হ্যাঁ, তরক্ষু শৃগাল
অন্নদাশংকর রায়ের একটা কবিতা ছিল - সামথিং-তরক্ষু সংবাদ - শেষ লাইনগুলো - "সোজা বাংলায় নেকড়েটা ঐ ..."
কারো মনে আছে?
হ্যাঁ স্ট্যান স্বামী।
প্রধানসেবকের গাড়ির তলায় আরও একজন কুকুরছানা চাপা পড়লো।
ওফ, বুঝিছি। থ্যাংকু। বুড়ো মানুষ, অত কলকব্জার ব্যাপারস্যাপার জানি নে ভাই। এবার থেকে ছবি পেঁটিয়ে দোবো।
রমিত, আমরা কথাগুলোর উৎস খুঁজছিলাম।
ধন্যবাদ। রমিতকেও ধন্যবাদ।
b, এই স্ক্রীনশটটা দেখুনতো।
গোটা শ্লোক টার সারমর্ম এইটা
ছাত্র ও পুত্র এই দুইয়ের কাছে পরাজয়ে আনন্দ আছে। এই দুইয়ের বাইরে কারও কাছে পরাজিত হওয়া দুঃখের ও কষ্টের ব্যাপার।
কেসি, ওটা য্দি কোনো বাক্য হয়, তবে সেটাই দিন।
Idoia López Riaño বলে এক ভদ্রমহিলা ২৩টা খুন করে ২৩ বছর জেল খেটে এখন নাকি রেড ক্রশের হয়ে কাজ করেন। (আমি এখন কিলিং ইভ দেখছি।)
এই নিন, পড়ুন ও পড়ান
এখনো আপনারা বই দেখে টাইপ করেন? মোবাইলে ছবি তুলবেন i-box (উপরের এই সাদাকালো ইমগুর এর বাক্সটা) এ ট্যাপ করে ছবিটা দেখিয়ে দেবেন - এই তো ব্যপার। লসাগু এমন কল করে দিয়েছেন তবু আপনাদের ঘ্যানঘ্যান - রাত হয়েচে, তাক উঁচুতে, কীবোর্ডে ব্যাথা - পারিনা বাপু।
কবীর সুমনের রাগ চুরি হয়ে যাচ্ছে।রাগ চুরি হয়ে গেলে মেজাজ তো শিথিল হয়ে যাবে! ভারী মুশকিল!
https://aajkaal.in/news/title/here-is-why-kabir-suman-shares-this-post-from-hospital-dvhk
ফ্রিকিক নেওয়ার আগে মেসির ফোটো দেখে মনে হচ্ছে, পূজোর অর্ঘ্য সাজাচ্ছে!
In Tamil Nadu, dhoti is considered as a traditional informal or casual wear and is also preferred as a comfortable night wear. Lungis with checked pattern are more popular. A white-colored open cloth called vesti (dhoti) is worn on formal occasions.
লিস্টি সব্বাই করে :)
আপনারা ফোর্থ অফ জুলাইতে বাজি পোড়ালেন কেউ?
সুইত্জারল্যান্ডের গোলকীপার - এর জন্য দুঃখ হল। ১০ জন হয়ে যাওয়ার পর প্রায় ৪০ মিনিট - কত দূর্দান্ত সেভ, অসাধারণ খেলছিল
মেক্সিকো নয়, ইকুয়াডর। সরি চাই
কাল মেক্সিকোর খেলাও ছিল না কি?
ওঃফ, গত কাল সারা দিন জুড়ে ফুটবল। এখনো খোঁয়াড়ি কাটতে চাইচে না
হ্যারি কেন আর মেক্সিকো-র ২০ নম্বর ভাল ভলি করেছিল, গোল হয় নি। ৭৭-এ মিহির বসু কিন্তু আরও দূর থেকে স্পেকটাকুলার ভলিতে গোল দেয়
দিব্য হয়েচে।ইটি আমি নিলেম।
ইন্দোদা
ইন্দোদা বইয়ের গাছ করেছে। লোকে আম পাড়ে, ইন্দোদা বই পাড়ে। এইজন্যে বলেছে এত বেশি বই পড়তে নেই তা কেউ শুনলে তো