পলিটিশিয়ান,
পার্টি প্রোগ্রাম এবং পার্টি কন্সটিটিউশন দুটো আলাদা। আপনি খালি প্রোগ্রামের কথা বলছেন । কিন্তু সিপিএম এর সংবিধানের আর্টিকল ৪ বলছে পার্টির সদস্যদের প্রোগ্রাম ও সংবিধান দুটোই মানতে হবে। খালি প্রোগ্রাম স্বীকার করলে হবে না।
আবার সংবিধানের আর্টিকল ২ বলছে কমিউনিস্ট পার্টির মার্গদর্শিকা হোল মার্ক্সিজম-লেনিনিজমের দর্শন ও নীতি সমূহ।
আমার মতে মার্ক্সীয় দর্শনের (ডায়লেক্টিক্যাল মেটেরিয়ালিজম) সংগে ক্রিশ্চান , হিন্দু বা ইসলাম ধর্মীয় দর্শন একেবারে খাপ খায় না। কারণ মার্ক্সীয় দর্শন স্পষ্টতঃ নাস্তিক দর্শন। এবং আপনার উল্লিখিত লেনিনের বক্তব্যে বিভিন্ন ক্রিশ্চিয়ান স্কুলের অযৌক্তিকতার সমালোচনাকেও কাজ বলা হয়েছে।
সিপিএমের সংবিধান থেকেঃ (কোথাও কোন ধর্মীয় দর্শনের উল্লেখ নেই)
ARTICLE II
Aim
The Communist Party of India (Marxist) is the revolutionary vanguard of the working class of India. Its aim is socialism and communism through the establishment of the state of dictatorship of the proletariat. In all its activities the Party is guided by the philosophy and principles of Marxism-Leninism which shows to the toiling masses the correct way to the ending of exploitation of man by man, their complete emancipation. The Party keeps high the banner of proletarian internationalism.
ARTICLE IV
Membership
1. Any person residing in India, eighteen years of age or above who accepts the Programme and Constitution of the Party, agrees to work in one of the Party organisations, to pay regularly the Party membership dues (fee and levy as may be prescribed) and to carry out the decisions of the Party shall be eligible for Party membership.