এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ২৫ মার্চ ২০২২ ১৩:৪২498679
  • কোন টই তো বন্ধ করা হচ্ছে না। প্রত্যয়ের ইংরেজি লেখাতেও কেউ কিছু করবে না, ইচ্ছে হলে প্রত্যয় লিখবে।
  • একক | ২৫ মার্চ ২০২২ ১৩:৩৮498678
  • ইউজারের ক্ষেত্রে রিটেনশন আর নিউ এডিশন দুটোই বিচার্য।  নিউ ইউজার খুব বাড়ল কিন্তু আগে যারা লিখত তারা রিটেন করল না এটা কাজের কথা না। এই খেরোখাতা কে প্রমোট করতে গিয়ে টই এর লিস্টে ঢোকানো একটা ম্যাসাকার হয়েচে, কারন বাই নেচার খেরো একটা ভোলাটাইল জিনিস। খেরোখাতা তার নিজের মত থাকুক। চুটিয়ে প্রমোট করুন, কিন্তু স্লো মুভিং লাইনে হঠাত একটা ফাস্ট মুভিং আইটেম দিয়ে পুরো ব্যাচ টা ঘাঁটবেন না। 
  • সে | 194.56.***.*** | ২৫ মার্চ ২০২২ ১৩:৩৭498677
  • আমার টইটা বন্ধ করে দেওয়া হবে নাকি ইংরিজি, জার্মান এসব ভাষায় লিখেছি বলে? আমি তো একটু পরে ওখানে রাশিয়ানেও লিখব বলে মতলোব আঁটছিলাম।
    য্যাঃ, এরকম হয় নাকি? কণ্ঠরোধ?
  • - | 43.25.***.*** | ২৫ মার্চ ২০২২ ১৩:২৬498676
  • আগে ঠিকই ছিল টইপত্তর, যেখানে শুধু টই এর লিস্টিং থাকত। ওটা রিস্টোর করা হোক (যেটা এখন টইটই হয়ে গেছে)
     
    সর্বশেষ আলোচিত বিষয় - এই শিরোনামে থাকার জিনিসটা টইপত্তরের শিরোনামে এনেই সমস্যাটা সৃষ্টি হয়েছে।
     
    সর্বশেষ আলোচিত বিষয় (এর কিছু একটা গুরু কয়েনেজ নাম ভাবা যাক)  এর আন্ডারে ১০টা বা ১৫ টা করে বা সমস্ত টই, বুলবুলভাজা, হরিদাস পাল ইত্যাদি সব সাবজেক্টের লাস্ট আপডেট / কমেন্টের সময় অনুযায়ী লিস্টিং টা রেখে দিলেই হয়।  এখন টইপত্তরে সবগুলো মেখে একত্রে টাইমস্ট্যাম্প অনুযায়ী আপডেট হয়। বিভাগ অনুযায়ী হেডিং দিয়ে দিলে বুঝতে সুবিধে হবে।
     
    এরকম :
     
    সর্বশেষ আলোচিত বিষয়
     
    টইপত্তর
    ১)
    ২)
    ৩)
     
    বুলবুলভাজা
    ১)
    ২)
    ৩)
     
    হরিদাস পাল
    ১)
    ২)
    ৩)
     
    খেরোর খাতা
    ১)
    ২)
    ৩)
     
    ভাটিয়ালিটা এখানে বেসিকালি দরকার নেই
     
  • lcm | ২৫ মার্চ ২০২২ ১৩:০৭498675
  • ঝামেলাটা হল নতুন ইউজাররা কনফিউজড হয়ে যান। এই এত একগাদা - টইপত্তর, হরিদাস পাল, খেরোর খাতা, ভাটিয়ালি, বুলবুলভাজা - এত কিছু ওভারহোয়েলমিং।

    বেসিক্যালি থাকা উচিত - সম্পাদিত লেখা (বুলবুলভাজা) আর ইউজার ব্লগ।
  • lcm | ২৫ মার্চ ২০২২ ১৩:০৫498674
  • অ্যাকচুয়ালি আগে "টই টই" ছিলই না। টই ছিল ক্যাচ-অল। শুধু টই এর লেখাগুলো দেখা যায় না, এই দাবিতে "টই টই" করা হয়েছিল। নইলে টইপত্তর লিস্ট আগেও ক্যাচ-অল ছিল।

    কিন্তু এই এত জিনিস - এগুলো একটু সিমপ্লিফাই করা উচিত।
  • একক | ২৫ মার্চ ২০২২ ১৩:০২498673
  • আবার " টই টই " কেন?  এরকম প্যাচাপ ডিজাইন অকারণ জটিলতা বাড়াচ্চে না কি?  ঃ)) ট্যাবের যা শিরোনাম তাতে সেই এক্সক্লুসিভ লিস্ট থাকবে, এটা কি খুব অন্যায় দাবি??  
     
    গুরুর ডিজাইন প্রচুর পাল্টেচে, ডিজাইনার রা অনেক খেটেছেন এখনো খেটে চলেছেন,  এসব স্বীকার করি। এবার একটু ঝেড়েপুছে ক্লাটার ফ্রী করা হোক না!  
     
    ট্যাবের লিস্ট ট্যাবে 
    লগিন ইউজারদের ল্যান্ডিং পেজ সেট করার সুযোগ।
     
    এইটুকু ত দাবি ঃ)
  • জরুরি প্রয়োজন | 43.25.***.*** | ২৫ মার্চ ২০২২ ১২:৫৫498672
  • কলকাতার কেউ ISI  লাইব্রেরি থেকে একটা বই দুসপ্তাহের জন্য তুলতে পারবেন? 
     
  • বেশ | 74.2.***.*** | ২৫ মার্চ ২০২২ ১২:৫৪498671
  • বুবুভায় পাঠিয়ে দিন। কয়েকবার ছাপা হলে ব্লগ চাইবেন।
  • প্রত্যয় ভুক্ত | ২৫ মার্চ ২০২২ ১২:৫২498670
  • Btw,দ্বিতীয়য়বার ব্লগের আবেদন কবিতার জন্য করিনি
  • যদুবাবু | ২৫ মার্চ ২০২২ ১২:৫১498669
  • বাংলা ছাড়া অন্য ভাষায় লেখা নিয়ে আমারও হুতোদা দ দির মতোই, একই বক্তব্য। আলাদা করে কারুর জন্য নয় অবশ্যই। 
  • আরে | 148.72.***.*** | ২৫ মার্চ ২০২২ ১২:৪৬498666
  • আপনি তো নিজেই বলছেন আপনার লেখা ভাল হচ্ছে না, এবং সত্যিই হচ্ছে না, তাইলে আবার ব্লগ চাইছেন কেন? একটা কবিতার টই খুলে কিছুদিন হাত মকশো করুন।
  • lcm | ২৫ মার্চ ২০২২ ১২:৪৫498665
  • আর এই এক গাদা জিনিস - টই / হরিদাস পাল / খেরোর খাতা --- এ হয়েছে এক ঝামেলা, মহা কনফিউশন।

    শুধু বুলবুলভাজা, আর, ব্লগ রাখলেই হয়।

    আর, ব্লগের কিছু বাছাই লেখা এক জায়গায় রাখলে ঐ কিউরেশন কিছুটা হল - ব্যস। সিম্পল।
  • প্রত্যয় ভুক্ত | ২৫ মার্চ ২০২২ ১২:৩৯498664
  • আমি দু'বার ব্লগের জন্য ইমেল পাঠিয়েছিলাম,একবার পাইদিদি উত্তর দিয়েছিলেন,সেটা কবিতার ব্লগের আবেদনের উত্তরে,কিন্ত দ্বিতীয়বারে আর উত্তর পাই নি :(
  • lcm | ২৫ মার্চ ২০২২ ১২:৩৬498663
  • সিএস,
    smiley একটু ল্যাদ ভেঙে লেখা শুরু করো না।
  • সিএস  | 103.99.***.*** | ২৫ মার্চ ২০২২ ১২:৩৪498662
  • আমার ব্লগটায় বিশেষ কিছু লেখা হয় না। কেউ ভাড়া চাইলে দিতে পারি, তবে পড়ার মতো লেখা লিখবেন , না হলে আমার নাম খারাপ হবে।
  • r2h | 134.238.***.*** | ২৫ মার্চ ২০২২ ১২:৩২498660
  • হ্যাঁ, খেরোতেই পরপর পোস্ট করা যায়।
    লসাগুদা, একটাই তফাত, টইয়ে মূল লেখা ও পরের পোস্ট বা কমেন্টের মধ্যে কোন হায়ারার্কি নেই, খেরোতে সেটা আছে।

    অবশ্য, খেরোতে তো পোস্ট এডিট করা যায়? তাহলে নতুন লেখা অ্যাড করা যেতে পারে, এক জায়গাতেও থাকলো।
  • lcm | ২৫ মার্চ ২০২২ ১২:২৮498659
  • প্রত্যয়,
    কেন টইপত্তর খুলবে কেন, খেরোর খাতা চমৎকার। যার চোখ কটকট হবে টইপত্তরে একই রকম হবে।
     
  • Neptune_Pluto | 37.***.*** | ২৫ মার্চ ২০২২ ১২:২৭498658
  • সে ইংলিশ  বা জার্মানে লিখলে দ কেনো রেগে যান ।..পার্থ দার লেখা ভাল না লাগলে না পড়লেই হয় ।..শুধু শুধু এতো ঈর্ষা আর কটু কথা কেন ।...এবার আমাকে সার্জিকাল স্ট্রাইক করুন ...
  • প্রত্যয় ভুক্ত | ২৫ মার্চ ২০২২ ১২:২৫498657
  • আমি তাহলে একটা কাজ করছি ,পরের বার কবিতা লিখলে একটাই সেপারেট ট‌ই খুলে লিখব,খেরোতে আলাদা করে আর দেব না,তাহলে আমার দিক থেকে অন্তত কোন ত্রুটি থাকবে না,কারোর অসুবিধার কারণ হয়ে থাকলে ক্ষমাপ্রার্থনা করছি।
     
    আর ,ইংরাজি কবিতা লিখি অনেক আগে থেকেই,bilingual মাধ্যমে লেখালেখি চালানোর চেষ্টা করি,ইংরাজি লেখাগুলো muzzer বলে একটা অ্যাপ আছে,ওখানে দিই ,বিভিন্ন কমিউনিটি ব্লগ ওয়েবসাইটে পাঠাই প্রকাশের জন্য,কিন্ত তেমন অডিয়েন্স নেই কবিতার বা সকলেই দায়সারা গোছের মতামত দিয়ে বেরিয় যায় , তাই এখানে ও দিয়ে দিই ,একটু মতামতের,মতবিনিময়ের আশায় এই মাত্র ,এটা মূলত বাংলা লেখালেখির ব্লগ জানি,তাও এখানে যাঁরা লেখালেখি করেন,পড়েন তাঁরা ইংরাজি লেখাও পড়তে আগ্রহী হবেন ভেবে,জানি বেশিরভাগ‌ই trash লিখি,তবু......।কারো যদি বিরক্ত লাগে ,চোখ কটকট করে ,তার জন্য ক্ষমা চাইছি,তুলে নেব নাহলে লেখাগুলো।
     
  • lcm | ২৫ মার্চ ২০২২ ১২:১২498656
  • লেখা বেশি হলে, একটু ভাল লেখা তলিয়ে যাবার সম্ভাবনা থাকে। বা সেরকমভাবে চোখে না পড়ার সম্ভাবনা থাকে। এটা নিয়ে কি করা যায়, চিন্তাভাবনা চলুক।  
  • r2h | 134.238.***.*** | ২৫ মার্চ ২০২২ ১১:৪৬498655
  • হ্যাঁ, ব্লগের বাছাবাছি আর কী করে হবে। ব্লগ অ্যাকসেস দেওয়াটা সম্পাদকীয় ডিস্ক্রিশন। কিন্তু কারো তিনটে ভালো লেখা দেখে ব্লগ অ্যাকসেস দেওয়ার পর তিনি হাজার হাজার খাজা লেখা লিখতে শুরু করলে গোলমাল হয়ে যায়। ব্লগ রিভোক করা যায়, তবে আমার মতে সেটা একটু একস্ট্রিম।

    অন্যদিকে পার্থ বন্দ্যোপাধ্যায়ের লেখায় পাঠকরা সব প্রচন্ড এনগেজড, আমি নিজে পড়িনি যদিও, কিন্তু হয়তো সেটা কোনভাবে, নিজে ভালো লেখা না হয়েও (এগেন, আমি পড়িনি, হতেই পারে খুব উৎকৃষ্ট ব্যাপার), কিছু আলোচনাসূত্র উস্কে দিয়েছে।
  • ঢাক | 2405:8100:8000:5ca1::7a:***:*** | ২৫ মার্চ ২০২২ ১১:৪৫498654
  • পার্থ ব্যানার্জি লেখেন কোথায়? উনি তো শুধু নিজের ঢাক পেটান।
  • | ২৫ মার্চ ২০২২ ১১:৩৮498653
  • ও আর ব্লগের আবার কোয়ালিটি কন্ট্রোল আর সম্পাদনা কী? ব্লগের সৃষ্টিই সম্পাদকের পছন্দ এড়িয়ে যা খুশী লেখার স্বাধীনতার জন্য। ব্লগে লোকে যা খুশীঈ লিখবে। শুধু বাংলা ব্লগে বাংলাতেই লিখবে এইটুকু আশা। যতক্ষণ না কমিউনাল বা সেক্স্যুয়াল বা  অন্য কোনও বিদ্বেষ  ঘৃণা প্রচার না করছে ততক্ষণ ব্লগে বাছাবাছির আমি সম্পূর্ণ বিপক্ষে। 
  • lcm | ২৫ মার্চ ২০২২ ১১:৩৭498652
  • টই এ গিয়ে "টই টই" ক্লিক করলে বিশুদ্ধ টই পাবে।
  • r2h | 134.238.***.*** | ২৫ মার্চ ২০২২ ১১:৩১498651
  • অভ্যুর ২৫ মার্চ ২০২২ ১১:১২ তে একমত। একটা ছোট কবিতা, একটা লিংক, একটা দু'লাইনের জন্যে একটা টই, এটা বিরক্তিকর। একটা কবিতার জন্যে একটা পাতা, কবি এমন চাইলে অবশ্য দোষ দেওয়াও যায় না, প্রবন্ধের তুলনায় কবিতার শব্দসংখ্যা কম তা তো আর কবির দোষ না। কিন্তু একটু বুঝেশুনে অন্য লেখাকেও অ্যাকোমোডেট করার কথা ভেবে পাতা খুললএ ভালো হয় অবশ্যই। শুরুতে খেরো কমেন্ট না পড়লে টইয়ের লিস্টে আসতোই না, কিন্তু তাতে দেখা গেল যে লেখকরা ঐ ব্যাপারটা ধরতে পারছেন না, বা লেখার পর পড়ানোর ব্যাপরে নিতান্ত উদাসীন, তাদের লেখা, ভালো হলেও, একেবারে অপঠিত থেকে যাচ্ছে। তাই এখন টইয়ে আসে, কিন্তু প্রথম পাতায় যদ্দূর জানি, আসে না।

    টইয়ের ট্যাব, আসলে ওটা আর এখন টইয়ের ট্যাব না, সাম্প্রতিক পাতার ট্যাব। নামটা পাল্টানো যায়, কিন্তু খেরো হপা বুবুভা এসে ব্যাপরটা পাল্টে গেছে।

    সামাজিক মাধ্যম বা অ্যাপ, এইসব দাবিতে আমিও খুব উৎসুক নই কোনকালে। একটা ঠিকঠাক অ্যাপ বানিয়ে মেন্টেন, নিয়মিত আপগ্রেড করা জাবে, এমন ইন্ফ্রা গুরুর আছে বলে আমার মনে হয়নি।
  • | ২৫ মার্চ ২০২২ ১১:২৯498650
  • পাত্থোবাবু এখনকার বিপ্পাল। laugh
    আমি সেই কবে একটা খুলে পড়ে অতীব খাজা লিখে আসার পর থেকে আর ব্লগগুলো পড়ি না। স্রেফ কমেন্টগুলো গিয়ে পড়ে আসি। 
  • | ২৫ মার্চ ২০২২ ১১:২৭498649
  • সে তো বোধহয় ঐ খেরোতে লিখে আবার লোকের দৃষ্টি আকর্ষণ করতে ভাটে পোস্ট করে যাচ্ছিল কারা যেন তখন খেরোকেও টইতে ঢুকিয়ে নেয়া হল, যাতে কমেন্ট টমেন্ট করে লোকের নজরে থাকে। 
     
    আমারো ইংরিজি বা অন্য কোঅও ভাষা বাংলা সাইটে দেখলে একটু বিরক্ত লাগে। ইনং্রিজি ফিজি লেখার জায়গার তো কোনও অভাব নেই ব্ভরং বাংলারই বেশ অভাব আছে। আর হিন্দি স্ক্রিপ্ট দেখলে স্রেফ ঘ্যাঁক করে কামড়ে দিতে ইচ্ছে হয়। 
     
    দেখো একটা জিমেল আইডি থাকলেই ব্লগ খুলে লেখা যায়, ব্লোগার এখনো ফ্রিই আছে। কিন্তু লোকে তাও কমিউনিটি ব্লগে আসে কারণ ব্যক্তিগোত ব্লগ আবার ব্যক্তিগত উদ্যোগে লোককে পড়ানো চাপের। কমিউনিটি ব্লগ হলে অন্তত কিছু লোক তো পড়বেই।  মনে নেই সেই সিএস একটা ফাঁকা ব্লগ রেখেছিল আর সেটা দেড়শো না দুশোবার কারা যেন খুলে টুলে দেখেছে। তারপর আমরা খিল্লি শুরু করলাম। আরো এক সপ্ত্রাহ পরে সিএস ঐটায় ইন্তিজার হুসেনের কথা লিখল। 
    সিএস অবশ্য খিল্লি দেখে রাগ মাগ করে নি। smiley
    তো কমিউনিটি ব্লগ, ফেবুরস্ট্যাটাসের মত খেরো এইসবে  বন্যার জলের মত কিছু আসবেই। 
     
    আমার শুধু একটা হাইড বাটন চাই। ঐটুকু দিলেই আমি খুশী হয়ে যাব। 
    smiley
  • dc | 122.183.***.*** | ২৫ মার্চ ২০২২ ১১:২৩498648
  • পার্থ ব্যানার্জির লেখা কি ভ্যালু অ্যাড করে জানিনা, তবে লেখাগুলো থেকে ওনার সম্বন্ধে অনেক কিছু জানা যায়। লেখাগুলো সেল্ফ পাবলিসিটির বেশ ভালো ভেহিকল। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত