বেলজিয়াম এর কাছে হেরে গেল। যাক, তাও ব্রোঞ্জের একটা আশা আছে এখনো।
Amit | 203.***.*** | ০৩ আগস্ট ২০২১ ১০:১৯484875সেতো বটেই। বেলজিয়াম টাফ টিম। তবু মিরাকল র আশায় থাকা আর কি। পরশু মেয়েরা যেমন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো।
অস্ট্রেলিয়ায় সবাই শকড হয়ে গেছে পুরো হেরে গিযে। কয়েকটা চাকরি যাচ্ছেই সিওর।
b | 14.139.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৯:৪৮484874আরে ফজলিআম অসাধারণ টিম। এত মনস্তাপ নেবেননা .
aranya | 2601:84:4600:5410:211a:86b5:75:***:*** | ০৩ আগস্ট ২০২১ ০৯:২৮484873ব্রোঞ্জের জন্য লড়বে নিশ্চয়ই। এই হার মনে না রেখে
aranya | 2601:84:4600:5410:211a:86b5:75:***:*** | ০৩ আগস্ট ২০২১ ০৯:২৬484872শেষ গোলটা কাউন্ট করে না, তখন গোলকিপার-কে বসিয়ে অল আউট আক্রমণে গেছিল।
সেকেন্ড হাফে বেলজিয়াম ডমিনেট করল
Amit | 203.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৯:১২484871যাকগে। কালকে মেয়েরা কি করে দেখা যাক।
Amit | 193.116.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৮:৫৭484870২-৫. সব শেষ
Abhyu | 47.39.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৮:৫৬484869পাঁচ গোল খাবে তা বলে?
Abhyu | 47.39.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৮:৫৪484868থার্ড প্লেসের জন্যে খেলার কথা বললেই আমার এইটা মনে হয় - সে বিশ্বকাপই কি আর অলিম্পিকস

Amit | 193.116.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৮:৫৪484867২-৪ হয়ে গেলো। ব্যাড লাক
aranya | 2601:84:4600:5410:211a:86b5:75:***:*** | ০৩ আগস্ট ২০২১ ০৮:৩৪484866:-((
পেনাল্টি কর্ণার নির্ভর খেলা
4z | 184.145.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৮:২৮484865যাহ ৩-২ করে দিল। অরণ্যদা, আর কাউকে ডাকা বাকি থাকলে শিগগির মনে করে নাম জুড়ে দাও।
aranya | 2601:84:4600:5410:211a:86b5:75:***:*** | ০৩ আগস্ট ২০২১ ০৮:০৮484864শোন, গরু হারালে মাথা আউলিয়া যায়, এখন সেই অবস্থা।
বুদ্ধ, মহাবীর, গুরু নানক, আরও যারা আছেন - সবারেই নমি আমি
Abhyu | 47.39.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৭:৪৯484863প্রচণ্ড গণ্ডগোলের স্টেটমেন্ট। প্রোটোকলে ভুল। যীশুর সাথে হজরত মহম্মদ যেতেন। গডের সাথে আল্লা। পরশুরাম পড়েন নাই?
ওদিকে হিন্দু দেবদেবীদের পাওয়ার এতো কম কেন? একজন আল্লার সাথে ৩৩৩ কোটি?
aranya | 2601:84:4600:5410:211a:86b5:75:***:*** | ০৩ আগস্ট ২০২১ ০৭:৪২484862আল্লা, যীশু এবং ৩৩৩ কোটি হিন্দু দেব দেবী - চরণে প্রণত
Abhyu | 47.39.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৭:৪১484861বাহ থ্যাঙ্কু
https://stream.nbcolympics.com/field-hockey-mens-semifinal-game-1
এইখানে ! @অভ্যুদা
Abhyu | 47.39.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৭:৩৫484859অনলাইন লাইভ দেখাচ্ছে কোথাও? মানে কমেন্ট্রি? এখানে এখনো ২-১ দেখাচ্ছে।
https://www.news18.com/news/sports/india-vs-belgium-live-score-tokyo-olympics-2020-hockey-semi-final-todays-updates-streaming-details-sony-liv-medal-tally-manpreet-singh-hardik-singh-4038476.html
Amit | 203.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৭:৩৪484858যা শালা। ২-২ হয়ে গেলো।
4z | 184.145.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৭:১৪484857এগিয়ে ২-১
Abhyu | 47.39.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০৭:০৭484856সেমিতে তো এখন ভারত পিছিয়ে :(
এই তো আর কদিন পরেই 'সামার' শেষ। আবার সেই ফেরেট'স হুইল। এই কদিন তাই যেখানে পারছি সেখানেই, যখন পারছি তখন, একেবারে সপাটে ঘুমোচ্ছি।
সাধে কি কবি বলে গেছেন ...
&/ | 151.14.***.*** | ০৩ আগস্ট ২০২১ ০১:১৫484854সবাই গেলেন কোথায়? অলিম্পিকে নাকি? নাকি টইতে প্রফুল্লচন্দ্রে? (কী ভালো ভালো লেখা এসেছে আচার্য প্রফুল্লচন্দ্র বিষয়ে !!!! )
aranya | 2601:84:4600:5410:90c0:c1b6:bf11:***:*** | ০২ আগস্ট ২০২১ ২১:৫২484853সত্যিই , বহুদিন বাদে।
নিজে খেলছি বলে মনে হচ্ছে , adrenaline ইঃ :-)
lcm | ০২ আগস্ট ২০২১ ২১:৪৭484852হকিতে মেয়েদের এবং ছেলেদের দুটো করে গেম বাকি, একটা গেম জিততে পারলেই পদক। দেখা যাক। ফিঙ্গারস ক্রশড। বহুদিন বাদে হকিতে ভারত...
aranya | 2601:84:4600:5410:90c0:c1b6:bf11:***:*** | ০২ আগস্ট ২০২১ ২১:৪৭484851এদিকে কমলজিৎ ৬৬ মিটার ছুঁড়লেই পদক পেত, ছোঁড়ার ক্ষমতাও ছিল, পারল না :-(
সেই মিলখার সময় থেকে অপেক্ষা, athletics-এ একটা পদকের জন্য
aranya | 2601:84:4600:5410:90c0:c1b6:bf11:***:*** | ০২ আগস্ট ২০২১ ২১:৪৩484850সেটাই বলছি, বি। নিজের দিনে র্যাংক ৯ দলও ২ নম্বর দলকে হারাতে পারে । তবে কনসিস্টেন্টলি পারবে না
b | 14.139.***.*** | ০২ আগস্ট ২০২১ ২১:৪১484849অস্ট্রেলিয়ার র্যাঙ্ক ২ ইন্ডিয়ার ৯ ।মেয়েদের।
aranya | 2601:84:4600:5410:90c0:c1b6:bf11:***:*** | ০২ আগস্ট ২০২১ ২১:২৭484848হকিতে ওপরের দিকের দলগুলোর পার্থক্য খুব বেশি নয় মনে হচ্ছে, নিজের দিনে যে কেউ জিততে পারে। ছেলেদের, মেয়েদের - দু ক্ষেত্রেই
aranya | 2601:84:4600:5410:90c0:c1b6:bf11:***:*** | ০২ আগস্ট ২০২১ ২১:২৩484847৪১ বছর পর কী যে সব হচ্ছে , বড় আনন্দের এ সময় :-)
মেয়েরা যদি এই মোমেন্টাম ধরে রাখতে পারে ..