এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১১ জুন ২০২২ ০০:৩৫504232
  • তারপরে দেখি সেই একই বস্তু ভাটিয়া৯তেও!!!!!
  • &/ | 151.14.***.*** | ১১ জুন ২০২২ ০০:৩৩504231
  • বাপরে টইপত্তরে গিয়ে দেখি একই নামের কতগুলো থ্রেড!!!! দৌড়ে পালিয়ে এলাম।
  • একক | 2409:4060:219f:4e64:1a2e:bde:f68e:***:*** | ১১ জুন ২০২২ ০০:৩১504230
  • দিগন্ত শব্দটির মধ্যে দিক রয়েচে,  আর দিকে দিকে তারে ছড়িয়ে দিতে পাল্লে অন্তিম দশায় দ্রুত পৌঁচন যাবে,  এই বোদয় প্রচারক মশাই এর অভিপ্রায় ঃ/ 
     
    দিংবালক হুতেন্দ্র আবার স্বেচ্ছাসেবাদানে ব্রতী হোক, আর কী। 
  • aranya | 2601:84:4600:5410:79ff:2df0:afa1:***:*** | ১১ জুন ২০২২ ০০:২৭504229
  • 'বেশ কয়েকটা দাঙ্গার বা অশান্তির প্ররোচনা। 
    জাল করা,  প্রতারনা,  conspiracy। 
    এগুলো একটাও টিকবে না। 
    তবে এগুলো পুলিশ লাগায় যাতে নীচের আদালত জামিন না দেয়, পুলিশ custody পাওয়া যায় এবং ভালো করে সাইজ করা যায়।'
    - বাঃ, এ তো দারুণ স্ট্র‌্যাটেজি। পুলিশ স্টেট, যুগ যুগ জীও 
  • kk | 2601:448:c400:9fe0:6cad:6c18:6ec3:***:*** | ১১ জুন ২০২২ ০০:২৭504228
  • এস চক্রবর্তী,
    আপনি স্প্যাম করছেন? খবরটা এখানে দিয়েছেন, ভালো কথা। একটা র‌্যান্ডম টইতে দিলেন। আবার ওরই জন্য আলাদা থ্রেড খুললেন।
  • S Chakraborty | ১১ জুন ২০২২ ০০:১৬504227
  • ভারতীয় ইংরেজি কবিতায় এক নতুন দিগন্ত উন্মোচন

    সংবাদ প্রতিনিধি, পেনপ্রিন্টস

    গত ৫ই জুন, ২০২২, কলকাতা প্রেস ক্লাবে পেনপ্রিন্টস পাবলিকেশনের পক্ষ থেকে কবি-অধ্যাপক কুসুমিতা মুখার্জীর ইংরেজি কবিতার বই "Beware! Beware! Her Flashing Eyes, Her Floating Hair" বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো। অনুষ্ঠানে মাননীয় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কবি-অধ্যাপক কেতকী দত্ত এবং শিল্পী সঞ্জয় সিংহ। সমগ্র বই উদ্বোধন অনুষ্ঠানটির পরিচালনা ও আলোচনার দায়িত্বে ছিলেন পেনপ্রিন্টস প্রকাশনার সম্পাদকীয় প্রধান কবি-অধ্যাপিকা শ্রীতন্বী চক্রবর্তী। দিনের প্রারম্ভিক আলোচনায় উঠে আসে মেয়েদের নিয়ে এখনো পর্যন্ত কি কি স্তরে কবিতার বই পরীক্ষিত হয়েছে এবং সেগুলির মূল বিষয়বস্তু কি। কুসুমিতা মুখার্জীর বইটি সেদিক দিয়ে তাহলে কিভাবে আলাদা। 

    কেতকী দত্ত তার আলোচনায় নারীচেতনা, সমাজে নারীর মূল্যায়ন, অভিব্যক্তি ইত্যাদি বিষয়গুলি তুলে ধরেন, এবং কুসুমিতার বই থেকে বেশ কিছু কবিতা পড়ে বুঝিয়ে দেন কবির চেতনায় নারী, সামাজিক পরিচয়ে নারী, গণ্ডিবদ্ধ নারী, ইতিহাসে নারী ইত্যাদি বিষয়গুলি কিভাবে ব্যক্ত হয়েছে। কুসুমিতা নিজেই তার স্বল্প বক্তব্যে এবং প্রশ্নোত্তরের পর্বে তার নিজের চোখে দেখা পরিবারের নারীদের কথা বলেন, তাদের দৈনন্দিন জীবনযাপন কিভাবে তার কবিতাকল্পনায় সাহায্য করেছে সেটিও জানান। শিল্পী সঞ্জয় সিংহ প্রচ্ছদে অঙ্কিত কালীর ছবিটি শক্তির আধার হিসেবেই বিবৃত করেন, এবং আশা রাখেন কুসুমিতার বইটি নিঃসন্দেহে পাঠকমননে এক অনবদ্য জায়গা করে নেবে। প্রকাশনার দায়িত্বে থাকা শ্রীতন্বী চক্রবর্তীর কোথায় কুসুমিতার কবিতার ভাষা, ছন্দ, অলঙ্কার, উপমা, শৈল্পিক পরিচর্যা ইত্যাদি বিষয়গুলি উঠে আসে। আধুনিক ইংরেজি কবিতার জগৎে কুসুমিতার বইটি একটি অবশ্য সংগ্রহযোগ্য কবিতার বই। 
     
  • abp | 109.7.***.*** | ১০ জুন ২০২২ ২২:২২504226
  • ১৪ তারিখ আবার শুনানি | ততদিন পুলিশ হেফাজত |

  • &/ | 151.14.***.*** | ১০ জুন ২০২২ ২২:০৫504225
  • উফ্ফ, পাতার পর পাতা পার হয়ে এইখানে পৌঁছলাম। কেউ কি জানেন সর্বশেষ সংবাদ কী? ছেড়ে দিয়েছে নাকি এখনও ছেড়ে দেয় নি?
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ২০:৩২504224
  • কল্পনা করেই রোমাঞ্চ হচ্ছে।
  • হুম | 198.16.***.*** | ১০ জুন ২০২২ ২০:২০504223
  • ডারউইন কচ্ছপের জামার মাপ নিত। উদিকে এসেম পেচুন পেচুন জাঙ্গিয়ার সাইজ মাপত।
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ২০:০৯504222
  • এই "বুজিচি" দাদা কি নি বটে? সেই শিবু! মানে সেই সময়; যখন ডারউইন গ্যালাপোগাস দ্বীপে  অতিকায় কচ্ছপের জামার মাপ নিতো! কবেকার কথা! মনে পড়ে গেলো। একটা দারুন ফিলিং হলো।
    বাংলায় যাকে বলে ডি লুক্স!
  • kc | 37.39.***.*** | ১০ জুন ২০২২ ১৯:৫৪504221
  • হুতো, আমি পোস্ট ডিলিট করারই পক্ষে, হানুদাকে খিস্তি মারা পোস্ট ডিলিট হওয়ার পর প্রথম সাধুবাদটা আমিই জানিয়েছিলাম।
  • dc | 2a02:26f7:d6c1:6807:0:8e72:34de:***:*** | ১০ জুন ২০২২ ১৯:৩৫504220
  • এদিকে চেন্নাইতে কি গরম পড়েছে রে ভাই! গ্লোবাল ওয়ার্মিং বোধায় এখান থেকেই শুরু হয়ে গেল। 
  • বুজিচি | 2405:8100:8000:5ca1::1a0:***:*** | ১০ জুন ২০২২ ১৯:২৮504219
  • খেউড়ে শিবু মামুর বাপ টেনে অকথ্য খিস্তি মারাচ্ছিল  মামুর বাবা মারা যাবার খবর দেখে। এই কেসি মালটা সেই খেউড়ে শিবুকে এখানে বেচার চেষ্টা করে গেছে সমানে। ঐকিক নিয়ম কাকা এক সিপিএম আরেক সিপিমের ধামা বইবেই। 
     
