত  সাজাকে যেভাবে এমনকি তথাকথিত প্রগতিশীল মিডিয়াতেও উদযাপন করা হচ্ছে, একুশে আইন হতে আর কিছু বাকি নেই বিশেষ।
     
     
    "তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে রাতভর ‘অতিথি সৎকার’ করল পুলিশ

    ...ইনস্পেক্টরের উপর হামলার ফলও হাতেনাতে পেয়েছেন অভিযুক্তরা।...
    ...ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিযুক্তদের পুলিশের গাড়ি থেকে নামানো হল। তিন অভিযুক্তেরই পায়ে এবং হাতে ব্যান্ডেজ। হাঁটার মতো অবস্থা নেই। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে কোনও রকমে থানার সিঁড়িতে বসে পড়েন অভিযুক্তরা। তাঁদের টেনে তোলা হয়।
    ...
    বাকি অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁদের না পেয়ে সোমবারই সেই অভিযুক্তদের বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়।..."
  • Abhyu | 97.8.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৬:৫৭505875
  • রঞ্জনদা, মধ্য প্রাচ্যের অবস্থা খুবই খারাপ, এই খাসোগজির কথাটাই ধরুন না, কল্পনা করা যায়? আমার বক্তব্য সেটা না। বেশ কিছু এন আর আই দেখি যাঁরা আদতে চাড্ডি, একটা মুখোস পরে থাকেন আর কথায় কথায় বলেন - আমরা তো বাংলাদেশ পাকিস্তানের থেকে কতো ভালো। বিজেপি আরেসেসকে প্রচ্ছন্ন সমর্থন করবেন আর বলবেন জানো ঐ সব দেশে মাইনরিটির কি অবস্থা? নিজেরা থাকবেন কিন্তু এমন দেশে যেখানে মাইনরিটির অবস্থা ভালো (নইলে নিজেরটা চলে কি করে) কিন্তু দেশে মাইনরিটিকে খারাপ থেকে আরো খারাপ অবস্থার দিকে ঠেলে দেওয়ার প্রতি প্রচ্ছন্ন সমর্থন, খালি কথা বলবেন একটু পলিটিক্যাল কারেক্টনেস বজায় রেখে। মাই ফুট। এদের থেকে গর্বিত চাড্ডি বোধ হয় বেটার। আপনার নিজের জন্যে ডিসক্লেমার দেওয়ার দরকার নেই। গুরুতে আপনাকে লোকে চেনে।
  • যোষিতা | 194.56.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৬:১৬505874
  • কী সাংঘাতিক!
  • হজবরল | 107.189.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৫:০০505873
  • বালিকা বধূর প্রিন্ট সত্যি কোথাও নেই বলে মনে হচ্ছে । বাকি সিনেমাগুলো এদিক ওদিক পাওয়া যাচ্ছে । রিমেক হয়েছিল বলে কপিরাইটের ব্যাপার আছে নাকি কিছু ?
  • Amit | 121.2.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৪:০১505872
  • "দাদার কীর্তি"  আর "ভালোবাসা ভালোবাসা" ও বেশ ভালো লেগেছিলো আমার। অবশ্য পরে টিভি তে দেখেছি। রবীন্দ্রসংগীত এর চমৎকার ব্যবহার। দুটোতেই আমাদের প্রয়াত চন্দন​​​​​নগরের মস্তান-​​​​​​​দা ​​​​​​​হিরো। 
     
    ভালোবাসা ভালোবাসা য় শিবাজী চাটুজ্জে বলে একজন নতুন গায়ক গান গেয়েছিলেন - খুব ভালো গলা কিন্তু বড়ো বেশি হেমন্তকে কপি করতেন। তাই হয়তো পরে সেরকম নাম করতে পারলেন না। 
  • হজবরল | 89.163.***.*** | ০৫ জুলাই ২০২২ ১৩:৫১505871
  • তরুণবাবু আজীবন বামপন্থী ছিলেন কিন্তু উনি যাদেরকে আবিষ্কার করেছিলেন , তারা প্রায় সবাই তৃণমূলের টিকিটে ভোটে জিতেছেন । সন্ধ্যা রায় , দেবশ্রী রায় , তাপস পাল, সোহম । এটা অদ্ভুত  কাকতালীয় ব্যাপার ?
  • Ranjan Roy | ০৫ জুলাই ২০২২ ১৩:৪১505870
  • বালিকা বধু প্রায় শোলের মত আইকনিক সিনেমা। প্রাচীতে বোধহয় তিন বছর চলেছিল। মৌসুমীর প্রথম , ফিল্ম। তারপরে একটা অল্প বয়সে বিয়ে করার হিড়িক উঠেছিল বাংলা বাজারে। সাত আট বছর পরে যখন হিন্দিতে বালিকা ব্ধু হল (শচীন ও রজনী) , আমি তখন ছত্তিশগড়ে কলেজে পড়ি। 
    মহাউৎসাহে  নিজের পয়সায় টিকেট কেটে তিন বন্ধুকে দেখাতে নিয়ে গেলাম।
        দেখে যারপরনাই হতাশ। সবাই প্যাঁক দিল।
        তারপর থেকে অন্যভাষায় রিমেক শুনলে সন্দেহের চোখে দেখি। আসলে একটা কালচারাল ব্যাপার থাকে, যেটা  এইপাতায় কেসি  অন্য প্রসঙ্গে কাল বলেছেন।
    যে কারণে মাই ফেয়ার লেডি বৃটিশ ছাড়া অন্য সমাজের গল্প হলে মানাত না। বা পিজি উডহাউসের বাটলার হিউমার ।
  • বঙ্গবাসী | 2409:4060:2115:f880:5567:2ec4:22e0:***:*** | ০৫ জুলাই ২০২২ ১৩:৩৭505869
  • * মৌসুমীর মেয়ে মেঘা *
  • বঙ্গবাসী | 2409:4060:2115:f880:5567:2ec4:22e0:***:*** | ০৫ জুলাই ২০২২ ১৩:৩৬505868
  • রাখী কে আবিষ্কার করেছিলেন তরুণ মজুমদার । যদিও তার কোন ছবিতে কাজ করেননি ।
    অয়ন বন্দ্যোপাধ্যায় তরুণ মজুমদারের এত গুলি ছবিতে কাজ করার পর সে ভাবে প্রতিষ্ঠা পেল না । অন্য পরিচালকের ছবিতে সেরকম কাজ করেননি । ঋতুপর্ণ ঘোষের " হীরের আংটি " তে ছিল । শুনেছি, সত্যজিৎ রায় একবার ডেকেছিলেন । উনি কাজ করেননি । কারণ মনে হয় সিনেমাটা পেশা হিসাবে না নেওয়ার জন্য । 
    তরুণ মজুমদারের " আপন আমার আপন" ছবিতে নেগেটিভ চরিত্রে ডেকেছিলেন । যেখানে নায়ক তাপস । অয়ন বন্দ্যোপাধ্যায় নেগেটিভ চরিত্র করতে চায়নি । উনি নায়েকের চরিত্র চেয়েছিলেন । ফলে ওই ছবি থেকে বাদ ।
    নয়না দাস তরুণ মজুমদারের আবিষ্কার । কিন্তু পরবর্তী সময়ে রাজনীতিতে আসার জন্য ছবি করা ছেড়ে দিলেন । অনেক পরে তরুণ মজুমদারের ডাকে " আলো " ছবিতে কাজ করেছিলেন ।
    মৌসুমীর নিয়ে মেঘা কে নায়িকা করেছিলেন । সে ছবি চলেনি । তাই মেঘা চলল না ।
    উত্তমকুমারের নাতি গৌরব কে নায়ক করেছিলেন । সে ছবি ফ্লপ । তাই গৌরব এখন সিরিয়ালের নায়ক ।
    চলেনি সঞ্জীব দাশগুপ্ত ।  
  • বঙ্গবাসী | 2409:4060:2115:f880:e9d0:560c:275:***:*** | ০৫ জুলাই ২০২২ ১৩:১৭505867
  • বালিকা বধূ একটা প্রিন্ট তরুণ মজুমদারের কাছে ছিল, এ ছাড়া এই ছবির অস্তিত্ব নেই । একবার দেখানোর ব্যবস্থা হয়েছিল , কিন্তু দেখানো যায়নি । প্রিন্ট এর অবস্থা খুব খারাপ । একি অবস্থা "সংসার সীমান্তে " র ।
    তরুণ মজুমদারের হাত ধরে কত অভিনেতা অভিনেত্রী এসেছে । মৌসুমী চ্যাটার্জী, মহুয়া রায় চৌধুরী , দেবশ্রী রায় , তাপস পাল, অভিষেক চ্যাটার্জী, অয়ন বন্দোপাধ্যায় ।
    সোহম এর শুরু তরুণ মজুমদারের ছবি দিয়ে ।
  • Amit | 121.2.***.*** | ০৫ জুলাই ২০২২ ১২:০৮505866
  • ইয়ে রঞ্জনদা -আমি এ পাড়ার একমাত্র স্বঘোষিত এবং পরঘোষিত ইসলামোফোবিক চাড্ডি । এবং সেটা ​​​​​​​নিয়ে রীতিমতো ​​​​​​​গর্বিতও। অন্য ​​​​​​​কেও ​​​​​​​ভাগ ​​​​​​​বসাবেন ​​​​​​​না। ​​​​​​​
     
    আপনার যে সোর্স এই গ্রেডেশন টা করে দিয়েছে আপনাকে সেটা আমার অভিজ্ঞতার সাথে পুরো মিলে যায়। ইন ফ্যাক্ট বেশির ভাগ এশিয়ান & কিছু আফ্রিকান দেশের সিটিজেনদের ভিসায় পরিষ্কার  লেখা থাকতো আগে (এখন জানিনা)-  TCN- third country nationals category ওয়ার্কার. 
     
    অসাধারণ বিনয় বশত ওরা third class কথাটা লিখতো না। 
  • r2h | 134.238.***.*** | ০৫ জুলাই ২০২২ ১১:৫৬505865
  • রঞ্জনদা, ডিসক্লেমার না দিলেও আপনি যে কোনরকম 'ফোব' নন সেটা আপনাকে যারা একটু চেনে তারা জানে আর  বুঝবে।

    তবে,
    • ০৫ জুলাই ২০২২ ১১:৩৩
    • ...আমার বাড়িতে রান্না এবং কাজের মেয়েটি মুসলিম। সে তার বাড়ি থেকে আসার সময় আমাদের জন্যে ঘরে তৈরি মিষ্টি ও মাংস নিয়ে আসে, আমরাও রেসিপ্রকেট করি। 
    এইটা কোন ব্যাপারই না। ত্রিপুরার সীমান্তবর্তী শহরে দেখেছি অনেক মুসলিম ভদ্রমহিলা সকালে আসতেন বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে, গৃহপরিচারিকার কাজ করতে। সন্ধ্যেবেলা কাজ সেরে দোকান বাজার করে ফিরে যেতেন। আবার একটু অবস্থাপন্ন হলে এপারেও একটা আস্তানা থাকতো। পালা পার্বনে মিষ্টান্ন বিনিময়েও বাধা ছিল না। ওদিকে যে বাড়িতে কাজ করছেন, সে বাড়ির লোক এর বাইরে হয়তো ভয়াবহ চাড্ডি (আজ থেকে পঁচিশ বছর আগে এত চাড্ডিপনা ছিল না ঠিক যদিও)। 
    সামাজিক মেলামেশা ও পরিচয়ে চাড্ডিপনা একটু ফিকে। কটা লোক আর নিজের হাতে মানুষকে পিটিয়ে পারতে পারে? ওটা কিছুটা অবজেকটিভ বলে মনে হয়। অনেক চাড্ডিই আমার ঘনিষ্ঠ মুসলমান বন্ধু আছে - এমন বলে। কারো কারো কথা তো আবার খবরের কাগজেও বেরোয়ঃ)
  • :|: | 174.25.***.*** | ০৫ জুলাই ২০২২ ১১:৫১505864
  • বালিকা বধূ অনলাইন দেখা যায়? 
  • :|: | 174.25.***.*** | ০৫ জুলাই ২০২২ ১১:৫০505863
  • ১১টা ৩৩: নিজেই নিজেকে ফোবিক নই বলে সাট্টিফিটি দিলে হবেনা। অন্য লোকে বলবে ফোবিয়াটা আপনি ক্লোজেটে রাখেন। এখানে নিজের মতে না মিললেই হোমোফোবিক ইসলামফোবিক বলে দেওয়াটাই দস্তুর ছিলো। আ:! "ছিলো"টা লিখতে ​​​​​​​পেরে ​​​​​​​যে ​​​​​​​কি ​​​​​​​আরাম ​​​​​​​লাগলো! 
    তাই এই আলোচনাটা ভালো লাগছে। জাস্ট মাস কয়েক আগেই এমন কথা বলতে পারা যেতোনা। কোনও একটা উদ্বাস্তু টইতে কেন গাদা গাদা কাচ্চা বাচ্চা হয় বলেছিলাম বলে প্রশ্নফোবিক জনতা এমন তেড়ে এসেছিলো যে ওই সুতোয় আর যাইই নি। 
    কিন্তু এখন সেই প্রশ্ন তুলতে পারা যাচ্ছে। এর চেয়ে ভালো আর কীই বা আশা করা যায় -- এই বাজারে!  
  • Ranjan Roy | ০৫ জুলাই ২০২২ ১১:৪২505862
  • তরুণ মজুমদার
    জীবনে একটাই সিনেমা তিনটে আলাদা হলে গিয়ে তিনবার দেখেছি। ১৯৬৭ সালে বালিকা বধু। হায়ার সেকেন্ডারির রেজাল্ট খালি বেরিয়েছে। বন্ধুরা বলল --হলের থেকে বেরোনোর সময় মনে হল বুকের ভেতরটা খালি হয়ে গেছে।
      সিনেমাটি দেখে সেই বয়সেই মনে হয়েছিল --ভাল এডিটিং কীভাবে সিনেমার গতি বাড়িয়ে দেয়!
    পরে ভাল লেগেছিল সংসার সীমান্তে। 'পলাতক' তার চেয়ে একটু কম। গণদেবতা ভালো লাগেনি।
    আমার চোখে উনি বাংলা ফিল্মের হৃষিকেশ মুখার্জি। মধ্যবিত্ত রুচির জন্যে জমিয়ে গল্প বলতে পারেন।
    ডিটেইলস এর প্রতি যত্ন করতেন। সংগীত ওঁর ফিল্মের মেজাজের একটা পাওয়ারফুল এলিমেন্ট।
      পলাতকে ঝুমুর দলের গান আর বালিকা বধুর ডি এল রায় ও যাত্রাদলের গান ফাটাফাটি লেগেছিল।
  • Ranjan Roy | ০৫ জুলাই ২০২২ ১১:৩৩505861
  • একটা কথা।
    মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মেয়েদের এবং নন-মুসলিমদের যে আন-ইক্যুয়ালি ট্রিট করা হয় এ নিয়ে কোন অন্যরকম অভিজ্ঞতা আছে কি?  থাকলে শুনতে চাই।
     আমার ঘনিষ্ঠদের অভিজ্ঞতা খুব ভালো নয়। 
    ওদের হিসেবে স্টেটগুলো যে ভাবে বিদেশিদের গ্রেডেশন করেঃ
       ১ আরব, ২ ইউরোপিয়, ৩ এশিয়াটিক মুসলিম, ৪ এশিয়াটিক নন মুসলিম, ৫ মেয়েরা।
    আমার ফীডব্যাকের সোর্স (ঘনিষ্ঠ সম্পর্কের) আজকের জেনারেশনঃ হিন্দু মেয়ে এবং মুসলিম ছেলে ও তার বৌ।
    ডিঃ আমি ইসলামোফোবিক নই। আমার বাড়িতে রান্না এবং কাজের মেয়েটি মুসলিম। সে তার বাড়ি থেকে আসার সময় আমাদের জন্যে ঘরে তৈরি মিষ্টি ও মাংস নিয়ে আসে, আমরাও রেসিপ্রকেট করি। 
  • বঙ্গবাসী | 2409:4060:2115:f880:8d86:452d:a684:***:*** | ০৫ জুলাই ২০২২ ১০:৫২505860
  • তরুণ মজুমদারের মূল্যায়ন হয়নি এই বাংলায় ।
    সাধু সমাজ সত্যজিৎ রায়ের পর যতটা ঋত্বিক ও মৃণাল সেন কে নিয়ে আলোচনা করেছে ততটা কি হয়েছে ?
    উনার মৃত্যুর পর দেখলাম এই পাতায় কেউ লেখেনি ।
    বাঙ্গালীদের মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে একটা সিনেমা বোদ্ধা প্রমাণ করার জন্য ইউটিউবে গাদা গাদা সত্যজিৎ রায়ের ছবি দেখে । তারা মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের নাম শুনেছে । কিন্তু তরুণ মজুমদারের নাম শোনেনি । তপন সিংহ কেও চেনেনা । সত্যজিৎ রায় অস্কার পাওয়ার পর এই আদিখ্যেতা শুরু হয়েছে ।
  • nb | 2405:8100:8000:5ca1::267:***:*** | ০৫ জুলাই ২০২২ ০৭:৫৩505859
  • ছোট ছেলেরা দুষ্টুমি করে বিল্ডিং ম্যানেজারকে একটু পিটিয়েছে, এ নিয়ে এত ফলাও করে লেখার কি আছে? এই ইসলামোফোবটির কল্লা চাই।
  • Amit | 121.2.***.*** | ০৫ জুলাই ২০২২ ০৭:০৬505858
  • যে যে যার যার জায়গা থেকে যার যার মতো দেখছে। সেটা নিয়ে কোনো মন্তব্য ও নেই ইন্টারেস্ট ও নেই। :) :) 
  • S | 2405:8100:8000:5ca1::266:***:*** | ০৫ জুলাই ২০২২ ০৬:৫৪505857
  • অন্কে কে কে কাঁচা, সেটাও দেখলাম।
  • Amit | 193.116.***.*** | ০৫ জুলাই ২০২২ ০২:৩৮505856
  • ভালো। আপনার কনক্লুশন আপনার হাতে। সেসব নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু হাতি গলে যাওয়ার মত স্ট্যাটিস্টিক্স আবার এলে তার কাউন্টার ও আসবে খোলা পাতায়। 
  • S | 2405:8100:8000:5ca1::1d4:***:*** | ০৫ জুলাই ২০২২ ০২:১৯505855
  • না। আপনার ইসলামোফোবিয়াটা এখন মোটামুটি এস্টাব্লিসড হয়ে গেছে। অতেব এই নিয়ে আর কোনও ডিসকোর্সে যেতে চাইনা।
  • Amit | 193.116.***.*** | ০৫ জুলাই ২০২২ ০২:১৫505854
  • শুধু মুসলিম দের দিকে কে আঙ্গুল তুলছে ? বরং আপনিই পাকিস্তান বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তুলনা টেনে আনছেন অপ্রাসঙ্গিকভাবে বারবার। সেটাকে ব্যালান্স করার জন্যেই কাউন্টার ভিউ দেওয়া। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত