এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০২:৪৪489081
  • তখন তো আর বন্দুক টন্দুক ছিল না, বর্শা ছুরি তীরধনুক এইসব সম্বল।
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০২:৪০489080
  • সেই তো। বুনো মোষ মারা সেই যুগে বিরাট প্রোজেক্টের মতন ব্যাপার ছিল। লোকেরা দলবদ্ধ হয়ে অনেক প্ল্যান করে করে এইসব শিকার করত।
  • সে | 2001:1711:fa42:f421:fdde:b9d:e22a:***:*** | ২২ অক্টোবর ২০২১ ০২:৩৯489079
  •  
    "কৌশিক ঘোষ | ২১ অক্টোবর ২০২১ ১৫:২০489051
    সে-র সহকর্মীরা দেখছি স‍্যানিটাইজারের বোতলের মতো। স‍্যানিটাইজারের গায়ে লেখা থাকে 99.9% জীবাণু মরে যায়। আর এরা 99.9% ভ‍্যাকসিন নিয়েছে।
     
    স‍্যানিটাইজারের মারণক্ষমতা থেকে বেঁচে যাওয়া 0.1% জীবাণু ঐ 0.1% ভ‍্যাকসিন বিহীন লোককে ধরতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে।"
     
    আসলে আমাদের অফিসের একটিমাত্র ছেলে ভ্যাকসিল নেই নি। এবং আমাদের অফিসের প্রায় ত্রিশ শতাংশের বেশি কর্মী রোজ পাশের দেশ থেকে যাতায়াত করে। নিয়মিত  বর্ডার ক্রস করার জন্য ভ্যাকসিনেশন সার্টিফিকেট অপরিহার্য।
    লোকে ভ্যাকসিন কেন নিতে চায় না সে যুক্তি আমার মাথায় ঢোকে নি। যারা নেয় নি তাদের প্রতিরোধ ক্ষমতা কম হবে। সিম্পল। তার পরেও যারা বীরত্ব করে ভ্যাকসিন নিতে চায় না তাদের ম্যাও তারাই সামলাবে। 
    সর্বত্র স্যানিটাইজার রাখা আছে। 
  • Amit | 14.202.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০২:৩৮489078
  • তারপর সেই নোবেল বর্শা দিয়ে মোষ মারা হতো হয়তো। 
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০২:৩৬489077
  • বিজয়ী পেতেন একটি পুরস্কার, সেই প্রস্তর যুগের নোবেলতুল্য ব্যাপার। একটি পালিশ করা পাথরের ফলা, কাঠের ডগায় লাগিয়ে বর্শা তৈরী হত। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০২:৩৩489076
  • এলসিএম, প্রস্তর যুগে যে দুর্গাপূজা হত তাতে মনে হয় পাথর ছোঁড়াছুড়ির একটা বা একাধিক ইভেন্ট থাকত। যুগটা কী তা তো দেখতে হবে। ঃ-)
  • Abhyu | 47.39.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০২:২৭489075
  • হ্যাঁ জ্যোতিষীরা বিজ্ঞানী হয়েছিলেন। বলতেই হবে যুগের তুলনায় এগিয়ে ছিলেন অনেক। এখন তো জ্যোতিষবিজ্ঞানের ছছল-বছল একেবারে।
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০২:০০489074
  • ওহ্হ্হ, দুর্গাপূজা থ্রেডটা খুব জমেছে। একেবারে নৃত্য চলছে দেখলাম। আচ্ছা, মঙ্গলকাব্যে 'ফুল্লরার বারোমাস্যা'য় যে দুর্গাপূজার কথা আছে, সেটা কবেকার? "আশ্বিনে অম্বিকাপূজা হর্ষ দেশে দেশে" ?
  • Sambit Basu | ২২ অক্টোবর ২০২১ ০১:৫০489073
  • ওহে লসাগু গুগুল দিয়ে লগিন করলেও কেন ইমেল আবার চাইছে আর আবার ইমেল ভেরিফিকেশন করছে? তাহলে আর oAuth-এর মানে কী রইল?
  • অপু | 223.19.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০১:১৯489072
  • আমি তো উত্তরাখন্ড গেলাম। এতগুলো জায়গা ঘুরলাম। ডাবল ভ‍্যাক্সিনেশানের সফট কপি ছাড়াও 7 টি প্রিন্ট আউট নিয়ে গিয়েছিলাম। একমাএ  কৌশানির হোটেল ছাড়া কোন হোটেলে বা এয়ারপোর্টে সেটা দেখতে চায় নি। :(((
  • অপু | 223.19.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০১:১৬489071
  • না না একটি বাড়িতেই গেছি। সেখানে  খিচুড়ি  হয়েছে কিনা আগেই ফোনে খবর নিয়েছিলাম। মা বেরোনো র আগে বললো কীরে রাতে কি রুটি খাবি? আমি বললাম  না।
     