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ১৮:৫৬504218
  • ঝপাং মেঘনাদ দের  যে আছে, সেতো দেখাই যাচ্ছে! গুরুর সব পোস্ট পড়ছে,যেগুলো মনে হচ্ছে, ডিলিট যোগ্য সেগুলো ডিলিট হচ্ছে। যেগুলো মনে হচ্ছে,রেখে দেওয়া হচ্ছে।
    এতো সহজ সিঁড়ি ভাঙ্গা অংক! মেরি মর্জি!
  • r2h | 134.238.***.*** | ১০ জুন ২০২২ ১৮:৫৪504217
  • আর সরল ঐকিক নিয়মে প্রতিক্রিয়া... এ নিয়ে কী বলবো, মানে আদৌ এটার উত্তর হয়? এই প্রশ্নটা রেটরিক নিশ্চয়?
  • r2h | 134.238.***.*** | ১০ জুন ২০২২ ১৮:৫২504216
  • হ্যাঁ, লোকের তো আর খেয়ে দেয়ে কাজ নেই। খিস্তি পড়ো, কপি করো, আর্কাইভ করো, সেসব সবাইকে পড়ার ব্যবস্থা করে দাও।
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ১৮:৪৪504215
  • মুছে দেওয়া কমেন্ট একত্রিত করে আর্কাইভ করে রাখা যায়।
    পিটি বা বোধিকে খিস্তি করা পোস্ট গুলো ডিলিট করে দেওয়া হয়েছে কি? 
    কারা কারা ডিলিট করার অধিকারী জানালেই হয়।
    অসুবিধে কোথায়?
  • আবাপ | 185.22.***.*** | ১০ জুন ২০২২ ১৮:৪২504214
  • প্রশ্ন: একের পর এক ভুল? কেন এমন করলেন?
    রূপঙ্কর: আমি ভেবে দেখেছি, করোনাকালে লকডাউনে বন্দি আমি নেটমাধ্যমকে খুব বেশি ব্যবহার করতে আরম্ভ করি। নব্বইয়ের দশকে পাড়ায় যেমন আড্ডা দিতাম তেমন করেই, সেই এক ভাষায়, ফেসবুকে কথা বলতে শুরু করি। আগে কিন্তু রূপঙ্কর এমন করেনি। আমি মনেই করিনি ফেসবুকে যা মনে হচ্ছে, সব বলা যায় না। মুখোশ পরতে হয়। কেকে-বিতর্কে যাঁরা আমার বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই। তাঁরা আমায় শিখিয়ে দিয়েছেন, ফেসবুকে কী ভাবে কথা বলতে হয়। তাঁদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা আছে।
  • r2h | 134.238.***.*** | ১০ জুন ২০২২ ১৮:৩৭504213
  • না।

    আমি যদ্দুর বুঝি, গুরুর অত কিছু পাথরে খোদই করা পলিসি বই নেই। অতিরিক্ত ঝামেলা শুরু হলে লোকজন কোমর বেঁধে নামে। এর মধ্যে ক্ষমতা দেখানো বা পছন্দ অপছন্দের কোন ব্যাপার নেই। গুরুকে আর্থিক ঘাপলার নিয়ে অভিযোগ করে গেছেন এমন লোককে গাল দেওয়া পোস্টও মোছা হয়েছে, আবার প্রতিষ্ঠাতা পরিচালক ইত্যাদির নিকটজনকে নিয়ে ডেরোগেটরি পোস্টও ডিলিট করা হয়নি।

    এবার, কোর কমিটির কিছু দায়ভার তো তুলে নিতেই হবে। কেউ সিয়ার দালাল বলবে, কেউ ঝপাং বলবে, কেউ আইপ্যাকের টাকা খাওয়া বলবে, কেউ আবার জয় গোঁসাইয়ের সহষড়যন্ত্রকারী বলবে। সে আর কী করাঃ)

    বিধিবদ্ধ অথরিটি ও রুলবুক ছাড়া কিছু চলতে পারে, এইটা হজম করা একটু কঠিন, কিন্তু ঐ আরকি।

    খ নিকটি অনেক সময়ই আপত্তি জানান না, সম্প্রতি যা দেখেছি, গালাগাল আদানপ্রদানে দু'পক্ষের উৎসাহই বেশ থাকে, কিন্তু ঐ চললে তো আর বাকি জিনিস চলে না।

    কিছুদিন আগে Sকে নিয়ে কেউ একজন একটা মন্তব্য করেছিল, Sএর আপত্তি সত্ত্বেও সেটা মোছা হয়েছে। নেপচুন প্লুটোর মন্তব্য নিয়েও, প্রত্যয় বা প্রিয়তমাসু মুছে দেওয়া হোক এমন কিছু বলেননি।
  • kc | 37.39.***.*** | ১০ জুন ২০২২ ১৮:১৭504212
  • হুতোকে, 
    'ক' নিকটি 'খ'কে খিস্তি করল, তারপরে 'খ' নিজে কোনও আপত্তি না জানালেও 'খ' এর 'অনুপ্রাণিত ঝপাং' হওয়ার দায়ভার তুলে নিল 'কোর কমিটি'র কোনও এক মেঘনাদ 'ঝপাং' এবং তিনি তাঁর হাতে থাকা একমাত্র ক্ষমতাটি প্রয়োগ করলেন, পোস্টটি ডিলিট করে, অন্য কোনও ক্ষমতা থাকলে তিনি কী করতেন সেটি বলবে 'সরল ঐকিক নিয়ম।
     
    এরকম করে যদি ভাবি, ঠিক ভাবব তো?
  • সোশ্যাল মিডিয়া | 109.7.***.*** | ১০ জুন ২০২২ ১৭:৩২504211
  • আর দুসপ্তা হেপাজতে রাকলে রোদ্দূরের কেসটাও সাইড হয়ে যাবে
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ১৭:২৬504210
  • এইটা আপনি দারুন কথা কইলেন। মানুষের এখন নিত্য নতুন মশলাদার খাবার চাই।
  • m | 2405:8100:8000:5ca1::b9:***:*** | ১০ জুন ২০২২ ১৭:২১504209
  • দিদি আর রোদ্দুর মিলে সবাইকে নাচিয়ে ছেড়ে দিল। আনিস খান বগটুই টেট এসএসসি সব সাইড হয়ে গেছে। সোসাল মিডিয়া এখন রোদ্দুরময়। পুরাই গটাপ কেস।
  • sm | 2402:3a80:1cd0:dd47:178:5634:1232:***:*** | ১০ জুন ২০২২ ১৬:৪৬504208
  • আজে বাজে কথার ঝুড়ি চলছেই। গুরুতে খিস্তি দিলে মোছা হয়।কারণ ইহা অ সরকারী! কি যুক্তিবিন্যাস! 
    কিছু খিস্তি মোছা হয় ,কিছু হয় না।কে মোছে কি যুক্তি তে মোছে তা অজানা।
    অজানা জিনিষ জেনে কি হবে? তাতে স্বচ্ছতা চলে আসে। সানগ্লাস স্বচ্ছ হলে মানায় না।
     
    যাকগে। আমাদের ভবিতব্য হলো,ফেসবুক বা টুইটার  বা ইউটিউবের শুভ বুদ্ধির ওপর ভরসা করা। কে না জানে মাঝে মাঝে  "অসরকারী"  ফেস বুক মালিক এসে, কাঁচু মাচু মুখ করে বলে--
    তাই তো হে এট্টু ভুল হয়ে গেছে। ঘৃণার কনটেন্ট  বেড়ে গেছে। আমাদের রোজগার বেড়েছে, কিন্তু তাতে কি? আমরা হলাম গিয়ে উচ্চ ঘর। এবার থেকে বে ঠিক দেখলেই মুছে দেবো। হ্যাঁ! 
    ঠিক হ্যায়।এনাদের শুভ বুদ্ধি ওপর ভরসা রাখাই বুদ্ধি মানের কাজ।
  • যোষিতা | ১০ জুন ২০২২ ১৫:৪৮504206
  • তুরুপ নয় তোডুপ
  • যোষিতা | ১০ জুন ২০২২ ১৫:৪৬504205
  • কোলকাতা আর্মড ফোর্সের পুলিশ তুরুপ লেপচা পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আউটপোস্ট থেকে এলোপাতাড়ি গুলি চালাতে চালাতে বাইক আরোহী এক মহিলাকে হত্যা করে, নিজেও আত্মঘাতী হয়।
  • r2h | 134.238.***.*** | ১০ জুন ২০২২ ১৫:৪৪504204
  • হ্যাঁ, শহীদ টহীদ কিছু হবেন না। মিডিয়াও খুব বেশি মনোযোগ দেবে না, উনি বিপজ্জনক ভাবে মেনস্ট্রিমের বিপরীতে। এমনি লোকেদের মধ্যেও বেশিরভাগই আমোদগেঁড়ে। রোরা বাটাম খেলে অখুশি হবে না। আর মানুষ মোটের ওপর অথরিটি ভালোবাসেন, 'জানলে না গো অসম্মত, বাইরে বাইরে যেমনই হই/ ভিতর থেকে আমিও ঠিক, তোমার মতো, তোমার মতো!' :-)
    রোরাকে বিশাল বিপ্লবী বা শিল্পী বা প্রতিবাদী ভাবেন, এমন লোকও কমই। আমিও নিজেও ভাবি না। মানে প্রতিবাদী উনি নিশ্চয়, সে তো আমিও। কিন্তু আমাকে পোঁছে কে। রোরার প্রতিবাদের ধার ও ভার নিয়ে আমি এমন কিছু ইম্প্রেসড না।

    কিন্তু ঐসবই সেকেন্ডারি। প্রাথমিক হল, প্রশাসনের উৎসাহ আর পুলিশ কাস্টডি।

    বাকস্বাধীনতা নিয়ে আমাদের অবস্থান ও পারসেপশন খুবই বিবিধ।

    অ্যাবসোলিউট বাকস্বাধীনতা মানে কী? আমি তার পক্ষে, কিন্তু আমি এমন কিছুকে সমর্থন করি না যা কারো কোন ক্ষতি করে। সেটা হেট স্পিচ হতে পারে, বুলিইং হতে পারে। নূপুর শর্মাকে হাজতে পুরলে আমি খুশিই হবো। বা প্রজ্ঞা সিং। কিন্তু ডেরোগেটরি বা অনুভূতিতে আঘাত হলে তার প্রতিবাদ করা যায়, গলা টেপার বিরোধিতা করবো। অ্যাবসোলিউট বলে কিছু হয় না বলতে যাচ্ছিলাম, তারপর মনে হলো ভদকা হয়।

    বারবারই গুরুর পাতায় খিস্তি নিয়ে কাঁদুনি আসছে। গুরুর পাতায় ক খ কে খিস্তি দিলে খয়ের কোন ঝপাং নেই যার অনুপ্রেরনায় ক কে পুলিশ বাটাম দেবে। এবং গুরু থেকে খিস্তি ডিলিট করা মানে খিস্তিদাতার গলা টিপে ধরা না। খিস্তিদাতা বাইরে গিয়ে খিস্তি করতে পারেন। আজ যদি ইউটিউব রোরার ভিডিও মুছে দেয় তাতে কিছু বলার নেই, ইউটিউবের পরিচালনা সমিতির পলিসির ব্যাপার।
    পুলিশে ধরা আর একটা অসরকারী ফোরাম থেকে কমেন্ট ডিলিট করা এক না - এইটা যে বোঝেন না তাঁর সঙ্গে তর্ক করার থেকে দেওয়ালে দুটো ঢুঁসো মেরে আসা বুদ্ধিমানের কাজ।
  • dc | 2401:4900:1f2b:2248:c893:69d6:62bd:***:*** | ১০ জুন ২০২২ ১৫:৩৮504203
  • এটা ঠিক ইন্ডিয়া আমেরিকা ব্যপার না। এটা হলো একটা ফাংশানাল ডেমোক্রেসির ব্যপার, যা এখনও অনেক দেশেই মোটামুটি আছে (আবার অনেক দেশেই নেই)। পরষ্পরের প্রতি টলারেন্স, নানারকম মতকে স্পেস দেওয়া, নানারকম ছিটেলপনা সহ্য করতে পারা বা স্রেফ ইগনোর করা, নানারকম এক্সপেরিমেন্ট হতে দেওয়া ইত্যাদি। যা কিনা একটা ম্যাচিওর ডেমোক্রেসির থেকে আশা করা যায়। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত