- Abhyu | 47.39.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ১০:১৮490913
- ব্লন্ডি ব্লন্ডি - ঠিক। থ্যাঙ্কু
- রমিত চট্টোপাধ্যায় | ২৩ নভেম্বর ২০২১ ১০:১৬490912
- কপিতম
- বাপি | 2409:4060:2d8e:f3e8:5a4c:7e70:5f4a:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ১০:০৫490911
- @সেবাপি লাহিড়ী যদি কপি লাহিড়ী হয় তবে প্রীতম কি ?যার ৯০% গান চুরি করা ।
- Hi | 2409:4060:2d8e:f3e8:2049:6990:6f79:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ০৯:৪৮490910
- @&অন্তরমহল মানে ঋতুপর্ণ ঘোষের ? সেটা তো তারাশঙ্করের " প্রতিমা" থেকে টোকা । এক সাংবাদিক জানতে পেরে সটান ওনার ভাতুষ্পুত্র পলাশ বন্দ্যোপাধ্যায় কে ফোন। লাভপুর থেকে কলকাতায় এসে মামলা ঠুকে দেয় । ২ বছর কেস চলার পর ঋতুপর্ণ হেরে যায় । ওই ছবির অন্যতম প্রযোজক ছিলেন অভিষেক বচ্চন ও বাসু ভাগানানি । কোনো অজানা কারণে মিডিয়া খবরটা চেপে যায় ।সে বছর একটা খবর মিডিয়া হইচই করেছিল। " পরাণ যায় জ্বলিয়া রে। "। যেটা হিন্দি "নমস্তে লন্ডন" থেকে চুরি করা ।আরেকটা ছবি " শত্রুর মোকাবিলা " । তামিল ছবি " দিল" থেকে চুরি করা । ওই ছবিটা হিন্দি কপিরাইট যিনি কেনেন তিনি কিভাবে জানতে পেরে গেছিলেন ।কলকাতায় এসে প্রযোজকের সঙ্গে দেখা করেন। তারা আইনি আদালত না করে সোজাসুজি রফা করতে চান ।"ব্রহ্মা জানেন গোপন কম্মটি " চুরির অভিযোগে আইন আদালত হলেও ফলাফল কি হল জানা যায়নি ।
- &/ | 151.14.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৮:১৪490909
- হেহে, বলেন কী মশাই? মামলা কত্তে বলুন, মামলা কত্তে বলুন ইন্দোডাক্তারকে!
- dc | 122.164.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:৫৫490908
- একজন ছাত্র আইআইটিতে চান্স পেয়েছিল, এদিকে অ্যাডমিশান ফি সময়মতো দিতে পারেনি। পরে টাকা যোগাড় করতে পেরেছে, কিন্তু আইআইটি অ্যাডমিশান দিতে চায়নি। অবশেষে সুপ্রিম কোর্ট অ্যাডমিশান দিলো। গৌমাতার জয় হৌক।
- হেহে | 154.16.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:৫০490907
- আরে টোকার কি সেশ আচে? সেই যে খিস্তিট্যানের গপ্পো দিল, সে ত শরদিন্দুর থেকে টোকা। এই গুচুতেই ট্যান ইন্দোডাক্তারের থেকে টুকে ধরা পড়েছিল। হরি হে কেচ্ছাই কেচ্ছা!
- &/ | 151.14.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:২৭490906
- আরে অন্তরমহল দেখতে বসে তো আক্কেলগুড়ুম। বিভিন্ন উত্তেজক জায়্গায় ব্যাকগ্রাউন্ডের শব্দগুলো পিটার ব্রুকের মহাভারত থেকে টোকা।
- &/ | 151.14.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:২৫490905
- আহা, ভক্তি কী আমারই কম? তাই তো তেনারে ননীচোরা আর মনচোরার সঙ্গে তুলনা করেছি। ঃ-)
- b | 117.194.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:১৮490904
- অভ্যু কমিকসের নাম ব্লন্ডি
- সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০৮490903
- চোর বলে দ্যাখো না একবার, তোমাকেই গণধোলাই দেবে। ভক্তি এমন জিনিস।
- &/ | 151.14.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০৭490902
- আহা, তিনি যে "আমাদের চোর" ঃ-)
- সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০৭490901
- পাবলিক দৌড়চ্ছে হলে টিকিট কাটতে — আরিব্বাস আর্থার মিলারের জিনিস বাংলায় নামিয়ে ফেলেছে নামকরা গ্রুপ, কী ফাটাফাটি ব্যাপার!
- সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০৪490900
- অন্ধ আনুগত্য এমন জিনিস যে নেতা বা স্যার বা গুরু চুরি করলেও ভক্তরা গদোগদো হয়ে শ্রদ্ধায় বিনয়ে আনন্দাশ্রুতে মাখামাখি হয়ে যায়।
- সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০২490899
- নাটকের মিউজিকও টুকেছে। নগর কীর্তনের একটা গানের সুর ফারুখ জাকিরভের গান থেকে ৯০% টুকলিফায়েড।
- &/ | 151.14.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০১490898
- ফেসবুকে আবার আপডেট দিয়ে চলেছে, সিরিজের এইটা বের হল, এত শব্দ হল।
- &/ | 151.14.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০০490897
- এখনও দেখি বহুলোকের ধারণাই নেই যে অনুবাদের ব্যাপারে অনুমতি ইত্যাদি লাগে, অর্থমূল্যে কপিরাইট ইত্যাদি কেনার ব্যাপার থাকে। পালে পালে দেখি পটার সিরিজ অনুবাদ করে বই করে বের করে দিচ্ছে।
- সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ০৭:০০490896
- সেটাই। এরাই আবার বাপ্পী লাহিড়ি কে কপি লাহিড়ি বলে প্যাঁক দেয়।
- &/ | 151.14.***.*** | ২৩ নভেম্বর ২০২১ ০৬:৫৮490895
- আহা, ওদের কাছে হয়তো ওটাই গ্লোরিয়াস ব্যাপার। সেই ইন্টার্নেটপূর্ব আদিমযুগে আমেরিকা থেকে ক্যাসেট আনিয়ে ---সোজা কথা? বড় বড় আঁতেলরাই পারেন।
কত সব আশিনব্বইয়ের দশকে প্রকাশিত বাংলা গল্প উপন্যাস যে এখন ওরকম একেবারে বিদেশী কাহিনি থেকে লাইন বাই লাইন টোকা বেরুচ্ছে, ভাবা যায় না। কিছু ঋণস্বীকার তো নেই, উল্লেখও নেই মূল কাহিনির। এরা ভাবতেও পারে নি এরকম হাটে হাঁড়িভাঙা সার্চ ইঞ্জিন একদিন এসে যাবে।
- সে | 2001:1711:fa42:f421:313f:2f9d:a823:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ০৬:৫৬490894
- ধরে নিচ্ছি সবাই নির্বোধ ও ভালোমানুষ। কিন্তু ডিরেক্টর নিজে বোঝেন নি যে এটা চুরি?
- মতামত দিন
-
বিষয়বস্তু*:
-
গুরুচণ্ডা৯-র গ্রাহক হোন
কোনোরকম কর্পোরেট ফান্ডিং ছাড়া সম্পূর্ণরূপে জনতার শ্রম ও অর্থে পরিচালিত এই নন-প্রফিট এবং স্বাধীন উদ্যোগটিকে বাঁচিয়ে রাখতে গুরুচণ্ডা৯-র গ্রাহক হোন।
- ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
Tuhin Chakraborty