    তারপরে গুছিয়ে খিচুড়ি, তরকারি; 
    পায়েস। আর তার আগে সামান‍্য ফলমূল আর সিন্নি খেয়ে চাট্টি ভাট মেরে বাড়ি ফিরলাম।: ))))
  • অর্জুন | 43.23.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০১:১৪489070
  • এই দীর্ঘ পথে ভ্যাকসিন সার্টিফিকেট কোথাও দেখতে চায় নি। শুধু ফেরার সময় রাজধানীতে টি সি একবার জিজ্ঞেস করল।  কিন্তু এতগুলো দিনের নিয়ম এবং বেশী অনিয়মে আমার কিছুই হলনা।  
     
    কিন্তু দিন চার আগে আমার এক বাল্যবন্ধু  সাত দিনের কোভিডে শ্বাস কষ্টে  মারা গেল। এই বছরটা পুরোই তাকে অফিস যেতে হত।  অবশ্যই পাব্লিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। 
  • lcm | ২২ অক্টোবর ২০২১ ০১:০১489069
  • হ্যাঁ, মাস্ক তো এমনিতে বদ্ধ জায়গা না হলে অনেকে পরছে না, বা খুলে ঝুলিয়ে রাখছে, এখানেও। মুশকিল হল, যেখানে জমায়েত হচ্ছে, খোলা জায়্গা হলেও সেখানেও অনেকে পরছে না। অবশ্য অনেক গ্যাদারিং এ ভ্যাক্সিনেশন প্রুফ না দেখালে ঢুকতে দিচ্ছে না।

    শিকাগো দুর্গাপুজোয় যেমন করল - ঢোকার সময় ইন্সট্যান্ট টেস্টিং, নাকের ভিতর কাঠি দিয়ে সোয়াব স্যাম্পেল দাও - টেস্ট রেজাল্ট নেগেটিভ এলে তবে এন্ট্রি। এইভাবে নাকি হাজার খানেক লোক হয়েছিল।
  • kk | 68.184.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০০:৫৫489068
  • b,
    থ্যাংকিউ, থ্যাংকিউ। বড় উপকার করলেন। পড়ে দেখি।
  • অর্জুন | 43.23.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০০:৫৩489067
  • ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অবধি মহারাষ্ট্র ইউ পি, দিল্লী মিলে একটা লম্বা সফরে ছিলাম। ওয়ার্ধায় চার দিনে মনে হল একদম প্রি কোভিড  যুগে ফিরে গেছি। একটা লোকের মুখে মাস্ক নেই। শুধু গান্ধীর সেবাগ্রামে ঢোকার সময় এক পাশে স্যানিটাইজর রাখা। নিলে নাও নাহলে নয়। লখনৌতেও বাছাই করা কিছু জায়গায় মুখে মাস্ক। গাজিপুর,  টিকরি ও সিংঘু বর্ডারেও মাস্ক থেকে মুক্তি। তবে সে জায়গা নিজ গুণে অনন্য। আর দিল্লীর মেট্রোতে মাস্ক ছাড়া ঢুকতে দেয় না তাই মাস্ক পরতে বাধ্য সবাই। শহরের অধিকাংশ জায়গা মাস্কহীন। 
  • এলেবেলে | ২১ অক্টোবর ২০২১ ২৩:০৮489066
    • b | 117.194.214.161 | ২১ অক্টোবর ২০২১ ১৯:৪৯489057
    • পুরনো কয়েন, নোট ইত্যাদি কেউ সংগ্রহ করেন ? coinbaazaar.com কি বিশ্বাসযোগ্য? 
     
    আমি করি। ১৯৯১ থেকে। কমেমোরেটিভ প্রুফ সেট, ভারতীয় কারেন্সি নোট, ভারতীয় ডাকটিকিট, ক্যানসেলড ফার্স্ট ডে কভার ও মিনিয়েচার শিট। সম্প্রতি ৪৪টা কমেমোরেটিভ প্রুফ সেট বিক্রি করে মোট ২ লাখ ৭১ হাজার টাকা পেয়েছি। আপনি যে সাইটটির উল্লেখ করেছেন সেটি আদৌ বিশ্বাসযোগ্য নয়। সম্প্রতি সাইনাথ রেডাপ্পার ভারতীয় মুদ্রার ওপর লেখা বইটির নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। সেখানকার ক্যাটালগ মূল্যের ১০% কমে বিক্রি করেছি। কলকাতার প্রোফেশনাল স্ট্যাম্প বা কয়েন ডিলারদের প্রত্যেকটা হয় চোর নতুবা ডাকাত। ওদের পাল্লায় পড়বেন না। আমি বিক্রি করেছি ব্যাঙালোরের সবচেয়ে বিখ্যাত সাইটটিতে। আপনি marudhararts.com বা ওদেরই Novel Emporium-এ খোঁজ নিন। সেলিং প্রাইস দেওয়া আছে। পারচেসিং প্রাইস তার ২৫% কম হবে। তাও লোকসান হবে না। ভদ্রলোকের ব্যবহার অত্যন্ত ভালো।
    সম্প্রতি ডুপ্লিকেট স্ট্যাম্পের ইয়ার প্যাক ও ডুপ্লিকেট মিনিয়েচার শিট ওদের কাছেই বিক্রি করার জন্য পাঠিয়েছি। ক্যুরিয়ার কোম্পানির প্রতিনিধি আপনার বাড়ি থেকে নিয়ে যাবে। কোনও চার্জ লাগবে না। আর স্ট্যাম্পের বিষয়ে কলকাতার মানিক জৈনের বইটাকে একদম ভরসা করবেন না। এ জীবনে ওই দাম পাবেন না। আরও কিছু জানার থাকলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। 
  • /\ | 103.76.***.*** | ২১ অক্টোবর ২০২১ ২২:৩৮489065
  • বইয়ের নাম হাতি। ব্লগে আছে।
  • r2h | 2405:201:8005:9947:4c3c:b27:8de1:***:*** | ২১ অক্টোবর ২০২১ ২১:৫৬489064
  • আমারও একদম ইচ্ছে ছিল না, না নিয়েই বসেছিলাম। তারপর দেখলাম না নিলে কোথাও যেতে আসতে দেবে না, তাই নিতে হলো।
    কেউ কেউ স্বেচ্ছায় নিচ্ছে না, কেউ কেউ অনিচ্ছায় নিচ্ছে। আমি অবশ্য অ্যান্টিভ্যাক্সার না, আরেকটু দেখার ইচ্ছে ছিল ব্যাপার স্যাপার কোনদিকে গড়ায়।

    টিকা নিতে উৎসাহিত করা আর টিকা না নিলে ধোপা নাপিত বন্ধ এ দুটোর মধ্যে অনেক তফাত আছে - দ্বিতীয়টা খুবই খারাপ ট্রেন্ড।
  • dc | 171.49.***.*** | ২১ অক্টোবর ২০২১ ২১:৩৪489063
  • রমিতবাবুর পোস্ট পড়ে আগের বছর দেখা একটা ভিডিও মনে পড়লো :d
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ অক্টোবর ২০২১ ২১:২৯489062
  • R2H যারা স্বেচ্ছায় ভ্যাকসিন নিচ্ছে না, সুযোগ থাকা সত্ত্বেও, কোনো শারীরিক বাঁধা না থাকা সত্ত্বেও, তাদের উদ্দেশ্যেই বলা। anti vaxx er যারা।
  • lcm | ২১ অক্টোবর ২০২১ ২১:১৯489061
  • আমাদের অফিস গেলে রোজ একটা কোশ্চেনেয়ার ভরতে হচ্ছে, মুখে মাস্ক চাই, প্রতি নব্বই দিনে একবার কোভিড টেস্টের রেজাল্ট আপলোড করতে হচ্ছে।

    লাঞ্চে আপিস পাড়ায় রেঁস্তোরায় ভেতরে বসে খেতে গেলে ভ্যাক্সিন প্রুফ দেখাতে হচ্ছে। গ্রোসারি, দোকানপাট সর্বত্র মুখে মাস্ক মাস্ট।
  • r2h | 2405:201:8005:9947:4c3c:b27:8de1:***:*** | ২১ অক্টোবর ২০২১ ২০:১৯489060
  • ভ্যাকসিন না নেওয়া নিয়ে আজকাল নেমিং শেমিং টাইপের জিনিস চালু হয়েছে?
     
    • রমিত চট্টোপাধ্যায় | ২১ অক্টোবর ২০২১ ১৭:০৫489056
    • আর যারা শুধু কোভিদ কেন, কোনো ভ্যাকসিন ই নেয় নি, তাদের জন্য apple চারটে চাকা নিয়ে এসেছে। খাটিয়ার চারদিকে লাগিয়ে নেওয়ার জন্য। ভারতীয় মুদ্রায় দাম মাত্র 69000 টাকা (কর সহ)।
  • | ২১ অক্টোবর ২০২১ ২০:১৪489059
  • পুরানো কয়েনের সাংঘাতিক মারাত্মক সব কালেকশান আছে ব্ল্যাংকির। সে কুষাণ যুগ, মোগল যুগ তো বটেই আরো পুরানোও মনে হয় আছে। ব্ল্যাংকির ফেবু অ্যালবামটা একবার দেখে নেবেন বি। 
    ও যেন কিসব সাইট থেকে কেনে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ অক্টোবর ২০২১ ১৯:৫৭489058
  • এই মার্কেটের ক্ষেত্রে একটা কথা মনে রাখার, যত দাম চাইছে, তত আসলে পায় না।  দ্বিগুণ থেকে দশ গুণ পর্যন্ত বেশি দাম চায় লোকে। কিন্তু তা রিয়েল দাম নয় ওই জিনিসের। এই সাইট দেখে লোকে নিজের সংগ্রহের ওভার ভালুয়েশন করে ফেলে।
  • b | 117.194.***.*** | ২১ অক্টোবর ২০২১ ১৯:৪৯489057
  • পুরনো কয়েন, নোট ইত্যাদি কেউ সংগ্রহ করেন ? coinbaazaar.com কি বিশ্বাসযোগ্য? 
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ অক্টোবর ২০২১ ১৭:০৫489056
  • আর যারা শুধু কোভিদ কেন, কোনো ভ্যাকসিন ই নেয় নি, তাদের জন্য apple চারটে চাকা নিয়ে এসেছে। খাটিয়ার চারদিকে লাগিয়ে নেওয়ার জন্য। ভারতীয় মুদ্রায় দাম মাত্র 69000 টাকা (কর সহ)।
     
  • kc | 188.236.***.*** | ২১ অক্টোবর ২০২১ ১৬:৫৭489055
  • আমাদের প্ল্যান্টেও সবাই, মানে ভিপি থেকে ক্লিনার সবাই ভ্যাকসিনেটেড। ভ্যাকসিন ছাড়া কোনও ভেন্ডর বা সাপ্লায়ার বা কন্ট্রাক্টরের গেট পাসই ইস্যু হবেনা। ফলে প্ল্যান্টের ভিতর আবহাওয়া একটু নরমাল লাইফ টাইপের।
  • b | 14.139.***.*** | ২১ অক্টোবর ২০২১ ১৫:৫৪489054
  • এটা চলবে? @ কেকে . অবশ্য কোন ​​​​​​​বই ​​​​​​​নয়। ​​​​​​​তবে ​​​​​​​এনার  ​​​​​​​বহু ​​​​​​​রেফারেন্স ​​​​​​​দেখলাম। ​​​​​​​
  • rich-swiss-bad-at-vaccination | 2620:7:6001::***:*** | ২১ অক্টোবর ২০২১ ১৫:৪২489053
  • Only one Western European country has a vaccination rate lower than the US

    BY DANNY KINZELMANN -
     

    Switzerland is the only Western European country with a vaccination rate lower than the U.S. — and there's no sign of that changing anytime soon.

    As of Wednesday, only 48.6 percent of the Swiss population was fully vaccinated, compared with 51.1 percent in the U.S.

  • dc | 171.49.***.*** | ২১ অক্টোবর ২০২১ ১৫:৩৫489052
  • আপেলের যেসব কর্মীরা এখনো ভ্যাক্সিন নেয়নি তাদের জন্য আপেল একটা ওয়াইপিং ক্লথ বার করেছে। দাম মাত্র দু হাজার টাকা, আর এটার সুবিধে হলো অন্তত আপেল ৬ ফোন অবধি কম্প্যাটিবল (তার থেকে পুরনো মডেল হলে নিজ দায়িত্বে ব্যবহার করতে হবে)। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত